জামালপুর-১ আসনের এমপি নূর মোহাম্মদের কোন সমর্থিত প্রার্থী নেই।
বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তারকে সমর্থন করছেন না তার সহদর বড় ভাই জামালপুর-১ আসনে মাননীয় সাংসদ নূর মোহাম্মদ ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে নিলাখিয়া বাঁশকান্দা গ্রামে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে এমপি'র কন্যা নৌরিতা জাহান বলেন,উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তার। এতে আমরা বিভিন্ন স্যোসাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে,আমরা বাবা জামালপুর-১ আসনের সাংসদ জনাব নূর মোহাম্মদ তার সহদর ছোট ভাই আলহাজ্ব নজরুল ইসলাম সাত্তারের পক্ষে সর্মথন রয়েছে এবং বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে সহযোগিতা করতে চাপ সৃষ্টি করা হয়েছে বলে প্রচার করা হচ্ছে। যাহা সম্পূ
বকশীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও সম্ভব্য এমপি মনোনয়ন প্রত্যাশী নূর মোহাম্মদ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন নিলাখিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা।
বুধবার সন্ধায় নিলাখিয়া দলীয় অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম খোকা বলেন, অবৈধ কমিটির কাগজে স্বাক্ষর না দেওয়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি নূর মোহাম্মদ ও তার ভাই বর্তমান নিলাখিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার আমাকে এলোপাতাড়ি চড়থাপ্পড় মারতে থাকে। আমি তার প্রতিবাদ করলে উল্টো আমার কাছে টাকা পায় বলে দাবী করে বসেন।
সাইফুল ইসলাম খোকা আরো বলেন, আওয়ামিলীগের সম্ভব্য এমপি প্রার্থী নূর মোহাম্মদ ২০০৮ সালের পর থেকে আওয়ামী লীগের করা শুরু করেছেন এখনো তার নাম বিএনপির কমিটিতে রয়েছে।
১৮ ই সেপ্টেম্বর সন্ধায় বকশীগঞ্জ সীমারপাড় এলাকায় এসএসসি পরীক্ষার্থী সারজিনা আক্তারের আত্মহত্যার রহস্যের জট খুললেন নিহতের মা ও নানী।
১৩/৯/২০২২ ইং বকশীগঞ্জ বাট্টাজোর আজমিরীগঞ্জ রুহানি পাক দরবার শরিফের মাস্রাসার কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার বকশীগঞ্জ থানা পুলিশ।
বকশীগঞ্জে প্রধান শিক্ষককে অবরুদ্ধ।। ৩ ঘন্টা পর পুলিশ কর্তৃক উদ্ধার
----------------------------------------------------------------------
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দাড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে রেখে বৃহস্পতিবার দুপুরে একই স্কুলের সহকারী শিক্ষকের নেতৃত্বে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে। প্রায় ৩ ঘন্টা পর বকশীগঞ্জ থানা পুলিশ প্রধান শিক্ষক আজাদ হোসেনকে স্কুল কক্ষ থেকে উদ্ধার করে। চাহিদা মাফিক ছুটি মঞ্জুর না করায় সহকারী শিক্ষক গোলাম মোস্তফা প্রধান শিক্ষক আজাদ হোসেনের বিরুদ্ধে ওই মানববন্ধন করে।
জানা যায়, জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নীলাক্ষিয়া ইউনিয়নের দাঁড়িয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক গোলাম মোস্তফা প্রধান শিক্ষক আজাদ হোসেনের কাছে ছুটির আবেদন করেন। বিধি মোতাবেক আবেদন না করায় প্রধান শিক্ষক আজাদ হোসেন ছুটি মঞ্জ
শেরপুর বাস মালিক সমিতির খামখেয়ালিতে বকশীগঞ্জ সহ ঢাকাগামী যাত্রী দূর্ভোগের অভিযোগ বকশীগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের।
শুক্রবার সন্ধায় বকশীগঞ্জ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাইয়ুম অভিযোগ করে বলেন,কোন কারণ ছাড়াই বৃহস্পতিবার থেকে বকশীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া যাত্রী ভর্তি বাস শেরপুর জেলা বাস মালিক সমিতি আটক দেয়। এতে করে উত্তর অঞ্চলের যাত্রীরা চরম দূর্ভোগে পড়েন।
তিনি আরো বলেন, শেরপুর বাস মালিক সমিতি কথায় কথায় তাদের স্বার্থ সংরক্ষিত বিষয়ে ইচ্ছা করলেই বকশীগঞ্জসহ সানন্দবাড়ী ও রৌমারী থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাওয়া বাস গুলো চলাচল বন্ধ করে দেয় অথচ শেরপুর বাস মালিক সমিতির প্রায় ২০-২৫ টি বাস বকশীগঞ্জের হয়ে ঢাকায় অবাধে চলাচল করে থাকেন।
সরকারের উন্নয়ন বিএনপি জামাতের চোখে পড়ে না। তাই সরকারের উন্নয়নের তালিকার প্রতিটি ইউনিয়নে বিলবোর্ড স্থাপন করা হবে।
মঙ্গলবার সন্ধায় বকশীগঞ্জে দলীয় অফিসে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তৃতায় এসব কথা বলেন আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি।
বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মঙ্গলবার সন্ধায় পরিকল্পনা মন্ত্রণালয় সম্পকিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি,সাবেকমন্ত্রী তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রণালয়, জামালপুর-১ আসনের সাংসদ জনাব আবুল কালাম আজাদ এমপি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের একাংশের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ওআলোচনা সভা করেন।
