Munna Zafor

Munna Zafor اللَّهُمَّ مَا قَضَيْتَ لَنَا مِنْ قَضَاءٍ فَاجْعَلْ عَاقِبَتَهُ رُشْدًا

এক ফোঁটা চোখের জলের আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার পাপ মুছে দিতে পারে। সর্বশক্তিমান আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ইতস্তত ক...
07/01/2023

এক ফোঁটা চোখের জলের আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার পাপ মুছে দিতে পারে। সর্বশক্তিমান আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ইতস্তত করবেন না। অনুশোচনা করুন। সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, অতীত গুনাহের জন্য।

যেসব গুনাহ আপনি ভুলে গেছেন বা উপেক্ষা করেছেন। আন্তরিকতা ও বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করুন। তিনি যেন সেসব পাপের জন্য আপনাকে শাস্তি না দেন। আপনি যদি মনে করেন পাপ আপনাকে আটকে দিয়েছে, তথাপি নিরাশ হয়ে হাল ছেড়ে দিবেন না। ক্ষমার দরজা সর্বদা খোলা আছে।

গোনাহ গুনে শেষ করা যাবেনা।
আল্লাহ্ চাইলে সব মিশে যাবে,যেভাবে পানির সাথে ময়লা ধুয়ে যায়।

যে দুনিয়ার কাছে সম্মান আশা করে, আল্লাহ তাকে দুনিয়ার জিম্মায় ছেড়ে দেন। আর একদিন সে দুনিয়ার কাছেই লাঞ্ছিত হয়। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার দুনিয়াবি কাজ সহজ করে দেন এবং দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করেন।

তাই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন, আল্লাহ আপনার যাবতীয় সমস্যা সমাধানের পথ বাতলিয়ে দিবেন ইন শা আল্লাহ্। আর মনে রাখবেন---- যে ব্যক্তি আসমানে সম্মানিত হয়, আল্লাহ নিজেই তাকে জমিনে সম্মানিত করে দেন।

"হে আল্লাহ! আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন 'রব' নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"

" হে আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা ?"

আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।

আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-

"কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।" - আল হাদিস
জাফর আহাম্মেদ

হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি!             "আমীন-🌸জাফর আহাম্মেদ
06/01/2023

হে আল্লাহ! আমি তোমার নিকট হেদায়েত ও সরল পথ কামনা করছি!
"আমীন-🌸
জাফর আহাম্মেদ

(আল্লাহ) আপনার খুশি!  আমি আপনার গুনাগার বান্দা,বান্দী অসহায় শুধু আপনার রহমত পাবার আশা রাখিইনশাআল্লাহ!💟জাফর আহাম্মেদ
05/01/2023

(আল্লাহ) আপনার খুশি!
আমি আপনার গুনাগার বান্দা,বান্দী অসহায় শুধু আপনার রহমত পাবার আশা রাখি
ইনশাআল্লাহ!💟
জাফর আহাম্মেদ

সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান ভালোবাসা রইলো ... জাফর আহাম্মেদ
03/01/2023

সৌদি বাদশা মোহাম্মদ বিন সালমান
ভালোবাসা রইলো ...
জাফর আহাম্মেদ

❤️তোমার শুকরিয়া করি না’কো মোরাসদাই দিনে রাতে।হয়তো পূর্ণ বিশ্বাস নেই মোদের জীবন মৃত্যু শুধু  তোমারি হাতে।শুকরিয়া আল্লাহ ত...
03/01/2023

❤️তোমার শুকরিয়া করি না’কো মোরা
সদাই দিনে রাতে।
হয়তো পূর্ণ বিশ্বাস নেই মোদের
জীবন মৃত্যু শুধু তোমারি হাতে।

শুকরিয়া আল্লাহ তোমার দরবারে যে ভাবেই আছি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ❤️
জাফর আহাম্মেদ

পাখিটি যদি জানতো একটু উষ্ণতার জন্য এসে এভাবে খুন হবে তাহলে ৪০০০ মাইল পাড়ি দিতো না। আগামী বছর নিউ ইয়ার উদযাপনের সময় অবশ...
02/01/2023

পাখিটি যদি জানতো একটু উষ্ণতার জন্য এসে এভাবে খুন হবে তাহলে ৪০০০ মাইল পাড়ি দিতো না। আগামী বছর নিউ ইয়ার উদযাপনের সময় অবশ্যই এই পাখিদের কথা মনে রাখবেন।😞

ছবি সংগৃহীত।

02/01/2023

আসমান হ জমিনের সব কিছু আল্লাহর ই।তোমাদের মনের বিষয় সমূহ প্রকাশ করো আর গোপন রাখো আল্লাহ তার হিসাব নিবেন। যাকে ইচ্ছে শাস্তি দিবেন যাকে ইচ্ছে ক্ষমা করবেন।
আল্লাহ সর্ব শক্তিমান।
জাফর আহাম্মেদ

