14/09/2023
রিজিক নিয়ে কখনো হতাশ হবেন না!
যারা আল্লাহর উপর ভরষা করে,নিজকে কঠোর পরিশ্রমীর কাতারে দার করবার জন্য সর্বদা প্রস্তুত থাকে,আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে পথ দেখান এবং সাহায্য করেন।
অবশ্যই আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী।
একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে/মেয়েরা বিশ্বাস রাখে "নিজের উপর ! নিজের আর্থিক দায়িত্ব নেওয়াটাই হচ্ছে মুক্তির প্রথম পদক্ষেপ।"
কিন্তু যতখন বেকার অবস্থায় থাকে ডিপ্রেশন ঘীরে ধরে।
আল্লাহ তায়ালা যদি আপনাকে কোন কাজ থেকে মাত্র একবেলারও রিজিকের ব্যবস্থা করে দেন,এটা অনেক বড় নিয়ামত। আজকের দিনের জন্য শুকরিয়া আদায় করুন আগামীদিন নতুন কিছু অপেক্ষা করছে ইন শা আল্লাহ।
৪/৫ মাস আগে, পড়ালেখার পাশাপাশি একটা কিছু করা দরকার!
এমন চিন্তাভাবনা থেকে ডে বাই ডে চরম হতাশায় পরেছিলাম,,
প্রতিটি অশ্রুসিক্ত দোয়ায় আল্লাহর কাছে চাইতাম, পড়ালেখার পাশাপাশি একটা কিছুর ব্যবস্থা করে দিন, যা আমার জন্য আপনার কাছে ভলো মনে হয়। আমার জন্য আপনিই যথেষ্ট ইয়া রব,ইয়া মালিক বলে নিজকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে।
মাত্র কয়েক দিনের ব্যবধান! আল্লাহ তায়ালার রহমতে আকষ্মিক ভাবে একের পর এক টিউশানির অফার আসা শুরু করে। ১,২,৩,৪,-৫-১০ এভাবেই চলছে,,আলহামদুলিল্লাহ মাসে ১৪-১৫ হাজার টাকার ফয়ছালা আল্লাহ তায়ালা করে দিচ্ছেন। অনেকের কাছে এটা সামান্য মনে হলেও, আমার রবের প্রতি আমি সন্তুষ্ট।
হাল ছেড়ে দিবেন না,
আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সময় মতো সব আশা পূরণ হবে।
- ইনশাআল্লাহ।
'আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে!'
(সূরা আদ-দোহা, আয়াত ৪) 🖤