Jamalpur news

  • Home
  • Jamalpur news

Jamalpur news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamalpur news, Media/News Company, Jamalpur, .

Jamalpur News জামালপুর জেলার ও দেশের প্রধান সংবাদ সংগ্রহ ও প্রচার করি।আমারা সব সময় সঠিক ও বাস্তব সংবাদ প্রচার করে থাকি।আমারা সবসময় সত্যের পক্ষে কাজ করি।জামালপুরের সকলেই আমাদের পরিবারের সদস্য।আশা করি দেশের সকলকে নিয়ে সত্যের সংগ্রামে অবিচল থাকবো ইনশাআল্লাহ।

18/09/2025

জুলাই সনদের আইনী ভিত্তি ও পিআর পদ্ধতি নির্বাচন সহ ৫ দাবিতে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ। বায়তুল মোকাররম দক্ষিণ গেট

প্রথম ডাকসু বৈঠকে যোগ দিলেন।সাদিক কাইয়েম সহ নির্বাচিত সদস্যরা।
14/09/2025

প্রথম ডাকসু বৈঠকে যোগ দিলেন।সাদিক কাইয়েম সহ নির্বাচিত সদস্যরা।

জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় জাকসুতে শিবিরের প‍্যানেলের নিরংকুশ বিজয়ের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিবিরের শু...
13/09/2025

জাহাঙ্গীরনগর নগর বিশ্ববিদ্যালয় জাকসুতে শিবিরের প‍্যানেলের নিরংকুশ বিজয়ের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে শিবিরের শুকরিয়া সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।পরে সবাই আল্লাহর দরবারে একসাথে সিজদায় অবনত হয়ে শুকরিয়া আদায় করেন॥

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত। প্রধ...
13/09/2025

পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখ চরমোনাই)

আজকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের  আওতাধীন কামরাঙ্গীরচর  থানার ৫৫ নং ওয়ার্ডের সহযোদ্ধাদের সাথে নিয়ে  তৃণমূলে...
13/09/2025

আজকে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন কামরাঙ্গীরচর থানার ৫৫ নং ওয়ার্ডের সহযোদ্ধাদের সাথে নিয়ে তৃণমূলে জনমানুষের সাথে উঠান বৈঠকে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এন,সি,পির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, কেন্দ্রীয় সংগঠক ফয়সাল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম সহ কামরাঙ্গীরচর থানার নেতৃবৃন্দ।

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ ...
13/09/2025

আজ ১৩ সেপ্টেম্বর ২০২৫, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় ‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ স্লোগানকে সামনে রেখে “প্রাণী ও প্রাণের মিলনমেলা” শীর্ষক প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এ আয়োজন করে।

আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ।

জাকসুতে নির্বাচিতদের কে অভিনন্দন জানালেন জামায়াতে ইসলামীর আমীর।আলহামদুলিল্লাহ,শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছ...
13/09/2025

জাকসুতে নির্বাচিতদের কে অভিনন্দন জানালেন জামায়াতে ইসলামীর আমীর।

আলহামদুলিল্লাহ,
শেষ পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সামগ্রিক কার্যক্রম সমাপ্ত হলো। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল অংশীজনকে জানাই অভিনন্দন। বিশেষভাবে যারা সর্বোচ্চ ভোট পেয়ে বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদের সকলকে জানাই উষ্ণ অভিনন্দন।

আজ তাদের উপর যে গুরু দায়িত্ব অর্পিত হলো, এ দায়িত্বের কথা স্মরণ রেখে আমরা আশা করব— ছাত্রসমাজের অর্পিত আমানত রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দেবেন। এ কাজে মহান আল্লাহ তাদেরকে সহায়তা করুন।

সামগ্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন এবং নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট সকলকে জানাই ধন্যবাদ।

সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী তাদের দায়িত্ব পালনে যে আন্তরিকতা ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, এজন্য তাদেরকেও জানাই ধন্যবাদ।

সর্বোপরি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। নির্বাচিত ছাত্র প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সম্মানিত শিক্ষকমণ্ডলী মিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সমবেত প্রয়াসে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেবেন— আমরা তাদের কাছে এই প্রত্যাশাই করি।

13/09/2025

জাকসু নির্বাচন ২০২৫: হল সংসদের ফল ঘোষণা

১৩ নং (ছাত্রী) হল সংসদ
ভিপি - নাহাদাতুন হাসানা।
জিএস - মোহসিনা তুবা।
এজিএস - সাদিয়া মেহজাবিন।

