A U Nayem

A U Nayem জব ম্যাথের ট্রিকস এবং প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য উপভোগ করতে পেইজটিতে লাইক,ফলো দিয়ে সাথে থাকুন❤️!

06/10/2024

মাত্র ৫ সেকেন্ডে ৬ দ্বারা বিভাজ্যতার ট্রিকস!

05/10/2024

আজ ৫ ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।
বিশ্ব শিক্ষক দিবসে, সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা!

শিক্ষক হচ্ছে সমাজ ও দেশ গড়ার কারিগর।
কিন্তু এই কারিগরদেরকে আমাদের রাষ্ট্র ব্যবস্হা কি সঠিক মর্যাদা দিতে পেরেছে?
নিশ্চয়ই না!

আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, ১৩ তম গ্রেডে বেতন পেয়ে থাকেন।
১৩ তম গ্রেডে যারা আছেন, তারা তৃতীয় শ্রেণির মর্যাদাসমপন্ন ব্যাক্তি। আমাদের দেশে শিক্ষকদের মর্যাদা দেওয়ার যদি এই হালত হয়,তাহলে জাতির উন্নতি হবে কিভাবে!
আমি মনে করি,প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড এবং প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড প্রদান করা হলে,সন্মানের সাথে সাথে তাদের জীবনমানের ও উন্নতি হবে।
শিক্ষার পরিবেশের ও উন্নতি হবে।

আমাদের দেশের এমপিও ভুক্ত হাই স্কুল গুলোতে
যে সব শিক্ষকবৃন্দ শিক্ষকতা করেন,উনারা বি. এড
ব্যতীত ১১ তম গ্রেডে, বি. এড করা থাকলে ১০ ম গ্রেডে বেতন পেয়ে থাকেন।উনাদের ক্ষেত্রে গ্রেড ঠিক থাকলে ও উনারা ভালো একটা এমাউন্ট পান না।
কারণ হচ্ছে, উনাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় না!
সরকারের উচিত উনাদেরকে বাড়ি ভাড়ার পরিমান বাড়িয়ে দিয়ে উনাদের জীবন মানের উন্নতি ঘটানো।
পাশাপাশি ছাত্র- ছাত্রীদের থেকে স্কুল কর্তৃপক্ষ মাসিক যে বেতন নিয়ে থাকে,সেখান থেকে প্রত্যেক বিদ্যালয়ে শিক্ষকদের জন্য যদি বেতনের ১০% বরাদ্দ দেওয়া হয়, সেটি উত্তম হবে।

কলেজ এবং ইউনিভার্সিটি শিক্ষকদের বেতন কাঠামো মোটামুটি ভালোই আছে। কলেজের ক্ষেত্রে ও এম.পি ও ভুক্ত কলেজ গুলোতে, কলেজ ফান্ড থেকে শিক্ষকদের বেতনের ১০% হারে প্রদান করলে উনাদের ও জীবন মানের উন্নতি হবে।
সর্বোপরি বলতে চাই,শিক্ষকদেরকে যেভাবেই হোক সমাজের, রাষ্ট্রের মর্যাদার আসনে নিয়ে আসতে হবে। তাহলেই জাতির কল্যান হবে!

A U Nayem

04/10/2024
হতে পারে না🤣
02/10/2024

হতে পারে না🤣

02/10/2024

❄️ লাইব্রেরির গুরুত্ব কতটুকু?

মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম হাতিয়ার হলো বই। আর বইয়ের অফুরন্ত ভান্ডার হলো লাইব্রেরি বা গ্রন্থাগার। একজন শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে সময় দেন, তাহলে তাঁর ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের অনেক উপকার সাধিত হয়। বই পড়ার মাধ্যমে আত্মোন্নয়নের পাশাপাশি সমাজে আলো ছড়ানো সম্ভব। লাইব্রেরিতে গেলে আরও কী কী উপকার পাওয়া যায়, সে বিষয়ে লিখেছেন এম এম মুজাহিদ উদ্দীন।

বিসিএস ক্যাডার হতে সহায়ক:
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষাসহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতিতে বাংলা সাহিত্য অংশে বিভিন্ন বই এবং বইয়ের লেখকদের নাম, কবি–সাহিত্যিকদের সম্পর্কে প্রশ্ন এসে থাকে। ছাত্রজীবন থেকে কেউ যদি নিয়মিত লাইব্রেরিতে যাতায়াত করেন, তাহলে তাঁকে চাকরির প্রস্তুতির সময় কষ্ট করে আলাদাভাবে তোতাপাখির মতো এসব মুখস্থ করতে হবে না। লাইব্রেরিতে এসব বই দেখতে দেখতে আর পড়তে পড়তেই তাঁর বিভিন্ন বইয়ের লেখক সম্পর্কে জানা হয়ে যাবে। এমন শিক্ষার্থী অন্য চাকরিপ্রার্থীদের তুলনায় এগিয়ে থাকবেন। এ ছাড়া লাইব্রেরিতে নিয়মিত পত্রিকা থাকে। সেখানে নিয়মিত পত্রিকা পড়লে চাকরির পরীক্ষায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির প্রস্তুতিও অনেকাংশে হয়ে যাবে।

