naogaon.bd.com

  • Home
  • naogaon.bd.com

naogaon.bd.com [email protected]




আপনার যেকোনো তথ্যের জন্য যোগ সাংবাদিক মাহবুব আলম রানা

নওগাঁ রানীনগর পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার।মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,নওগাঁর রানীনগরে একই পুকুর থেকে ১৪ কেজি ওজন...
01/04/2021

নওগাঁ রানীনগর পুকুর থেকে বিষ্ণু মূর্তি উদ্ধার।

মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,

নওগাঁর রানীনগরে একই পুকুর থেকে ১৪ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কালীগ্রাম ইউপির করজগ্রাম কাউয়াঠেঙ্গা টংকুড়ি সরকারি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
রানীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, গত কয়েকদিন থেকে পুকুরটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে কাজ চলাকালীন সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পায়। পরে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হলে ঘটনাস্থল থেকে মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি বলেন, মূর্তিটির ওজন ১৪ কেজি। মূর্তিটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদফতরে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১৬ মার্চ ওই পুকুর থেকে ৩৮ কেজি ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার

15/03/2021
05/03/2021

জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্ৰ
সাংবাদিক মাহবুব আলম রানা
য়োগায়োগ 01716311879

নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন পুলিশ।মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার, অমর একুশে ফেব্রুয়ারির...
20/02/2021

নওগাঁয় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেন পুলিশ।

মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,

অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাতৃভাষার জন্য আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বিনম্র শ্রদ্ধা প্রদান করেন। এ সময় নওগাঁ জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী জনাব আবদুল মান্নান মিয়া বিপিএম । আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ। এছাড়াও নওগাঁ জেলার প্রতিটি থানায় জেলা পুলিশের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা সাথে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।

https://trinomulbani24.net/news/4042/
14/02/2021

https://trinomulbani24.net/news/4042/

মাহবুব আলম রানা, স্টাফ রিপোর্টার: জানাযায় গত ১২ ফেব্রুয়ারী রাত্রী সাড়ে ৮ ঘটিকায় কর্মস্থল হতে সারোয়ার হোসেন ও শাহ....

13/02/2021

মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার দৈনিক বিশ্ব মানচিত্র

নওগাঁয় এক তরুণ খুন হয় এ ঘটনায় পুলিশ  একজনকে গ্রেপ্তারকরেছে।মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,নিহত হামিম হোসেন (২০) নওগাঁ স...
12/02/2021

নওগাঁয় এক তরুণ খুন হয় এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারকরেছে।

মাহবুব আলম রানা স্টাফ রিপোর্টার,

নিহত হামিম হোসেন (২০) নওগাঁ সদর উপজেলার মুরাদপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে।

খুনি সন্দেহে বৃহস্পতিবার বিকালে আসিফ হোসেন সজল (২৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে যানান সদর থানার ওসি সোহরাওয়ার্দি হোসেন।

সজল নওগাঁ মহিলা কলেজের ভাইস প্রিন্সিপাল মোজাম্মেল হকের ছেলে।

এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করেছেন হামিমের বাবা শাহাদাত হোসেন। মামলায় আসামি করা হয়েছে সজল ও তার দুই সহযোগীকে।

মামলার এজাহারে বলা হয়েছে, হামিম চট্টগ্রামে বাবা-মায়ের সঙ্গে থাকতেন। গত ৩ ফেব্রুয়ারি নওগাঁয় চাচাত ভাইয়ের বিয়েতে আসেন। সোমবার দুপুরে নওগাঁ শহরের রুবির মোড়ে প্রেমিকার (১৮) সঙ্গে দেখা করতে যান হামিম। ওই তরুণীকে পছন্দ করেন সজল। সজলের নেতৃত্বে তার সহযোগীরা হামিমকে ইট দিয়ে মাথায় আঘাত করেন। তারাই তখন হামিমকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান।

হামিমের অবস্থা খারাপ হলে পরিবার তাকে রাজশাহীর রয়্যাল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে হামিম মারা যান।

ওসি সোহরাওয়ার্দি বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে বিরোধ, মারধর ও হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। প্রধান আসামি সজলকে পুলিশ গ্রেপ্তার করেছে।”

অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, অপরাধী কেউ ছাড় পাবে না। তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে যানা যায় ।

15/08/2019

news

মাহবুব আলম রানা নওগাঁ প্রতিনিধি  নওগাঁ’র ডি বি পুলিশ এক ভুয়া বিচারপতিকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত ভুয়া বিচারপতির নাম ...
26/04/2019

