Shanta's World

Shanta's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shanta's World, Video Creator, Military Farme Ishwardi, Ishurdi.

02/01/2024

একটা সময়ে এসে বুঝতে পারলাম,অহেতুক বিষয়গুলো নিয়ে যতই ভাবছি,ততই ডিপ্রেশনে চলে যাচ্ছি।কারো চলে যাওয়া নিয়ে যতই আক্ষেপ বাড়াচ্ছি,ততই নিজের উপরে প্রচন্ড ঘৃনা বাড়াচ্ছি।কারো বাঁকা কথা,আঘাত দেয়া কথাগুলো নিয়ে যতই মনে মনে আলোচনা করছি,ততই মনের ভিতরে পাহাড় সমান উওরহীন কতগুলো প্রশ্নের জটলা বাঁধাচ্ছি।নিজের উপরে নিজেই যেন অভিযোগের বিশাল একটা দেয়াল নির্মান করে তুলছি প্রতিনিয়ত।আবার মাঝে মাঝে খুব বেশি বিরক্তি নিয়ে বলছি,উহ্ এতবেশি ভাবা যাবেনা।

সত্যি বলতে,আমরা নিজেরাই নিজেদেরকে দুঃখি করে রাখি প্রতিটা মহূর্ত।সামান্য ব্যাপার,কিংবা বড় কোন ব্যাপার নিয়ে নিজের ভিতরে যতখানি ঝড়ের সৃষ্টি করব,ঠিক ততখানিই আমরা খারাপের দিকে ধাবিত হবো।যা পাওয়ার ছিলনা,সেটাই পাবার জন্য আমরা মরিয়া হয়ে উঠি।যা আমার নয়,সেটাকেই পাবার জন্য আক্ষেপ বাড়িয়ে চলি।আর যেটা পেয়েছি,সেটার দিকে ফিরেও তাকানোর সময় নেই আমাদের।যাদেরকে সারাক্ষন মনে রাখার মত কোন কারন-ই নাই,তাদেরকেই নিয়ে ভাবতে ব্যস্ত থাকি আমরা।

কেউ ছেড়ে গেছে!
কেউ খুব করে কষ্ট দিয়েছে!
কেউ বা আবার খুব করে ঠকিয়েছে!
এসব প্রশ্নের উওর যেমন সারাজীবন ধরে চেষ্টা করেও মিলবেনা,তেমনি এসব প্রশ্ন বারবার নিজেকে করাটাও বোকামী ছাড়া আর কিচ্ছুই হবেনা।সুতারাং নিজেকে এতটাই স্ট্রং করে তুলতে হবে,যাতে পরবর্তি সময়ে কেউ আর ঠকাতে না পারে,নতুন করে আঘাত করার সুযোগ না পায়।জীবনটা খুবই ছোট,এখানে কাউকে নিয়ে এতবেশি ভাবার সময় নেই।হারিয়ে যাওয়া কোন মানুষকে নিয়ে সারাটি জীবন শোকাহত হয়ে থাকার সুযোগ নেই।

"কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে, হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়"।

08/10/2023

আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়। মায়াও হয় ভীষণ। কি ছিলাম আর কি হয়ে গেছি! মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম। সাদাসিধে, ভোলাবালা। চোখের নিচে ছিলো না কালশিটে দাগ, ছিলো না মাথা ভর্তি দুশ্চিন্তা। অথচ আজ, এই মানুষের ভিড়ে নিজেকে যেনো নিজেই চিনতে পারছি না। বড্ড আবছা লাগছে!

আয়নার সামনে নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই আচমকা আতকে উঠি। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে ছুঁয়ে বিষণ্নতায় ভাবি, "আমি তো এমন হতে চায় নি। তবে কেনো এমন হলো?"

