বৃষ্টি বিলাস

বৃষ্টি বিলাস -জন্ম নেওয়া ভাগ্যের ব্যাপার!
মৃত্যু হওয়া সময়ের ব্যাপার,কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার।

31/08/2024
26/08/2024

রিক্সাওয়ালা মামাদের ১০ নাম্বার দাবি। তাদের সাথে আলোচনা ছাড়া কেন সরকার গঠন করলো😄😄

ভাবা যায় 🤔

26/08/2024

ছোট বেলা থেকে খুব ইচ্ছে ছিলো বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিবো।
আফসোস ফ্যামিলির কারণে পারিনি 🥲
তবে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক গর্ব হয়।

26/08/2024

ফারাক্কা বাঁধের ১০৯টি গেইট খুলে দিয়েছে ভারত।

এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি!

26/08/2024

ব্রেকিং নিউজ

এবার ফারাক্কার গেট খুলে দিয়েছে ভারত
সুত্র: independent tv

25/08/2024

ফেনী ফুলগাজীতে অনেক মানুষ নিখোঁজ 🥲

25/08/2024

অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জয়।

24/08/2024

•গতরাতে 'As sunnah Foundation' পোস্ট দিলো, যারা অনেক কঠিন কাজ যেমন বস্তা টানার মতো কঠিন পরিশ্রমী কাজ বিনা পারিশ্রমিকে করতে পারবেন তারাই আসার জন্যে অনুরোধ করা হলো।
ফজর থেকে লাইন লেগে গেলো মানুষের। অনেক হিন্দু ভাইয়েরাও আছে তার মধ্যে। কয়েকশো মানুষ চান্সই পেলো না ভলান্টিয়ার হবার। হতাশ হয়ে গেটের বাইরে দাঁড়িয়ে রইলো।
পেইজ থেকে পোস্ট দেয়া লাগলো আর মানুষ আইসেন না।

•সারা বাংলার মসজিদের ইমাম খতিব মুয়াজ্জিন সিদ্ধান্ত নিয়েছেন তাদের এক সপ্তাহের বেতনের টাকা আস সুন্নাহ ফাউন্ডেশনে দান করবেন।

•চিটাগাং থেকে শত শত ট্রাক ভর্তি নৌকা আর ট্রলার নিয়ে মানুষ ছুটে যাচ্ছে।

•প্রায় অধিকাংশ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী তাদের ১দিনের বেতন দান করতে সম্মত হয়েছে।

•কিছু মন্দির থেকে সিদ্ধান্ত এসেছে তারা জন্মাষ্টমীর যাত্রা বাতিল করে সেই টাকা বন্যার ফান্ডে দান করবেন।
বরিশালে এক মন্দিরের ফান্ড থেকে তো শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফান্ডে টাকা দান করলো।

•প্রবাসীরা হন্যে হয়ে খুজছে কিভাবে আস-সুন্নাহ তে টাকা পাঠানো যাবে। এবং তারা পাঠাচ্ছে।

•বিভিন্ন ভার্সিটির ছাত্ররা নিজের জীবনের পরোয়া না করে ঐ স্রোতের মধ্যে নেমে পরেছে। হয়তো এই স্রোতে তারাও হারিয়েও যেতে পারে কিন্তু বিন্দুমাত্র তোয়াক্কা করেনি তারা।

•আর বাংলাদেশ সেনাবাহিনী এর কথা কি আর বলবো! সব ধরনের দূর্যোগে তারা আমাদের জন্যে ঝাপিয়ে পরে।
হোক সেটা প্রাকৃতিক দুর্যোগ কিংবা স্বৈরাচার পতনের।

আমি এবং আমরা মাঝে মাঝেই আশাহত হই এই দেশ নিয়ে।
কিন্তু এই দৃশ্যগুলো দেখে মনের অজান্তেই বলে উঠি, ভালোবাসি আমার দেশ এবং দেশের মানুষকে। এই দেশের জন্যেই লড়ে যাবো।

দেশপ্রেমের নেশা খুবই সংক্রামক নেশা।

22/08/2024

হাতিয়া থেকে কোন উদ্ধার কারি টিম।
বন্যা কবলিত এলাকায় গেলে
আমাকে নিবেন।
ভলেন্টিয়ার হিসেবে সবসময় প্রস্তুত আছি ইনশাআল্লাহ।

শুভ সকাল 🙂
08/07/2024

শুভ সকাল 🙂

02/07/2024

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, জার্মানি-২০২৪

রাউন্ড অফ সিক্সটিন

🇷🇴 রোমানিয়া বনাম নেদারল্যান্ডস 🇧🇶
আজ রাতঃ ১০:০০ টা
স্টেডিয়ামঃ আলিয়াঞ্জ এরিনা, মিউনিখ, জার্মানি

🇦🇹 অস্ট্রিয়া বনাম তুরস্ক 🇹🇷
আজ রাতঃ ১:০০ টা
স্টেডিয়ামঃ রেড বুল এরিনা লিপজিগ, লিপজিগ, জার্মানি