সম্মান পেতে লাইব্রেরি:
এ সমাজে কে না সম্মান পেতে চায়! একজন শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে বিভিন্ন বই পড়েন, পত্রিকা পড়েন, তাহলে তিনি নানান বিষয়ের জ্ঞানে সমৃদ্ধ হবেন। ফলে সমাজে বিভিন্ন জায়গায় আড্ডায় ও আলোচনাতে তিনি গঠনমূলক কথা বলতে পারবেন। নিজের জ্ঞানের পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে তিনি সমাজে দ্রুতই একটা অবস্থান করে নেবেন। এতে করে মানুষের চোখে এমন শিক্ষার্থীর প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

টাকা সাশ্রয় হবে:
কোনো শিক্ষার্থী যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, তাহলে তাঁর অনেক টাকা বেঁচে যাবে। জীবনে পড়াশোনার বিকল্প নেই। লাইব্রেরিগুলোতে দেশি–বিদেশি অসংখ্য বই থাকে। একসঙ্গে একজন শিক্ষার্থীর পক্ষে এত বই কেনা সম্ভব হয় না। তা ছাড়া টাকার অভাবেও অনেকে বই কিনতে পারেন না। কিন্তু কেউ যদি নিয়মিত লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করেন, তাহলে তাঁর এ খাতে টাকাগুলো সাশ্রয় করতে পারেন।

পড়ার সুন্দর পরিবেশ:
পড়াশোনার জন্য সুন্দর ও অনুকূল পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করলে পড়ার সুন্দর পরিবেশ পাওয়া যায়। লাইব্রেরিতে গেলে দেখা যায়, সবাই নীরবে শুকনো বইয়ের পাতায় চোখে চোখ রেখে নিজেকে সমৃদ্ধ করছেন। চমৎকার এই পরিবেশ দেখে আপনি চাইলেও সময় নষ্ট করতে পারবেন না। তাই ওখানে যতটা সময় থাকা হবে, পুরো সময়ই পড়াশোনার কাজে ব্যয় করা হবে। আপনি পড়াশোনা করতে অনুপ্রেরণা পাবেন।

রুচিশীল মানুষ হতে:
ভালো বই মানুষকে রুচিশীল বানায়। যে মানুষ যত ভালো বই পড়েন, তিনি তত উন্নত রুচির অধিকারী হন। লাইব্রেরিতে গেলে আপনি ভালো বইয়ের সন্ধান পাবেন। সেগুলো পড়লে ধীরে ধীরে আপনার মধ্যে উন্নত রুচির মানসিকতা তৈরি হবে। পৃথিবীর সবকিছু ইতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করবেন। নিজেকে একাকী মনে হবে না। একাকিত্ব দূর করার অন্যতম সেরা জায়গা হলো লাইব্রেরি।

-দৈনিক আজকের পত্রিকা

28/09/2024

একটু সময় দিয়ে দেখুন,উপকার হবে আশা করি।

23/09/2024

✅আজ ২৩ ই সেপ্টেম্বর
পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান।
✅একইভাবে ২১শে মার্চে ও দিন রাত্রি সমান হয়।

তাহলে বিষয়টি কি এমন হলো;It is easy to say but difficult  to do.বলা সহজ করা কঠিন!আগে ৫০০  মেট্রিক টন ইলিশ  রপ্তানি করলো, ...
22/09/2024

তাহলে বিষয়টি কি এমন হলো;
It is easy to say but difficult to do.
বলা সহজ করা কঠিন!
আগে ৫০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করলো, এতেই আমরা অবাক হলাম ;আর এখন ৩০০০ টন ইলিশ রপ্তানি করবেন!
এ বছর কি ভারতের বন্যার পানিতে ইলিশের বাম্পার ফলন হলো নাকি🙂? যে কারণে আগের থেকে ৬ গুন বেশি রপ্তানি করতে হবে🙂?
নাকি এ বছর দেশের মানুষের আমিষের চাহিদা পূরণ হয়ে গেছে!
গ্রামের একটা প্রবাদ আছে,
ছোইয়ালের ঘর নাকি আছাইয়া থাকে!
অর্থাৎ সে আগে নিজের ঘরের খড় পরিবর্তন না করে,টাকা উপার্জনের আশায় আগে মানুষের ঘরের ছাউনি ঠিক করে! পরে নিজের ঘরের ছাউনির কাজ শুরু করতে করতে তার ঘরেই পানি পড়ে।
ইলিশ রপ্তানির পরিমান ও সেই রকম ইঙ্গিত দেয়।
রপ্তানির পক্ষে আছি,কিন্তু এত বেশির পক্ষে না।

22/09/2024

কয়েকদিন যাবৎ সরকারি চাকরিতে প্রবেশের সর্বশেষ বয়স ৩৫ করার জন্য আন্দোলন চলতেছে। এখন কথা হচ্ছে; বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ যৌক্তিক কিনা?
আমার কাছে অযৌক্তিক মনে হয়!
কারণ হচ্ছে ; বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, সরকারি চাকরির জন্য ৩০ বছর পর্যন্ত চেষ্টা করে।
এর আগে বেশিরভাগ ক্ষেত্রে কোন বেসরকারি চাকরিতে ও প্রবেশ করে না।

