HSC batch 2022

HSC batch 2022 Hi. I am Foysal Rabbi. This is a public page. So, everybody follow this page. public figure

06/10/2023

শূন্যকে বিয়োগের ভয় দেখিয়ে লাভ নেই,
কারণ সে নিজেই জানে
তার কাছে হারানোর মতো কিছুই নেই....,.

4 years..........
16/09/2023

4 years..........

চিরন্তন সত্য 😪
20/08/2023

চিরন্তন সত্য 😪

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
14/08/2023

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

08/02/2023

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ —
**ঢাকায় পাসের হার ৮৭.৮৩, জিপিএ-ফাইভ ৬২,৪২১
**সিলেটে পাসের হার ৮১.৪০, জিপিএ-ফাইভ ৫৪,৮৭১
**রাজশাহীতে পাসের হার ৮১.৫৯, জিপিএ-ফাইভ ২১,৮৫৫
**চট্টগ্রামে পাসের হার ৭৮.৭৬, জিপিএ-ফাইভ ১২,৬৭০
**কুমিল্লায় পাসের হার ৯০.৭, জিপিএ-ফাইভ ১৪,৯৯১
**বরিশালে পাসের হার ৮৬.৯৫, জিপিএ-ফাইভ ৭,৩৮৬
**যশোরে পাসের হার ৮৩.৯, জিপিএ-ফাইভ ১৮,৭০৬
**দিনাজপুরে পাসের হার ৭৯.০৬, জিপিএ-ফাইভ ১১,৮৩০

04/02/2023

- টিভি খুললেই ২১ শে ফেব্রুয়ারী.!🧐

- আর ফেসবুকে ঢুকলেই ১৪ ই ফেব্রুয়ারী.!🙄🙄

- আসলে ফেব্রুয়ারী তুমি কার.?🤔

- ভাষার না ভালোবাসার.!🤔

04/02/2023

কম্বল গরম করার জন্য বাসার ছাদে রোদ দিতে উঠছি😊
পাশের ছাদের আন্টি দেখে বলে🥴

এত বড় পোলা এখনও বিছানায় মুতে🐸

03/02/2023

OK এর পূর্ণরূপ কি..?

03/02/2023

এইচ.এস.সি রেজাল্ট ২০২৩ঃ-
পাশের হার ৯৩.৫৮%
ঢাকা বোর্ড -৯৮.০৭%
যশোর বোর্ড-৯৮.৯৭%
রাজশাহী বোর্ড-৯৯.১১%
সিলেট বোর্ড-৯৭.০৩
দিনাজপুর বোর্ড-৯৭.৩৭
কুমিল্লা বোর্ড-৯৮.১৭%
চট্টগ্রাম বোর্ড-৯৮.০১%
বরিশাল বোর্ড-৯৮.৩৭%
ময়মনসিংহ বোর্ড-৯৮.৫০%।।
মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৫ দশমিক ৪৯ শতাংশ।
সবার জন্য শুভকামনা🥰 ইনশাআল্লাহ ❤️

.

03/02/2023

বাংলা টাইপিং এর দক্ষতা দেখাও🫣

-(ন্জ্য)

31/01/2023

ক্লাসে দুই শিক্ষকের মা'রা'মা'রি_না'ক ফা*ট'লো প্রধান শিক্ষকের!

পোস্টঃ বাংলাদেশ শিক্ষাবার্তা

  এসএসসি, এইচএসসি, এডমিশন প্রস্তুতি সব জায়গা ইংলিশ গ্রামারের  এই টপিকটি থাকে। দেখে যায় আমরা এসএসসি থেকে এডমিশন পর্যন্ত প...
31/01/2023


এসএসসি, এইচএসসি, এডমিশন প্রস্তুতি সব জায়গা ইংলিশ গ্রামারের এই টপিকটি থাকে। দেখে যায় আমরা এসএসসি থেকে এডমিশন পর্যন্ত প্রত্যেকবার এই টপিকটি পড়ে থাকি কিন্তু দিন শেষে মনে থাকে না।
আর যাদের এই টপিকটি মনে থাকে না তাদের জন্য সামান্য এইটুকু, আশা করি অনেক উপকারে আসবে।

