Azmain Muhammad Sadaf

Azmain Muhammad Sadaf লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ( সাঃ) ❣️

27/08/2024

ড. ইউনুস স্যার কত সুন্দর করে বলেছেন "আমাদের কাজে বাধা দিবেন না; আমাদেরকে ঘেরাও করবেন না। আমাদেরকে কাজ করতে দিন, কাজ করার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন না। আপনাদের যা দাবি আছে আপনারা লিখিতভাবে দিন; আমরা সব পূরণ করার অবশ্যই চেষ্টা করব। আমরা আপনাদের বিরুদ্ধ দল নই।"

27/08/2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার মাগরিবের নামাজে ইমামতি করলেন সেন্ট্রাল মসজিদে;এরকম নামাজী ভিসির তত্ত্বাবধানে বদলে যাক
প্রাচ্যের অক্সফোর্ড।

27/08/2024

ঘৃণা মনকে অন্ধকার করে দেয়, কৌশলের পথ রুদ্ধ করে দেয় । নেতাদের ঘৃণা করা সাজে না।
— নেলসন ম্যান্ডেলা

পরিবর্তন শুরু হয়েছে, দলকানা থেকে বেড়িয়ে নতুন ভিসি পেয়েছে ঢাবি! যার সিভির পেইজ সংখ্যাই ৩৬, ।প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। অ...
27/08/2024

পরিবর্তন শুরু হয়েছে, দলকানা থেকে বেড়িয়ে নতুন ভিসি পেয়েছে ঢাবি!
যার সিভির পেইজ সংখ্যাই ৩৬, ।

প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান।
অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, উন্নয়ন অধ্যয়ন বিভাগ,ঢাবি
প্রো-ভাইস চ্যান্সেলর, আইইউবি।

স্যারের একাডেমিক ও প্রশাসনিক যোগ্যতা নিয়ে কারোরই প্রশ্ন থাকার কথা না। ওয়েলস থেকে পিএইচডি করেছেন। এরপরে অক্সফোর্ডে পোস্ট ডক্টরাল ফেলো ছিলেন। উনার পোস্ট ডকের সংখ্যাও ৩ টা। এছাড়াও বিশ্বের অনেক নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিপ্লোমা ও কোর্স করেছেন।

কর্মজীবনে চবি ও ঢাবিতে শিক্ষকতার পাশাপাশি কাজ করেছেন UNDP ও IUCN সহ বিশ্বের নামকরা অনেক সংস্থাতে। দেশের নামকরা অনেক প্রতিষ্ঠানের সাথেও উনি জড়িত। IUB এর প্রো-ভাইস চ্যান্সেলর, আরণ্যকের চেয়ারম্যান, ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ব্রাকের (BIGD) এর সিনিয়র একাডেমিক এডভাইজারসহ নানা দায়িত্ব তিনি পালন করছেন।

ওনার প্রোফাইল দেখতে চাইলে রিজভী ভাইয়ের দেয়া দুইটা লিংক দেখতে পারেন।

Google Scholar: https://scholar.google.com/citations?user=0euV3D4AAAAJ&hl=en

অনলাইনে ওনার সিভি available:https://asian-university.org/wp-content/uploads/2018/07/Niaz-Ahmed-Khan-CV.pdf

Pro-Vice Chancellor, Independent University, Bangladesh - Cited by 3,531 - Climate change adaptation - Community forestry - Natural resource management - Public policy discourse - Social development

27/08/2024

আলহামদুলিল্লাহ
আজকে নবী হযরত মোহাম্মদ সাঃ এর কলিজার টুকরো জান্নাতি নারী
মা ফাতেমার জন্মদিন।

27/08/2024

দিপু খালা মনি প্রতি বছর নোট-গাইডের কোম্পানি গুলোর সমিতি থেকে ১০০ কোটি টাকা করে গিফট নিতেন।
সূত্র: মানব জমিন।

27/08/2024

একটা বাঁধ নির্মাণ করার সাহস পাইনি।
এখন এতো পানি কই রাখুম?
পদ্মা সেতুতে নাকি মেট্রোরেলে? নাকি এক্সপ্রেসওয়ে? নাকি স্যাটেলাইটে পাঠিয়ে দিব??
সারা বছর ইলিশ খাওয়াইলেন, আম পাঠাইলেন, দেশের বুক চিরে রেললাইন দিলেন!!
ট্রানজিট দিলেন!
গ্যাস দিলেন!!
মংলা বন্দর দিলেন!!
সাড়ে ৩ লাখ চাকরি দিলেন!!
কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প দিলেন !!
ঢাকা ছাড়া বাকি ৬৩ জেলার কোথাও বিশেষায়িত হাসপাতাল তৈরি না করে বছর বছর রোগী পাঠাইলেন !!
দিনশেষে কী পেলাম? বন্যার পানি!! 🙂

মাশাল্লাহ, লক্ষি সোনা তুই আমার কলিজা🥰
09/01/2024

মাশাল্লাহ,
লক্ষি সোনা তুই আমার কলিজা🥰

30/12/2023
তাল দিয়ে বানানো মজার পিঠা 😋
13/11/2023

তাল দিয়ে বানানো মজার পিঠা 😋

Address

Hatibandha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azmain Muhammad Sadaf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share