03/04/2023
এঁড়ে বাছুর 😱---😱 The first man among us.
১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, দুপুরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম নেই সেই, এঁড়ে বাছুর।
আর এই এঁড়ে বাছুরই হয়ে ওঠে উনবিংশ শতাব্দীর সর্বপ্রথম সবচেয়ে আধুনিক একজন মানুষ। (The frist man among us).
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেন, তখন তার বাবা বাড়িতে ছিল না, বাজারে ছিল।
তার জন্মের খবর তার বাবাকে দিতে, তার দাদা বাজারে যাচ্ছিল, রাস্তায় তার বাবার সাথে দেখা হয়, তখন তার বাবাকে বলে,, বাড়িতে একটা এঁড়ে বাছুর জন্মেছে।
সে সময় তাদের বাড়িতে একটা গাভীর প্রসবের সময় হয়েছিল।
বাড়ি পৌঁছে বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস গোয়াল ঘরের দিকে রওনা হন,,তখন তার পিতা রামজয় তাকে হেসে বলেন, এস তোমাকে এঁড়ে বাছুর দেখাচ্ছি।
এই বলে তার নবজাত পুত্রকে দেখান।
আর সময় সময়ে কার্য্যদ্বারা, এঁড়ে গরুর পূর্ব্বোক্ত লক্ষণ, বিদ্যাসাগরের আচরণে, বিলক্ষণে আবির্ভূত হতো।
তার জীবনে ও কর্মে এক ঘরে মেয়ে অনেক ঘটনার উদাহরণ পাওয়া যায়,
✍️ তিনি যা ধরতেন তা শেষ না করে ছাড়তেন না 👊
চরিত্রের এই অনমনীয়তা ছিল বিদ্যাসাগরের একটি বড় গুণ, আবার হয়তো কখনো দোষও।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী বিদ্যাচর্চা ব্রাহ্মণদের অন্যতম প্রধান কর্তব্য ছিল।
অবশেষে সবকিছু ছেড়ে তিনি হয়ে উঠলেন -ইহজাগতিক,মানবমুখি,হিউম্যানিস্ট।
ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে আধুনিক একজন মানুষ।
✍️মাইকেল মধুসূদন এর ভাষায়,
🧲*The first man among us. *
👉এরকম একজন এঁড়ে বাছুরের জীবনের যদি এই পরিবর্তন আসতে পারে,, তাহলে আমাদের জীবনে কেন নয়!!!