General Taqwa

General Taqwa -পাহাড়ের ন্যায়
নিশ্চুপ আত্মসম্মান এর দৃঢ় আবরণে আবদ্ধ দেহে,
সুবিশাল আকাশের ন্যায়
বিস্তৃত সরল হদয়।✨🤍

14/09/2023

রিজিক নিয়ে কখনো হতাশ হবেন না!
যারা আল্লাহর উপর ভরষা করে,নিজকে কঠোর পরিশ্রমীর কাতারে দার করবার জন্য সর্বদা প্রস্তুত থাকে,আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে পথ দেখান এবং সাহায্য করেন।
অবশ্যই আল্লাহ তায়ালা উত্তম পরিকল্পনাকারী।
একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে/মেয়েরা বিশ্বাস রাখে "নিজের উপর ! নিজের আর্থিক দায়িত্ব নেওয়াটাই হচ্ছে মুক্তির প্রথম পদক্ষেপ।"
কিন্তু যতখন বেকার অবস্থায় থাকে ডিপ্রেশন ঘীরে ধরে।
আল্লাহ তায়ালা যদি আপনাকে কোন কাজ থেকে মাত্র একবেলারও রিজিকের ব্যবস্থা করে দেন,এটা অনেক বড় নিয়ামত। আজকের দিনের জন্য শুকরিয়া আদায় করুন আগামীদিন নতুন কিছু অপেক্ষা করছে ইন শা আল্লাহ।
৪/৫ মাস আগে, পড়ালেখার পাশাপাশি একটা কিছু করা দরকার!
এমন চিন্তাভাবনা থেকে ডে বাই ডে চরম হতাশায় পরেছিলাম,,
প্রতিটি অশ্রুসিক্ত দোয়ায় আল্লাহর কাছে চাইতাম, পড়ালেখার পাশাপাশি একটা কিছুর ব্যবস্থা করে দিন, যা আমার জন্য আপনার কাছে ভলো মনে হয়। আমার জন্য আপনিই যথেষ্ট ইয়া রব,ইয়া মালিক বলে নিজকে আল্লাহর জিম্মায় ছেড়ে দিয়ে।
মাত্র কয়েক দিনের ব্যবধান! আল্লাহ তায়ালার রহমতে আকষ্মিক ভাবে একের পর এক টিউশানির অফার আসা শুরু করে। ১,২,৩,৪,-৫-১০ এভাবেই চলছে,,আলহামদুলিল্লাহ মাসে ১৪-১৫ হাজার টাকার ফয়ছালা আল্লাহ তায়ালা করে দিচ্ছেন। অনেকের কাছে এটা সামান্য মনে হলেও, আমার রবের প্রতি আমি সন্তুষ্ট।

হাল ছেড়ে দিবেন না,
আল্লাহ কাউকে নিরাশ করেন না, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, সময় মতো সব আশা পূরণ হবে।
- ইনশাআল্লাহ।
'আপনার ভবিষ্যৎ আপনার অতীতের চেয়েও উত্তম হবে!'
(সূরা আদ-দোহা, আয়াত ৪) 🖤

10/08/2023

আমরা বলি, সালাত আদায় করা হয় না, তবে আমাদের অন্তরসমূহ পরিষ্কার।
এই কি যথেষ্ট নয়!

Allah has a Beautiful plan for you!✨🖤
26/05/2023

Allah has a Beautiful plan for you!✨🖤

13/05/2023

তুমি যখন হালাল এর জন্য অপেক্ষা করতে শিখে যাবে, তোমার আর হারাম এর প্রতি কোন ইন্টারেস্ট থাকবে না।

শান্তিময় ও সুন্দর দৃশ্য❤️
07/04/2023

শান্তিময় ও সুন্দর দৃশ্য❤️

02/04/2023

আফসোস তাদের জন্য যারা রমজান পেলো, কিন্তু আর ৫-১০ টা দিনের মতোই কাটিয়ে দিলো।💔

ইয়া রব! প্রতিটি পেরেশানি অন্তরকে,প্রাশান্তিময় করে দিন।🤍
01/04/2023

ইয়া রব! প্রতিটি পেরেশানি অন্তরকে,
প্রাশান্তিময় করে দিন।🤍

28/03/2023

রহমতের বৃষ্টি,
দোয়া কবুলের সময়।⛈️🤍

যেহেতু সেহেরীতে উঠতেই হয়,২০ মিনিট সময় বেশী নিয়ে উঠুন,তাহাজ্জুদ আদায় করুন। আল্লাহর সাথে একান্ত হওয়ার এতো সহজ সময় আর নাও প...
23/03/2023