31/01/2023

এইচএসসি ২২ ব্যাচের ফলাফল
আগামী ৮ই ফেব্রুয়ারি দুপুর ১২টা ৩০মি. এ প্রকাশিত হবে।
ইয়া আল্লাহ্, সেদিন যেন প্রত্যেক পরীক্ষার্থীর হাসি মাখা মুখটা থাকে🤲।

Name: Foysal RabbyCollege Name: Bakolia Govt. College Batch Name: C Unit Topic: Accounting 💙
04/01/2023

Name: Foysal Rabby
College Name: Bakolia Govt. College
Batch Name: C Unit
Topic: Accounting

💙

04/12/2022

🌬Made

=ভৌত পরিবর্তন অর্থাৎ যা দেখে বুঝা যায় যে কি দিয়ে তৈরি হয়েছে।

ex. The table is made of bamboo.

= রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যা দেখে বুঝা যায় না যে কি দিয়ে তৈরি হয়েছে।

ex. The glass is made from sand

= স্থান বুঝাবে

ex. The pen is made in Bangladesh.

21/11/2022

#গল্পটি সত্যি অনেক মজা লাগল।

পাত্রীর বাবাঃ তা মেট্রিক ইন্টারে গোল্ডেন ছিলো?
ছেলেঃ জি না, এ+ ই পাই নাই।
পাত্রীর বাবাঃ হুম। বিসিএস হইছে?
ছেলেঃ একবার ফর্ম ফিলআপ করছিলাম, সকালে উইঠা দেখি দুইটা বাজে।
পাত্রীর বাবাঃ দুপুর দুইটা তোমার কাছে সকাল?
ছেলেঃ না মানে ইয়ে।
পাত্রীর বাবাঃ মাসে ইনকাম কত?
ছেলেঃ ২০-২৫ টেনেটুনে?
পাত্রীর বাবাঃ আমার মেয়ের মেকআপ খরচও ২০ এর উপর।
ছেলেঃ হু, সিমেন্ট বালুর দাম বাড়ছে।
পাত্রীর বাবাঃ মজা নেও?
ছেলেঃ না না,কপালের সাথে মজা নেই।
পাত্রীর বাবাঃ চড়াবা কিসে?
ছেলেঃ রিকশায় হুডটা ফেলে দিলে হু হু করে বাতাস...চুল উড়ে... মিষ্টি লাগে দেখতে......
পাত্রীর বাবাঃ তোমার দাদা কি জীবনানন্দ দাশ?
ছেলেঃ জি না?
পাত্রীর বাবাঃ কবিতা দিয়া পেট ভরাবা? আমার মেয়েকে কোন দিন ঘামতে দেই নি জানো?
ছেলেঃ ফাউন্ডেশন গলে গলে পড়বে তাই?
পাত্রীর বাবাঃ এক তোমার যোগ্যতা নাই,দুই তুমি বেয়াদপ।
ছেলেঃ জি।
পাত্রীর বাবাঃ বাসায় টিভি ফ্রিজ আছে?
ছেলেঃ হ্যা। বিশ্বকাপ সামনে, আর্জেন্টিনার খেলা মিস দেই না আমি।

পাত্রীর বাবাঃ তুমি আর্জেন্টিনা দলের ফ্যান ?!!!!!!
ছেলেঃ জি!!

পাত্রীর বাবাঃ আরে ব্যাটা মুনাজাত ধর!! এই আমার মাইয়ারে ডাক দে। কাজী ডাক হারামজাদারা!!
ছেলেঃ না মানে,কিসের মুনাজাত আংকেল!! কাজী কেন!!
পাত্রীর বাবাঃ আংকেল??? আব্বা ডাক!!
ছেলেঃ ওকে! আব্বা, কাজী কেন!!

