Mim with Anik

Mim with Anik ভ্রমনের পাশাপাশি ইতিহাস-ঐতিহ্য,জীবন-জীবিকাসহ চারপাশের সব কিছু তুলে আনার চেষ্টা করি।
I am a traveller
(2)

18/12/2023

একটু আড্ডাবাজি।

16/12/2023

এখনো মাঝে মাঝে, মাঝ রাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ যেন তুমি এসেছো ফিরে....

16/12/2023

আজকে খুব প্রিয় একজন মানুষের সাথে আড্ডা দিব।

12/12/2023

যে দুঃখ দেওয়ার সে ময়না তদন্তের ঘরেও দুঃখ দিবে।
আর যে ভালবাসার সে আপনাকে নরকে বসেও ভালবাসবে।

11/12/2023

মানুষের মাঝে বেশি ভেসে যেতে নেই বেশি মিশে যেতে নেই কারণ বেশি মিশে গিয়ে মানুষ পিষে দেয়।

10/12/2023

গা গরম করতেছি‌।

10/12/2023

আসসালামু আলাইকুম।

08/12/2023

ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনতে গেলে নিজের দায়িত্বটাই বেশি ।
বাবারা তো কলূর বলদ । অধিকাংশ মেয়ের সংসার ভেঙে যায় মায়েদের কারণে । মেয়ের প্রতি মায়েদের আবেগ অতিমাত্রায় যখন বেড়ে যায়, তখনই সংসার ভেঙ্গে যায়। বাবারা অসহায়ের মতো শুধু চেয়ে দেখে । বাবাদের কথা মেয়ের মা যেমন শুনতে চায় না, মেয়ের শাশুড়িও তেমন শুনতে চায় না।
আজকের মেয়েটা কিন্তু আগামী দিনের শাশুড়ি । এটা কোন কোন মেয়েও সংসার গিয়ে উপলব্ধি করতে পারে না।
কাজেই ছেলে হোক, আর মেয়ে হোক, নিজের দায়িত্বটাই বেশি হওয়া উচিত।
এরকম যদি হয়েই যায়, তবে----
নিজের পরিবর্তনটা খুব জরুরী ।
তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নেবেন না ।
সামান্যতেই ভেঙ্গে পড়া ঠিক হবে না।
যাকে কাছে পেতে চাচ্ছেন, তাকে বিরক্ত করা যাবে না ।
আপনার মাঝে যদি কোন খারাপ দিক থাকে, সেই অভ্যাসগুলো বাদ দিতে হবে।
পার্থিব জীবনের ভালো দিক গুলোকে অভ্যাস হিসেবে গড়ে তুলতে হবে ।
নিজের রাগ কে একটু নিয়ন্ত্রণ করতে হবে ।
ক্ষমা করার মানসিকতা তৈরি করতে হবে ।
তবেই সম্ভব, কাছের মানুষটাকে ফিরে পাওয়া।
এই ভঙ্গুর সমাজকে কলঙ্কমুক্ত করতে, বাবার তুলনায় মায়ের ভূমিকায় বেশি।
ভালো থাকুক সকল বাবা-মা । সুন্দরভাবে গড়ে উঠুক সকল সংসার ।
সবার জন্য শুভকামনা সব সময় ।
****জুম্মা মোবারক****
✍️ Jahangir Alam

07/12/2023

ঠান্ডা আবহাওয়া

05/12/2023

পৃথিবীতে অনেক ধরনের অ'সু'খ আছে, তবে কাউকে চোখভরে আরেকবার দেখতে চাওয়ার অ'সু'খ ভয়ংকর!

বেদনাকে বলেছি আর কেঁদো না🖤
03/12/2023

বেদনাকে বলেছি আর কেঁদো না🖤

02/12/2023

I can't wait for 20 days. After these 20 days, I will dream of living again. But I am very sorry to have to start without him. I will be alone but she will be my shadow companion for the rest of my life. This is my promise to him. All I want is for you to be well.🖤

02/12/2023

যে পাখি উড়ে যায় তাকে আবার ফিরে আসতে হয়। খাঁচায় বন্দী পাখির শুধু উড়ে যাওয়া আর ফিরে আসার ব্যাপার থাকে না।অন্য পাখিদের বেলাতেও একই থিউরি কাজ করে।

01/12/2023

শু'ওরের বাচ্চার যখন দাঁত গজায় তখন তার বাবার পা'ছায় কা'মড় দিয়ে পরীক্ষা করে দাঁতের ধার কতটুকু।

✍️আহমেদ ছফা

চোখের জল অনেকটাই ফুলের মত, কখনো একাই ঝড়ে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়....সেলফিতে নিজেকে দেখলে নিজেরই ...
29/11/2023

চোখের জল অনেকটাই ফুলের মত, কখনো একাই ঝড়ে পড়ে, আবার কখনো অন্য কেউ এসে ঝরিয়ে দিয়ে যায়....

