Mintu ahmed chiste

Mintu ahmed chiste hi

24/01/2025

ইয়া মাওলা আলী। 🙏🙏🙏

24/01/2025

মুর্শিদ পরশ মনি। 🙏🙏🙏

20/01/2025

মাওলা আলী মুশকিলআসান 🙏🙏🙏

19/01/2025

মাওলা হোসাইন (আ:) ছাড়া কোন মুক্তি নেই
মাওলা হোসাইন (আ:) ছাড়া কোন হেদায়েত নেই।
মাওলা হোসাইন (আ:) সত্যের সূর্য এবং সৃষ্টির আলো।

19/01/2025

সর্বময় মোহাম্মদ।

19/01/2025

আলী মাওলা।

12/01/2025

সত্য ও মিথ্যার মাপ কাঠি মাওলা আলী।

09/01/2025

খাতুনে জান্নাত ফাতেমা (সাঃআঃ) এবং কবরের মাটি প্রসঙ্গ ।

সমাজে বহুল প্রচারিত আষাঢ়ের গল্প জাল ভূয়া হাদিসটি দেখে নিন ।

"খাতুনে জান্নাত ফাতেমা যাহরার (সাঃআঃ) ইন্তেকালের পরে হযরত আবু বকর মতান্তরে হযরত সালমান ফারসী (রাঃ) খাতুনে জান্নাত ফাতেমা যাহরাকে (সাঃআঃ) কবরে শুইয়ে দিয়ে কবরের মাটিকে বলল , "হে মাটি , তুমি কি জান ! আজকে তোমার বুকে কাকে রেখে যাচ্ছি ? ফাতেমা (সাঃআঃ) হলো নবীকন্যা , ইমাম হাসান (আঃ) ও হোসাইনের (আঃ) মা এবং আলীর (আঃ) সহধর্মিণী । তুমি তাঁর সাথে কখনও খারাপ ব্যবহার করিও না ।"
তখন মাটির জবান খুলে গেল এবং মাটি বলল , "আমি নবীকন্যা চিনি না , আমি ইমাম হাসান ও হোসাইন এবং আলীকে চিনি না । আমি শুধু আমল চিনি । যার আমল ভাল সে ভাল থাকবে এবং যার আমল খারাপ সে খারাপ থাকবে।"

সারসংক্ষেপে এই হচ্ছে আমাদের কুখ্যাত আলেম সমাজের বয়ানকৃত জাল হাদিস ।

সুপ্রিয় পাঠক ,
এবারে আমরা বহুল প্রচারিত এই মিথ্যা জাল হাদিস নিয়ে খোলামেলা আলাপ-আলোচনা করব ।

সর্বপ্রথমে নবীকন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরার (সাঃআঃ) অসংখ্য গুন-বৈশিষ্টের মধ্যে মাত্র তিনটি বৈশিষ্টের কথা শুনে নিন ।

নবীকন্যা খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরাকে (সাঃআঃ) জান্নাতী মহিলাদের সম্রাজ্ঞী বলা হয় ।
বিশ্বনবী (সাঃ) বলেন , "নিশ্চয়ই ফাতেমা বেহেশতের সকল নারীর নেত্রী এবং হাসান ও হোসেন বেহেশতের যুবকদের সর্দার কিন্ত তাঁদের পিতা (আলী) তাঁদেরও সর্দার " ।
সূত্র - আল জামে আস সহীহ আত তিরমিজি , খন্ড - ৫ , পৃ- ৬৫৬ (মিশর) / আল মুসনাদ আহম্মাদ ইবনে হাম্বল , খন্ড- ৩ , পৃ- ৬২, ৬৪ (মিশর) / সুনানে ইবনে মাজা , খন্ড- ১ , পৃ- ৫৬ (মিশর) / কানজুল উম্মাল , খন্ড - ১৩ , পৃ- ১২৭ / তারিখে বাগদাদ , খন্ড - ১ , পৃ- ১৪০ / মুয়াদ্দাতুল কুরবা , পৃ- ১০৯ / আল মুস্তাদরাক হাকেম , খন্ড- ৩ , পৃ- ১৬৭ (হায়দারাবাদ) ।

