07/01/2023
এক ফোঁটা চোখের জলের আন্তরিক ক্ষমা প্রার্থনা আপনার পাপ মুছে দিতে পারে। সর্বশক্তিমান আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। ইতস্তত করবেন না। অনুশোচনা করুন। সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চান, অতীত গুনাহের জন্য।
যেসব গুনাহ আপনি ভুলে গেছেন বা উপেক্ষা করেছেন। আন্তরিকতা ও বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করুন। তিনি যেন সেসব পাপের জন্য আপনাকে শাস্তি না দেন। আপনি যদি মনে করেন পাপ আপনাকে আটকে দিয়েছে, তথাপি নিরাশ হয়ে হাল ছেড়ে দিবেন না। ক্ষমার দরজা সর্বদা খোলা আছে।
গোনাহ গুনে শেষ করা যাবেনা।
আল্লাহ্ চাইলে সব মিশে যাবে,যেভাবে পানির সাথে ময়লা ধুয়ে যায়।
যে দুনিয়ার কাছে সম্মান আশা করে, আল্লাহ তাকে দুনিয়ার জিম্মায় ছেড়ে দেন। আর একদিন সে দুনিয়ার কাছেই লাঞ্ছিত হয়। আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তার দুনিয়াবি কাজ সহজ করে দেন এবং দুনিয়া ও আখিরাতে তাকে সম্মানিত করেন।
তাই দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করুন, আল্লাহ আপনার যাবতীয় সমস্যা সমাধানের পথ বাতলিয়ে দিবেন ইন শা আল্লাহ্। আর মনে রাখবেন---- যে ব্যক্তি আসমানে সম্মানিত হয়, আল্লাহ নিজেই তাকে জমিনে সম্মানিত করে দেন।
"হে আল্লাহ! আমি ছাড়া তোমার আরও বান্দা আছে। কিন্তু আমার তুমি ছাড়া আর কোন 'রব' নাই। আর কোন চাওয়ার জায়গা নাই।"
" হে আল্লাহ! তুমিই তো অভাবীদেরকে তাড়িয়ে দিতে নিষেধ করেছো। তাহলে এই অভাবীকে খালি হাতে কেন ফিরিয়ে দিবা ?"
আল্লাহর কিছু বান্দা তার রবের সাথে কীভাবে বন্ধুর মত মন খুলে কথা কথা বলে। কত সুন্দর করে চাইতে থাকে।
আর সেই মহান রবের ঘোষনা তো আছেই-
"কতই না উত্তম বন্ধু তিনি, কতই না উত্তম সাহায্যকারী।" - আল হাদিস
জাফর আহাম্মেদ