তাইব - Taib

তাইব - Taib যে যাওয়ার,সে যাবে।হয়তো আপনার চেয়ে ভালো কাওকে পাবে।কিন্তু মনে রাখবেন,সে আপনাকে কোনদিন পাবে না।

— তাইব

27/07/2023

পাও'য়ার অনেক ই'চ্ছা ছিলো।পা'ও'য়া হলো কই?
তুমি তো সেই অ'ন্যে'র সাথেই বা'ধ'লে গিয়ে সই।

— তাসদিকুর আলম তাইব।

23/06/2023

এই পৃথিবীতে কেওই খারাপ না;খারাপ হতে বাধ্য করে জনগণ।
তাই তো আমি ছুটে চলছি দূরে;জানো বড্ড একা আর আনমন।

— তাসদিকুর আলম তাইব।

08/06/2023

দূর থেকে তারে আমি আমার করে রাখি।তবুও দিন শেষে সে অন্য কারো হয়ে যায়।

©তাইব।

তুমিই ঠিক,তুমিই ভুল;আরআমি সেই ভুলগুলোর মাশুল।— তাসদিকুর আলম তাইব। #মেঘফুল
28/05/2023

তুমিই ঠিক,তুমিই ভুল;আর
আমি সেই ভুলগুলোর মাশুল।
— তাসদিকুর আলম তাইব।

#মেঘফুল

27/05/2023

তোমার হাসি দেখলে আজো,দূ'র্ব'ল হয়ে পড়ি।
ক'ষ্ট বুকে লুকিয়ে রেখে,পৃথিবীর বি'রু'দ্ধে লড়ি।

— তাসদিকুর আলম তাইব।

17/04/2023

তবে ভেবেছিলাম সে ফিরে আসবে।কিন্তু,সে এলোই না।মনে হয় প্রকাশ করাটাই ভুল ছিলো আমার।এখন তা শুধরে নিতে চাই।সেই সুযোগটা কি দেওয়া যাবে?ভালোবেসে না হোক,একবার না হয় বন্ধু হিসেবেই ফিরে এসো প্রিয়।

©তাসদিকুর আলম তাইব।

15/04/2023

মাঝে-মাঝে নিজেকেও সময় দেওয়া দরকার।
না হলে,জীবন ধীরে-ধীরে দুমড়ে মুচড়ে যাবে।
কিছু স্মৃতি বারেবার আমায় কুড়ে কুড়ে খাবে।

©তাসদিকুর আলম তাইব।

14/04/2023

ভালোবেসে দেখ—
আমাকে নিজের এক
ভেবে ভালোবাসি বল।

©তাসদিকুর আলম তাইব।

12/04/2023

মনে রেখো,
আমি তোমাদের মত'ই রঙ বদলাতে পারি।
তবে,আমি সাদা-কালো থেকে রঙিন হতে পারি না।

©তাসদিকুর আলম তাইব।

07/04/2023

কবিতা খুজছে কাব্য,আর প্রেম খুজছে পাপ—
এসব এখন নিয়ম-মাফিক;কারো উল্টো চাপ।

©তাসদিকুর আলম তাইব।

25/03/2023

সবশেষে,প্রিয় মানুষকে হয় আগলে রাখুন।না হয় ভালোভাবেই ভুলে যান।নাহলে কথায় আছে না,দুই নৌকায় পা দিয়ে চলা ভালো না।

©তাসদিকুর আলম তাইব।

22/03/2023

তবে হ্যাঁ,আপন মানুষের উপর রাগ করলেও কাওকে ভালোবাসা ছাড়বেন না।এতে মানুষিক অসুস্থতায় ভোগতে পারেন।

©তাসদিকুর আলম তাইব।

21/03/2023

পরিশেষে,গল্প পড়ুন কিন্তু তার সাথে জীবন'কে মিলাতে যাবেন না।

©তাসদিকুর আলম তাইব।

20/03/2023

আজকে স্কুল ছুটি হয় ৪.৩০ বাজে।রোজ অবশ্য একই সময়েই ছুটি দেয়।তবে আজকের দিনটা এমনি প্রতিদিনের চেয়ে একটু ভিন্ন ছিলো।

আজ যখন স্কুলটা ছুটি দিলো,তখন বৃষ্টি পড়ছিলো চারদিকে।ছুটি দেওয়ার পর একটু বারান্দায় দাড়িয়েছিলাম (২ মিনিটের মতো)।আশে-পাশে এত কোলাহল থাকলেও,নিজেকে তখন বড্ড একা লাগছিলো।কিছু কথা তোমায় নিয়ে ভাবলাম।ভাবলাম,গত বছর যখন বৃষ্টি হচ্ছিলো তখন আমি ক্লাসে বসেছিলাম তুমি একটু ভিজে গিয়েছিলে।ক্লাসে এসেই চুল গুলো খুলে দিয়েছে।আর আমি অপলক তোমায় দেখেই গেলাম।

