27/08/2024
পরিবর্তন শুরু হয়েছে, দলকানা থেকে বেড়িয়ে নতুন ভিসি পেয়েছে ঢাবি!
যার সিভির পেইজ সংখ্যাই ৩৬, ।
প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ,ঢাবি
প্রো-ভাইস চ্যান্সেলর, আইইউবি।
স্যারের একাডেমিক ও প্রশাসনিক যোগ্যতা নিয়ে কারোরই প্রশ্ন থাকার কথা না। ওয়েলস থেকে পিএইচডি করেছেন। এরপরে অক্সফোর্ডে পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন। উনার পোস্ট ডকের সংখ্যাও ৩ টা। এছাড়াও বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিপ্লোমা ও কোর্স করেছেন।
কর্মজীবনে চবি ও ঢাবিতে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন UNDP ও IUCN সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে। দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানের সাথেও উনি জড়িত। IUB এর প্রো-ভাইস চ্যান্সেলর, আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের (BIGD) এর সিনিয়র একাডেমিক এডভাইজারসহ নানা দায়িত্ব তিনি পালন করছেন।
ওনার প্রোফাইল দেখতে চাইলে রিজভী ভাইয়ের দেয়া দুইটা লিংক দেখতে পারেন।
Google Scholar: https://scholar.google.com/citations?user=0euV3D4AAAAJ&hl=en
অনলাইনে ওনার সিভি available:https://asian-university.org/wp-content/uploads/2018/07/Niaz-Ahmed-Khan-CV.pdf
Pro-Vice Chancellor, Independent University, Bangladesh - Cited by 3,531 - Climate change adaptation - Community forestry - Natural resource management - Public policy discourse - Social development