চাকরির খবর ও পরীক্ষার প্রস্তুতি

  • Home
  • চাকরির খবর ও পরীক্ষার প্রস্তুতি

চাকরির খবর ও পরীক্ষার প্রস্তুতি We are committed to provide Authentic job news for every Unemployment.

বি সি এস টাইপ প্রশ্ন!
27/12/2023

বি সি এস টাইপ প্রশ্ন!

BCS type question!
24/12/2023

BCS type question!

09/12/2023

➡️বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্রের নাম?

ক) ভয়েস অব লিবার্টি
খ) দ্যা স্পিচ
গ) ওরা ১১ জন
ঘ) স্টপ জেনোসাইড

09/12/2023

চাকরিতে আবেদনের বয়স ৩৫ চান কে কে কমেন্টস Please🙏🙏🙏

08/12/2023

➡️বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি?

১. শব্দ
২. ধ্বনি
৩. বর্ণ
৪. চিহ্ন

05/12/2023
03/12/2023

➡️পৃথিবীতে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে?
ক. ইংরেজি খ. ফরাসী
গ. আরবী ঘ. মান্দরিন

03/12/2023

"Might is Right" - এর সঠিক অর্থ কোনটি??
🄰 মানুষ মাত্রই ভুল
🄱 জোর যার মুল্লুক তার
🄲 অতি লোভে তাঁতি নষ্ট
🄳 সবুরে মেওয়া ফলে
৪৬তম বিসিএস প্রিলির পরীক্ষা সম্ভাব্য মার্চ এ।প্রিলিমিনারি প্রস্তুতির সহায়ক ব্যাখ্যা সহ প্রশ্নের সমাধান পেতে সাথেই থাকুন।

হাই ভোল্টের সাধারণ জ্ঞানের প্রশ্ন, আশাকরি সবার কাজে আসবেই 👌
03/12/2023

হাই ভোল্টের সাধারণ জ্ঞানের প্রশ্ন, আশাকরি সবার কাজে আসবেই 👌

02/12/2023

➡️বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহরের নাম কি?
1.রাজশাহী
2.ঢাকা
3.রংপুর
4.সিলেট

02/12/2023

★★প্রাইমারী পরীক্ষার্থীদের জন্য কিছু পরামর্শঃ
( এডমিড কার্ড এর নির্দেশনা অনুযায়ী )

(সবকিছু ভেঙে ভেঙে আলোচনা করা হয়েছে তাই লেখার আকার বড় হয়েছে, বিরক্ত হবেন না।)