মহানবী (সাঃ) স্বয়ং যাঁর সম্মানে নিজের আসন থেকে দাঁড়িয়ে যেতেন তাঁকেই ফাতেমা যাহরা (সাঃআঃ) বলা হয় ।
উম্মুল মুমেনিন হযরত আয়েশা থেকে বর্নিত -
‘আমি কথাবার্তা ও আলোচনায় রাসূলুল্লাহর (সাঃ) সাথে ফাতিমার (সাঃআঃ) চেয়ে বেশী মিল আছে এমন কাউকেই দেখিনি । ফাতিমা (সাঃআঃ) যখন রাসূলের (সাঃ) নিকট আসতেন , মহানবী (সাঃ) উঠে দাঁড়িয়ে তাঁকে বসাতেন , তাঁর হাত টেনে চুমু দিতেন , স্বাগত জানাতেন । ফাতিমা (সাঃআঃ) পিতার সাথে একই রকম করতেন ।’
সূত্র - আবু দাউদ , বাবু মা জায়াফিল কিয়াম (৫২১৭) / সহীহ তিরমিযী , মানাকিবু ফাতিমা (৩৮৭১) ।

নবীকন্যা ফাতেমা যাহরা (সাঃআঃ) হলেন রাসুল (সাঃ) এবং সকল মুমিনদের জননী ।
-- কারন নবীজী (সাঃ) বলেন যে , ''ফাতেমা উম্মে আবীহা'' অর্থাৎ ফাতেমা তাঁর পিতার মা ।
ফাতেমা (সাঃআঃ) যদি তাঁর পিতা রাসুলের (সাঃ) জননী হন তাহলে নবী পত্নীদেরও মাতা হবেন । কারন স্বামীর মাতাও মা হয় ।
আর দ্বিতীয় কথা হল -- উম্মুল মুমেনিন (মুমিনদের মাতা) দের সর্দার ও মূলকেন্দ্র হলেন নবী করিম (সাঃ) ।
আর সেই সর্দারের জননী হলেন হযরত ফাতেমা যাহরা (সাঃআঃ) ।

এবারে মূল প্রসঙ্গ ---
হযরত মুহাম্মাদকে (সাঃ) সৃষ্টি না করলে কোনকিছুই সৃষ্টি হইত না । মাটি , আকাশ , গ্রহ , নক্ষত্র , চন্দ্র সূর্য এবং পানি কোনকিছুই সৃষ্টি হইত না । মহান আল্লাহ শুধুমাত্র রাসূলের (সাঃ) প্রেমের মায়ায় সবকিছু সৃষ্টি করলেন । যাঁর সুপারিশ ছাড়া সৃষ্টি জগতের কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না । যাঁকে আল্লাহ হাবীব অর্থাৎ বন্ধু বলে ডাকেন ।
যাঁকে আল্লাহ সমগ্র সৃষ্টিজগতের রহমতের কান্ডারী এবং একমাত্র অনুকরনীয় আদর্শ বলে ঘোষনা করেছেন ।

" --- আমরা কেবল আপনাকে বিশ্বজগতের জন্য রহমতস্বরুপ প্রেরন করেছি ---- " ।
সুরা - আম্বিয়া / ১০৭ ।

" --- নিঃসন্দেহে তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে (অনুসরনীয়) উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহ ও পরকালের প্রতি আকাংখা পোষন করে এবং আল্লাহকে অধিক স্মরন করে --- " ।
সুরা - আহযাব / ২১ ।

যাঁর প্রতি মহান আল্লাহ স্বয়ং নিজে দরুদ-সালাম প্রেরন করেন ।
“ --- নিশ্চয়ই আল্লাহ এবং তাঁর ফেরেশতাগন নবীর উপর দরুদ পড়েন । হে তোমরা যাদের বিশ্বাস আছে , তাঁর উপর দরুদ পড় এবং তাঁর উপর শান্তি কামনা কর যথাযোগ্যভাবে --- “ ।
সুরা – আহযাব / ৫৬ ।

কতিপয় অর্ধশিক্ষিত উম্মাদ কাঠমোল্লার বয়ান মোতাবেক মাটির কতোবড় সাহস যে , রাসুলের (সাঃ) সৃষ্টি না হলে মাটির সৃষ্টি হইত না । অথচ ভাগ্যের মিথ্যার নির্মম পরিহাস এটাই যে , দয়াল নবীকে (সাঃ) মাটি চেনে না । যাঁর প্রেমে আল্লাহ সারাক্ষন দরুদ-সালাম প্রেরন করেন । অথচ মাটি তাঁকে চেনে না !
মাটি জান্নাতের সর্দার ইমাম হাসান (আঃ) ও ইমাম হোসেনকে (আঃ) চেনে না !
মাটি আবু তুরাব ইমাম আলীকে (আঃ) চেনে না । অথচ সমগ্র সৃষ্টিজগৎ ইমাম আলীর (আঃ) জন্য পাগল ।

মাটি জান্নাতী মহিলাদের জান্নাতের সর্দারনী জগৎ জননী মা ফাতেমা যাহরাকে (সাঃআঃ) চেনে না !

