Engr. Abdul Mueid

Engr. Abdul Mueid And who is better in speech than one who invites to Allah and does righteousness and says, "Indeed, The Arabic word ‘Da’wah’ means a ‘call’ or an ‘invitation’.

In Islamic context, it means inviting the Non-Muslims to Islam or propagation of Islam. Islam is a universal religion, meant for all mankind. Allah (swt) is the Lord of the entire Universe, and Muslims have been entrusted with the duty of conveying His message to all mankind. So insha Allah with my little knowledge I will try to convey the truth. The Glorious Qur’an says:
“Invite (all) to the way

of thy Lord, with wisdom and beautiful preaching, and argue with them in ways that are best and most gracious…”
[Al-Qur’an 16:125]
এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষকে সত্যের দিকে ডাকা, আল্লাহর দিকে ডাকা। আল্লাহ্‌ তায়ালা যতো টুকু জ্ঞান দিয়েছেন তা দিয়ে এই চ্যানেল এর মাধ্যমে মানুষের কাছে সত্যকে প্রচার করার চেষ্টা করবো ইনশাল্লাহ । সবার কাছে দুয়া চাচ্ছি আল্লাহ্‌ তায়ালা যেন এই কাজ কে কবুল করেন।
Contact Mail: [email protected]

Least we can do!
09/11/2023

Least we can do!

07/11/2023

ফিলিস্তিনিদের মুক্তি কিভাবে হবে। ইহুদি ও ইসরাইলের উৎপত্তি কিভাবে হলো। আল্ আকসাতে ইসরাইল কি বানাতে চায়। ফিলিস্তিন ইসরাইলের মিমাংসাই বা কবে হবে। সবকিছুর বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে। Explore the complex history of the Israel-Palestine conflict and creation of Gaza, tracing back to the time of Prophet Ibrahim and the construction of the Temple of Solomon. Learn about the Jewish diaspora, the establishment of Israel, and the formation of Hamas. Dive into the Zionist movement and understand why Jews chose Palestine as their homeland. This video provides a concise overview of the historical context behind this enduring conflict

Uploaded!
06/11/2023

Uploaded!

Explore the complex history of the Israel-Palestine conflict, tracing back to the time of Prophet Ibrahim and the construction of the Temple of Solomon. Lear...

দলাদলি এই উম্মাহর জন্য এক অভিশাপ!
24/10/2023

দলাদলি এই উম্মাহর জন্য এক অভিশাপ!

ফিলি*স্তিনের জন্য কয়টা টাকা দান করে নিজেকে বীরপুরুষ ভাবার কোনো কারণ নেই। আপনিও আমার মতোই কাপুরুষ। কারো চোখের সামনে যখন ...
21/10/2023

ফিলি*স্তিনের জন্য কয়টা টাকা দান করে নিজেকে বীরপুরুষ ভাবার কোনো কারণ নেই। আপনিও আমার মতোই কাপুরুষ। কারো চোখের সামনে যখন আমাকে কেউ অন্যায় ভাবে মেরে রক্তাক্ত করে যাবে অথচ তখন সে কিছুই করবেনা, দেখে শুধু কাঁদবে আর পরে রক্ত মুছতে আসবে বা খাবার জন্য কিছু পাউরুটি নিয়ে আসবে, তাকে কি আমি কখনো কাপুরুষ ছাড়া কিছু বলবো? পারলে তো তাকে আমি বলবো 'ভাই, তোর এই এসবের আমার দরকার নেই।'

প্লিজ দয়া করে কেউ এটা বলিয়েন না যে দোয়া ছাড়া আমাদের তো আর কিছু করার নেই। চক্ষু লজ্জা আমরা সব হারিয়ে ফেলেছি। অথচ নিজের স্বার্থের বেলায় আমরা কেবল দোয়া করে বসে থাকিনা। একবেলা খাবার জোগাড় করার জন্য কি হাড়ভাঙা পরিশ্রম! দোয়া করে আল্লাহ সুবহানাহু তাআলা বসে থাকতে বলেননি।