কিছু জিনিস যে আমাদের হাতে থাকে না। এক প্রকারের কেমন যেনো হয়েই যায়! হয়তো তাই এই স্বা'র্থ'প'রতার ভিড়ে নিজেকে আর বো'কাসো'কা চালাতে পারি নি। এই অযাচিত মানুষের ভিড়ই আমায় শক্ত হতে বাধ্য করেছে। নমনীয়তা কমিয়ে রু'ক্ষ করেছে চোখ।

আজ এই চোখে বড্ড ক্লান্তি! হাঁপিয়ে উঠেছে বাস্তবতার মুখোশে। জলগুলো শুকিয়ে চৈত্রের মত খা খা। আহ্! নিজেকে চিনতে বড্ড ভ'য় হচ্ছে। তাকানো সাহস নেই। নিজের সামনে যেনো কেনো মতেই দাঁড়াতে পারছি না। মনে হচ্ছে এ যেনো আমি নই। যেনো আমি রূপী অন্য কেউ!

_Shanta_

30/09/2023

সংসার একটা সমুদ্রের মতো।সেখানে অনেকটা সময় যায় স্রোতের বিপরীতে বইতে বইতে।স্রোতের বিপরীত বইতে গিয়ে অনেক সময় মন,মেজাজ নিজের নিয়ন্ত্রণে থাকে না।সেই সময়টা ভয়ংকর হয় বাচ্চাদের জন্য।আমার মা সবসময় আমাকে একটা কথা বলে "নিজের জীবনে যাই ঘটুক সেটার মেজাজ বাচ্চার উপর দেখাবে না।"
কাজটা কঠিন।কিন্তু সেই কঠিন কাজটা সবচেয়ে বেশি মাকেই করতে হয়।
আপনি মা।আপনার মেজাজ যখন বেশি খারাপ হবে তখন বেশি চুপ হবেন।
যখন মতের অমিল হবে তখন চুপ হবেন।
আপনাকে দেখে আপনার বাচ্চা শিখছে,শিখবে।

হাদিস এরকম বলে,বেশি রাগ হলে চুপ হয়ে যান।দাঁড়িয়ে থাকলে বসে পড়ুন।বসে থাকলে শুয়ে পড়ুন।আর তাতেও না হলে নামাজে দাঁড়িয়ে যান।

- Shanta Islam kakoly

28/09/2023

নারী রা একেক সময় একেক সৌন্দর্য বহিঃপ্রকাশ ❤️
কখনো সে কন্যা ,কখনো বোন,কখনো স্ত্রী ,কখনো মা 🩷🩷🩷🩷
নারী দের নাম কেউ মনে রাখে না কিন্তু তবুও অবিচ্ছিন্ন ভাবে সব কিছুর মধ্য কোন না কোন একজন নারীর নাম ই জড়িত ।
যদি একজন নারী না হতো তাহলে সংসার হতো না ,প্রেম হতো না ঝগড়া ,যুদ্ধ মারামারি হত না ,স্বার্থ হতো না -
যখনই একজন নারী এসে যায় ,সংসার হয় ,সন্তান হয় ,স্বার্থ হয় ,
ভাই ভাইয়ের বা ভাই বোনের শত্রু হয় ,আবার নতুন একজন নারীর আগমনে সেই নারী শাশুড়ী হয় ,কারো বোঝা হয় 😞
একজন নারী একটি সংসার ভেঙে গুড়িয়ে আলাদা করে দিতে পারে আবার একজন নারী একটা উচ্ছৃখল নেশা খোড় ছেলে কে রাজা বানাতে পারে -
একজন নারীর কী নাম তা কেউ হয়তো মনে রাখে না কিন্তু একজন নারীর উপস্থিতি আজীবন থেকে যায় ,
কখনো ভালো কখনো খারাপ রূপে -
এই নারী কেই কোন পুরুষ ভালোবেসে রানী করে রাখে আবার কেউ
একটু একটু যন্ত্রণা দিয়ে দিয়ে আজীবন এর মতো শেষ করে দেয় ।
একজন নারী আরেকজন নারীর গর্ভে জন্ম নিলে ও সেই মা ই অখুশি হয় -
আবার সেই নারী ই এসে তার ঘরের উজ্জলা বাড়ায় ,
একেক নারীর একেক টা গল্প ,তবুও দিন শেষে একজন নারী তার বাবার আদরের রাজকন্যা হয় ।
নারী ব্যতীত কোনো ঘর ই আলোক উজ্জল নয় ….।

24/09/2023

গভীর রাতে ঘুম ভেঙ্গে যৌ*''*ন উত্তেজনায় জোর করে স্ত্রীর অ'ন্তবাস খুললেই স্বামী হওয়া যায় না। আমরা স্বামীর দাবি নিয়ে অ'ন্তবাস খুলতে শিখেছি!!

