Safiqul Islam

Safiqul Islam ☬﷽☬

👉খুব জানতে ইচ্ছা করে,
জীবনের শেষ পাতায় কি লেখা আছে...
(2)

collected from Halal Jobs
19/12/2023

collected from Halal Jobs

আলহামদুলিল্লাহ্!শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামে এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
17/12/2023

আলহামদুলিল্লাহ্!
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া গ্রামে এক ভাই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

Memoryছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।
17/12/2023

Memory
ছোট বেলার স্মৃতি মনে পড়ে যায়।

16/12/2023

অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী!

শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায়.!

আজব হলেও সত্যি - অশিক্ষিত কেউই বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত।
13/12/2023

আজব হলেও সত্যি - অশিক্ষিত কেউই বেকার নেই। যত বেকার আছে সব শিক্ষিত।

অনুপ্রেরণা😊
12/12/2023

অনুপ্রেরণা😊

আইন গরীবদের শাসন করে- আর ধনীরা আইনকে শাসন করে।- সক্রেটিস
11/12/2023

আইন গরীবদের শাসন করে- আর ধনীরা আইনকে শাসন করে।

- সক্রেটিস

10/12/2023

সবাই মাত্র ১ সপ্তাহ পেঁয়াজ ক্রয় বন্ধ রাখুন।

সকলে মিলে তরকারীতে অল্প পরিমাণে পেঁয়াজ পেস্ট ব্যবহার করুন।
পেঁয়াজ পচনশীল সিন্ডিকেট এমনই ভেঙে যাবে।

10/12/2023

মেসেঞ্জারে মেসেজ পাঠানোর পর ভুল হলে এডিট করার সুবিধা এনেছে মেটা।

আপনি কি জানেন Photolab কি?  হয়তো জানেন এটা একটি Picture Edit করা apk। আর আমি যদি বলি এটা একটা picture hacking system তাহ...
10/12/2023

আপনি কি জানেন Photolab কি?
হয়তো জানেন এটা একটি Picture Edit করা apk। আর আমি যদি বলি এটা একটা picture hacking system তাহলে কেমন হবে?

হ্যাঁ, এটা Picture haking system. আপনার পিক সুন্দর করে দেওয়ার পর আপনার পিক তারা সেভ করে নেয়। তারপর এই পিক গুলো দিয়ে তারা বাহিরের দেশে po*n video গুলোর ফেস এর সাথে matching করে Deshi po*n video বানায়।

তাই এটা মোটেও সাধারণ একটা apk না। অতএব সাবধান।
ধন্যবাদ 💝
[সংগৃহীত]

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এ...
08/12/2023

উসমানি খিলাফতকালে প্রত্যেক বাড়ির দরজায় দুটো কড়া থাকতো। একটি ছোটো, একটি বড়ো।

কোনো নারী দরজায় কড়া নাড়লে ছোটো কড়াটি নাড়তো। এতে আস্তে শব্দ হতো। ভেতরের লোকজন বুঝতে পারতো একজন নারী এসেছে। পরিবারের পুরুষ সদস্য তখন অন্য রুমে চলে যেতো। একজন নারী গিয়ে দরজা খুলে অন্য নারীকে স্বাগত জানাতো।

কোনো পুরুষ আসলে বড়ো কড়াতে নাড়তো। ভেতরের লোকজন বুঝতো একজন পুরুষ আসছে। বাড়ির নারী সদস্যরা অন্য রুমে চলে যেতো৷ একজন পুরুষ গিয়ে দরজা খুলতো।

চিন্তা করা যায়, সেই যুগে একটা বাড়িতে প্রাইভেসির কথা কীভাবে ভাবা হতো!? 😯

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে...
07/12/2023

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন লোগো থেকে ‘হে প্রভু তুমি আমার জ্ঞান বাড়িয়ে দাও’ কুরআনিক বাক্যটি সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে এদেশের ধর্মপ্রাণ মানুষেরা যে ভীষণভাবে মর্মাহত ও সংক্ষুব্ধ হয়েছে, বলার অপেক্ষা রাখে না।

আমরা অনেকেই ধর্মকে উন্নতি ও অগ্রগতির পথে বাধা মনে করছি। অথচ মালয়েশিয়া-সহ পৃথিবীর বহু মুসলিম দেশের রন্ধ্রে রন্ধ্রে ইসলামি মূল্যবোধ ও আদর্শ বহাল থাকার পরও তারা উন্নতির চরম শিখরে পৌঁছেছে।

শুধু তাই নয়, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, ডেনমার্ক-সহ অনেক খ্রিষ্টান প্রধান দেশের জাতীয় পতাকায় খোচিত আছে তাদের ধর্মীয় নিদর্শন ক্রুশের চিহ্ন। পৃথিবীর বহু দেশের জাতীয় সংগীতে উজ্জ্বল হয়ে আছে তাদের ধর্মের অনুষঙ্গ।

