![আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দক্ষতা ও স্বনির্ভর প্রেসায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছাশক্তি, যেহে...](https://img4.medioq.com/439/532/113426104395322.jpg)
06/09/2021
আত্মকর্মসংস্থানের জন্য প্রয়োজন ব্যক্তিগত দক্ষতা ও স্বনির্ভর প্রেসায় নিয়োজিত থেকে জীবিকা অর্জনের প্রবল ইচ্ছাশক্তি, যেহেতু দেশে চাকরির সুযোগ সীমিত এবং ইচ্ছা করলেই সরকারি ও বেসরকারি উদ্যোগে এত অধীন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব না তাই একমাত্র বিকল্প হচ্ছে নিজেই নিজের কর্মসংস্থান করা।
কিন্তু এ দেশের যুবসমাজকে নিকট আত্ম-কর্মসংস্থানের ধারণা স্বচ্ছ যথেষ্ট নয় অন্যদিকে দীর্ঘদিনের সামাজিক মূল্যবোধ ও পুঁজিবাদ ও পড়াশোনার কারণে যুবসমাজ জীবিকার বলতে চাকরি কে বলছে দায় বেকারের সংখ্যা বেড়েই
যাচ্ছে।
তরুণ সমাজের আগামী প্রজন্মকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
আত্মকর্মসংস্থান এর মাধ্যমে একজন মানুষ নিজের পাশাপাশি অনেক বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে। এর ফলে অধিক চাহিদাকৃত চাকরির উপর চাপ কম পড়ে এবং বেকারত্ব হ্রাস পায়।