কিন্তু কখনো কি স্ত্রীকে বলেছি, আজ তোমার শ''রী''রটা কেমন?

সারা দিন প্রচুর খাটাখাটনি হয়েছে তাই না? আজ তোমার শ'রী'রটা একটু টি' পে দে'ই? শরীরের ব্য''থা কমে যাবে!!

অফিসে কাজের নামে অন্যের স্ত্রীর সাথে কর্পোরেট ঘষাঘষি করি।

কখনো কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়। 😒

অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে,মেজাজ গরমে স্ত্রীকে বলি দুধ চিনি ভাল করে দিয়ে, তাড়াতাড়ি এক কাপ চা দাও!!!😡

তখন একবারের জন্য কি মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতো কামলা দিয়েছে, 😥

তার আর আপনার মধ্যে পার্থক্য, সে ঘরে দিয়েছে আর আপনি বাহিরে দিয়েছেন!!🤕

রাতে ঘুমের ভান ধরে কম্বলের নিচে মেসেঞ্জারে ডিজিটাল পরকীয়া করার সময়, ঘুমন্ত স্ত্রীর কথা একবারও মনে পড়েনা, আপনি তার বিশ্বাস ও আস্থার জায়গাটা নষ্ট করে তাকে ঠকাচ্ছেন?

বাকি রইলো বিয়ে!........💞💞💞

দেনমোহর আর কবুল বলেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধ বিশ্বাস, ভরসাময় আস্থা♥

শুধু যৌ-নতায়ই স্ত্রী সুখ না, ভালবাসায়ই স্ত্রীর অফুরন্ত সুখ, শান্তি🌺

স্ত্রী মানেই রোবট না, স্ত্রীও আপনার মতো রক্তে মাংসে গড়া একজন মানুষ। তাকে বুঝুন, বোঝার চেষ্ঠা করুন, বোঝা উচিৎ। স্ত্রী আপনার, দায়িত্ব ও কর্তব্যের পাশাপাশি তাকে ভালবাসাটাও আপনার মহা দায়িত্ব🏖

কখনও কি তাকে জিজ্ঞাসা করেছি,,

মাসের প্রথমে অথবা শেষে তার শরীর থেকে যেই বিষাক্ত রক্তপাত হয়, তা কতটা কষ্টের ও যন্ত্রনাদায়ক? যৌনতায় ভালবাসা থাকেনা, ভালবাসা থাকে গভীর রাতে যৌ*ন মিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিজের হৃ*দপি*ন্ডে ঢুকিয়ে তার কষ্টের কথা গুলো শুনার মাঝে, তাকে শান্তনার মাঝে♥♥

দশমাস নয়, মাত্র দশদিন, দশ কেজি ওজনের একটি পাথর আপনার পেটে বেধে দেওয়া হবে। তা নিয়ে এই দশদিন আপনি সমস্ত কাজ করতে পারলেই আপনার সন্তান সেটা স্বীকৃতি পাবেন!!🙏🙏

স্ত্রী কে ভোগ করতে না, ভালোবাসতে শিখুন♥
বুঝতে শিখুন,যে সে কি চায়!!
লেখাটা পড়ার পর অনেকের খারাপ লাগবে কিন্তু
এটাই বাস্তব

মাঝেমধ্যে একটু ভালো-মন্দ আয়োজন
10/09/2023

মাঝেমধ্যে একটু ভালো-মন্দ আয়োজন

❤️মা❤️
03/09/2023

❤️মা❤️

আমাদের পুকুরের মাছ
02/09/2023

আমাদের পুকুরের মাছ

Address

Military Farme Ishwardi
Ishurdi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shanta's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shanta's World:

Videos

Share

Category