RATON AKKA

RATON AKKA Assistant Teacher
(1)

30/12/2025

ছুটি নিয়ে ছোটাছুটি😁বিশ্লেষণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আর ছুটি
সরকারি হিসাব মতে মোট ছুটি- ৬৪ দিন,
বাস্তবে যত দিন ছুটি সপ্রাবি পাবে-

ছুটি থাকলেও যে সব দিবসে উপস্থিত থাকতে হবে-
(সব দিবসে/কিছু ধর্মীয় দিনের ছুটিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক,তবে ছুটিগুলো শুক্র শনিবার হওয়ার কারণে ছুটি ধরা হয়নি।নিচেরগুলোতে ছুটি ধরা হয়েছে।)
২৬শে মার্চ স্বাধীনতা দিবস- ১ দিন
১৪ই এপ্রিল বাংলা নববর্ষ - ১ দিন
৫ই আগস্ট জুলাই অভ্যুথান দিবস-১ দিন
১৬ই ডিসেম্বর বিজয় দিবস - ১ দিন
মোট - ৪ দিন

ছুটি= ৬৪-৪=৬০ দিন
শুক্রবার ও শনিবারসহ কিছু ছুটি গণনা করে আছে,
এবার শুক্রবার ও শনিবার বাদ দিয়ে হিসাব করি
৮ মার্চ থেকে ২৬ শে মার্চ বন্ধে শুক্রবার ও শনিবার - ৪ দিন।
২৪ মে থেকে ৪ই জুন বন্ধে শুক্রবার ও শনিবার - ২ দিন
২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর বন্ধে শুক্রবার ও শনিবার - ২ দিন
মোট - ৮ দিন
অতএব,ছুটি= ৬০-৮ = ৫২ দিন।
প্রধান শিক্ষকের হাতে ছুটি আছে ২দিন যা কোনো দিনই ভোগ করা সম্ভব হয় না।
অতএব ছুটি=৫২-২=৫০ দিন
তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ছুটি হলো ৫০ দিন।
এছাড়াও শীতকালীন ছুটির মধ্যে বৃত্তি পরীক্ষা চলবে ৪দিন।

শ্রান্তি বিনোদনের জন্য ছুটি সংশোধনের প্রয়োজন আছে কী?

কর্তৃপক্ষের কাছে ছুটি সংশোধনের জন্য আকুল আবেদন রইল।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬ছুটি কমে গেছে🥲
30/12/2025

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা ২০২৬
ছুটি কমে গেছে🥲

29/12/2025

প্রাথমিকে নতুন মূল্যায়ন পদ্ধতিতে নম্বর বণ্টন:

◾প্রথম ও দ্বিতীয় শ্রেণি:
প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ধারাবাহিক মূল্যায়ন ৫০ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন ৫০ শতাংশ। সামষ্টিক মূল্যায়নে রয়েছে লিখিত ও মৌখিক পরীক্ষা। লিখিত পরীক্ষার মধ্যে বাংলা ৩৫ নম্বর, ইংরেজি ৩০ নম্বর, গণিতে ৪০ নম্বর। ব্যবহারিক পরীক্ষা বাংলা ১৫ নম্বর, ইংরেজি ২০ নম্বর ও গণিত ১০ নম্বরের।
সামষ্টিক মূল্যায়ন প্রতি প্রান্তিকে একবার হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ১০০ নম্বরের দুই ঘণ্টা। আর ৫০ নম্বরের পরীক্ষা এক ঘণ্টার।

◾তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন

তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্ম পরীক্ষা হবে ১০০ নম্বরের।
বাংলা ও ইংরেজিতে ধারাবাহিক মূল্যায়ন ৩০ নম্বর, লিখিত পরীক্ষা ৫৫ নম্বর এবং মৌখিক/ব্যবহারিক পরীক্ষা ১৫ নম্বরের।
গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, বিজ্ঞান ও ধর্ম শিক্ষা বিষয়ের ধারাবাহিক মূল্যায়ন ৩০, লিখিত পরীক্ষা ৬০ এবং মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার নম্বর ১০।
শিল্পকলা এবং শারীরিক ও মানসিক শিক্ষা বিষয়ের ৫০ নম্বরের পরীক্ষায় ধারাবাহিক মূল্যায়ন ১৫, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা ৩৫ নম্বরের।
লিখিত পরীক্ষা দুই ঘণ্টা ৩০ মিনিট এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা দেড় ঘণ্টার।
সংগৃহিত

৫ম শ্রেণির ২০২৬ সালের গণিত বই গুণ ও ভাগ দিয়ে শুরু
29/12/2025

৫ম শ্রেণির ২০২৬ সালের গণিত বই গুণ ও ভাগ দিয়ে শুরু

28/12/2025

বৃত্তি পরীক্ষা শুরু
#বৃত্তি #প্রাথমিক #জুনিয়র

27/12/2025

১ দফা ১ দাবী
#পেস্কেল #৯মপে #বেতন #কর্মচারি

আজ থেকে শীতকালীন ছুটি শেষ,আর প্রচন্ড শীত শুরু হয়েছে গত দু'দিন থেকে
27/12/2025

আজ থেকে শীতকালীন ছুটি শেষ,আর প্রচন্ড শীত শুরু হয়েছে গত দু'দিন থেকে

25/12/2025

বিত্তবান ভিক্ষুকদের রীটে বন্ধ দরিদ্রদের সরকারি মেধা যাচাই ২০২৫
#স্থগিতবৃত্তি #বৃত্তি #প্রাথমিকবিদ্যালয় #মেধাযাচাই

25/12/2025

বৃত্তি পরীক্ষার জন্য মৌলিক সংখ্যাগুলো মনে রাখার টেকনিক

22/12/2025

কবে হবে বৃত্তি পরীক্ষা
#বৃত্তি #প্রাথমিকবিদ্যালয় #স্থগিতবৃত্তি

22/12/2025

শূন্যস্থান #বৃত্তি পরীক্ষার জন্য

21/12/2025

যেখানে যাওয়া নিষেধ,সবই অপচয়

Address


Alerts

Be the first to know and let us send you an email when RATON AKKA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RATON AKKA:

  • Want your business to be the top-listed Media Company?

Share