ভাই তাহলে আমাদের কি করার আছে?
এখন প্রত্যেক মুসলমানের উচিত সে যে দেশেরই হোক না কেন, নিজেরা দলবদ্ধ হয়ে নিজেদের সরকারকে ফোর্স করা যাতে ফিলি*স্তিনের জন্য প্রয়োজনীয় সাহায্য পাঠায়, আন্তর্জাতিক মহলে যাতে ইস*রাইলের বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তোলে। আর হ্যা প্রয়োজনীয় সাহায্য বলতে আমি আমেরিকা যেমন ইস*রাইলের জন্য সাহায্য পাঠায় তেমন সাহায্যের কথা বলছি, লাশ হবার পর বা রক্তাক্ত হবার পর রক্ত মুছে দিতে আসার সাহায্য না।

আর তা যদি না পারি তাহলে অন্তত নিজেকে কাপুরুষ মনে করে আল্লাহর কাছে লজ্জিত হই। হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্ম থেকে বীরপুরুষরা আসবে তারা যেন এটা জানে যে তাদের বাপ-দাদারা কাপুরুষ ছিল। এখন যদি সামান্য কিছু দান করেই নিজেদের বীরপুরুষ মনে করি বা অনেক কিছু করেছি বলে মনে করি, তাহলে তারাও একি কাজ করবে।

কিন্তু হ্যা, যে কিছুই করছেনা তার চেয়ে অন্তত দান করা, চোখের পানি ফেলে দোয়া করা হাজার গুণে ভালো কিন্তু মাথায় যাতে এটা থাকে যে এটা আমার কাপুরুষোচিত সাহায্য, এতে কোনো গর্ব বা মহত্ত্ব নেই।

16/10/2023

"কতো পার্সেন্ট আমরা ফজর ও ইশার নামাজ জামাতে পড়েছি? রাসূল সাঃ মুনাফিক চেনার বৈশিষ্ট্য হিসাবে বলেগেছেন ফজর ও ইশার সালাত জামাতে না পড়া। আর আমরা আসছি জিহাদ করতে!"
পয়েন্ট ধরে খন্ডন করাকে অবশ্যই সাধুবাদ জানাই । কিন্তু শুধু দেখছি গালাগালি করতে, ইন্টেলেকচুয়ালি স্ট্রং যে আমরা কোন দিন হবো!

28/09/2023

ভার্সিটির ফ্রি মিক্সিং এ নারীরা যতো না ক্ষতিগ্রস্ত হয়, পুরুষ ভার্সিটির ফ্রি মিক্সিং এ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয় । তবুও কেন জানি আমরা নারীর দিকটাই দেখি ।

20/09/2023

কিসের আলামত? 🤔 ২৮ বছর পরেও অক্ষত লাশ ! ঘটনাটি চাঁদপুরের। গ্রামবাসি সবাই হতবাগ যে কিভাবে ২৮ বছর পর অক্ষত লাশ কবরে থাকে !

20/09/2023

দাওয়াতি ময়দান আজকাল এতটাই কঠিন হয়ে পড়েছে যে,
বিভিন্ন থ্রে/টের মুখে অনলাইনের নিষ্কলুষ দ্বীনী পোস্টগুলোও
ডিলেট করে দিতে হয়।
অথবা নিষ্পাপ, একান্ত স্বাভাবিক, ও অরাজনৈতিক দ্বীনী পোস্ট দেওয়ায়
কাউকে চাকুরিচ্যুত হতে হয় অথবা চাকুরী হারানোর ভয়ে তটস্থ থাকতে হয়।
দ্বীনী ভাইবোনদের মধ্যে অনেকেই এই যু/দ্ধটি আঁচ করতে পারেননি,
তাই তারা হিকমাহ এর নামে দাওয়াতের ফাঁকফোকর খোঁজেন,
এবং নাসীহাহ করতে থাকেন,
এটি না বললেই ভালো হতো,
ওটি না বললেই হিকমাহ এর পরিচয় মিলত,
অথবা এখন এটি বলার সময় নয় ইত্যাদি ইত্যাদি।

যারা দ্বীনী দাওয়াতি কাজ করেন তাদের পক্ষে থাকুন,
অথবা তাদের অযাচিত বিরোধিতা করা থেকে বিরত থাকুন।
কারণ, দিনশেষে এরাই আপনার ভাই, দ্বীনী ভাই।