আল্লাহ নতুন বছরে যেনো তোমার এবাদত দিয়ে শুরু করতে পারি সেই তাওফিক আমাদের সকলকে দান করুন আমিন... 🤲🤲🤲জাফর আহাম্মেদ
01/01/2023

আল্লাহ নতুন বছরে যেনো তোমার এবাদত দিয়ে শুরু করতে পারি সেই তাওফিক আমাদের সকলকে দান করুন আমিন... 🤲🤲🤲
জাফর আহাম্মেদ

31/12/2022

নামাজ ধরার ইচ্ছা, কিন্তু হয়ে উঠছে না । আপনি অন্তত একটা কাজ করুন, আযানের সময় কাজ থামিয়ে দিন । আযানের জবাব দিন ।

আযানের জবাবের মাঝে দুইটা বিশেষ জায়গা আছে, যেটা আমার আপনার জন্য খুবই দরকার ।মুয়াজ্জিন সাহেব যখন বলেন,

হাইয়্যা আলাস সালাহ্ / নামাজের দিকে এসো ।

জবাবে আপনি বলুন,

লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ / গুছিয়ে বললে যার অর্থ দাঁড়ায়, আমি কিভাবে নামাজের দিকে আসবো, হে আমার রব আপনি যদি আমায় দয়া না করেন ।

এরপর মুয়াজ্জিন সাহেব যখন বলেন,

হাইয়্যা আলাল ফালাহ / কল্যাণের দিকে আসো ।

আপনি তখন বলুন,

লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ । ব্যাখ্যা করলে যার অর্থ দাঁড়ায়, আমি কিভাবে কল্যাণের দিকে আসবো, আপনি যদি আমায় অনুগ্রহ না করেন ।

এভাবে চালিয়ে যান, আশা করা যায় অতি দ্রুত দয়াময় রব আপনাকে নামাজের দিকে আর কল্যাণের দিকে ধাবিত করবেন ।

- জাফর আহাম্মেদ

মানুষ কতটা অদ্ভুত তাই না! কেউ কেউ নিজের সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাচ্ছে! আবার কেউ কেউ একটা সন্তানের জন্...
31/12/2022

মানুষ কতটা অদ্ভুত তাই না! কেউ কেউ নিজের
সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাচ্ছে! আবার কেউ কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন আল্লাহর কাছে দোয়া করছে!

লেখা:- জাফর আহাম্মেদ

হে আল্লাহ আমি আপনার গুনাহাগার বান্দা আপনি আমাকে ক্ষমা করে দেন...জাফর আহাম্মেদ
31/12/2022

হে আল্লাহ আমি আপনার গুনাহাগার বান্দা আপনি আমাকে ক্ষমা করে দেন...
জাফর আহাম্মেদ

30/12/2022

ঐ এক টুকরো সুখ ছুঁয়ে যায়,
আমার বিস্তীর্ণ আকাশ ;
আর সারা পৃথিবী জ্বলে যায়,
সেই সুখের উত্তপ্ত আগুনে .....

জাফর আহাম্মেদ

প্রবাসীদের সন্তানদের বড় কস্ট-বাবা থাকতেও স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত। জাফর আহাম্মেদ
29/12/2022

প্রবাসীদের সন্তানদের বড় কস্ট-বাবা থাকতেও স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত।
জাফর আহাম্মেদ

মাশা-আল্লাহ নাতি আমার রিয়েল হিরো জাফর আহাম্মেদ
27/12/2022

মাশা-আল্লাহ
নাতি আমার রিয়েল হিরো
জাফর আহাম্মেদ

আলহামদুলিল্লাহ, ❣️সকল প্রশংসা একমাত্র আল্লাহর 🤲জাফর আহাম্মেদ
24/12/2022

আলহামদুলিল্লাহ, ❣️
সকল প্রশংসা একমাত্র আল্লাহর 🤲
জাফর আহাম্মেদ

22/12/2022

যে স্ত্রী বিয়ের পরও স্বামীর বাড়ির চেয়ে তার বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই কল্যাণকর হতে পারে না!
জাফর আহাম্মেদ

18/12/2022

খুব কাছের মানুষটি হারিয়ে যাওয়ার পর তুমি যদি অন্য একজন মানুষকে তার বিকল্প ভেবে সুখ খুঁজতে যাও তবে তোমার কাছে সুখ মানে নিছকই মরিচীকা। প্রখর খরার মাঝে এক ঝাপটা বৃষ্টির জল সাময়িক স্বস্তি ফিরিয়ে আনলেও মাটির তৃষ্ণা কখনোই মেটাতে পারে না। গল্প বা উপন্যাসের মতো সহস্র তারার আলো কখনো চাঁদের শূন্যতা পূরণ করতে পারে না। তবুও স্নায়ুযুদ্ধে পরাজিত জীবন্ত কিছু লাশ ক্ষানিকটা বাঁচার আশায় চার দেওয়ালের বাইরে একটু আলোর খোঁজে থাকে, ভাঙ্গা জানলার ঘুণে ধরা ফুটোর দিকে তাকিয়ে থেকে। একটা ঝড়ে ভেঙ্গে যাওয়া মন, নড়বড়ে হলেও একটা খুঁটি খোঁজে। বৃষ্টি ভেজা ঝাপসা চোখ কিছু একটার আশায় তাকিয়ে থাকে, এই কিছু একটাকেই সেই সময়টাই জীবনের সব কিছু মনে হয়, এই কিছু একটার অভাব জীবনের অনেক পূর্ণতাকেও অপূর্ণ করে রাখে। সত্যি বলতে কি? কিছু মানুষের বিকল্প হয় না, কিছু জায়গা শুধু একজনের ই হয়, সে থাকুক কিংবা না থাকুক। তবে তার চেয়েও নির্মম বাস্তবতা হলো, একটা সময় শেষ প্রহরের শেষ স্নানে সেই জায়গাটা পরিত্যক্ত বলে ঘোষিত হয়।