পাত্রীর বাবাঃ লাস্ট কবে কাপ নিছিলো সেটা ভুলে গিয়ে যে ছেলে পর্যায়ক্রমে হেরে যাওয়া টীমের সমর্থন করেই চলে, সেই ছেলে মানুষ না। সে আমার মেয়েকে কখনোই ছেড়ে যাবে না।
ছেলেঃ ওকে!
পাত্রীর বাবাঃ কেমনে পারো বাবা? এত লয়ালটি, এত একনিষ্ঠতা মেইনটেইন করতে। যে আর্জেন্টিনা তোমারে কিছু দিতে পারে নাই….
ছেলেঃ ইয়ে আংকেল...
পাত্রীর বাবাঃ ইউ ক্যান কল মি আব্বা!!
ছেলেঃ আব্বা, এতো সামান্য ফুটবল খেলা!
পাত্রীর বাবাঃ বালের আলাপ বাদ দেও, কবুল বলো
ছেলেঃ বেতন? বিসিএস? রিকশা?
পাত্রীর বাবাঃ আরে ব্যাটা মুনাজাত ধর!! বাকি খরচ আমার! 👻👻👻 (কে লিখেছে জানিনা)
😂😂❤️

20/11/2022

পরীক্ষার আগের রাতে রিভিশনটা
এক মাসের পড়ার সমান।
_হুমায়ূন আহমেদ
বাংলাদেশ শিক্ষাবোর্ড

19/11/2022

ব্রেকিং নিউজ
এইচএসসির প্রশ্ন'ফাঁ'স: তিন প্রভাষকসহ
আ'টক ৮..!

19/11/2022

ব্রেকিং নিউজ
২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ ২৮/২৯ নভেম্বর!

19/11/2022

শুন ভাই,
আমার কাছে ব্রাজিলের খেলা ভালো লাগে তাই আমি ব্রাজিলের খেলা কে সাপোর্ট করি কিন্তু ব্রাজিলকে না। অন্যদিকে অনেকেই আছে যারা আরর্জেন্টিনা খেলা কে সাপোর্ট করে কারণ ওদের খেলা তাদের কাছে ভালো লাগে। ব্যাস এতোটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা উচিত সবার।
এর এখন দেখা যাচ্ছে যে, খেলাতো দূরের কথা ব্রাজিলের কোন খেলোয়াড় আজ হিসু করছে আরর্জেন্টিনার কোন খেলোয়াড় পটি করছে এইসব নিয়ে সবাই ব্যস্ত এখন কারণ এগুলো বলে একজনের সাথে অন্য জনের মধ্যে বিভেদ সৃৃষ্টি করানো যাবে। আরে ভাই আমাদের ন্যূনতম এতটুকু বিবেকবোধ থাকা উচিত যে কি আজ যদি ব্রাজিল জয় লাভ করে বা আরর্জেন্টিনা জয় লাভ করে তাহলে আমার তোমার এমনকি এই বাংলাদেশ কি লাভ হবে। আজ রাস্তায় বের হলে দেখা যায় হাজারো শিশু অসহায় হয়ে রাস্তায় দিন কাটাচ্ছে অথচ আমরা তাদের জন্য কিছু না করে আমরা কি করছি ব্রাজিল আরর্জেন্টিনা এর মাইলকে মাইল পতাকা বানাইতেছি । কেন ভাই এই সব আর কত দিন চলবে?
প্রশ্ন রইল সবার কাছে।

16/11/2022

#মূলধনের_সুদ

🌬প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধার্য করা হয়।
🌬সমাপনী মূলধনের উপর সুদ ধার্য করা হয়না।
🌬অতিরিক্ত মূলধনের উপর তারিখ দেওয়া থাকলে তারিখ অনুযায়ী সুদ ধার্য করা হয়।
🌬তারিখ উল্লেখ না থাকলে ছয় মাসের সুদ ধার্য করতে হবে।

