Abdullah Al Mahmud

Abdullah Al Mahmud Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Abdullah Al Mahmud, Digital creator, Jagatpur.

29/03/2023

Past Tense : বুঝে যাবেন ৮ মিনিটে

22/03/2023

Tense: Definition Of Tense🤟


18/03/2023

Vocabulary শিখার সবচেয়ে সহজ কৌশল✌️

17/01/2023

আমার মনের ঘরেতে রেখেছি যারে,
দোজাহানের বাদশাহ নবি কামলিওয়ালারে😊

10 তারিখ তো শেষ হতে চললো। রাস্তাঘাটে এখন পর্যন্ত কিছু দেখতে পেলাম না🙄🙄
10/12/2022

10 তারিখ তো শেষ হতে চললো। রাস্তাঘাটে এখন পর্যন্ত কিছু দেখতে পেলাম না🙄🙄

হে যুবক! জুমা নামাজের খুতবা একটু লম্বা হলেই বিরক্ত হয়ে যাও, বয়ান‌ একটু দীর্ঘ হলে তোমার আফসোসের শেষ থাকে না, জানাযার মাঠ...
10/12/2022

হে যুবক! জুমা নামাজের খুতবা একটু লম্বা হলেই বিরক্ত হয়ে যাও, বয়ান‌ একটু দীর্ঘ হলে তোমার আফসোসের শেষ থাকে না, জানাযার মাঠে ৩০ সেকেন্ড বিলম্ব হলেই তুমি সিগন্যাল দাও, মোনাজাত একটু লম্বা হলেও তুমি বিরক্তি হও, কিন্তু টানা ৯০ মিনিট অনর্থক খেলা দেখতে তুমি বিরক্ত হও না। আহ! শত আফসোস তোমার জন্য
একবার ভাবুন তো এতগুলো যুবক যদি এভাবে একসাথে ফজরের নামজে একত্রিত হয়ে আল্লাহর সামনে দাঁড়াতো...আল্লাহ না জানি কত খুশি হয়ে যেতেন । হায় আল্লাহ! আমরা পথ ভ্রষ্ট জাতি আমাদের মাফ করুন!
মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমিন।

Collected

Give a caption😆😅
09/12/2022

Give a caption😆😅

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের লঙ্ঘন সম্পর্কে কথা বলার কারণে তিনি অ্যাডিডাসের সাথে অংশীদারিত্ব থেকে 22 মিলিয়ন পাউন্ড হ...
02/12/2022

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের লঙ্ঘন সম্পর্কে কথা বলার কারণে তিনি অ্যাডিডাসের সাথে অংশীদারিত্ব থেকে 22 মিলিয়ন পাউন্ড হারান।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে ছবির জন্য জার্মান জাতীয় দলে জায়গা হারান তিনি
চীনের মুসলমানদের পাশে দাঁড়াতে তাকে সমর্থন না করার জন্য ক্লাবের সমালোচনা করার পরে তিনি আর্সেনালে তার জায়গা হারিয়েছিলেন।
তিনি অনেক কিছু হারিয়েছেন, কিন্তু তিনি মুসলমানদের মন জয় করেছেন ❤️
মেসুত ওজিল ❤️

02/12/2022

Wonderful waterfountain

Alhumdulillah. I have got Golden A+(GPA 5) in my Dakhil/SSC Examination 2022😊😊. Thanks to Allah to give a wonderfull gif...
28/11/2022

Alhumdulillah. I have got Golden A+(GPA 5) in my Dakhil/SSC Examination 2022😊😊. Thanks to Allah to give a wonderfull gift for me. And I also feel proud that I could make happy my respective parents 😊😊

🤲
24/11/2022

🤲

Alhumdulillah
23/11/2022

Alhumdulillah

😂
22/11/2022

😂

ঈগলের মাছ ধরার পূর্ব মুহুর্তে,
21/11/2022

ঈগলের মাছ ধরার পূর্ব মুহুর্তে,

কুরআন তেলাওয়াতের মাধ্যমে 2022 ফিফা বিশ্বকাপের উদ্বোধন।  কাতার এমনটাই করেছে যা কেউ কল্পনাও করেনি।👏❤️
21/11/2022

কুরআন তেলাওয়াতের মাধ্যমে 2022 ফিফা বিশ্বকাপের উদ্বোধন। কাতার এমনটাই করেছে যা কেউ কল্পনাও করেনি।👏❤️

21/11/2022

Landing view from Aeroplane💙

জেনে রাখা ভাল, আর্জন্টিনার বিপক্ষেও ৩ বার জিতেছে বাংলাদেশ
21/11/2022

জেনে রাখা ভাল, আর্জন্টিনার বিপক্ষেও ৩ বার জিতেছে বাংলাদেশ

BAP & BETA GOING TO DHAKA, BANGLADESH🤩
18/11/2022

BAP & BETA GOING TO DHAKA, BANGLADESH🤩

One Of the biggest Mall on earth🥳
10/11/2022

One Of the biggest Mall on earth🥳

The Tallest Architect On The Earth🔥BURJ KHALIFA
06/11/2022

The Tallest Architect On The Earth🔥

BURJ KHALIFA

DUBAI MUSEUM OF THE FUTURE
06/11/2022

DUBAI MUSEUM OF THE FUTURE

One of my favourite car🔥
06/11/2022

One of my favourite car🔥


THIS IS THE WORLD BIGGEST RING WHICH MADE A  RECORD IN GUINNES BOOK.
01/11/2022

THIS IS THE WORLD BIGGEST RING WHICH MADE A RECORD IN GUINNES BOOK.