এমনকি যাদেরকে আমরা উন্নয়নের রোল মডেল মনে করি, যাদের উন্নতি দেখে আমরা দিবারাত্র ঈর্ষা করি, সেই তাদের ডলারের গায়ে লেখা আছে IN GOD WE TRUST।

ধর্ম তাদের উন্নতি ও অগ্রগতির পথে বাধা হলো না, অথচ উন্নতির দোহাই দিয়ে আমরা নানাভাবে ধর্মীয় অনুষঙ্গ ছাঁটাই করে চলেছি। এটা করে আমরা কতটুকু উন্নত হতে পেরেছি তা উল্লিখিত দেশগুলোর সাথে নিজেদের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায়।

পৃথিবীর প্রায় সকল সভ্যতা ধর্মীয় বিশ্বাসের ওপর নির্ভর করে গড়ে উঠেছে। এ কারণে ধর্মের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। যারা উন্নয়নের দোহাই দিয়ে ধর্ম ত্যাগ করছে, তারা মূলত বিশ্বসভ্যতার সাথে বিশ্বাসঘাতকতা করছে।

আজ একটি জাতীয় প্রতিষ্ঠানের লোগো থেকে কুরআনিক বাক্য সরিয়ে দেওয়া হলো। কাল অন্য জায়গা থেকে যে সরিয়ে দেওয়া হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। এভাবে চলতে থাকলে একদিন মুসলিম নামটাই আমাদের কাছে লজ্জার কারণ হয়ে উঠবে।

দোকানের কর্মচারীর বিয়ে হয়ে যায়Job করে বলেlঅথচ মালিকের বিয়ে হয়না ব্যবসা করে বলে।
05/12/2023

দোকানের কর্মচারীর বিয়ে হয়ে যায়
Job করে বলেl
অথচ মালিকের বিয়ে হয়না ব্যবসা করে বলে।

ছেলেটা আত্মহত্যা করেছে😥
01/12/2023

ছেলেটা আত্মহত্যা করেছে😥

দায়িত্বশীল বাবা
01/12/2023

দায়িত্বশীল বাবা

তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী,এই দুনিয়া ক্ষণস্থায়ী কিসের বাহাদুরি ?😕
30/11/2023

তিন কাপড়ে পুরুষ বিদায়
পাঁচ কাপড়ে নারী,
এই দুনিয়া ক্ষণস্থায়ী
কিসের বাহাদুরি ?😕

আর কয়েক বছর পরে সাকিব আল হাসান🤗
29/11/2023

আর কয়েক বছর পরে সাকিব আল হাসান🤗

নারী'কে চুপচাপ মানায় না, নারী ঝগড়াতেই বেশি সুন্দর!
28/11/2023

নারী'কে চুপচাপ মানায় না, নারী ঝগড়াতেই বেশি সুন্দর!

এতিম খানায় গরীবের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয়, আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা-বাবা পাওয়া যায় কিন্তু গরীবের নয়।
28/11/2023

এতিম খানায় গরীবের বাচ্চা পাওয়া যায় ধনীদের নয়, আর বৃদ্ধাশ্রমে ধনীদের মা-বাবা পাওয়া যায় কিন্তু গরীবের নয়।

27/11/2023

রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কোথায় জন্মগ্রহণ করেছিলেন এবং কবে কোন বই লিখেছিলেন তা পড়ে আপনার বাস্তবজীবনে কি
কাজে লেগেছে? জানার জন্য
জিজ্ঞাসা।

তোরা বয়কট কর. আমরা আমাদের জাতীয় মাছের ঘ্রান টা নেই প্রান ভরে, শেষ কবে ইলিশ খেয়েছি মনে পড়েনা, তোদেরকে ভি*ক্ষা দিয়ে, আমরা...
26/11/2023

তোরা বয়কট কর. আমরা আমাদের জাতীয় মাছের ঘ্রান টা নেই প্রান ভরে, শেষ কবে ইলিশ খেয়েছি মনে পড়েনা, তোদেরকে ভি*ক্ষা দিয়ে, আমরা খাব তো দূরের কথা ঘ্রান নেওয়ার জন্যও বছরে একবারও ইলিশ খুঁজে পাইনা!

