E B Sayeed

E B Sayeed Assalamo Alaikom This is my official page "Esfat Bin Sayeed" I hope everyone like&follow this page

Lalkhan Bazar Elevated Expressway❤️
23/10/2024

Lalkhan Bazar Elevated Expressway❤️

10/06/2024

Unlucky Mahmudullah💔🇧🇩

সন্ধ্যারাতের সঙ্গী হয়ে এসো, এক কাপ চায়ের নিমন্ত্রণে ☕💘  🥀
21/03/2024

সন্ধ্যারাতের সঙ্গী হয়ে এসো, এক কাপ চায়ের নিমন্ত্রণে ☕💘
🥀

04/03/2024

মক্কার একজন আলেম ক্ষুধার্ত অবস্থায় ঘর থেকে বের হলেন। রাস্তায় খুঁজে পেলেন একটি ব্যাগ। ব্যাগটা নিয়ে ঘরে আসলেন। খুলে দেখলেন সেটাতে একটি হীরার নেকলেস!

তিনি বলেন, এমন নেকলেস আমি আমার জীবনে দেখিনি। মুহূর্তের মধ্যেই তিনি কয়েকশো কোটি টাকার মালিক!

কিছুক্ষণ পর দরজায় একজন নক করলো। তিনি দরজা খুললেন। একজন বৃদ্ধ বললো, "আমি আমার একটি ব্যাগ হারিয়ে ফেলছি। সম্ভবত আশেপাশের কোথাও পড়েছে। কেউ যদি ব্যাগটি পেয়ে থাকেন, তাকে আমি ৫০০ দিনার দেবো।"

৫০০ দিনার মানে কয়েক কোটি টাকা!

যে ব্যক্তি ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় বের হলেন, তিনি হীরা পেলেন, হীরা ফেরত দেবার বিনিময়ে কোটি টাকার অফার পেলেন, সেই ব্যক্তি আমাদের কাছে অনেক সৌভাগ্যবান মনে হচ্ছে না?

কিন্তু, তিনি ভাবলেন অন্য কিছু। তিনি ভাবলেন, এই হীরার মালিক আমি নই, এগুলোর বিনিময়ে ৫০০ দিনার গ্রহণ করা আমার জন্য ঠিক হবে না।

ফলে, বৃদ্ধকে হীরার থলেটি ফিরিয়ে দিলেন।

মক্কায় জ্ঞানার্জন করতে লাগলেন। এভাবেই কয়েক বছর কেটে গেলো।

একবার তিনি কয়েকজনের সাথে ভ্রমণে বের হলেন। নৌকায় ভ্রমণ করছিলেন। মাঝপথে ঝড় ওঠে। নৌকা ডুবে যায়, প্রায় সবাই মৃত্যুবরণ করে।

সেই আলেম কোনোরকম একটা তীরে ফিরেন। অপরিচিত দ্বীপে গিয়ে কয়েকজনের সাথে কথাবার্তা বললেন। তখন নামাজের সময় হলো।

একজন তার পোশাক দেখে জিজ্ঞেস করলো, "আপনি নামাজ পড়াতে পারবেন?"

তিনি বললেন, "হ্যাঁ, পারবো।"

তার তেলাওয়াত শুনে সবাই মুগ্ধ। তাকে তারা ইমাম হিশেবে রেখে দিলো। তিনি কুরআন পড়তে পারতেন। সেখানকার বাচ্চাদের কুরআন শেখাতে লাগলেন।

প্রতিদিন নানান উপহার-উপঢৌকন আসতে থাকে। দ্বীপের লোকেরা ইমাম সাহেবকে ছাড়তে রাজি না। এমন ইমাম পেয়ে তারা খুব খুশি।

তিনিও ভাবতে লাগলেন, কই থেকে কই আসলেন? একেবারে অপরিচিত এলাকার মানুষ তাকে আপন করে নিলো। আল্লাহ তার রিযিকের কী সুন্দর ব্যবস্থা করেছেন!

ইমাম সাহেব যেন তাদেরকে ছেড়ে যেতে না পারেন, সেজন্য তারা একজন ইয়াতিম মেয়ের সাথে ইমামের বিয়ে দিতে চাইলো। অনেকটা জোর করেই বিয়ে দিলো!

ইমাম সাহেব বাসর রাতে স্ত্রীকে দেখে অবাক। তিনি দেখতে পেলেন স্ত্রীর গলায় সেই হীরার নেকলেস, যেটা তিনি মক্কায় ফেরত দিয়েছিলেন বৃদ্ধকে!

পরদিন লোকজনকে জিজ্ঞেস করলেন, এটা কীভাবে সম্ভব?

লোকজন চিৎকার করে বললো, "আল্লাহু আকবর!"