আবার, যারা দ্বীনের পক্ষে কথা বলবেন
তারা যথাযথ প্রজ্ঞার সাথে কথা বলুন।
আপনি এমন কোনো কথা বলবেন না
যার পক্ষে আপনি দার্শনিক ও বুদ্ধিবৃত্তিকভাবে দাঁড়াতে পারবেন না।
ভালো করে বুঝুন প্লিজ।
অন্যথায়, এমন এক সময় আসবে
যখন আপনি দ্বীনের পক্ষে কথা বলতে অনুমতি নিয়ে বলতে হবে। Mokhter Ahmad

17/09/2023

আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ এর বিয়ে নিয়ে হুজুরদের এতো মাথা ব্যথা কেন!
আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ এর বিয়ে নিয়ে Mokhter Ahmad sir তার ফেইসবুক পেইজে নসিহা মূলক একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটিতে তিনি আয়মান সাদিক মুনজেরিন শহীদ এর বিয়ের ছবি ও পর্দা বিষয়ক নানা বিষয় নিয়ে খোলা চিঠি লিখেন আয়মান সাদিক কে ।
Ayman sadiq and Munzereen shahid wedding

সৎ কাজের যেমন আদেশ করতে হবে তেমনি অসৎ কাজেরও নিষেধ করতে হবে। এই দুইয়ে মিলেই ইসলাম।
15/09/2023

সৎ কাজের যেমন আদেশ করতে হবে তেমনি অসৎ কাজেরও নিষেধ করতে হবে। এই দুইয়ে মিলেই ইসলাম।

10/09/2023

Finally decided to open an account. My TikTok account is here:
https://www.tiktok.com/.abdul.mueid?_t=8fZbBOBAqy9&_r=1
নির্দিষ্ট কোন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইটসেলফ খারাপ কিছু না। মূলত আমরা সেটাকে কীভাবে ব্যবহার করছি সেটাই মূখ্য বিষয়। আঁধারকে দূরীভূত করতে আলো জ্বালাতে হয়। Mizanur Rahman Azhari

27/08/2023

আমি জানিনা আপনার প্রয়োজন কিনা, PY'THON শিখে মাসে লা'খ টাকা' আয়ের' যে পদ্ধতি কোনো বাংলাদেশী জানেনা !
লিংকে ক্লিক করে রেজি'স্ট্রেশন করুন : https://forms.gle/Gs6ZY7hNtrz53fu3A
Pyth'on Program'ming শিখে মা'সে ৫০ হাজা'র থেকে ১ ল'ক্ষ টাকা online inc'ome করতে পারবেন সহজেই । এই প্লাটফর্মে আমি একমাত্র বাংলাদেশী

27/08/2023

MashaAllah BarakAllahfik❤️

" আঁধারকে দূরীভূত করতে আলো জ্বালাতে হয়" this what every great content creator should realize. Should I also give it a t...
23/08/2023

" আঁধারকে দূরীভূত করতে আলো জ্বালাতে হয়" this what every great content creator should realize. Should I also give it a try?

20/08/2023

নাস্তিকদের রাসূল (সা:) এর অব*মাননার কঠিন জবাব দিল Chat GPT

15/08/2023

সত্যসন্ধানী মহৎ হৃদয়ের অধিকারী একজন আলেমকে মুসলিম উম্মাহ হারালো। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি‘উন। মহান আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলা তাঁর জীবনের সকল ভুলত্রুটি ও গুনাহ-খাতা মাফ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস-এর উচ্চ মাকাম দান করুন।

মদীনার উলামায়ে কেরাম ও তালিবুল ইলদের সাথে তিনি ইলমী আলোচনা করতেন এবং খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে প্রশ্ন করতেন, যাতে সত্য জ্ঞানটি প্রকাশ পায়। সত্যের সে পথ ধরেই পূর্বের অনেক মত থেকে তিনি রুজু করেছেন— যা তাঁর মনের উদারতা ও সত্য গ্রহণের পরিচায়ক। আল-কুরআনের বাণী ছড়িয়ে দিয়ে বাংলা ভাষাভাষীদের মাঝে তিনি ইসলামের মহান দাওয়াত প্রচার করে গেছেন অকুতোভয়ে।