Al Seef Dubai💙
01/11/2022

Al Seef Dubai💙

Yallah Habibi On Plane😜
26/10/2022

Yallah Habibi On Plane😜

Yalla Habibi Waiting for Dubai😎
26/10/2022

Yalla Habibi Waiting for Dubai😎

Islamic Book Fair
25/10/2022

Islamic Book Fair

An eye catching mosque in Bangladesh🤲
25/10/2022

An eye catching mosque in Bangladesh🤲

18/10/2022

দয়া করে আপনার মুসলিম ভাইয়ের কল্যাণ এর খাতিরে তার প্রশংসা করার সময় সুবহানাল্লাহ বা মাশাল্লাহ বলবেন। 🙏🙏🙏

কেননা যখন কারো প্রশংসা করা হয় যদি সে মাশাল্লাহ বা সুবহানাল্লাহ না বলে শুধু প্রশংসাই করে সেই ক্ষেত্রে তার প্রশংসিত ব্যক্তির জন্যই ক্ষতিকর।এই জন্য বদ নজর লাগে।

গণতন্ত্র যেমন কুফুরি সমাজতন্ত্র ও কুফুরি। আমরা সবাই এখন সমাজের নিয়ম এর উপর বিশ্বাসী। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে আমরা...
18/10/2022

গণতন্ত্র যেমন কুফুরি সমাজতন্ত্র ও কুফুরি।

আমরা সবাই এখন সমাজের নিয়ম এর উপর বিশ্বাসী। আমাদের পরিবারে কোনো সমস্যা হলে আমরা সামাজিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে তার সমাধান করার চেষ্টা করি।

কিন্তু কেন?
আপনি কি মনে করেন ইসলাম সমাজ শিক্ষা দেত না?
আপনি কি ইসলামকে পূর্ণাঙ্গ দ্বীন মনে করেন না?

ইসলামী তন্ত্রের বাহিরে যা কিছু আছে সবই কুফুরি।
আমাদের উচিৎ প্রত্যেক ক্ষেত্রে ইসলামি দৃষ্টিকোণ থেকে ভাবা এবং সমাধান করা। বরং ইহা ফরজ!!

গীবত থেকে বাঁচার কিছু উপায়ঃ১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথ...
18/10/2022

গীবত থেকে বাঁচার কিছু উপায়ঃ

১. হুটহাট করে কিছু বলে ফেলবেন না। কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলুন। এমনকি যতটুকু সম্ভব কম কথা বলাই ভালো, চুপ থাকাও একটা ইবাদত।

২. আপনার বন্ধু অথবা কাছের আত্নীয়র অনুপস্থিতিতে তাদের নামে ভালো কথাও বলবেন না। কারণ ভালো কথা বলতে গিয়ে শয়তান আপনাকে দিয়ে কখন যে গীবত করিয়ে নিবে আপনি টেরই পাবেন না।

৩. অতি প্রয়োজন ছাড়া লোকসমাগম জায়গা এড়িয়ে চলুন। কেননা যেখানে মানুষ বেশি থাকে সেখানে গীবত ও বেশি হয়।

৪.আপনার কাছে কেউ গীবত করলে তাকে থামিয়ে দিবেন। সম্ভব হলে বুঝিয়ে বলবেন।কারণ গীবত করা ও গীবত শোনা দুই টাই হারাম।
নিজেও যখন কথা বলতে বলতে গীবত করে ফেলবেন এবং হঠাৎ খেয়াল হবে আরে আমি তো গীবত করে ফেলতেছি সাথে সাথে থেমে যাবেন এবং তওবা করবেন।

৫.অমুক কেমন জানি পোশাক পরে, অমুকের রান্না ভালো না,অমুক মোটা,অমুক কালো, দেখতে একদম ভালো না ইত্যাদি এই ধরনের কথা বলাও এক ধরনের গীবত। তাই এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে।

৬. অমুক এই এই কাজ গুলো ভালো করেনি।অমুকের এই এই স্বভাব ভালো না। অমুকের নামে এই এই বদনাম আছে।ওমুক আমার এই এই ক্ষতি করছে। এগুলো বলা মানে মানুষের দোষ নিয়ে কথা বলা যে টা গীবতের অন্তর্ভুক্ত।