যাঁর সন্তষ্টিতে আল্লাহ সন্তষ্ট হন এবং অসন্তষ্টিতে আল্লাহ ক্রোধান্বিত হন ।
বিশ্বনবী (সাঃ) বলেন , যার প্রতি আমার কন্যা ফাতেমা (সাঃআঃ) সন্তুষ্টি পোষন করবে আমিও তার প্রতি সন্তুষ্ট হব । আর যার উপর আমি সন্তুষ্ট হব আল্লাহও তার উপর সন্তুষ্ট হবেন । আর যার প্রতি ফাতেমা (সাঃআঃ) অসন্তুষ্ট পোষন করবে , আমিও তার প্রতি অসন্তুষ্ট পোষন করব । আর যার উপর আমি অসন্তুষ্ট হব মহান আল্লাহও তার উপর অসন্তুষ্ট হবেন । হে সালমান ! ধ্বংস ও দুর্ভাগা সেই ব্যক্তি যে তাঁর এবং তাঁর স্বামী মুমিনদের আমিরের উপর অত্যাচার করবে । ধ্বংস ও দুর্ভাগ্য তার জন্য যে তাঁর শীয়া বা অনুসারী ও তাঁর পবিত্র বংশের উপর অত্যাচার করবে ।
সূত্র - ফারায়েদুস সিমতাইন , লেখক - সুন্নী আলেম হামওয়ানী, খন্ড ২, বাব ১১, হাদিস নং ২১৯ / কাশফুল গ্বাম্ম , খন্ড ১, পৃষ্ঠা ৪৬৭ ।

প্রিয় পাঠক ,
নিজেই ভেবে দেখুন যে , হিসাব নেওয়ার মালিক একমাত্র আল্লাহ । তাহলে মাটি হিসাব নেওয়ার কে ? কে মাটিকে এমন ক্ষমতা দিল ? তাহলে মাটি কি দ্বিতীয় আল্লাহ হয়ে গেল নাকি ? (নাউজুবিল্লাহ)।
নচেৎ মাটি কিভাবে আল্লাহর চেয়েও ক্ষমতাবান হয়ে গেল ?
সে জান্নাতের সর্দারনী মা ফাতেমার (সাঃআঃ) আমল দেখার কে ?
আমল তো দেখবেন একমাত্র আল্লাহ ।
আপনার বিবেকই এর জবাব দিয়ে দেবে ।

সঙ্গত কারনে প্রশ্ন চলে আসে যে , রাসুলের (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) মান-মর্যাদাকে হীন করে দেওয়ার এই জাতীয় অপচেষ্টা কে বা কারা করছে ?

আলোচনার একটু গভীরে প্রবেশ করি ।
শুধুমাত্র রাসুলের (সাঃ) মুখের কথাকেই হাদিস বলা হয় ।
কোন সাহাবীর কথাকে হাদিস বলা হয় না । তাহলে কিভাবে হযরত আবু বকরের কথা হাদিস হয়ে গেল ?
কারন তখন তো রাসুল (সাঃ) এই দুনিয়াতে ছিলেন না । তাহলে এটা কিভাবে হাদিস হয়ে গেল ?
সূক্ষ্ণ কৌশলে রাসুলের (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) মান-মর্যাদাকে হীন করে দেওয়া হচ্ছে ।

রাসুলের (সাঃ) ইন্তেকালের পরে কতিপয় পথভ্রষ্ট ক্ষমতালোভী সাহাবাবৃন্দ সমগ্র মুসলিম উম্মাহর খলীফা হয়ে গেলেন । ওদের এই খলাফতের প্রতি আল্লাহর রাসুলের (সাঃ) বিন্দুমাত্র অনুমোদন ছিল না ।
মহান আল্লাহ যাদেরকে খলীফা এবং ইমাম হিসাবে নির্বাচিত করলেন তাদেরকে বঞ্চিত করে যারা অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছিল তাদের মূল উদ্দেশ্য ছিল যে , সাধারন মুসলিম জনতার কাছে রাসুলের (সাঃ) পুতঃপবিত্র আহলে বাইতগনের (আঃ) মান-মর্যাদাকে হীন করে দেওয়া ।