আল্লাহর কাছে দু‘আ করি, তিনি যেন তাঁর জীবনের সকল ভালো ভালো প্রচেষ্টাগুলোকে কবূল করেন এবং তাঁকে উত্তম প্রতিদান দান করেন আর জান্নাতুল ফিরদাউস-এর উচ্চস্থানে তাঁকে অধিষ্ঠিত করেন।

اَللّٰهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِّنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِّنْ أَهْلِهِ، وَزَوْجًا خَيْرًا مِّنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ [وَعَذَابِ النَّارِ]
Dr. Mohammad Monzur E Elahi

চ্যাট জিটিপি কী বলে "আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন?"
12/08/2023

চ্যাট জিটিপি কী বলে "আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন?"

চ্যাট জিটিপি কী বলে "আল্লাহ কেন মানুষকে সৃষ্টি করেছেন?"এই ভিডিওতে, আমরা চ্যাট জিটিপিকে জিজ্ঞাসা করি যে আল্লাহ কেন .....

05/08/2023

⚠️একটি সতর্কবার্তা
-সকলের উচিত এই ম্যাসেজটি তার মেয়েদের, বোনদের, সহপাঠীদের কাছে পৌঁছে দেওয়া।
-মুসলিম ভাইদের উচিত এই ম্যাসেজটি তার বোনদের কাছে পৌঁছে দেওয়া।

"কোনো বিধর্মী ছেলে যদি ইসলাম গ্রহন করবে বলে আপনার সাথে কথা বলতে চায়, পরিচিত হতে চায় কিংবা ফ্রেন্ড হতে চায়, তাহলে ভুলেও তার সাথে জড়িয়ে যাওয়ার, বন্ধু ও আন্তরিক সম্পর্ক গড়ার এবং অপ্রয়োজনীয় কথাবার্তায় জড়ানোর চেষ্টা করবেন না।

একটি ভয়ংকর প্রতারক চক্র ভয়ানক একটা চক্রান্ত নিয়ে সরলমনা ও কোমলপ্রাণ মুসলিমাদের ধ্বংস করার উদ্দেশ্যে এই কাজ করে যাচ্ছে দীর্ঘদিন ধরে।
এই প্রতারক চক্র মুসলিম মেয়েদের সাথে সম্পর্ক করে, বিয়ের প্রলোভন দেখিয়ে, ইমোশনাল ব্ল্যাকমেইল করে তাদের সাথে হারাম রিলেশন করে তাদের সাথে কৌশলে শারীরিক সম্পর্ক গড়ে তাদের সন্তানসম্ভবা বানিয়ে ছেড়ে চলে যায়। এমন বহু তথ্যপ্রমাণ আমাদের কাছে বিদ্যমান।

নতুন করে এমন ঘটনা না ঘটুক, সেজন্য ম্যসেজটি সবাই শেয়ার করবেন।
আপনার মা, বোন, মেয়েকে এ বিষয়ে সতর্ক করুন।
Mokhter Ahmad

04/08/2023

হাফেজ রেজাউল আমাদের বিষাক্ত ও ধর্মহীন
সেক্যুলার ভোতা সমাজ সভ্যতার শিকার।
দুই পক্ষের সংঘর্ষের মাঝে নিরীহ পথচারী
হাফেজ রেজাউলকে এলোপাথাড়ি কু/পি/য়ে খু/ন করা হলো,
অথচ কেউ এ বিষয়ে কিছুই বলছে না।
মনে হচ্ছে, হাফেজ রেজাউলরা মারা যাওয়ারই কথা।
দাঁড়ি-টুপি-ইসলামী লেবাসধারীরা তো মরবেই।
এটা আবার বড় করে দেখার কি আছে?
বর্গাচাষী বাবার বড় ছেলে হাফেজ রেজাউল।
বাবার বিলাপে আকাশ বাতাশ ভারী হয়ে উঠছে,
অথচ টনক নড়ছেনা অন্ধ মিডিয়া,
মেরুদণ্ডহীন সমাজচিন্তক,
ও গাইরাতহারানো আলেমসমাজের।
ব্যক্তিত্বহারানো ওরাসাতুল আম্বিয়ারা ঘুমে বিভোর,
অথচ কাক মারা গেলেও অন্য কাকেরা বিলাপ জোড়ায়।