আমরা ঐ সময় মুতের স্পিড টেস্ট করতাম, আর এরা এই সময় বান্ধুবি নিয়া ঘুরতে যায়🤔🤭
23/11/2023

আমরা ঐ সময় মুতের স্পিড টেস্ট করতাম, আর এরা এই সময় বান্ধুবি নিয়া ঘুরতে যায়🤔🤭

22/11/2023

আসন সংখ্যা ৩০০
মনোনয়ন সংগ্রহ ৪৫০০
এবার নেতারা বুঝতে পারবে!
চাকরির ইন্টারভিউতে বাদ পড়লে কেমন ডা লাগে।🙃

বিক্রমপুরের আরিয়াল বিলে পাওয়া গেছে, এক কেজি ওজনের দেশী কৈ মাছ!
22/11/2023

বিক্রমপুরের আরিয়াল বিলে পাওয়া গেছে, এক কেজি ওজনের দেশী কৈ মাছ!

দুইটা নোটের পার্থক্যঃ✅বাম পাশের টা দিয়ে ১টা পরিবারে ১ সপ্তাহে খরচ! চলে যেত।✅ডান পাশের টা দিয়ে সেই পরিবার ১ দিন চলা কঠিন।
21/11/2023

দুইটা নোটের পার্থক্যঃ

✅বাম পাশের টা দিয়ে ১টা পরিবারে ১ সপ্তাহে খরচ! চলে যেত।
✅ডান পাশের টা দিয়ে সেই পরিবার ১ দিন চলা কঠিন।

That family is beautiful,Every person in the family prays
20/11/2023

That family is beautiful,

Every person in the family prays

17/11/2023

আরব দেশের খতিবরা জুম'আর খুৎবায় প্রতি সপ্তাহে তাদের সরকার প্রধানের জন্য হেদায়েতের দোয়া করেন। আমাদের খতিবরা এর বিপরীত।

বাংলাদেশে প্রতি ১  মিনিটে জন্ম নেয় ২১ জন শিশু !
17/11/2023

বাংলাদেশে প্রতি ১ মিনিটে জন্ম নেয় ২১ জন শিশু !

অগ্রহায়ণ মাসের ধান কাটার সময় হইছে,নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের ধান কাটা শেখানো হোক,কৃষকদের খরচও বাঁচবে, নিজেদ...
16/11/2023

অগ্রহায়ণ মাসের ধান কাটার সময় হইছে,নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীদের ধান কাটা শেখানো হোক,কৃষকদের খরচও বাঁচবে, নিজেদের কাজও শেখা হবে।

তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন
15/11/2023

তফসিল ঘোষণা করলো নির্বাচন কমিশন

দূর থেকে দেখলে মনে হয়, কেউ বুঝি কায়দা করে বইয়ের ওপর বই রেখেছে। হঠাৎ শঙ্কাও জাগে, থরে থরে সাজানো বইয়ের রাজ্য হয়তো ভে...
15/11/2023

দূর থেকে দেখলে মনে হয়, কেউ বুঝি কায়দা করে বইয়ের ওপর বই রেখেছে। হঠাৎ শঙ্কাও জাগে, থরে থরে সাজানো বইয়ের রাজ্য হয়তো ভেঙে পড়বে আলতো ধাক্কায়।

আদতে এটি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া আদর্শ কলেজের প্রধান ফটকের দুই পাশের কাঠামো, যা নির্মিত হয়েছে বাংলা ও ইংরেজি ভাষার জনপ্রিয় ২৫টি করে ৫০টি বইয়ের আদলে!

এই বই ফটকের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেক বইয়ের আদলে এমন দৃষ্টিনন্দন ফটক তৈরির প্রশংসাও করছেন অনেকে। অনেকে বলছেন, শিক্ষার্থীদের বইমুখী করতে শিক্ষাপ্রতিষ্ঠানে তো এমন ব্যতিক্রমী কিছুই থাকা উচিত।

সূত্রঃ দৈনিক প্রথম আলো
সংগৃহীত

কারা জানি বলেছিলো ১৮৮ টাকা লাগবে।
14/11/2023

কারা জানি বলেছিলো ১৮৮ টাকা লাগবে।

আমি কিছু করলেই দোষ - হিরো আলম
11/11/2023

আমি কিছু করলেই দোষ - হিরো আলম

11/11/2023

হরতালের আগের রাতে ঢাকায় ৪০ মিনিটের ব্যবধানে ৩ বাসে আগুন

10/11/2023

প্রিয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত একটি গান কে পুরোপুরি শেষ করে দিলো ভারতের জনপ্রিয় গায়ক এ আর রহমান। 😡
তার কাছে এমনটা আশা করিনি

Don't forget him
08/11/2023

Don't forget him

গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, নারী নিহত
08/11/2023

গাজীপুরে পুলিশ-পোশাক শ্রমিক সংঘর্ষ, নারী নিহত

05/11/2023

বাংলাদেশের পোষাক বর্জন করেছে, যুক্তরাষ্ট্র সহ ১২ টি দেশ

২১০ টাকার বাজার😥
01/11/2023

২১০ টাকার বাজার😥

Address

Jamalpur
Jamalpur

Telephone

+8801812644900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Safiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Jamalpur

Show All

You may also like