০১) প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং ভোটার আইডি কার্ড সঙ্গে নিবে।
০২) সকাল ৯ টার মধ্যে হলে থাকবে।(৯ঃ৩০ থেকে গেট বন্ধ থাকবে এবং৯ঃ৩০ এ ওএমআর দিবে)
০৩)পরীক্ষার হলে বই,খাতা,নোটবুক,উওরপত্র,মোবাইল ফোন,ক্যালকুলেটর,ঘড়ি,ভ্যানিটিব্যাগ,পার্স,ইলেকট্রনিকস ডিভাইস,যোগাযোগ যন্ত্র নেওয়া থেকে বিরত থাকবে।
০৪) পরীক্ষার হলে উভয় কান খোলা রাখবে।
০৫) হাজিরা এবং ওএমআর শীটে স্বাক্ষর আবেদন পত্রের স্বাক্ষরের মতো দিবে।
০৬) বৃত্ত পূরণে কালো বলপয়েন্ট কলম (জেলপেন নয়) ব্যবহার করবে।
০৭) প্রবেশপত্রের সেটকোড এর সাথে মিলিয়ে ওএমআর সীট নিবে।(ওএমআর এ সেটকোড লেখা থাকবে) ধরো তোমার প্রবেশপত্রের সেটকোড পদ্মা তাহলে ওএমআর এর সেটকোড পদ্মা, মেঘনা,যমুনা যা-ই থাকুক না কেন তুমি পদ্মা লেখা ওএমআর এর সেটকোড নিবে।(যদিও কক্ষ পরিদর্শক-ই তোমার প্রবেশপত্রের কোড দেখে সেই অনুযায়ী ওএমআর দিবেন)
০৮) ওএমআর সীটের সেটকোড এর বৃত্তটি পূরণ করবে।(ওএমআর সীটে পদ্মা,মেঘনা,যমুনা লেখার পিছনে বৃত্ত থাকবে,তোমার সেটকোড দেখে সেই বৃত্ত ভরাট করবে।
০৯) প্রশ্নের সেটকোড(ক,খ,গ,ঘ) ভিন্ন ভিন্ন থাকবে। কক্ষ পরিদর্শক পরীক্ষা শুরুর আগে বোর্ডে লিখে দিবে পদ্মা সেটকোডের শিক্ষার্থীরা কোন সেটকোডের প্রশ্নে পরীক্ষা দিবে,যমুনা সেটকোডের শিক্ষার্থীরা কোন সেটকোড এর প্রশ্নে পরীক্ষা দিবে এভাবে সবকিছু বুঝিয়ে দিবেন।তোমরা নির্দেশনা অনুযায়ী প্রশ্ন নিবে।
১০) রোল আর সেটকোড পূরণে সতর্ক থাকবে।যেকোনো একটা ভুল মানেই সব শেষ। 💔💔💔
১১) হাজিরা সীটের হাজিরা বৃত্ত পূরণ করবে।
১২) ওএমআর সীটে যে সকল বৃত্ত পূরণের নির্দেশনা দেওয়া থাকবে তা সঠিকভাবে পূরণ করবে।
১৩)পরীক্ষার আগে রাতে এডমিট কার্ড,কলম,ভোটার আইডি কার্ড,পোশাক,পানি,টাকা গুছিয়ে রাখবে এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে।
১৪)পরীক্ষার হলে যাওয়ার আগে সবকিছু ঠিকমতো নিয়েছো কিনা চেক করবে। পরীক্ষার দিন যানজট এড়িয়ে আগেই হলের কাছে অবস্থান করবে।
১৫)হলে প্রবেশের পর বন্ধুদের সাথে আড্ডা না জমিয়ে বরং নিজের আসন কোন কক্ষে পরেছে তা নিশ্চিত হবে এবং রুমটি কোথায় তা খুঁজে বের করবে (শেষ দিকে অনেক ভিড় থাকে আসন খুঁজে পাওয়া কঠিন হবে,টেনশন ফিল হবে)
১৬)কক্ষ পরিদর্শকদের নির্দেশনাগুলো মেনে চলবে।
১৭)অনুমান নির্ভর উওর করা থেকে বিরত থাকবে।(নেগেটিভ মার্ক আছে)পরীক্ষার হলে মাথা ঠান্ডা রেখে উত্তর প্রদান করবে এবং চাপমুক্ত থাকার চেষ্টা করবে।
১৮)প্রথমে সহজে যে বিষয়গুলোর উত্তর করা যায় সেই বিষয়গুলোর উওর করবে,সময়ের দিকে খেয়াল রাখবে।(হলে ঘড়ি থাকবে দেখে নিবে)
১৯)প্রশ্নপত্রে ক,খ,গ,ঘ এর অবস্থান সঠিকভাবে দেখে ওএমআর এ সঠিক অক্ষরটির বৃত্ত ভরাট করবে।
২০)যেহেতু পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা আগেই হলে প্রবেশ করতে হবে এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত হলেই থাকতে হবে সেহেতু ওয়াসরুমে গিয়ে ফ্রেস হতে হলে আগেই ফ্রেস হয়ে নিবে।
★ আরো কিছু জানার প্রয়োজন হলে বা তোমার কোন গুরুত্বপূর্ণ মতামত/পরামর্শ থাকলে কমেন্টের মাধ্যমে সবাইকে জানাও।

শুভকামনা রইলো . 💚❤️💙💛💜🧡

01/12/2023

জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

ক.হেগ
খ. জেনেভা
গ.নিউইয়র্ক
ঘ.প্যারিস

30/11/2023

↔️ ঢাকা যে নদীর তীরে অবস্থিত --

1️⃣শীতলক্ষ‍্যা
2️⃣ইরাবতী
3️⃣বুড়িগঙ্গা
4️⃣ব্রহ্মপুত্র

29/11/2023

ইতিহাস রচনা করেন যিনি -
১. ইতিহাস লেখক
২. ইতিহাসবেওা
৩. ঐতিহাসিক
৪. ঐতিহাসিকতা

28/11/2023

বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী বলা হয়—

ⓐ সিলেটকে
ⓑ বরিশালকে
Ⓒ চট্টগ্রামকে
Ⓓ ঢাকাকে

28/11/2023

'লালসালু' উপন্যাসটি কে রচনা করেছেন?

ক) আবুল মনসুর আহমদ
খ) আবুল ফজল
গ) শহীদুল্লাহ কায়সার
ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ

😄🙃
27/11/2023

😄🙃

25/11/2023

লালসালু উপন্যাসের লেখক?

ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. শওকত আলী
গ. মুনীর চৌধুরী
ঘ. শহীদুল্লা কায়সার

Address


Alerts

Be the first to know and let us send you an email when চাকরির খবর ও পরীক্ষার প্রস্তুতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চাকরির খবর ও পরীক্ষার প্রস্তুতি:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

চাকরির খবর ও পরিক্ষার প্রস্তুতি

We are committed to provide authentic Job news for every unemployed

আমাদের সেবা সমূহ :

1.Govt. Job News

2.Bank Job News