আমি মানুষটা বেঁটে ছোট কিন্তুু আল্লাহর রহমত হাত আমার অনেক লম্বা কাজেই বেশী টাকার গরম দেখাবেন না। একবার মন পরিবর্তন হলে তখন কারো কথাই শুনবো না। মঙ্গলবার সন্ধায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের দলীয় অফিসে বক্তৃতা কালীন সময় একথা বলেন জামালপুর-১ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আবুল কালাম আজাদ এমপি। এছাড়াও তিনি আগামী ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামাতের ষড়যন্ত্র মোকাবেলায় সকল নেতৃবৃন্দকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
অধ্যক্ষের সংবাদ সম্মেলন।
বকশীগঞ্জ ফারাজীপাড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের সুনাম ক্ষুন্ন করতে এবং অধ্যক্ষ আব্দুস ছালাম বিরুদ্ধে একটি কূ--চক্র মহল মিথ্যা বানোয়াট অভিযোগ এনে বৃহস্পতিবার মানব বন্ধন করে। এতে শুক্রবার সকালে নিজ প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন করেন অধ্যক্ষ আবদুস ছালাম। এছাড়াও ওই প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা পাল্টা মানব বন্ধন করেন। সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আবদুস ছালাম বলেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা মানব বন্ধন করেন তাদের সঙ্গে আমাদের দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে কিন্তুু হঠাৎ করেই আমার বিরুদ্ধে মিথ্যা মানব বন্ধনের মতো ঘটনা আমাকে মর্মাহত করেছে আমি এই কথিত ব্যক্তিদের মানব বন্ধনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।
১৭ ই আগষ্ট দেশজুড়ে জামাত-বিএনপির সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে বক্তৃতা দেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়। এরপর সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি নূর মোহাম্মদ।
১৭ ই আগষ্ট দেশজুড়ে জামাত-বিএনপির সিরিজ বোমা হামলার প্রতিবাদে বুধবার বকশীগঞ্জ উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সামনে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যদিয়ে মিছিলটি সমাপ্তি ঘোষণা করেন উপজেলা আওয়ামিলীগের সভাপতি নূর মোহাম্মদ।
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবসে আওয়ামীলীগ সভাপতি নূর মোহাম্মদ এর দেওয়ানগঞ্জ সফর বাতিল ও বকশীগঞ্জের ৭ ইউনিয়নে শোক দিবসের প্রোগ্রামে যেতে পথে পথে স্থানীয় সাংসদ সদস্য আবুল কালাম আজাদ এমপির নির্দেশে পুলিশ বাঁধা সৃষ্টি করছে বলে সোমবার দুপুরে বকশীগঞ্জ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মনোনয়ন প্রত্যাশী বলেও ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর জাতীয় শোক দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা অবনতি ঘটার আশংকায় বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জামালপুর-১ আসনের সম্ভব্য নৌকা মনোনয়ন প্রত্যাশী জনাব নূর মোহাম্মদ কে দেওয়ানগঞ্জের কোন প্রোগ্রামে না যাওয়ার নির্দেশনা দিয়েছেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জের উপজেলা প্রসাশন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আশ্রয়ণ প্রকল্পের আওয়ায় ভুমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমিসহ গৃহ হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলাকে দেশের প্রথম গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা জানান,উপজেলাকে সরকারি ভাবে ভুমিহীন-গৃহহীন মুক্ত করা হলেও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প চলমান থাকবে তাতে করে ভূমিহীন-গৃহহীনদের আবেদনের সুযোগ রয়েছে। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসন যাছাই বাছাইয়ের মাধ্যমে তাদেরকেও এই প্রকল্পের আওতায় অন্তভূক্ত করা হবে।
মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা।। ভুক্তভোগীদের অভিযোগ দেওয়ানগঞ্জ পাররামপুর ইউনিয়নের চেয়ারম্যান জিকে সেলিমের বিরুদ্ধে মামলা নেইনি পুলিশ। সংবাদ সম্মেলন ও প্রতিবাদ মিছিল।
পাক হানাদারের হাতে হত্যার পর বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল নিয়ে মায়ের মুক্তিযোদ্ধার সনদের খোঁজে ৪০ বছর। বিস্তারিত চোঁখ রাখুন....?
৪ ডিসেম্বর বকশীগঞ্জ কামালপুর মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ১১ নং সেক্টর হানাদার মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখছেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি।
ব্যাংকের ফিলম্যান আবুল বাসর কর্তৃক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগে গ্রামবাসীর সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার সকালে বকশীগঞ্জ উপজেলার পশ্চিম সারমারা গ্রামে ভুক্তভোগীরা এই সংবাদ সম্মেলনেের আয়োজন করেন।