02/01/2024
একটা সময়ে এসে বুঝতে পারলাম,অহেতুক বিষয়গুলো নিয়ে যতই ভাবছি,ততই ডিপ্রেশনে চলে যাচ্ছি।কারো চলে যাওয়া নিয়ে যতই আক্ষেপ বাড়াচ্ছি,ততই নিজের উপরে প্রচন্ড ঘৃনা বাড়াচ্ছি।কারো বাঁকা কথা,আঘাত দেয়া কথাগুলো নিয়ে যতই মনে মনে আলোচনা করছি,ততই মনের ভিতরে পাহাড় সমান উওরহীন কতগুলো প্রশ্নের জটলা বাঁধাচ্ছি।নিজের উপরে নিজেই যেন অভিযোগের বিশাল একটা দেয়াল নির্মান করে তুলছি প্রতিনিয়ত।আবার মাঝে মাঝে খুব বেশি বিরক্তি নিয়ে বলছি,উহ্ এতবেশি ভাবা যাবেনা।
সত্যি বলতে,আমরা নিজেরাই নিজেদেরকে দুঃখি করে রাখি প্রতিটা মহূর্ত।সামান্য ব্যাপার,কিংবা বড় কোন ব্যাপার নিয়ে নিজের ভিতরে যতখানি ঝড়ের সৃষ্টি করব,ঠিক ততখানিই আমরা খারাপের দিকে ধাবিত হবো।যা পাওয়ার ছিলনা,সেটাই পাবার জন্য আমরা মরিয়া হয়ে উঠি।যা আমার নয়,সেটাকেই পাবার জন্য আক্ষেপ বাড়িয়ে চলি।আর যেটা পেয়েছি,সেটার দিকে ফিরেও তাকানোর সময় নেই আমাদের।যাদেরকে সারাক্ষন মনে রাখার মত কোন কারন-ই নাই,তাদেরকেই নিয়ে ভাবতে ব্যস্ত থাকি আমরা।
কেউ ছেড়ে গেছে!
কেউ খুব করে কষ্ট দিয়েছে!
কেউ বা আবার খুব করে ঠকিয়েছে!
এসব প্রশ্নের উওর যেমন সারাজীবন ধরে চেষ্টা করেও মিলবেনা,তেমনি এসব প্রশ্ন বারবার নিজেকে করাটাও বোকামী ছাড়া আর কিচ্ছুই হবেনা।সুতারাং নিজেকে এতটাই স্ট্রং করে তুলতে হবে,যাতে পরবর্তি সময়ে কেউ আর ঠকাতে না পারে,নতুন করে আঘাত করার সুযোগ না পায়।জীবনটা খুবই ছোট,এখানে কাউকে নিয়ে এতবেশি ভাবার সময় নেই।হারিয়ে যাওয়া কোন মানুষকে নিয়ে সারাটি জীবন শোকাহত হয়ে থাকার সুযোগ নেই।
"কাঁদতে কাঁদতে শত বছর বেঁচে থাকার চেয়ে, হাসতে হাসতে কয়েকটা দিন বেঁচে থাকাটাই শ্রেয়"।