এ কা কি ত্ব

এ কা কি ত্ব এ কা কি ত্ব তে আ প না কে স্বা গ ত ম।
আমাদের সাথে জুড়ে থাকুন আশা করি কিছু জিনিস মিল পাবেন কিছু জিনিস ভালো লাগবে ☺️

07/11/2024

মানুষ মূলত অভ্যাসের দাস তো অভ্যাস টা সঠিক হোক বা ভুল সেটা ত্যাগ করতে সময় লাগে।
তো কিছু মানুষ ও অভ্যাসের মতোই হয়ে দাঁড়ায় এক সময় ☺️

07/11/2024

না'রীকে খুশি করতে ফুচকা চকলেট, আইসক্রিম, শাড়ি, চুড়ি, ফুল কত কিছুই দিতে হয়,

অথচ পু'রুষ দেখুন কত সহজ সরল। মে'য়ে দেখলেই খুশি হয়ে যায়।🙂

07/11/2024

অতিরিক্ত মডার্ন হতে যাইয়া
আসলেই কিছু মাইয়া খান*ki
মা*gi তে রুপান্তর নেয়।
বিঃদ্রঃ কারো খারাপ লাগলে দুঃখিত

06/11/2024

চুমু একটা খাবার, যদিও এর নিজস্ব কোনো স্বাদ নেই, তবে হাইপ মারাত্মক। স্থানভেদে চুমু দিলে এর নানা রকম নাম হয়। যেমন, শুধু হালকা বিপরীত লিঙ্গের বন্ধু হলে "পেশি কিস" দিতে হয়। প্রেমিকা হলে, জিভ আর ঠোঁট দিয়ে থুথু খাইয়ে চুমু দিলে, তাকে "ফ্রেঞ্চ কিস" বলে। ক্রাশ টাইপ বা জাস্ট ফ্রেন্ডদের দিতে হয় "চিক কিস," মানে ঠোঁট দিয়ে গালে শীল দেওয়ার মতো। অতিরিক্ত উত্তেজনায় জিভ দিয়ে গলা চুলকে দেওয়াকে "নিক কিস" বলে, যা শুধু দরজা বন্ধ করে দেওয়া যায়।

বয়সে বড় মুরুব্বি কাউকে কপালে শীল দিলে সেটাকে "ফরহেড কিস" বলে, তবে কপালে যেন দাঁত লেগে না ফাটে, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। প্রেমিকা যদি সরকারি চাকরিজীবী হয়, তাহলে হাতে ঠোঁট লাগিয়ে সম্মান প্রদর্শনের কিসকে "হ্যান্ড কিস" বলে। প্রেমিকার উপযুক্ত বয়স না হলে, ঠোঁটের বদলে নাকে নাক লাগিয়ে গুঁতা দিয়ে যে চুমু দেওয়া হয়, সেটাকে "এস্কিমো কিস" বলে। তাছাড়া, ভ্যাম্পায়ারের বংশধর হলে ঠোঁটের বদলে দাঁত ব্যবহার করে কিস দিলে সেটাকে "বাইট কিস" বলে, তবে এতে জলাতঙ্কের আশঙ্কা আছে।

দূর থেকে ভালোবাসা বুঝাতে, বাতাসে ফুঁ মেরে যে কিস দেওয়া হয়, তাকে "ফ্লায়িং কিস" বলে। এই কিসের বিশেষ বৈশিষ্ট্য হলো, একটি দিলে অনেকেই ভাগ করে নিতে পারে। যেমন, এখন আপনাদের আমি একটা ফুঁ কিস দিলাম।

31/10/2024

এইটা তো আমার এক্সের বর্ণনা দিতাছে ☠️

😅
24/10/2024

😅

11/10/2024

দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত যারা পড়েছেন সারা দিন 😅

28/09/2024

না আছে এমন বন্ধু আর না আছে এমন বউ 😶

21/09/2024

What is love ?

21/09/2024
হ্যাঁ
12/09/2024

হ্যাঁ

27/08/2024

ভুল হলে ক্ষমা করবেন স্যার এইগুলো কি পরিবর্তন করা উচিত নয়?

🙂
26/08/2024

🙂

এই যে নিজেকে ভারতবিদ্বেষী দাবি করছেন, আদতে আমরা কেউই ভারতবিদ্বেষী না, বরং ভারতপ্রেমী। কীভাবে?হঠাৎ খুলে দেয়া বাধে সৃষ্ট প...
26/08/2024

এই যে নিজেকে ভারতবিদ্বেষী দাবি করছেন, আদতে আমরা কেউই ভারতবিদ্বেষী না, বরং ভারতপ্রেমী। কীভাবে?

হঠাৎ খুলে দেয়া বাধে সৃষ্ট প্রবল বন্যা নিয়ে হা-হুতাশ করে আপনি কানে ইয়ারফোন গুঁজে অরিজিৎ সিংয়ের গান শুনবেন। একটু সময় পেলে ভারতীয় সিনেমা, টিভি সিরিজ খুঁজবেন। ভারতীয় একেকজন নায়ক, নগ্ন নায়িকা আপনার আইডল। বাজারে গিয়ে ভারতীয় পণ্য খুঁজবেন। আইপিএল এলে আয়োজন করে দেখতে বসবেন। এগুলো শুধু ভারত নির্ভরশীলতা নয়, রীতিমতো আমরা এসব অন্তরে ধারণ করি। নিজেদের আপন মনে করি। এইযে এগুলোকে অন্তরে ধারণ করে মুখে ভারতবিদ্বেষের বাণি আওড়াচ্ছেন, এটা কি দ্বিমুখিতা না?

দয়া করে জিগেস করবেন না বিকল্প কোথায়। ভারতীয় মিডিয়া, পণ্য ছাড়লেও আপনার জীবন চলবে। সব না ছাড়তে পারলেও বেশিরভাগই পারবেন। হৃদয়ে যত্ন করে জায়গা দেয়া সব ভারতীয় বিষয়ে ঘৃণা তৈরি করা এখন দেশপ্রেমের দাবি। বিদ্বেষী না হতে পারলেও অন্তরে ভারতীয় সংস্কৃতি ধারণ করে ভারতপ্রেমী হইয়েন না অন্ততঃ।

আমার এই লেখা হয়তো বেশিরভাগ মানুষেরই পছন্দ হবেনা। ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সবাই অন্ধ!

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।একদিকে সারাদেশ ব...
22/08/2024

ড. ইউনূস এবার টের পাচ্ছেন, কত বড়ো অজ্ঞ, নির্বোধ আর অকৃতজ্ঞ জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজ কাঁধে তুলেছেন।

একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত, মানুষের হাহাকার,

১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,

সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,

একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,

হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,

এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,

রক্তের দাগ এখনো শুকায় নাই।

এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।

বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?

১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?

আপনাদের এখন উচিৎ ছিলো,

হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।

লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?

11/06/2024

সঠিক ইতিহাস জানুন বাঙালিরা,মুসলমানরা সবসময় বীরের মতন ছিল এখনো আছে সামনে থাকবে ইনশাআল্লাহ
একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমরা তো জানি কথাগুলো কতটা সত্যি একটি কথাও ভুল নেই প্রত্যেকটা সত্যি কথা ☺️
#বাংলাদেশ

Address

Jajira

Telephone

+8801931310333

Website

Alerts

Be the first to know and let us send you an email when এ কা কি ত্ব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এ কা কি ত্ব:

Videos

Share