এমন চিৎকারে ইমাম সাহেব ভয় পেয়ে গেলেন।

লোকজন বললো, "কয়েকবছর আগে আমাদের এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি মক্কা থেকে ফিরে একটি ঘটনা শুনান। সেখানে এক যুবক তার হারিয়ে যাওয়া হীরের নেকলেস ফেরত দিয়েছে, যা তিনি নিজের মেয়ের জন্য কিনেছিলেন।

এলাকায় ফিরে তিনি আফসোস করতে থাকেন সেই যুবকের জন্য। তিনি ইচ্ছাপোষণ করেন সেই যুবকের সাথে মেয়ের বিয়ে দেবেন।

কিন্তু, তার আগেই তিনি ইন্তেকাল করেন!

দেখুন, আপনার তাকদীর, সেই সম্ভ্রান্ত লোকের দু'আ আপনাকে এখানে নিয়ে আসলো। আপনি সেই মেয়েকেই বিয়ে করেন, যার জন্য সেই মেয়ের বাবা দু'আ করে যান। যেই হীরার নেকলেস আপনি ফিরিয়ে দিয়েছিলেন, এখন সেই নেকলেস আপনার ঘরে!"

সেই মহান আলেমের নাম ছিলো কাদিল মারিস্তান।

তার মনে পড়লো কুরআনের একটি আয়াত:

"ধৈর্যধারণ করো। আল্লাহ পুণ্যবানদের প্রতিদান নষ্ট করেন না!" [সূরা হুদ: ১১৫]

- আরিফুল ইসলাম

"বিভূতিভূষণের কয়েকটা লেখা পড়লাম। ভালো লেগেছে। সাধনা অব্যাহত রাখলে ভবিষ্যতে সে আরো ভালো লিখবে।"সোলায়মান সুখন
08/02/2024

"বিভূতিভূষণের কয়েকটা লেখা পড়লাম। ভালো লেগেছে। সাধনা অব্যাহত রাখলে ভবিষ্যতে সে আরো ভালো লিখবে।"
সোলায়মান সুখন

আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে,,,,💔
12/01/2024

আমার এই স্বপ্ন কি শুধু স্বপ্ন হয়ে হাসাবে,,,,💔

POV- দুদ্ভাস, কুম্মেষ, জেসিসি, সোকাস, ফেটিনা 👀🎬: 12 Fail.
05/01/2024

POV- দুদ্ভাস, কুম্মেষ, জেসিসি, সোকাস, ফেটিনা 👀

🎬: 12 Fail.

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে  দিলাম। কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল, ...
23/12/2023

যে গোপনে আসিয়াছিল, তাহাকে গোপনেই যাইতে দিলাম।
কিন্তু এই নির্জন নিশীথে সে যে তাহার কতোখানি আমার কাছে ফেলিয়া রাখিয়া গেল,
তাহা কিছুই সে জানিতে পারিল না।

_____শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

একজন ক্যামেরা ম্যান এর ছবি ৩ জন তুলতাছে আবার সেই চারজন এর ছবি আর একজন তুলতাছে আবার তাদের সবার ছবি আপনি দেখতাছেন! 😊  #ফটো...
20/11/2023

একজন ক্যামেরা ম্যান এর ছবি ৩ জন তুলতাছে আবার সেই চারজন এর ছবি আর একজন তুলতাছে আবার তাদের সবার ছবি আপনি দেখতাছেন! 😊 #ফটোগ্রাফি_ইতিহাস😁

08/11/2023

একটি মেয়ের চাহনি আমাকে যে প্রেরণা দিয়েছে, সেই প্রেরণা দিয়ে রাতের ২ টা পর্যন্ত পড়েছি 💜

•সাফায়েত স্যার•

কঠিন প্রশ্ন……!🥺
28/10/2023

কঠিন প্রশ্ন……!🥺

26/10/2023

১জন টিকটকার লাগবে,
২বেলা বাচ্চাকে খাওয়ানোর সময় নাচবে!
মোবাইল দিলে বাচ্চারা নষ্ট হয়ে যায়!

সুদা*নির পোয়াদের কাছ থেকে শিখতে আসলো সুদানি*রা😷
12/10/2023

সুদা*নির পোয়াদের কাছ থেকে শিখতে আসলো সুদানি*রা😷

30/09/2023

আমার এই স্বপ্ন কি স্বপ্ন হয়ে হাসাবে আমায়। তেমন সাহস নেই আমার তোমাকে কিভাবে প্রস্তাব জানায়।🥺🌻

চিতাবাঘটি  একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ স...
16/08/2023

চিতাবাঘটি একটি মা বানরকে হত্যা করে মুখে করে নিয়ে যাচ্ছে। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে আছে। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের চিত্রগ্রাহক ইগর আলতুনা। লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম জনগণের ভোটের মাধ্যমে এই ছবিকে ওই বছরের সেরা পাঁচ ছবির একটি নির্বাচন করে। এই জগতে সন্তানের কাছে সবচেয়ে বড় নির্ভরতার জায়গা হচ্ছে তার মা।

Address

Hathazari

Website

Alerts

Be the first to know and let us send you an email when E B Sayeed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E B Sayeed:

Videos

Share

Category