জঘন্য নিকৃষ্ট এই অপচেষ্টার ষোলকলা পূর্ন হয়েছিল মুনাফিক মূয়াবীয়ার শাসন আমলে । রাষ্টীয় ক্ষমতায় থেকে পাক-পাজ্ঞাতনের অপমানে এইরকম হাজার হাজার জাল হাদিস তৈরি করে রেখে গেছে মুসলিম সমাজে । অসংখ্য মাদ্রাসা তৈরী করে সরকারি অর্থায়নে দরবারী আলেমগনকে দিয়ে এইসব জাল ভূয়া হাদিস পড়ানো হয় । বেঈমান মুনাফিক মূয়াবীয়ার নুন খাওয়া অসংখ্য মুফতি , মোহাদ্দেস , মাওলানা ও হাফেজগন অতি সুকৌশলে পাক-পাজ্ঞাতনের প্রতি বিষবৃক্ষ রোপন করে গেছে । মুসলিম জাতি কখনই যেন পাক-পাজ্ঞাতনের অনুসারী এবং তাঁদেরকে ভালোবাসতে না পারে - তার পাকাপোক্ত ব্যবস্থা করে গেছে হাজার হাজার জাল ভূয়া হাদিস তৈরী করে ।

অর্ধশিক্ষিত উম্মাদ কাঠমোল্লারা এইসব জাল হাদিস বিভিন্ন ওয়াজ মাহফিলে কেঁদে কেঁদে এমনভাবে উপস্থাপন করে , যাতে সাধারন মুসলিম জনতা আবেগ আপ্লূত ও ভীত হয়ে যায় ।
অন্ধ মুসলিম জাতি একবাক্যে এসব গাজাখুরি হাদিস বিশ্বাস করে নেয় । একবারও হৃদয় দিয়ে উপলব্ধি করে না । তাই সত্য আজ মুসলিম জাতিকে ত্যাগ করেছে । টাটকা মিথ্যার বিশাল প্রাসাদ গড়ে উঠেছে মুসলিম সমাজে ।

হে মুসলিম জাতি !
দয়া করে এবারে বিবেকের দ্বার উন্মোচন করুন । নচেৎ অমাবস্যার ঘন কালো অন্ধকার আপনাদের পিছু ছাড়বে না ।

মহান আল্লাহ স্বয়ং নিজে যাঁদেরকে পুতঃপবিত্র বলে ঘোষনা দিলেন তাঁদের সম্বন্ধে এইসব জাল হাদিস বিশ্বাস করতে লজ্জিত হন না কেন ?

“ – নিশ্চয়ই আল্লাহ চান তোমাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতা দূরে রাখতে , হে আহলে বাইত , এবং তোমাদেরকে পবিত্র করতে পূর্ন পবিত্রকরনের মাধ্যমে – “ ।
সুরা – আহযাব / ৩৩ ।

উল্লেখ্য যে , সুরা আহযাবের ৩৩নং আয়াতে পুতঃপবিত্র আহলে বাইতেগনের মধ্য একমাত্র মহিলা হলেন - খাতুনে জান্নাত ফাতেমা যাহরা (সাঃআঃ) ।

আশাকরি বহুল প্রচারিত টাটকা ডাঁহা মিথ্যা জাল হাদিসটি সম্বন্ধে সচেতন হলেন ।
আসুন প্রতিজ্ঞা করি - আজ থেকে এইসব গাজাখুরি জাল হাদিসগুলোকে ডাষ্টবিনে ছুড়ে ফেলে দেই ।

সকলকে সালাম জানিয়ে আজকের মত বিদায় ।
খোদা-হাফেজ ।

নিবেদনে -
সাকিল আহমেদ ।

ইয়া সাহেবুজ্জামান (আঃ) আদরিকনী আদরিকনী ,
আল্লাহুমা সাল্লে আলা মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ ওয়া আজ্জিল ফারাজাহুম ,
আল্লাহুম্মাল আন কাতালাহ আমিরিল মুমিনিন (আঃ) ।

✏️ লেখাটি সাকিল আহমেদ ভাইয়ের প্রোফাইল থেকে সংগ্রহীত।

09/01/2025

Address

Jamalpur Sadar Upazila

Alerts

Be the first to know and let us send you an email when Mintu ahmed chiste posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category