Jakaria Islam

Jakaria Islam I am a Freelancer. I work at Fiverr & Upwork.

এঁড়ে বাছুর 😱---😱 The first man among us.১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, দুপুরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসি...
03/04/2023

এঁড়ে বাছুর 😱---😱 The first man among us.

১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার, দুপুরে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্ম নেই সেই, এঁড়ে বাছুর।

আর এই এঁড়ে বাছুরই হয়ে ওঠে উনবিংশ শতাব্দীর সর্বপ্রথম সবচেয়ে আধুনিক একজন মানুষ। (The frist man among us).

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন জন্মগ্রহণ করেন, তখন তার বাবা বাড়িতে ছিল না, বাজারে ছিল।
তার জন্মের খবর তার বাবাকে দিতে, তার দাদা বাজারে যাচ্ছিল, রাস্তায় তার বাবার সাথে দেখা হয়, তখন তার বাবাকে বলে,, বাড়িতে একটা এঁড়ে বাছুর জন্মেছে।
সে সময় তাদের বাড়িতে একটা গাভীর প্রসবের সময় হয়েছিল।
বাড়ি পৌঁছে বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস গোয়াল ঘরের দিকে রওনা হন,,তখন তার পিতা রামজয় তাকে হেসে বলেন, এস তোমাকে এঁড়ে বাছুর দেখাচ্ছি।
এই বলে তার নবজাত পুত্রকে দেখান।

আর সময় সময়ে কার্য্যদ্বারা, এঁড়ে গরুর পূর্ব্বোক্ত লক্ষণ, বিদ্যাসাগরের আচরণে, বিলক্ষণে আবির্ভূত হতো।
তার জীবনে ও কর্মে এক ঘরে মেয়ে অনেক ঘটনার উদাহরণ পাওয়া যায়,

✍️ তিনি যা ধরতেন তা শেষ না করে ছাড়তেন না 👊

চরিত্রের এই অনমনীয়তা ছিল বিদ্যাসাগরের একটি বড় গুণ, আবার হয়তো কখনো দোষও।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কিন্তু ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করেছিলেন, হিন্দু শাস্ত্র অনুযায়ী বিদ্যাচর্চা ব্রাহ্মণদের অন্যতম প্রধান কর্তব্য ছিল।

অবশেষে সবকিছু ছেড়ে তিনি হয়ে উঠলেন -ইহজাগতিক,মানবমুখি,হিউম্যানিস্ট।
ঊনবিংশ শতাব্দীর সবচেয়ে আধুনিক একজন মানুষ।

✍️মাইকেল মধুসূদন এর ভাষায়,
🧲*The first man among us. *

👉এরকম একজন এঁড়ে বাছুরের জীবনের যদি এই পরিবর্তন আসতে পারে,, তাহলে আমাদের জীবনে কেন নয়!!!

25/03/2023

যে তার পরিবারে কষ্ট নিয়ে আসে
তার ভাগে বাতাস ছাড়া আর কিছুই থাকবে না;
আর যাদের বিবেক অসাড় তারা জ্ঞানীদের গোলাম হবে।

যুবসমাজ যেন শুধু ডিগ্রি নিয়ে চাকরি পেছনে না ঘুরে নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারে এবং অন্যকেও কাজ দিতে পারে এ জন্যই...
25/03/2023

যুবসমাজ যেন শুধু ডিগ্রি নিয়ে চাকরি পেছনে না ঘুরে নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারে এবং অন্যকেও কাজ দিতে পারে এ জন্যই ডিজিটাল বাংলাদেশ প্রকল্প নেয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘যুবসমাজ যেন শুধু ডিগ্রি নিয়ে চাকরি পেছনে না ঘুরে নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারে এবং অন্যকেও কাজ দিতে পারে এ জন্যই ডিজিটাল বাংলাদেশ প্রকল্প নেয়া হয়েছে।’

ব্রডব্যান্ড ইন্টারনেট ইউনিয়ন পর্যন্ত পৌঁছে যাওয়ায় সব নাগরিক সুবিধা এখন গ্রামেও পাওয়া যাচ্ছে বলেও জানান শেখ হাসিনা। বলেন, ‘এখন গ্রামেই তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। আমরা এ কাজ করে যাচ্ছে।’