15/11/2022

আজ চট্টগ্রামে একজন পরীক্ষার্থীকে দেখলাম ,প্রথমে ভাবলাম হয়তো কারো অভিভাবক কারণ ওনি সম্পূর্ণভাবে চোখে দেখে না😪। তার কিছুক্ষণ পরে দেখলাম যে গলায় কলেজে কার্ড পরা। খবর নিয়ে দেখলাম যে, ওনি নাকি আজ থেকে সাত বছর পর্যন্ত এইভাবে পড়াশোনা চালিয়ে আসতেছে। দৃৃষ্টি শক্তি নায় অথচ তার সৃৃষ্টি শক্তি প্রখর 🥰। অন্য একজন জুনিয়র সাথে করে নিয়ে আসেন, ওনি বলেন ও জুনিয়র ছেলেটা তা খাতায় লেখেন।

শিক্ষাকে যে জাতির জন্য কতবড় সম্পদ সেটা আমরা আজ দৃৃষ্টি থাকার পরেও বুঝতেছি না😪😪

#শুভ_কামনা_রইল_সবার_জন্য🤲🤲

15/11/2022

প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের ৬ হাজার ৩৩২ মিটার উঁচু ‘ডোলমা খাং’ পর্বতচূড়া জয় করেছেন পিরোজপুরের শায়লা বীথি।🖤🖤

#আমি_গর্বিত_কারণ_আমিও_বাঙালি

HSC'22 হিসাববিজ্ঞান ১ম পত্র পরীক্ষার প্রশ্নের সমাধান! 👇**✅ ঢাকা বোর্ড✅ বরিশাল বোর্ড✅ চট্টগ্রাম বোর্ড✅ কুমিল্লা বোর্ড✅ দি...
15/11/2022

HSC'22 হিসাববিজ্ঞান ১ম পত্র পরীক্ষার প্রশ্নের সমাধান! 👇**

✅ ঢাকা বোর্ড
✅ বরিশাল বোর্ড
✅ চট্টগ্রাম বোর্ড
✅ কুমিল্লা বোর্ড
✅ দিনাজপুর বোর্ড
✅ রাজশাহী বোর্ড

15/11/2022

পরীক্ষার শেষ ১০মিনিটে ৯০% পরীক্ষার্থী এমবি বি এস ডক্টর হয়ে যায়🤣🤣

15/11/2022

কেমন হলো আজকের পরীক্ষা?
ব্যবসায়ী, যুক্তিবিদ ও বিজ্ঞানীদের

15/11/2022

যুক্তিবিদ ও ব্যবসায়ীদের জন্য শুভ কামনা রইল।🖤
#শুভ_কামনা_রইল_সবার_জন্য

14/11/2022

ভোর ৩ টা থেকে সকাল ৮ টা পর্যন্ত পড়ালেখা করার শ্রেষ্ঠ সময়। এ সময় ব্রেনে আলফা ওয়েভ বেশি থাকে, ফলে পড়ালেখাতে মনোযোগ আসে খুব।

14/11/2022

শিক্ষার্থী হিসেবে প্রধান কাজ যে পড়াশোনা- এটা বেশীরভাগ শিক্ষার্থী ভুলে গেছে। 😌

Target 💜✨
14/11/2022

Target 💜✨

14/11/2022

আগামীকাল ১০০√১০০যুক্তি মিলবে তো?

14/11/2022

ব্যবসায়ীদের
প্রস্তুতি কতটুকু ?

13/11/2022

ইদানিং দেখতেছি, পরীক্ষা উপলক্ষ্যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন ধরনের ক্লাস নিতেছে। অনেকেই আবার দেখতেছি ক্লাসগুলো ও করতেছে। কিন্তু আমার হচ্ছে আমাদের এখন এই সমস্ত ক্লাস নিয়ে ব্যস্ত হয়ে বরং নিজের মতো করে পূর্বে পড়াগুলোর উপর নিজের প্রস্তুতি জোরদার করা।

তোমরা কি বল?🤔

13/11/2022

আজকের পরীক্ষা কেমন হলো?
ইংরেজিতে এ প্লাস কার কার থাকবে?