22/07/2023

নতুন ফেতনা

মসজিদে নববীতে লাগানো প্রথম বৈদ্যুতিক বাতি যেটা প্রায় ১১০/১১৫ বছর আগে লাগানো হয়।
16/07/2023

মসজিদে নববীতে লাগানো প্রথম বৈদ্যুতিক বাতি যেটা প্রায় ১১০/১১৫ বছর আগে লাগানো হয়।

09/07/2023

কাপল ব্লগ, ফ্যামিলি ব্লগ ইত্যাদি
অ/শ্লীলতার আধুনিক সংস্করণ,
এবং নব্য জা/হেলিয়াত।
কাপল ব্লগ, ফ্যামিলি ব্লগের নামে
যারা স্বীয় স্ত্রী, কন্যাদের শরীর/চেহারা প্রদর্শন করে
টাকা ইনকাম করতে চান,
তারা মূলত তুচ্ছ অর্থের লোভে
নিজেদের স্ত্রী/কন্যাদের দে/হ বি/ক্রি করছেন।
যেসব পুরুষ এসব করে বেড়াচ্ছেন,
অথবা তাদের নারীদের এসব করার পারমিশন দিচ্ছেন,
তারা পুরুষ নয়, তারা মূলত কাপু/রষ, দাইয়ুস।
আর দাইয়ুসের জন্যে জান্নাত নিষিদ্ধ।

28/06/2023

বে-নামাজির কুরবানী হলো,
'লুঙ্গি না পড়ে মাথায় পাগড়ী বাধার মতো'৷

-প্রফেসর ড খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

সংবিধান ধর্মীয় স্বাধীনতার কথা বলে।
20/06/2023

সংবিধান ধর্মীয় স্বাধীনতার কথা বলে।

08/06/2023

ইঞ্জিনিয়ার হয়ে গেলাম এবং কিছু ঘোষণা

Who Is to Blame!
08/06/2023

Who Is to Blame!

তথাকথিত সোশ্যাল স্ট্যাটাস এর পেছনে দৌড়ে
লোকেরা তাদের সন্তানদের হ/ত্যা করছে।
মূল্যবোধ, মানবিকতা, নৈতিকতা শেখানোর তাগিদ নেই,
রয়েছে কোন শিক্ষা অর্জন করলে বড় চাকর হওয়া যাবে।
খুবই দূর্ভাগা জাতি আমরা।
কেউ চাতুরী করে সার্টিফিকেট পোড়ায়,
কেউ চাকুরির বাজার হারানোর ভয়ে আ/ত্মহত্যা করে।
আফসোস এই শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে।
আপনার সন্তানই আপনার সম্পদ।
আপনার সন্তান আপনার কাছে আমানত।
আপনার সন্তানের জন্য আপনাকে
আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তাই, নিজের খায়েশের কাছে ওদের বলি করবেন না।

ইঞ্জিনিয়ার হয়ে গেলাম এবং কিছু ঘোষণা
08/06/2023

ইঞ্জিনিয়ার হয়ে গেলাম এবং কিছু ঘোষণা

Successfully completed my graduation from CUET.

03/06/2023

নাস্তিকদের ষড়যন্ত্রের গোপন ভিডিও ফাঁস !

নাস্তিকদের গোপন ভিডিও ফাঁস
02/06/2023

নাস্তিকদের গোপন ভিডিও ফাঁস

ইসলাম নিয়ে করা নাস্তিকদের ষড়যন্ত্রের গোপন ভিডিও ফাঁস !

31/05/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকাব করার ব্যাপারে একেমন সিধান্ত আপিল বিভাগের?
"শিক্ষকরা পিতার সমতুল্য’-এই যুক্তিতে শিক্ষকদের সাথে পর্দা না করার কোনো সুযোগ নেই। কোনো আলেম এমন ফতোয়া কখনো দেননি। পিতৃতুল্য শিক্ষক দ্বারা যৌন নিগ্রহের ঘটনা প্রায়ই শোনা যায়। তাছাড়া মেয়েদের ছেলে সহপাঠীরাও ভ্রাতৃতুল্য। এই যুক্তিতে কি তাদের সামনে পর্দা না করার কোনো সুযোগ আদৌ আছে?" Ahmadullah

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকাব করার ব্যাপারে একেমন সিধান্ত আপিল বিভাগের?
31/05/2023

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকাব করার ব্যাপারে একেমন সিধান্ত আপিল বিভাগের?