৭.এর পরেও যদি গীবত হয়ে যায়, তাহলে সাথে সাথে আস্তাগফিরুল্লহ্ অথবা দুই রাকাত নফল নামাজ পরে ফেলতে পারেন।

কাউকে নিয়ে কোন অভিযোগ থাকলে সেটা আমরা আল্লাহর কাছে বলব। পারলে তাকে ক্ষমা করে দিব ।মানুষের কাছে এগুলো নিয়ে আলোচনা করে উল্টা আরো গোনাহ কামানো কোনো বুদ্ধিমানের কাজ হতে পারেনা। অন্যের দোষ ঢেকে রাখলে আল্লাহ তার দোষ ঢেকে রাখবেন ইনশাআল্লাহ

মনে রাখবেন গীবত আমাদের নেক আমল গুলো ধ্বংস করে দিবে।
মহান আল্লাহ তায়ালা আমাকে এবং আপনাদেরকে আমল গুলো করার তাওফিক দান করুক💙💙💙

Copy post

It was an enjoyable moment with friends on my birthday🥳. Though we enjoy in the way of non-believers on our birthday. Bu...
17/10/2022

It was an enjoyable moment with friends on my birthday🥳.

Though we enjoy in the way of non-believers on our birthday. But it's not acceptable in the sharee-ah. Because 1 birthday means 1 year lossing from our HAYAT. If we are happy we must be thankfull to Allah.

I want to say that:

Alhumdulillah for everything what ever I got in my life through my Respected Father and Lovely Mother.

রিজিক নিয়ে এত চিন্তা কেন রে মুসলিম ভাই। আপনার রিজিক তো আপনি দুনিয়ায় আসার আগেই ঠিক হয়ে গিয়েছে😄
15/10/2022

রিজিক নিয়ে এত চিন্তা কেন রে মুসলিম ভাই। আপনার রিজিক তো আপনি দুনিয়ায় আসার আগেই ঠিক হয়ে গিয়েছে😄

15/10/2022

Respect Sir🙂,
Dance in a scientific way😁

14/10/2022

এই পরিবার আর সমাজে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করা যেন হাতে আগুন রাখার মত।🔥🔥

কি করবেন টাকা দিয়ে দেখেন তো  ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের ব...
14/10/2022

কি করবেন টাকা দিয়ে দেখেন তো
ধন সম্পদ কোন কাজে লাগে কুয়েতের সব চেয়ে ধনী ব্যক্তি নাসসি আল খিরকি মারা গিয়েছেন। স্বর্নের বাড়ি, স্বর্নের গাড়ি, স্বর্নের বিমান,, সহ তিনি
ধন সম্পদের পাহাড় রেখে গেছেন
সাথে কিছু নিয়ে যেতে পারেন নাই ?

কিন্তু তাঁর অর্জিত পুন্য ছাড়া কিছুই নিতে পারেন না।
তাই টাকা বা ধন সম্পদের পেছনে না দৌড়ে
যদি আল্লাহ এবং তাঁর রাসুলের নির্দেশনুযায়ী
জীবন পরিচালনা করি এবং সৎপথে নিজেকে নিয়োজিত করি, তবে সেটাই হবে নিঃসন্দেহে বুদ্ধিমানের কাজ।

10/10/2022

আমাকে আমার এক উস্তাদ নসিহা করেছিলন,

*সব সময় সাবধান থাকবে! তুমি জীবণে যাই করো না কেন, সব সময় তোমার কথা এবং কাজে শরিয়তের মানদন্ড থাকবে। তুমি যদি বাসায় কুরআন তেলাওয়াত ও করো, মনে রাখবে এটা যেন লোক দেখানো না হয়।

10/10/2022

সন্তানের জন্য সবচেয়ে দামী এবং গুরুত্বপূর্ণ উপহার দিতে চান তাহলে তার বাবা এবং মায়ের মধ্যে ভালো সম্পর্ক উপহার দিন। একজন সন্তানের জন্য সবচেয়ে দামী উপহার হলো তার বাবা-মায়ের মধ্যে ভালো সম্পর্ক।

সন্তানকে যত দামী কিছুই দিন না কেন, সেগুলো তাদের মনে থাকবে না। সারাজীবন তাদের মেমোরিতে একটা বিষয়ই থাকে সেটা হলো তার বাবার সাথে তার মায়ের সম্পর্ক কেমন ছিলো।
সেখান থেকেই সন্তানের আসল শিক্ষা।

আমাদের সমাজে সবচেয়ে অবহেলিত বিষয় হলো... দাম্পত্য সম্পর্কের মধ্যে ভালোবাসার উপস্থিতি।

আপনারা সন্তানের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, সব সময় নিজেকে প্রমাণ করার চেষ্টা করেন যে আপনারা সন্তানঅন্ত প্রাণ!!

বিশ্বাস করুন সন্তান সেটা যত না চায়, তার চেয়ে বেশি চায় বাবা-মাকে সুখী দেখতে।

Address

Jagatpur
3900

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdullah Al Mahmud:

Videos

Share


Other Jagatpur media companies

Show All