যেহেতু সেহেরীতে উঠতেই হয়,২০ মিনিট সময় বেশী নিয়ে উঠুন,তাহাজ্জুদ আদায় করুন। আল্লাহর সাথে একান্ত হওয়ার এতো সহজ সময় আর নাও পেতে পারেন।🌻

23/03/2023

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ একটি বছর পর,আল্লাহ তয়ালা আবারও তারাবীহ এর নামাজ পড়া ও তারাবীহ এর কুরআন তিলাওয়াত শুনার তৌফিক দিয়েছেন।❤️

Ramadan Mubarak 🌙
23/03/2023

Ramadan Mubarak 🌙

15/03/2023

দুনিয়ার জান্নাত,
আমার "মা'♡

14/03/2023

তাড়াহুড়া করা যাবে না,নিরাশ হওয়া যেবে না!🌸

এমন সঙ্গী আসুক, যে দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পাশে থাকার পথ তৈরিতে সাহায্য করবে।🌻
12/03/2023

এমন সঙ্গী আসুক, যে দুনিয়া থেকে শুরু করে জান্নাত পর্যন্ত পাশে থাকার পথ তৈরিতে সাহায্য করবে।🌻

মানুষের চাওয়া বিনিময়ের তুলনায় অনেক বেশী,আল্লাহর চাওয়া বিনিময়ের তুলনায় অতী তুচ্ছ।🌸
12/03/2023

মানুষের চাওয়া বিনিময়ের তুলনায় অনেক বেশী,
আল্লাহর চাওয়া বিনিময়ের তুলনায় অতী তুচ্ছ।🌸

Waiting for 23th march,♡Fasting,iftar,tara'wih,tahajjud is waving♥️🌙
11/03/2023

Waiting for 23th march,♡
Fasting,iftar,tara'wih,tahajjud is waving♥️🌙

কথা গুলো কলিজা ছুয়েছে🙂রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!!সকাল গেলো ঘুম থে...
10/03/2023

কথা গুলো কলিজা ছুয়েছে🙂

রাতে মায়ের হাতে রান্না করা খাবার খুব মজা করে খেয়ে রাত ১০টায় ঘুমিয়ে গেলাম...!!!
সকাল গেলো ঘুম থেকে উঠলাম না...!!! আরামে ঘুমাবো বলে মা ডাকলো না...!!!
দুপুর হয়ে গেলো ঘুম থেকে উঠলাম না...!!!

এবার মা অনেক ডাকলো আমি উঠলাম না।
মা চলে গেলো।
একটু পর আবার আসলো।
এবার অনেক ডাকার পরেও না উঠায় মা অনেক বকলো আমি তাও উঠলাম না। এইবার মা একটা থাপ্পড় দিলো।
তাও উঠলাম না।

এবার মা হাত ধরে টান দিলো কিন্তু আমার হাত পুরো শরীর নিয়ে নড়ে উঠলো।
শরীর আমার পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে।
মা কিছু না বলে চুপ করে রুম থেকে বেরিয়ে বাবাকে ডেকে নিয়ে আসলো।
কিন্তু বাবা অনেক ডাকার পরও আমি উঠলাম না।
এইবার বাবা চোখের জল ফেলে বলছেঃ উঠে আয় তোকে আর কোন দিন কিছু বলবো না।
যেমন করে থাকতে চাস থাক।
তাও উঠে আয়।
তোকে আজকেই ল্যাপটপ কিনে দিবো।

আমি অবাক হয়ে দেখছি বাবা এতো করুণা করে কোনোদিন আমাকে বলে না অথচ আজ বলছে।
আমি উঠে আসতে চাচ্ছি কিন্তু কিছুতেই উঠতে পারছি না।
এদিকে বাবা নানান রকম লোভ দেখিয়ে বলছে উঠে আসতে।
একটু পর আমার বাড়িতে অনেক মানুষ চলে আসলো।