আহ!সেই দিনটা আজ ভীষন ভাবেই মনে পড়ছে।তুমি প্রায় আগের মতই আছো।সেই স্কুলটাও আগের মতন আছে।তার মাঝে থাকা ছাত্র-ছাত্রীরাও একই রকম আছে।কিন্তু তার মাঝেতে হয়তো আমিই নেই।

আর তাছাড়াও,তুমি তো আমায় ভালোই বাসোনি।তাই,তোমার আমার শুন্যতা মনে নাও হতে পারে।তবে,আজ তোমায় আমার অনেক মনে পড়ছে।যদি একবার বলতে পারতাম,তোমায় আগেও যেমন ভালোবেসেছি,এখনও তেমনই ভালোবাসি।একবার আমার হয়ে যাও।
সত্যিই অনেক অনেকটা শান্তি লাগতো আমার।এসব কথা ভাবতে ভাবতেই চোখ দিয়ে পানি বেয়ে পড়লো।একাকিত্বতা টা সত্যিই ভীষণ বেড়ে গেলো।

তারপর,নিচে নামলাম।বাসে চড়লাম (স্কুল বাসে)।গাড়িতে যখন আসছিলাম,তখন বাসের জানলাটা খুলে দিয়েছিলাম।বৃষ্টি ছিটে ফুটা চোখে এসে পড়লো।কিছুটা ছিটে ফোটায় শার্টটার একটা হাতাও ভিজে গিয়েছিলো।তবুও তখনো আমার শুধু তোমায়ই মনে পড়ছিলো।

তাই,সেই মুহুর্তটুকু কে লিখে রাখলাম।কোনদিন যদি ভালোবাসো তবে পড়ে শুনাবো,কেমন ছিলো তুমি আমার পাশে না দিনগুলো।

ধন্যবাদ।

©তাসদিকুর আলম তাইব।

18/03/2023

আমার জন্য আলো জ্বেলো না কেও।
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ।
আজ ষ্টেশনের চত্বরে হারিয়ে গেছি,
তবু শেষ ট্রেনে বাড়ি ফিরবো না🖤

15/03/2023

তুমি আমার হলে না,ফলশ্রুতিতে আমি অন্য কারো হয়ে গেলাম।এখন আমি তোমার হয়নি।কারণ,তুমি আগেই অন্য কারো হয়ে গিয়েছিলে।
এখন আবার দেখা হলেই বলবা,তুমিই তো আগে আমার হাতটা ছেড়ে দিয়েছিলে।বাহ্!
©তাসদিকুর আলম তাইব।

13/03/2023

না,না,না।এই ভদ্র সমাজ যত দিন যাচ্ছে,অসহ্য হয়ে হচ্ছে।তাদের দেখলেই ভিতরে মনে আগুন জ্বলে উঠে।

এই ভদ্র সমাজে বন্ধুগুলো কেমন?

এই ভদ্র সমাজের বন্ধুগুলো এমন:আপনার সাথে তারা সবসময় কথা বলবে।কিন্তু এমন একটা সময় আসবে,যখন আপনি কোন বিপদে পড়েছেন বা পরিক্ষায় অংক পাচ্ছেন না।সেই বিপদের সময় না আপনি কাওকে পাশে পাবেন।আর পরিক্ষায় আটকে গেলে তাদের কাওকে জিজ্ঞেস করলে সে বলবে,ভাইয়া দু:খিত।আমিতো এইটা পারি না।খেয়াল করলে দেখবেন,সে ওই প্রশ্নের
উত্তর আগেই দিয়ে ফেলেছে।

হ্যা,ভদ্র সমাজের বন্ধুগুলো এরকম।

সত্যিই আর এই ভদ্রের ন্যাকামি গুলো ভালো লাগে না।তারা গালি দেয় উচ্চারণ করে করে।আর তারা নিজেরাই জানে তারা কতটা খারাপ।তবুও একটা মুখোশ ধরে ঘুরে বেড়ায়।ভালোর মুখোশ।
এই ভদ্র সমাজে মেয়েদের সাথে কথা বললেও কারও কারও জ্বলে।কেও একটু বেশি কথা বললে অনেকেই বলে 'টিচ' করছি।যেখানে আমি মেয়েটার সাথে কথা বলছি তার কোন সমস্যা নেই।তো তোমার এতো সমস্যা কেন?ভাই?

