Meherun Nesa Digital Marketer

Meherun Nesa Digital Marketer Hello, My self Sumi. I am a Digital Marketer.

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি...
27/02/2024

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা।
১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)।
তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম.....
৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)।
একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।
হা ভাই এটাই হলো ব্যবসা।
যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা।
সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।🥰🙂

লেখা কপি ছবি নিজেস্ব - সানভী

10/02/2024

সময়টা একদিন বদলে যাবে, অন্ধকার পথটা আলোকিত হবে। খারাপ সময়ে ধৈর্য্য ধরে সামনে এগিয়ে যেতে হবে, যুদ্ধ করতে হবে, হাল ছাড়া যাবে না, পরিস্থিতি যেমনি হোক না কেনো সামনে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। দূর্বার সময় কেটে সবার জীবনে ভালো সময় ফিরে আসুক, একটু আলোকিত হোক সবার জীবন। ©

05/02/2024

⭐ সফলতার ১৫টি সূত্রঃ

১. আজ থেকে পাঁচ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে এখন আপনি কী ধরনের বই পড়ছেন, কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করছেন সেটার উপর।

২. এডিসন বলেন, সাফল্য হলো ৯৫% কঠোর পরিশ্রম আর ৫% অনুপ্রেরণার ফল।

৩. যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না আর যে ব্যক্তি পড়তে পারে না দুই-ই সমান।

৪. ফার্স্ট ইমপ্রেশন খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোন কথা বলার আগেই একজনের সাথে সাক্ষাত হওয়ার তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। We never get a 2nd chance to make the first impression.

৫. আপনি কী অর্জন করেছেন, সাফল্য মাপার মানদন্ড সেটা নয় বরং আপনি পড়ে যাওয়ার পর কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটা।

৬. পরাজয়ের ভয়, পরাজয়ের চেয়েও খারাপ।

৭. একটা পরাজয় আরো পরাজয়ের জন্ম দেয়। কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্ম-মূল্য হারিয়ে ফেলে যেটা পরবর্তী পরাজয়ের কারণ।

৮. পরাজিতরা কোন কিছু ঘটার অপেক্ষায় থাকে। তারা কখনই কোন কিছু ঘটাতে পারে না।

৯. যে সবকিছু তৈরি পাওয়ার জন্য তৈরি, সে জীবনে কিছু করতে পারে না। সফল ও ব্যর্থ উভয়ের দিনই ২৪ ঘন্টায়।

১০. NO মানে একেবারে না নয়। NO = Next Opportunity.

১১. বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। যদি আপনি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন তাহলে এগুলো আপনার আচরণে প্রতিফলিত হবে।

১২. জয়ী হতে হলে কী কী করতে হবে বিজয়ীরা সেটার উপর গুরুত্ব দেয়। আর বিজিতরা যা যা পারে সেটার উপর গুরুত্ব দেয়।

১৩. আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন তাহলে সবসময় যা পেয়েছেন, এখনও তাই পাবেন।

১৪. সম্পর্ক তৈরি করা একটা প্রক্রিয়া, কোন ঘটনা না।

১৫. আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে।

Ayman Sadiq 🔥 Munzereen Shahid

05/02/2024

সব কিছু জানা তোমার জন্য আবশ্যক নয়,
কিন্তু যা কিছু তুমি বলছো তার সবটুকু সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক 🌸❤️

31/01/2024

#ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নেওয়ার সময় লোকে কত কিছুই তো বলবে, তুমি পারবে ফ্রিল্যান্সিং করতে??
তোমাকে দিয়ে কিছু হবে নাহ..........

অমুক দুইমাস/ তিনমাস করে ছেড়ে দিছে, সে পারতেছে নাহ,,, আর তুমি তো কোথাকার কি...... 😏

মানুষের কথায় হতাশ হলে চলবে.......
মোটেই নাহ......
জীবনটা তোমার , ক্যারিয়ারটাও তোমার...... 🥰

জীবনে ভালো কিছু করলে তোমার হবে মানুষের নাহ। মানুষ কীভাবে তোমাকে judge করলো , it’s doesn't matter ...... ❣️❣️
হোঁচট খাওয়া মানে কিন্তু হেরে যাওয়া নয় , বরং হোঁচট খেয়ে উঠে দাড়ানোটা সফলতা....... 🥰🥰
শেষ পর্যন্ত লেগে থাকো , সময়ের সঠিক ব্যবহার করো সফলতা আসবেই ইনশাআল্লাহ .,........ 🥰😍❤️‍🩹❤️



30/01/2024

আপনার উপরে অন্যদের চাপিয়ে দেয়া জীবনকে যাপন করতে যাবেন না, আপনি সম্পূর্ণ আলাদা একটা মানুষ। নিজের মতই হোন, উন্নত করুন নিজেকে, নিজের মতন করেই 🌸❤️

03/01/2024

#নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন?

প্রথমেই ৩ টি বিষয়:

১. স্কিল
২. মার্কেটপ্লেস
৩. পেমেন্ট ম্যাথড

উক্ত ৩ টি বিষয় আপনার মধ্যে থাকলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।

▪️নতুন যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমেই একটি ব্যাপার মাথায় আসে আর সেটা হলো ফ্রিল্যান্সিং শুরু করবো কিভাবে!🤔কোন বিষয় শিখে ফ্রিল্যান্সিং শুরু করলে ভাল হবে?

▪️বর্তমানে ফ্রিল্যান্সিং আলোচিত বিষয় হলেও, নতুনদের কাছে সুস্পষ্ট ধারণা না থাকার কারণে এই রকম প্রশ্নের উদয় হয়।তাই একটা লাইনে বলে যাওয়া ভাল যে, আপনি কোন বিষয়টাতে খুব বেশি ইন্টাররেস্ট ফিল করেন সেই বিষয়টা বেছে নিন। তাহলে দেখবেন নতুন কিছু শিখতে এবং এর জন্য লংটাইম কাজ করতে হলেও কখনই বোরিং লাগবে না😊

▪️ যে এই বিষয়ে দক্ষ এমন কারও কাছ থেকে পরামর্শ নিন।বেছে নিন এমন একটি বিষয় যাতে আপনি সফল হতে পারেন এবং সময়টাও কাজে লাগে।

▪️প্রথমে আপনাকে স্কিল ডেভেলপমেন্ট করতে হবে।এই ক্ষেত্রে একটি ভালো আইটি থেকে আপনাকে ফ্রিল্যান্সিং শিখতে হবে। কারণ ফ্রিল্যান্সিং এর মূল বিষয় হচ্ছে স্কিল। আপনার স্কিল বেশী থাকলে আপনি অন্য অনেক ক্যাটাগরির ফ্রিল্যান্সারদের থেকে বেশি আয় করতে পারবেন।


01/01/2024

Happy new year

03/11/2023

কেবলমাত্র সম্মানিত মানুষরাই অন্যদের সম্মান দিতে জানেন। যারা সম্মান দিতে জানেনা,
তারা মূলত নিজেরাই সম্মানের যোগ্য হয় না।

Address

Jamalpur
Jamalpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Meherun Nesa Digital Marketer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Digital creator in Jamalpur

Show All