Mamunur rahman

Mamunur rahman

13/03/2024

Sabr isn’t easy, sabr is tears, sabr is feeling alone, sabr is swallowing insults, sabr is smiles covering tears, sabr is crying for response of Allah

06/01/2024

গল্প, সিনেমা দেখে আমরা আবেগাপ্লুত হই। কিন্তু বাস্তব কখনও গল্প সিনেমাকেও হারায় মানায়।

এই যেমন বেনাপোলের ট্রেনের সেই ভদ্রলোক যিনি তার স্ত্রী, সন্তান মারা গেছে শুনে নিজে সুযোগ থাকার পরও বের হন নি।

তার সেই ছবিটি যারা দেখেছেন তারাই বুঝবেন কী যন্ত্রনা, কী শোক, কী অসহায়ত্ব নিয়ে একজন মানুষ জীবনের পরিবর্তে মৃত্যুকে বেছে নেয়।

প্রিয়তমা, তুমি নরকে জ্বললে কিভাবে আমি হেঁটে যাই পুলসিরাত!লেখা ও ছবি শুভ
06/01/2024

প্রিয়তমা, তুমি নরকে জ্বললে
কিভাবে আমি হেঁটে যাই পুলসিরাত!

লেখা ও ছবি শুভ

25/10/2023

#পুনর্মিলন 🥹💔
Mizanur Rahman A***n ভাই আপনি সবসময় কেন মানুষের ইমোশন নিয়ে খেলেন? চোখের পানি ঝরঝর করে চোখ থেকে পরেছে কি অসাধারণ এক গল্প ফ্যামিলি গেট টুগেদার, বন্ধুত্ব, ভালোবাসা, ইমোশন, আপনি বেস্ট 👏

Siam Ahmed Tasnia Farin সুন্দর ❤️
📺 Chorki 🙏

06/06/2023

❤️

14/05/2023

🖤

টাইমলাইনে রেখে দিন 🌸Mamunur rahman
21/03/2023

টাইমলাইনে রেখে দিন 🌸
Mamunur rahman

15/08/2022

মা❤️
মায়ের কোলেই পৃথিবীর সর্ব সুখ।

🎥 সংগৃহীত

26/06/2022
18/04/2022

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত দশটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।
diary.

"দোআ কবুলের সময়"। 🤲
16/01/2022

"দোআ কবুলের সময়"। 🤲

Address

Hatiya

Alerts

Be the first to know and let us send you an email when Mamunur rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mamunur rahman:

Videos

Share

Category