ওদিকে মা কাঁদছে কেউ মাকে স্বান্ত্বনা দিচ্ছে কেউবা বাবাকে কেউ ভাই বোনকে নানান কথা বলে বুঝাচ্ছে।
একটু পরেই কয়েকজন এসে আমাকে খুব যত্ন করে বিছানা থেকে নামিয়ে লোহার শক্ত খাটিয়াই শুইয়ে দিলো।

আমি কাঁদছি আর বলছি আমার পিঠে খুব ব্যাথা লাগছে নামাও এখান থেকে।
কেউ আমার কথা শুনলো না।
একটু পর ঐ মানুষ গুলো গরম পানি নিয়ে এসে আমার শরীরে কিছুটা পানি ডেলে দিলো।
ঈশ আমার শরীর পুড়ে গেলো বলে চিৎকার করছি কেউ কথা শুনছে না আমার। আমাকে পরম যত্নে গরম পানি দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে ধুঁইছে।

আমি কাঁদছি আর বলছি আমাকে আর গরম পানি দিয়ো না,শরীর পুড়ে যাচ্ছে। আমায় আর ডলা দিয়ো না।
খুব ব্যাথা লাগছে কেউ শুনলোনা।
অনেক সময় নিয়ে গোসল করিয়ে আমার শরীর ভালো করে মুছে নিয়ে আসলো আমার বসার জায়গাতে।

আমি খুব খুশি হলাম ভাবলাম আমাকে এইবার এখানে বসাবে।
কিন্তু ওরা আমাকে না বসিয়ে কাঠের শক্ত একটা খাটে শুইয়ে দিলো।
একটা চাদরও নিচে দিলনা।
একটু পরে মা,বোন আরো কয়জন মিলে আমাকে একটা সাদা কাপড় পড়ালো।
মা অনেক আদর করে আমার মুখে হাত বুলাচ্ছে আর কাঁদছে।
এতো আদর কোনোদিন করেনি মা আমাকে।

আমি অনেক করে বললাম কান্না থামাতে কিন্তু কিছুতেই কান্না থামাচ্ছে না।
আমি এতো করে বলছি কেঁদো না।
মা কিন্তু কিছুতেই শুনছে না আমার কথা । একটু পর কয়েক জন এসে আমার পা আর মাথাটা বেঁধে দিলো কত বললাম একটু খুলে দাও বাঁধন কেউ শুনলো না।

মাকে সরিয়ে দিয়ে আমাকে নিয়ে যেতে লাগলো।মা কিছুতেই নিতে দিচ্ছে না আমাকে।
ভাই বোন সব চুপ হয়ে কাঁদছে আর কিছু বলছে না।
কত করে বলছি ডিস্টার্ব করিস না আমাকে একজনও শুনলো না।
কেঁদেই চলেছে।
একটু বেশি ঘুমালে বাবা বকা দিতো।
কিন্তু এখন বাবা চুপ করে দাঁড়িয়ে চোখের পানি মুছতেছে।
একটা বকাও দিলো না আমাকে।

মাকে জোর করে সরিয়ে দিয়ে কয়েক জন আমাকে নিয়ে অনেক মানুষের সামনে শুইয়ে দিলো একটা ছায়ায়।
তার পরেই জানাজা পড়লো আমার। জানাজা শেষেই নিয়ে গেলো আমায়। একটু দূরেই একটা মাটির গর্ত করে রাখছে।
বাবা আর ভাই, ২ জন মিলে মাটির গর্তে নেমে আমাকে কোলে তুলে নিয়ে ঐ ছোট মাটির গর্তে শুইয়ে দিলো।

একটা বালিশ, চাঁদর কিছু দিলো না।
একটা লাইটও দিলো না।
আমার পা আর মাথার কাছের বাঁধন গুলো খুলে দিয়ে আমার উপর খুব তাড়াহুড়া করে কিছু কাচা বাঁশ দিয়ে ঢেকে দিলো।
তার উপর আরো কি কি দিলো আমি কিছুই দেখতে পাচ্ছি না।
যতই সময় যাচ্ছে মাটির গর্তটা অন্ধকার হয়ে যাচ্ছে।

আমি চিৎকার করছি আর বলছি এখান থেকে আমাকে বের করো।
আমার খুব ভয় করছে।
কিছু দেখতে পাচ্ছি না।
একটু পরেই আমার উপর মাটি চাপা দিয়ে সবাই চলে যাচ্ছে।
আমি ডাকছি আর বলছি আমাকে একা রেখে যেওনা।
না কেউ শুনল না।
স্বার্থপরের মত সবাই চলে গেলো...!