12/11/2022

🌬মজার প্রশ্ন মাথা খাটাও:👈
রাস্তা দিয়ে একটি ছেলে আর
একটি মেয়ে যাচ্ছে,
এদের মাঝে কে বেশি সুন্দর?

12/11/2022

✨একটা বিষয় হচ্ছে কি---

সবাই বলে আরেহ ৫০ নাম্বারের এক্সাম,শর্ট সিলেবাস এ+ পাওয়া এত কঠিন কি!
নারেহ ভাই!পাস করা সহজ, কিন্তু এ+ পাওয়া বড্ড কঠিন।

ধরেন,আমাদের ৫০ নাম্বার ডবল করে ১০০ করা হবে।মানে এইভাবেই জিপিএ বের করবে।
তো আমাদের যদি একটা কুয়েশ্চন হয় ১০ মার্কের, এন্ড আমরা সেটা ফুলফিল লিখলে হয়তো আমাদের দিবে ৮ নাম্বার। তো ৮ কে ডবল করলে হয় ১৬।অর্থাৎ আমাদের দেওয়া হবে ১৬।

কিন্তু যদি আমাদের ১০০ মার্কের এক্সাম নেওয়া হতো অর্থাৎ নাম্বার ডবল না করে যা পাবো তা দেওয়া হয় তখন আমরা ১০ এর ৮ পেলে, ২০ এর ১৮ অনায়াসে পেয়ে যেতাম।কিন্তু এখন পাচ্ছি ১৬।

তো কথা হচ্ছে ৪৪ নাম্বার উঠাইতে পারলে আমাদের + আসবে।
যেখানে ১০০ এর ৮০ পেলে প্লাস হত, সেখানে ৫০/৫৫ এর ৪০/৪৪ পেলে প্লাস। আর নাম্বার ডবল করার ফলে আমাদের প্লাস পাওয়াটা অনেকটা টা্ফ হয়ে যায়।
তো যারা প্লাস সহজ এটা আর এমন কি হেনতেন বলে চিল্লাচ্ছেন তারা একটু বুঝে শুনে চিল্লাইয়েন।
post

10/11/2022

দেখতেছি অনেকে বলতেছে যে, পরীক্ষা ভালো হয়েছে অন্যদিকে অনেকেই বলতেছে খুব খারাপ হয়ছে। যাইহোক আলহামদুলিল্লাহ্ যাই হয়েছে তাই ভালো। এখন আমাদের উচিত হবে আজ পরীক্ষা কেমন হয়েছে সেটা নিয়ে চিন্তা না করে পরবর্তী বিষয়ের জন্য অর্থাৎ দ্বিতীয় পত্রের উপর ভালো করে প্রস্তুতি নেওয়া। কারণ আমাদের গ্রেড নির্ণয় করা হয়ে উভয় পত্রের মোট নাম্বারের উপর। তাই আবারও বলছি যাদের আজকে একটু খারাপ হয়েছে, তোমারা এই বিষয়ে নিয়ে চিন্তা বাদ দিয়ে দাও যাস্ট একটা কথা বল ( যাই হয়েছে আলহামদুলিল্লাহ্ ভালো) ইনসাআল্লাহ্ দ্বিতীয় পত্র সবার ভালো হবে।🖤🖤

#শুভ_কামনা_রইল_সবার_জন্য🤲🤲

10/11/2022

কেমন হলো আজকের
ইংরেজি ১ম পত্র পরীক্ষা?

08/11/2022

পরীক্ষা কেমন হলো?

(বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র)

হালকা উপহার 💭
05/11/2022

হালকা উপহার 💭

Address

Hatiya

Telephone

+8801885916620

Website

Alerts

Be the first to know and let us send you an email when HSC batch 2022 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share