সেলফিতে নিজেকে দেখলে নিজেরই মায়া লাগে।কি‌ অদ্ভুত জীবন আমাদের।
লোকেশনঃ বিদ্যাধর নগর, জয়পুর, রাজস্থান।

হইয়া আমি দেশান্তরী......লোকেশনঃ রাজস্থানের প্রত্যন্ত এক গ্রাম । ওই দিন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচুর পরিমাণে...
28/11/2023

হইয়া আমি দেশান্তরী......

লোকেশনঃ রাজস্থানের প্রত্যন্ত এক গ্রাম । ওই দিন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। প্রচুর পরিমাণে শীত ছিল। আমরা দিল্লির এয়ারপোর্টে যাচ্ছিলাম। ছবিটি তুলছেন খুব প্রিয় একজন মানুষ।

28/11/2023

মানুষ কি চায় উন্নতি, না আনন্দ? উন্নতি করিয়া কি হইবে যদি তাতে আনন্দ না থাকে!
✍️ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

27/11/2023

উপসংহারে যদি বিচ্ছেদই থাকবে !
তবে সূচনা এতো রঙিন কেনো???

26/11/2023

চাঁদের নিজস্ব কোন আলো নেই।

25/11/2023

- এক চোখে অপেক্ষা অন্য চোখে শূন্যতা !
-তবুও বিশ্বাস রাখি ........???🖤

25/11/2023

এক প্রহর আনন্দে কাটলে, এক ঋতু কেটে যায় বিষন্নতায়।

23/11/2023

যাকে ভরসা করে নিজের সীমাবদ্ধতা সম্পর্কে অবগত করেছিলাম। সে আমার প্রতিপক্ষের গুপ্তচর ছিলো! মানুষ পরিবর্তন হয় মূলত আবহাওয়া পরিবর্তনের মতো!

✍️ জীবন

20/11/2023

বলেন তো এগুলোতে কি রোপন করা হয়েছে???

17/11/2023

ভালোবাসার মায়া ত্যাগ করা এক প্রকার অসম্ভব🖤🥀

12/11/2023

হরতালে ঢাকার বাইরের চিত্র।

12/11/2023

রাজধানীর হরতাল পরিস্থিতি

11/11/2023

হৃৎস্পন্দন বন্ধ হওয়ার ন্যানো সেকেন্ড পূর্বেও অপেক্ষায় থাকবো! স্বেচ্ছায় আপনারে শাসনের ক্ষমতা অন্য কাউরে দেবোনা!

✍️ জীবন

10/11/2023

গভীর রাতে স্রষ্টা যখন প্রথম আসমানে নেমে আসেন, অসহায় বান্দার অতি সন্নিকটে, জিজ্ঞাসা করেন, "কি চাও..?"
তখন ব্যর্থ আমি শুন্যে তাকিয়ে চোখের কোন থেকে একফোঁটা জল মুছে বলি,
" আমার প্রতি অবহেলার বিচার চাই "

10/11/2023

সূর্য ডুবে যাওয়ার মুহূর্তে ❤️

10/11/2023

আবার চলে আসলাম।

10/11/2023

প্রিয় জায়গায় আবারো লাইভ।❤️

09/11/2023

কোন একটা কারণে লাইভটা কেটে গেছে

09/11/2023

কি অবস্থা জনগণ?

09/11/2023

আমি পথ চেয়ে আছি তুমি ফিরবে না জেনেও!আমি ভালবেসে যাই তুমি ভালোবাসো না জেনেও! যদি এক শতাব্দী কাল পরে ফেরার বাসনা জাগে! তবে এসো,আমি তোমাকে বুকে জড়িয়ে
বেদনার ঠোঁট চুমোয় সিক্ত করে
লিখে দিব 'ভালোবাসি'।

সকাল সকাল লাল ভালোবাসা।শুভ সকাল সবাইকে।
08/11/2023

সকাল সকাল লাল ভালোবাসা।
শুভ সকাল সবাইকে।

07/11/2023

নিজের অসহায়ত্ব কাউকে বুঝানো যায় না! যার সাথে কথা বলতে মন চায়,তাকে পাওয়া যায় না! মন খারাপের পরিমান আরো বাড়ে, নিজের প্রতি নিয়ন্ত্রণ আর থাকেনা!

Address

Rashidpur Sheikh Para
Jamalpur Sadar Upazila
2052

Telephone

+8801737314676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mim with Anik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mim with Anik:

Videos

Share


Other Digital creator in Jamalpur Sadar Upazila

Show All

You may also like