~ তোমার বিকল্প তুমিই
~ জাফর আহাম্মেদ

আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন...
16/12/2022

আলোচিত নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর জনপ্রিয় অভিনেতা কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন...

16/12/2022

এই জীবনতো একদিন...
জাফর আহাম্মেদ

15/12/2022

❝ইবলিশ শয়তান ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল আর তাকে যখন শয়তান বলে আরশ থেকে নিক্ষিপ্ত করা হচ্ছিল তখন সে বলেছিল আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তাই দিতে হবে❞.........

❝আল্লাহ বলেন,, কি চাও❞??

❝উওরে শয়তান বলল,, হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে মারদুদ হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি ঘর বানিয়ে দিন❞,,,,,,,,

❝আল্লাহ পাক বলেনঃ তোমার ঘর হাম্মাম খানা❞,,,,,

❝শয়তানঃ একটি বসার জায়গা দিন❞..

❝আল্লাহ পাক বলেন,, তোমার বসার জায়গা বাজার ও রাস্তা❞,,,,,,,

❝শয়তানঃ আমার খাওয়ার প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, তোমার খাওয়া ঐ সব জিনিস যাতে আল্লাহর নাম নেয়া হয় না❞,,,,,,

❝শয়তানঃ আমার পানীয় প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, নেশাদ্রব তোমার পানি❞

❝শয়তানঃ আমার দিকে আহবান করার কোন মাধ্যম দিন❞..........

❝আল্লাহ পাক বলেনঃ নাচ-গান, বাদ্য-বাজনা তোমার দিকে আহবান করার মাধ্যম❞.....

❝শয়তানঃ আমাকে লিখার কিছু দিন❞

❝আল্লাহ পাক বলেনঃ শরীরে দাগ দেওয়া উল্কি ট্যাটু অংকন করা❞,,,,,,

❝শয়তান: আমাকে কিছু কথা দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, মিথ্যা বলা তোমার কথা❞,,,,

❝শয়তানঃ মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফাদ দিন❞....

❝আল্লাহ পাক বলেন তোমার জাল ফাদ হলো বেপর্দা নারী❞

❝রেফারেন্স: তাবরানী অধ্যায়, মাজমাউজ্জা ওয়ায়েদ,,
হাদিস❞ নঃ ২/১১৯

15/12/2022

আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখকর বিষয় হতে পারে এই পরিসংখ্যান বা ইতিহাস, আর্জেন্টিনা কখনোই বিশ্বকাপের সেমিফাইনালে হারেনি.....

আপনি যত বেশি সাধারণ থাকবেন,তত বেশি মানুষের ভালোবাসা পাবেন! ❤️
15/12/2022

আপনি যত বেশি সাধারণ থাকবেন,
তত বেশি মানুষের ভালোবাসা পাবেন! ❤️

15/12/2022

চেহারার সৌন্দর্যই প্রকৃত সৌন্দর্য নয়,প্রকৃত সুন্দর সেই যার হৃদয় সুন্দর,
যার আখলাক সুন্দর, যে তাকওয়াবান…,🦋

15/12/2022

রাসূল (সা:) বলেছেন,আমি জান্নাতের ভেতর উঁকি
দিলাম,দেখতে পেলাম অধিকাংশ মানুষ গরীব অভাবী!
সুবহানাল্লাহ।

15/12/2022

"গভীর বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে চাইতেই থাকুন,কিছুদিন পরে হলেও আল্লাহ আপনার দু'আ কবুল করবেন'ই!
ইনশাআল্লাহ🤲

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়বেলায় মাঠে সিজদারত মরক্কোর ফুটবলাররা।
14/12/2022

ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়বেলায় মাঠে সিজদারত মরক্কোর ফুটবলাররা।

৯০ এর তরুন্দের হ্রদয়ের রাণী
14/12/2022

৯০ এর তরুন্দের হ্রদয়ের রাণী

মায়েরা এমনই হয়
14/12/2022

মায়েরা এমনই হয়

Address

M Ali Road, Rup Nogor
Hatiya
3890

Telephone

+8801611785571

Website

Alerts

Be the first to know and let us send you an email when Munna Zafor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Munna Zafor:

Videos

Share

Category

Nearby media companies



You may also like