কি ভাবছেন...?
মৃত্যুবরণ করবেন না...?
আরো রং তামাশা করার বাকি আছে...?

আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সহিত মৃত্যু দান করুন...!
আল্লাহুম্মা আমিন!

10/03/2023

ধৈর্য সুন্দর এবং শ্রেষ্ঠ গুন🌸

09/03/2023

আলহামদুলিল্লাহ!
মানুষের ভালোবাসা আমাদের বাহ্যিক চাল-চলন ও সম্পদের প্রতি নির্ভর করলেও, আমার রবের ভালোবাসা সম্পূর্ণ আলাদা,
রাসূল (ﷺ) বলেছেন, "নিশ্চয়ই আল্লাহ তোমাদের বাহ্যিক চাল-চলন ও সম্পদের প্রতি দৃষ্টিপাত করেন না; বরং তিনি দৃষ্টি দিয়ে থাকেন তোমাদের অন্তর ও আমলের প্রতি।"
- (সহীহ মুসলিমঃ ২৫৬৪)

08/03/2023

নিজের চরিত্র ঠিক রাখুন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আপনার জন্য উত্তম সময় একজন তাকওয়াবান এবং গায়রত সম্পন্ন উত্তম জীবনসঙ্গী দান করবেন।🤍

"আল্লাহ্‌ কারও উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত।"-সুরা বাকারা, আয়াত- ২৮৬
07/03/2023

"আল্লাহ্‌ কারও উপর এমন কোন দায়িত্ব চাপিয়ে দেন না যা তার সাধ্যাতীত।"
-সুরা বাকারা, আয়াত- ২৮৬

নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়।আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। [  মুসলিম- ৬৫৩১ ]
06/03/2023

নিশ্চয়ই সততা মানুষকে কল্যাণের পথে নিয়ে যায়।
আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়।
[ মুসলিম- ৬৫৩১ ]

05/03/2023

আমার অভ্যাসগুলোর মাঝে সবচেয়ে সুন্দর অভ্যাস হচ্ছে আমি সবকিছুই সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেই! কারণ আমি নিশ্চিত যে সৃষ্টিকর্তার পরিকল্পনা আমাদের চেয়ে ভালো, এবং তিনি আমাদের যা দান করেন তা আমাদের জন্য সবচেয়ে উত্তম।

আলহামদুলিল্লাহ!🖤

🖤🌸
05/03/2023

🖤🌸

05/03/2023

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ
(আল্লাহুম্মা ইন্নি‌ আস‌আলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুক) 🌸

অর্থ: "হে আল্লাহ! আমি তোমার ভালোবাসা চাই এবং তোমাকে যে ভালোবাসে তার ভালোবাসা চাই!" 🖤

~তিরমিযী:৩৪৯০

04/03/2023

"Kullu Nafsin Zaiqatul Maut"
( Qur'an 3:185)

04/03/2023

কঠিন আজাব মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না। আল্লাহপাক বলেন,

হে আমার বান্দাগণ,আমার নাফরমানী করার পূর্বে ভেবে নাও, তোমার মধ্যে এ শক্তি আছে কিনা,আমার আগুনের তাপ সহ্য করার। তোমাদের এ শক্তি নেই যে আমার রাগকে সহ্য করবে। গান শোনার আগে ভেবে দেখো। এ কানে যখন জাহান্নামের আগুনের গলিত শিখা ডালা হবে। তা সহ্য করতে পারবে কিনা।😭

Have a soft heart to them!🥺😽
03/03/2023

Have a soft heart to them!🥺😽

لاَاِلٰہَ اِلَّا اَللّٰہُ مُحَمَّدُالرَّسُو٘ل اَللّٰہ🌸✨La ilaha illallahu Muhammadur rasulullah ﷺ
03/03/2023