এখন,যদি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা হয়, তাহলে সবাই ৩৫ বছর পর্যন্ত সরকারি চাকরি পাওয়ার আশায় চেষ্টা করবে।
ঐ সময়টুকুতে অন্য কোন জবে না জড়ানোর ও সম্ভাবনা থাকবে।এতে করে বেকারত্বের পরিমান বাড়বে। আমাদের দেশে বেকার ছেলেদের থেকে কেউ মেয়ে বিয়ে দিতে চাই না,কিছু ক্ষেত্রে সরকারি চাকরি ছাড়া দিতে চাই না। অতএব চাকরির বয়স যদি বাড়ানো হয়, তাহলে বেকার সংখ্যা বাড়বে,বিয়ের সংখ্যা কমবে। সমাজে অস্বস্তি বাড়বে!
নৈতিক পদস্খলন হবে। তাছাড়া পিজিক্যাল এবং ম্যান্টালি রিলেশনে ও ব্যাড ইমপেক্ট পরবে।
ম্যাডিক্যাল সাইন্স অনুযায়ী, একটা নির্দিষ্ট সময় পর আমাদের দেহের কিছু অর্গানের কার্যক্ষমতা লোপ পায়!

নানাদিক বিবেচনায়,সরকারি চাকরিতে প্রবেশের বয়স পূর্বের বয়স ৩০ রেখে, নতুন নতুন কর্মক্ষেত্র তৈরী করে বেকারদের কর্মসংস্থানের অবারিত সুযোগ করে দেওয়া হোক।

✍️ MD Abbas Uddin Nayem

21/09/2024

সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্কুল, কলেজ,মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে; ছাত্র রাজনীতি বন্ধের গুঞ্জন উঠছে!
এখন কথা হচ্ছে, আসলেই কি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধের প্রয়োজন আছে?
আমি মনে করি,কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধের প্রয়োজন আছে।
যেমন,সকল মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ে
সকল ইন্জিনিয়ারিং কলেজ,ইউনিভার্সিটিতে।

মেডিকেল, ইন্জিনিয়ারিং সেক্টর বাদে জেনারেল লাইনের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ ভিত্তিক ছাত্র রাজনীতি চালু থাকা দোষের কিছু দেখি না!
ছাত্র জীবন হচ্ছে, জ্ঞান আহরণের বয়স।
এ বয়সে কেউ যদি বড় হয়ে রাজনীতিবিদ হতে চাই,তাহলে তাকে অবশ্যই ছাত্র জীবনে, ছাত্র রাজনীতি করে প্রাকটিস করতে হবে। ছাত্র জীবনে রাজনীতিতে ইনভলভ থাকতে হবে। যেকোন বিষয়ে পারদর্শী হতে হলে ট্রেনিং নিতে হয়! রাজনীতি এত সহজ বিষয় না, যে আপনি হুট করে এসেই রাষ্ট্র পরিচালনা সফলভাবে করতে পারবেন।

ভাল একটা রাষ্ট্র পেতে হলে ভালো রাজনীতিবিদের মাধ্যমে দেশ পরিচালনা প্রয়োজন। ভালো রাজনীতিবিদ তৈরী হওয়ার জন্যই,জেনারেল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আদর্শভিত্তিক ছাত্র সংঘটনগুলোর রাজনীতির চর্চা থাকা প্রয়োজন আছে বলে মনে করি!

ক্যাম্পাসগুলোকে আদর্শ বিবর্জিত ছাত্রসংগঠন
গুলোর বয়াল থাবা থেকে মুক্ত রাখতে হলে সকল
শিক্ষা প্রতিষ্ঠানে প্যানেল বিহীন ছাত্র সংসদ নির্বাচন অতীব প্রয়োজন। এর মাধ্যমে যেমন নেতৃত্ব তৈরী হবে,তেমনি ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ আসবে।
কোন একক সংঘটনের আধিপত্য থাকবে না।
তাহলে আর ছাত্র রাজনীতি বন্ধের পরিকল্পনা ও মাথায় আসবে না!

✍️ MD Abbas Uddin Nayem

19/09/2024
17/09/2024

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
পেল,সেনাবাহিনী। এইবার যদি
প্রশাসনিক ঝিমুনী একটু কমে আরকি!

16/09/2024

মুরগী 🐔কবির কট🤣

16/09/2024

আজ ১৬ ই সেপ্টেম্বর,
২০২৪ খ্রিষ্টাব্দ
১২ রবিউল আউয়াল,
১৪৪৬ হিজরি
০১ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ,
পৃথিবীর শ্রেষ্ঠ মানব, হযরত মোহাম্মদ (স). পৃথিবীতে আগমন করেন❤️!
আলহামদুলিল্লাহ!

15/09/2024

নোয়াখালীতে বৃষ্টির পানিতে
আবার ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
মানুষের ভোগান্তি আবার ও শুরু 😢

Address

Hatiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when A U Nayem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share