01/07/2024

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, জার্মানি-২০২৪

রাউন্ড অফ সিক্সটিন

🇫🇷 ফ্রান্স ১ - ০ বেলজিয়াম 🇧🇪
ফুল টাইম

01/07/2024

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, জার্মানি-২০২৪

রাউন্ড অফ সিক্সটিন

🇫🇷 ফ্রান্স ০ - ০ বেলজিয়াম 🇧🇪
হাফ টাইম

01/07/2024

উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, জার্মানি-২০২৪

রাউন্ড অফ সিক্সটিন

🇫🇷 ফ্রান্স বনাম বেলজিয়াম 🇧🇪
আজ রাতঃ ১০:০০ টা
স্টেডিয়ামঃ মার্কুর স্পিল এরিনা, ডাসেলডর্ফ, জার্মানি

🇵🇹 পর্তুগাল বনাম স্লোভেনিয়া 🇸🇮
আজ রাতঃ ১:০০ টা
স্টেডিয়ামঃ দেউঠছে ব্যাঙ্ক পার্ক, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি

রাসেল ভাইপার/চন্দ্রবোড়াঃএর বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বি* ষাধর। চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ফসলের ক্ষেতে, বিশেষত নি...
22/06/2024

রাসেল ভাইপার/চন্দ্রবোড়াঃ
এর বিশেষত্ব হচ্ছে, এরা খুবই বি* ষাধর।
চন্দ্রবোড়া সাধারণত ঘাস, ঝোপ, বন, ফসলের ক্ষেতে, বিশেষত নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। স্থলভাগের সা প হলেও এটিকে পানিতে দ্রুতগতিতে চলতে পারে। ফলে বর্ষাকালে কচুরিপানার সঙ্গে বহুদূর পর্যন্ত ভেসে নিজের স্থানান্তর ঘটাতে পারে।

চন্দ্রাবোড়ার বি ষ হেমাটোটক্সিক, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়। রাসেলস ভাইপার সা পের কামড়ে পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায়।

সা প সাধারণত ডিম পাড়ে এবং ডিম ফুটে বাচ্চা হয়। তবে চন্দ্রবোড়া ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয়। ফলে সা পের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে।
এরা বছরের যে কোনো সময় প্রজনন করে।

একটি স্ত্রী সা প গর্ভধারণ শেষে ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়। তবে কোনো কোনো চন্দ্রবোড়া সা পের ৮০টি পর্যন্ত বাচ্চা দেয়ার রেকর্ড আছে।

তাই সরকারিভাবে যদি এই সা *প নিধনের উদ্যোগ না নেয়া হয় তাহলে বর্ষার মৌসুমে সারা বাংলাদেশে এই সা *প ছড়িয়ে পড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
জনসাধারণের উপকার এর জন্য শেয়ার করতে পারেন।
(Collected)

শুভ সকাল💥
21/06/2024

শুভ সকাল💥

21/06/2024

তারা ও কি আামাদের কে হারায়।
যাদের কে আমরা হারায়.?

শুভ সন্ধ্যা 🙂
21/06/2024

শুভ সন্ধ্যা 🙂

06/06/2024

Just chill😋

With Shykh Seraj – I just got recognised as one of their rising fans! 🎉
05/06/2024

With Shykh Seraj – I just got recognised as one of their rising fans! 🎉

04/06/2024

আজকে ৪-৬-২৪।
তবে কি আজ নামতা দিবস😄

এরাই হচ্ছে আসল কন্টেন্ট  ক্রিওটার। যাদের ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। শিখতে পারবেন,আপনার স্বাভাবিক জীবন যাপন...
29/05/2024

এরাই হচ্ছে আসল কন্টেন্ট ক্রিওটার।
যাদের ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন।
শিখতে পারবেন,আপনার স্বাভাবিক জীবন যাপনে কাজে খাটাতে পারবেন।

27/05/2024

ঘূর্ণিঝড় রেমাল এর তান্ডবে হাতিয়া ও নিঝুম দ্বীপ প্লাবিত হয়।
কিছুটা তান্ডব মোবাইলে ধারণ করা ভিডিও তে তুলে ধরলাম।

21/05/2024

পুরান চাল ভাতে বাড়ে এটা প্রমাণ করলে যুক্তরাষ্ট্র।

21/05/2024

পুরুষ মানুষ সহজে কাঁদে না। কারণ পুরুষের চোখে জল মানায় না। পুরুষ কাঁদে চার দেওয়ালে। পুরুষ কাঁদে ইন্টারভিউ বোর্ডে সিলেক্ট না হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে ,পুরুষ কাঁদে বাবা মার চাহিদা না মেটাতে পেরে, পুরুষ কাঁদে ফ্যামিলির হাল না ধরতে পেরে,পুরুষ কাঁদে প্রেমিকাকে হারালে, পুরুষের কান্না মিথ্যা না? পুরুষ অভিমানী কাঁদে না পুরুষের কান্নায় কোন ছলনা নেই!
দিন শেষে পুরুষরাই গল্পের ভিলেন হয়ে থাকে 🥲

Address

Hatiya

Telephone

+8801612256991

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৃষ্টি বিলাস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বৃষ্টি বিলাস:

Share