لاَاِلٰہَ اِلَّا اَللّٰہُ مُحَمَّدُالرَّسُو٘ل اَللّٰہ🌸✨
La ilaha illallahu Muhammadur rasulullah ﷺ

ধরুন আপনার কাছে সম্পদের মধ্য থেকে পৃথিবীর সবচেয়ে দামী সম্পদটি আছে, আপনি যদি উদাসীন না হয়ে থাকেন নিশ্চয় তা আগলে রাখার জন্...
02/03/2023

ধরুন আপনার কাছে সম্পদের মধ্য থেকে পৃথিবীর সবচেয়ে দামী সম্পদটি আছে, আপনি যদি উদাসীন না হয়ে থাকেন নিশ্চয় তা আগলে রাখার জন্য সিকিউরিটি এর ব্যাবস্থা করবেন/সিন্ধুকে রেখে দিবেন। কেননা আপনি চান, দামী সম্পদ টি হারিয়ে বা চুরি হয়ে না যাক! ঠিক তেমনি ইসলাম আপনাকে অনেক দামী ঘোষনা করেছে এবং পর্দায় থাকার আদেশ করেছে। যা সয়ং আল্লাহর হুকুম ও একটি ফরজ বিধান। পর্দা হচ্ছে আপনার সিন্ধুক! আপনি যদি নিজেকে সহজলভ্য করে তোলেন, দুনিয়া ও আখিরাতে দুই জায়গায়ই ঠকবেন।

হায়! দূর্ভাগ্য আমার, আমি যদি অমুককেবন্ধু রুপে গ্রহণ না করতাম!!সূরা : ফুরকান -২৮যে আপনার প্রত্যেকটা ক্রাইমে সাথে থাকলো, ক...
02/03/2023

হায়! দূর্ভাগ্য আমার, আমি যদি অমুককে
বন্ধু রুপে গ্রহণ না করতাম!!
সূরা : ফুরকান -২৮

যে আপনার প্রত্যেকটা ক্রাইমে সাথে থাকলো, কিন্তু ভালো কাজে মুখ ফিরিয়ে নিলো, সে আপনার বন্ধু হতে পারে না। সে আপনাকে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

নিরাশ হওয়া যাবেনা!🧡
01/03/2023

নিরাশ হওয়া যাবেনা!🧡

-তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিণী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শা...
01/03/2023

-তাঁর নিদর্শনের মধ্যে হল এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতেই তোমাদের সঙ্গিণী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে শান্তি লাভ করতে পার আর তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এর মাঝে অবশ্যই বহু নিদর্শন আছে সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে।🤍
-(সূরা রুম | আয়াত : ২১)

"হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল '♡
01/03/2023

"হাসবুন আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল '♡

দায়ীত্বশীল পুরুষের নিকট নারী,বাচ্চাদের মত নির্ভরশীল থাকতে পারে🤎
28/02/2023

দায়ীত্বশীল পুরুষের নিকট নারী,বাচ্চাদের মত নির্ভরশীল থাকতে পারে🤎

28/02/2023

Get ready for 23th march,♡
Fasting,iftar,tara'wih,tahajjud is waving♥️🌙

27/02/2023

Belief in Allah+Sabr=Success
in sha Allah🤎

একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া মানে আপনি দুনিয়ার অল্পসংখ্যক ভাগ্যবানদের মধ্যে অন্যতম একজন! নেককার, দ্বীনদার জীবন সঙ্গী আল...
27/02/2023

একজন দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া মানে আপনি দুনিয়ার অল্পসংখ্যক ভাগ্যবানদের মধ্যে অন্যতম একজন! নেককার, দ্বীনদার জীবন সঙ্গী আল্লাহর পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ নিয়ামতগুলোর একটি।🤍

الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس  والله يحب المحسنينঅর্থ: ❝যারা স্বচ্ছল এবং অসচ্ছল উভয় অ...
27/02/2023

الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين
অর্থ: ❝যারা স্বচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থায় দান করে,রাগকে নিয়ন্ত্রণ করে এবং মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ্ তা'য়ালা এ ধরনের সৎ লোকদের অত্যন্ত ভালোবাসেন।❞
[সূরা আলে ইমরান:১৩৪]

Address

Jamalpur Sadar Upazila
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when General Taqwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like