প্রধানমন্ত্রী আশা করেন, দেশের ৩৯ হাইটেক ও সফরওয়্যার পার্ক তৈরি হয়ে গেলে প্রায় তিন লাখ তরুণের কর্মসংস্থান হবে।

ফ্রিল্যান্সিং শারীরিক প্রতিবন্ধীদের জন্য বিরাট সুযোগ বয়ে আনতে পারে বলে মনে করেন শেখ হাসিনা। বলেন, ‘এতে করে তারা সমাজে অবহেলিত থাকবে না।’

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে বিড়ম্বনায় পড়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘২০০৯ এ যখন ক্ষমতায় আসি তার আগে বলেছিলাম ডিজিটাল বাংলাদেশ গড়ব। তখন অনেকেই উপহাস করেছে। আমাদের চিন্তা ছিল কর্মসংস্থান তৈরি করতে পারলে তরুণরাই লাভবান হবে।’

বিএনপি ২০০১ সালে ক্ষমতায় এসে আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই বন্ধ করে দেয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় এসে এটা আবার খুলি। একটি ট্রাস্টের মাধ্যমে ভিন্নভাবে এটিকে প্রতিষ্ঠা করা হয়। এর মধ্য দিয়ে তরুণদের প্রশিক্ষণ দেয়া শুরু হয়। তরুণদের কীভাবে উদ্যোক্তা হিসেবে প্রস্তুত করা যায় সে বিষয়ে কাজ করা হয়। আমাদের লক্ষ্য ছিল একটাই কর্মসংস্থান তৈরি।’

প্রধানমন্ত্রী মনে করেন, দেশ ডিজিটাল হওয়ায় দারিদ্র্য ও দুর্নীতি কমেছে, বেড়েছে কর্মসংস্থান। যে মানবসম্পদ তৈরি হচ্ছে, তারা দেশের পাশাপাশি কাজ করবে বিদেশেও।

ডিজিটাল দেশের সুফল তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কোথাও গেলে প্রধানমন্ত্রীর প্রটোকলের কারণে অন্তত এক থেকে দেড় হাজার মানুষকে যেতে হয়। এতে যে কেউই করোনা আক্রান্ত হতে পারে। এজন্য আমাকেও ঘরে বসেই সব কাজ করতে হচ্ছে। দেশ ডিজিটাল দেখেই এখন আপনাদের সাথে কথা বলতে পারছি, দেখতে পারছি।’

সরকারি হিসেবে বর্তমানে সারা দেশে প্রায় ছয় লাখ তরুণ ফ্রিল্যান্সিংয়ে যুক্ত। তারা বছরে আয় করেন প্রায় ৩৫ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় তিন হাজার কোটি টাকা।

২০২৫ সালের মধ্যে ফ্রিল্যান্সারের সংখ্যা ১০ লাখ এবং এ খাত থেকে আয় এক বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

Canva দিয়ে ডিজাইন তৈরি করে কত টাকা আয় করা যায়? Canva হলো বিশ্বের সবচেয়ে বড় ডিজাইন প্লাটফর্ম। এর মাধ্যমে আপনি চাইলে ...
22/03/2023

Canva দিয়ে ডিজাইন তৈরি করে কত টাকা আয় করা যায়? Canva হলো বিশ্বের সবচেয়ে বড় ডিজাইন প্লাটফর্ম। এর মাধ্যমে আপনি চাইলে সহজেই কোন ডিজাইন তৈরি করতে পারবেন। বর্তমানে এই ওয়েবসাইটটি প্লাটফরমটি ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। আপনি চাইলে সহজেই এর থেকে আয় করতে পারবেন।

কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালবাসবে। সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে ত...
04/11/2022

কেউই দুই কর্তার সেবা করতে পারে না, কারণ সে একজনকে ঘৃণা করবে ও অন্যজনকে ভালবাসবে। সে একজনের উপরে মনোযোগ দেবে ও অন্যজনকে তুচ্ছ করবে। আল্লাহ্‌ এবং ধন-সম্পত্তি এই দু’য়ের সেবা তোমরা একসংগে করতে পার না।

24/10/2022
17/10/2022
15/10/2022

Welcome to my Page

Address

Jamalpur Sodor, Jamalpur
Jamalpur Sadar Upazila
2000

Alerts

Be the first to know and let us send you an email when Jakaria Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jakaria Islam:

Share

Nearby media companies


Other Jamalpur Sadar Upazila media companies

Show All