30/12/2025
ছুটি নিয়ে ছোটাছুটি😁বিশ্লেষণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটি আর ছুটি
সরকারি হিসাব মতে মোট ছুটি- ৬৪ দিন,
বাস্তবে যত দিন ছুটি সপ্রাবি পাবে-
ছুটি থাকলেও যে সব দিবসে উপস্থিত থাকতে হবে-
(সব দিবসে/কিছু ধর্মীয় দিনের ছুটিতে উপস্থিত থাকা বাধ্যতামূলক,তবে ছুটিগুলো শুক্র শনিবার হওয়ার কারণে ছুটি ধরা হয়নি।নিচেরগুলোতে ছুটি ধরা হয়েছে।)
২৬শে মার্চ স্বাধীনতা দিবস- ১ দিন
১৪ই এপ্রিল বাংলা নববর্ষ - ১ দিন
৫ই আগস্ট জুলাই অভ্যুথান দিবস-১ দিন
১৬ই ডিসেম্বর বিজয় দিবস - ১ দিন
মোট - ৪ দিন
ছুটি= ৬৪-৪=৬০ দিন
শুক্রবার ও শনিবারসহ কিছু ছুটি গণনা করে আছে,
এবার শুক্রবার ও শনিবার বাদ দিয়ে হিসাব করি
৮ মার্চ থেকে ২৬ শে মার্চ বন্ধে শুক্রবার ও শনিবার - ৪ দিন।
২৪ মে থেকে ৪ই জুন বন্ধে শুক্রবার ও শনিবার - ২ দিন
২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর বন্ধে শুক্রবার ও শনিবার - ২ দিন
মোট - ৮ দিন
অতএব,ছুটি= ৬০-৮ = ৫২ দিন।
প্রধান শিক্ষকের হাতে ছুটি আছে ২দিন যা কোনো দিনই ভোগ করা সম্ভব হয় না।
অতএব ছুটি=৫২-২=৫০ দিন
তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ছুটি হলো ৫০ দিন।
এছাড়াও শীতকালীন ছুটির মধ্যে বৃত্তি পরীক্ষা চলবে ৪দিন।
শ্রান্তি বিনোদনের জন্য ছুটি সংশোধনের প্রয়োজন আছে কী?
কর্তৃপক্ষের কাছে ছুটি সংশোধনের জন্য আকুল আবেদন রইল।