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিকাব করার ব্যাপারে একেমন সিধান্ত আপিল বিভাগের?শিক্ষকরা পিতার সমতুল্য’-এই যুক্....

28/05/2023

আজকের সমাজের যুদ্ধটাই হচ্ছে ইসলামের পক্ষে টিকে থাকার। যারাই তুলনামূলক ইসলামের কাছাকাছি তাদের জন্যে হৃদয়ের ভালোবাসাটুকু নিবেদন করে দুয়া করুন।

16/05/2023

Alhamdulillah, may Allah accept this initiative.

আল্লাহ আপনাকে জান্নাতেও এমন হাস্যজ্জল অবস্থায় রাখুন, শহীদের মর্যাদা দান করুন। আমিন।২০১৬ সালের ১১ই মে প্রিয় স্যার রাহিমাহ...
12/05/2023

আল্লাহ আপনাকে জান্নাতেও এমন হাস্যজ্জল অবস্থায় রাখুন, শহীদের মর্যাদা দান করুন। আমিন।
২০১৬ সালের ১১ই মে প্রিয় স্যার রাহিমাহুমুল্লাহ রোড এক্সিডেন্টে মৃত্যুবরণ করেন। আজ ৭ টি বছর হয়ে গেলো প্রিয় এই মানুষটির বিদায়ের।

26/04/2023

একটি সমাজ এবং সমাজের যুবজেনারেশন কতটা অধঃপতন হলে বিকট আওয়াজে ডিজে গান গাইতে নিষেধ করায় মাসজিদের একজন সম্মানীত মুআজ্জিনকে পিটিয়ে হ/ত্যা করা হয়!!!

গত শনিবার ঈদুল ফিতরের দিন সকালে হবিগঞ্জের জেলার মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে একদল উ/চ্ছৃঙ্খল যুবক পিকআপ ভ্যানে সাউন্ডবক্স দিয়ে উচ্চস্বরে গান বাজাতে থাকে। এতে অতিষ্ঠ হয়ে ওই গ্রামের মুয়াজ্জিন ইরফান আলী তাদের নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা/পিষ্ঠরা স্বীয় লোকজন হামলা চালিয়ে মুআজ্জিনকে আক্রমণ করে, এবং তিনি মারা যান। অথচ, এই মুআজ্জিন সাহেব গত ৩০বছর এই মাসজিদে আযান দিয়ে আসছেন।

ন/ষ্ট সংস্কৃতি আমাদের যুবজেনারেশনকে অধঃপতনের প্রায় পয়েন্ট অব নো রিটার্ণে পৌঁছে দিয়েছে।
এখনি প্র/তিরোধ তৈরি না করতে পারলে দশ বছর পর আরো ভয়াবহ চিত্র তৈরি হবে।

হবিগঞ্জে মুয়াজ্জিন হ/ত্যা/কান্ডের সঠিক তদন্ত ও পাপিষ্ঠদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
Source: Mokhter Ahmad

21/04/2023

আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গিয়েছে!
ঈদ মোবারক 🌙
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

17/04/2023

ফেইসবুকের ভাইরাল সেই প্রশ্নের উত্তর যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত আল্লাহ কোনটা ধরবেন সৌদিআরবের টা না বাংলাদেশের টা ?

17/04/2023

হায়রে (আব্দুল) মজিদ চাচা!!
আহা কি বিদ্যা !! আহা কি আনন্দ!!!

Mention
17/04/2023

Mention

ফেইসবুকের ভাইরাল সেই প্রশ্নের উত্তর যে লাইলাতুল কদর বা শবে কদরের রাত আল্লাহ কোনটা ধরবেন সৌদিআরবের টা না বাংলাদেশ...

Address

Dewangonj
Jamalpur Sadar Upazila
2030

Alerts

Be the first to know and let us send you an email when Engr. Abdul Mueid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Engr. Abdul Mueid:

Videos

Share

Category