তখনই ভালো ছিলো,যখন গ্রামের স্কুলে পড়তাম।রোজ একটা টাইমে যেতাম আর আসতাম।সাথে কিছু বন্ধু জুটাইছিলাম,যেগুলা দু:খেও ছিলো আবার সুখেও ছিলো।কোন বিপদে পড়লে আর কাওকে না পাইলেও আমার বন্ধু গুলোকে সবসময় পাইছি।রোজ রোজ একটা করে বিপদে পড়ছি আর রোজ রোজ সলিউশন নিছি।

এখন সেইদিন গুলোর কথা মনে পড়লে চোখ দিয়ে পানি ঝড়ে পড়ে।

সেইদিন স্কুলে কি একটা বিষয়ে যেনো,এক ফ্রেন্ডকে বললাম:ভাই আমিতো একটা বিপদে পইড়ে গেছি,আমায় একটু সাহায্য করো।
সে বললো:দেখো ভাইয়া,তুমি বিপদে সেইটা তোমার বিষয়।এতে কেনো আবার আমাকে জড়াচ্ছো।আমি তোমাকে এই বিষয়ে কোন সাহায্য করতে পারবো না।দু:খিত।

আর এই কথাটাই যদি আমার গ্রামের স্কুল ফ্রেন্ডদের বলতাম:কি হয়ছে?বল।কিরে চুপ করে আছিস কেন?
তখন তাদের কাছে সেইটা বলতেই আমার তাদের কাছে কত সলিউশন।

একেকটা মুখোশ ধারী আ*ল।মনে হয় আমাকে যদি কাওকে মারার সুযোগ দেওয়া হতো তাহলে ওই মুখোরধারী আ*ল গুলারেই শেষ করতাম।

©তাসদিকুর আলম তাইব।

বি:দ্র:এইটা সবাইকে ইঙ্গিত করে লেখা নয়।(ধন্যবাদ)

07/03/2023

তুমি সামনে এলে আমার,
আমি হয়ে যাই দূর্বল আর
বেজে যায় থত-মত।
তুমি দেখোনি আমার ভীতরে
এক কঠিন অগভীর ক্ষত।
-তাসদিকুর আলম তাইব

07/03/2023

নামাজ পড়ার পর জায়নামাজে শুয়ে থাকলেও অদ্ভুত 'শান্তি' পাওয়া যায়!'❤️🌸

20/02/2023

As a Script Writer,
My first work is loading!

25/01/2023

আজ বা আগামীকাল বিকালে আসছে
#অসমাপ্ত_কাহিনী সিজন ২ এর ১ম পর্ব!🖤

23/01/2023

আমি আমার হাত,তোমার হাতে
গোলাপের তোড়া দিয়ে বাধবো!

21/01/2023

একবার তুমি চোখ বন্ধ করে দেখো,
মনে করো,তুমি খুবই একা।
চারিদিকে অন্ধকার নামবে,
দেখবে,মিলবে না কারও দেখা।
-একা(কবিতাংশ)

20/01/2023

ছোট্ট ছোট্ট ইচ্ছে থেকে উপহার টা কেনা।
আর যায় করো,এটাকে করো না কভু ঘৃণা।
-উপহার ২(কবিতাংশ)

13/01/2023

আমি আমার মতো সাজি।
হয়ে তোমার মনের মাঝি!
-তাসদিকুর আলম তাইব

07/01/2023

আমি তোমায় ভালবাসি
তাই তোমার কাছে আসি।
তুমি কেনো আসো বলো?

যদি তুমি বাসো ভালো
তবে দুজনে দুজনার
হাত ধরে ছুটি চলো!

-তাসদিকুর আলম তাইব

05/01/2023

যতন করে বাসবো ভালো
আসবো তোমার কাছে।
আপন করে নেবো তোমায়
বড্ড ভালোবাসে!

05/01/2023

যতই বলি বাসবো ভালো
করতে হয় উপহাস।
বারবার না হোক,একবার
তো ভালোবাস!
-তাসদিকুর আলম তাইব

03/01/2023

একটা মানুষ "আমার"ও ছিলো!'🖤🌸

02/01/2023

শীঘ্রই আসছে #অসমাপ্ত_কাহিনী (সিজন ২)!

02/01/2023

তোমারে আর পাওয়া হইলো না!'🌸

19/12/2022


হঠাৎ একদিন তোমায় পেয়ে যাবো,
আর ভেবে নিব আমার প্রার্থনা পূর্ণতা পেয়েছে!🖤🌸

18/12/2022


আজ মোবাইল চালাইতে চালাইতে বাড়ির গলি পাস কইরা,অন্য গলিতে চলে গিয়েছিলাম।ভাগ্যিস ঝোপের ভিতরে যায় নাই!
(হায়রে মোবাইলে আসক্তি)

18/12/2022


কবে তুমি নাম ধরে ডাকবে?

13/12/2022


আমি তোমার জন্য,
হতে পারি,কাটা থেকে ফুল।
আমি তোমার জন্য,
করতে পারি,শত শত ভুল!

10/12/2022


তোমার মোনাজাতে,
রেখ আমায়!🌸😌

10/12/2022


তুমি আমার সেই সপ্ন
যা পূরণ হয় নি🌸🖤

10/12/2022


মোনাজাতে মহান রবের কাছে,
যা কিছু চেয়েছিলেন,
সবকিছু আপনার হোক!'🖤

09/12/2022


সখি কয়,সখা আপনি
বদলে গেছেন খুব!🌸

Address

Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when তাইব - Taib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাইব - Taib:

Share

Category