বেগম খালেদা জিয়া হল সংসদ
ভিপি - ফারহানা রহমান।
জিএস - ফাতেমা তুজ জোহরা।
এজিএস - রায়হানা সরকার।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল সংসদ
ভিপি - অমিত কুমার বণিক।
জিএস - মাহমুদুল হাসান।
এজিএস - মির্জা আদনান ইসলাম।

শহীদ তাজউদ্দীন আহমদ হল সংসদ
ভিপি - সিফাত উল্লাহ।
জিএস - মাহমুদুল হাসান।
এজিএস - তারিক আহমেদ।

ফজিলতুন্নেসা হল সংসদ
ভিপি - ঐশী সরকার।
জিএস - ফারজানা তাবাসসুম।
এজিএস - প্রমা রাহা।

শহীদ রফিক-জব্বার হল সংসদ
ভিপি - মেহেদি হাসান।
জিএস - শরিফুল ইসলাম।
এজিএস - আরিফুল ইসলাম।

২১ নং (ছাত্র) হল সংসদ
ভিপি - হয়েছেন ইবনে শিহাব।
জিএস - ওলিউল্লাহ মাহাদী।
এজিএস - তুষার আহমেদ।

কাজী নজরুল ইসলাম হল সংসদ
ভিপি - রাকিবুল ইসলাম।
জিএস - আলী আহমেদ।
এজিএস - সামিন ইয়াসির।

আ ফ ম কামাল উদ্দিন হল সংসদ
ভিপি - জিএমএম রায়হান কবীর।
জিএস - আবরার শাহরিয়ার।
এজিএস - রিপন মন্ডল।

মীর মশাররফ হোসেন হল সংসদ
ভিপি - খালেদ জুবায়ের।
জিএস - শাহরিয়ার নাজিম।
এজিএস - আরাফাত হোসেন।

মওলানা ভাসানী হল সংসদ
ভিপি - আবদুল হাই স্বপন।
জিএস - হৃদয় পোদ্দার।
এজিএস - রাকিব হাসান

শহীদ সালাম–বরকত হল সংসদ
ভিপি - মারুফ হোসেন।
জিএস - মাসুদ রানা।
এজিএস - আবরার আজিম ভুঁইয়া।

আলবেরুনী হল সংসদ
ভিপি - রিফাত আহমেদ শাকিল।
জিএস - মুনতাসির বিল্লাহ খান।
এজিএস - সাদমান হাসান খান।

নওয়াব ফয়জুন্নেসা হল সংসদ
ভিপি - বুবলী আহমেদ।
জিএস - সুমাইয়া খানম।

১০ নং (ছাত্র) হল সংসদ
ভিপি - আসিফ মিয়া।
জিএস - মেহেদী হাসান।
এজিএস - নাদিম মাহমুদ।

১৫ নং (ছাত্রী) হল সংসদ
ভিপি - শারমীন খাতুন।
জিএস - মেহনাজ মোহনা।
এজিএস - শাহানা আক্তার।

সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু, জিএস পদে ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্...
13/09/2025

জাকসু নির্বাচনে ভিপি পদে স্বতন্ত্র প্যানেল সম্মিলিত জোটের আব্দুর রশিদ জিতু, জিএস পদে ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম,এজিএস পদে (ছেলে) ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের ফেরদৌস আল হাসান এবং মেয়ে এজিএস পদে ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের আয়েশা সিদ্দিকা মেঘলা অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত। এছাড়া জাকসুতে মোট ২৮ পদের ২৫ টিতে ছাত্রশিবির প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীদের জয়।

বিপুল ভোটে পাশ হলো স্বাধীন ফি'লিস্তিন  প্রতিষ্ঠার প্রস্তাব।
13/09/2025

বিপুল ভোটে পাশ হলো স্বাধীন ফি'লিস্তিন প্রতিষ্ঠার প্রস্তাব।

12/09/2025

জাকসুর ভোটের রেজাল্ট রাত ১০ টায়

পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের হিন্দু ধর্মাবল্বীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. মোঃ আ...
12/09/2025

পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের হিন্দু ধর্মাবল্বীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন জামায়াত মনোনীত প্রার্থী আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারী মাওঃ নুরুল হক জামালী, উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল, বায়তুলমাল সম্পাদক আকন্দ মোঃ সিকান্দার আলী, স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ প্রমুখ।

Address

Jamalpur

2000

Alerts

Be the first to know and let us send you an email when Jamalpur news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share