মাহবুব আলম রানা নওগাঁ প্রতিনিধি নওগাঁ’র ডি বি পুলিশ এক ভুয়া বিচারপতিকে গ্রেফতার করেছে । গ্রেফতারকৃত ভুয়া বিচারপতির নাম মোঃ আনোয়ার হোসেন। সে দিনাজপুর জেলার খানসামা উপজেলাধীন টাংগুয়া তে নশপাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের পুত্র।

শুক্রবার দুপুর আড়াইটায় নওগাঁ জেলা ডি বি অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন পিপিএম সাংবাদিকদের এই তথ্য প্রদান করেছেন। তিনি জানিয়েছেন উক্ত আনোয়ার হোসেন একজন রিকশা চালক। সে নিজেকে হাইকোর্টের বিচারপতি মোঃ শওকত হোসেন পরিচয় দিয়ে নওগাঁ জেলার পোরশা উপজেলার জি আর মামলা নং ১১০/১৭ এর এজাহার ভুক্ত একজন আসামী মৃত আলহাজ্ব আব্দুল ওহাব শাহ চৌধুরীর পুত্র তৌফিক রহমান শাহ’কে মুক্ত করে দেয়ার জন্য নওগাঁর চীফ

23/12/2018

Bangladesh rajsahi naogao

My
01/01/2018

My

নওগাঁ: নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মিনি চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (...
25/12/2017

নওগাঁ: নওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রী মিনি চৌধুরী হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- বগুড়ার আদমদীঘি থানার অন্তাহার গ্রামের মৃত সালামের ছেলে সোহাগ (২০) ও একই গ্রামের ফিরোজ হোসেনের ছেলে চঞ্চল (২২)।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বাংলানিউজকে জানান, আসামিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিনি চৌধুরীর বাসায় রঙ এর কাজ করতেন সোহাগ, চঞ্চলসহ কয়েকজন মিস্ত্রি। এ সময় মিনির কাছে নগদ ২০ থেকে ২৫ হাজার টাকা আছে তারা জানতে পারেন। পরে ৬ ডিসেম্বর এ টাকার জন্য তারা মিনির বাসায় ঢুকে মুখ চেপে ধরে টাকাগুলো বের করে দিতে বলেন। কিন্তু মিনি টাকা না দিয়ে চিৎকার শুরু করলে তাকে গলাকেটে হত্যা করেন সোহাগ ও চঞ্চল। এরপর টাকা না নিয়েই পালিয়ে যান তারা।
তিনি আরও জানান, এ ঘটনা বাড়ির নিচে থাকা সিসি ক্যামেরায় ভিডিও ধারণ হয়। যার সূত্র ধরে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
নওগাঁ শহরের পোস্ট অফিস পাড়ার নিজ বাসায় একা থাকতেন জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান মৃত. মশিউর আলম বাচ্চু চৌধুরীর স্ত্রী মিনি চৌধুরী। ৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে নিজ বাসায় তাকে গলাকেটে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
টিএ

10/12/2017

Hey Product Hunt friends! Nina Stepanov here, feeling blessed t

04/12/2017

nhcrf24news

anBangladesh Bank says actions have also been taken against the MDTorab Ali absolvedLike land grabbing, bank grabbing no...
27/11/2017

an
Bangladesh Bank says actions have also been taken against the MD
Torab Ali absolved
Like land grabbing, bank grabbing now on: PKSF chairman
Pope meets Myanmar's military chief
Diaz’s mother on hunger strike at CU
SPOTLIGHT
Mutiny verdict sparks joy, anger
Other Top Stories
More stories »
Cricket
Visit main site for more stories »
Sport
Ashes: Australia crush England in 1st Test
Hosts seal 10-wicket victory on the fifth morning in Brisbane by chasing 170 runs
Messi denied goal against Valencia
Sanchez penalty gives Arsenal win at Burnley
Bottas makes Hamilton settle for 2nd
PSG outclass Monaco
Visit main site for more stories »
OPINION
When the defeated ISIS fighters come back!
Visit main site for more stories »
Photo
Most Read
World
Pope starts Myanmar trip
Mugabe's birthday declared public holiday
Pope meets Myanmar's military chief
Pakistan Law Minister resigns
Meredith to buy US publisher Time
Visit main site for more stories »
Economy
Ibrahim Khaled sees risks in mobile banking
Loan defaults at 'alarming levels'
Padma Bridge, '8 months' behind schedule
Power price hike won’t affect people: Tawfiq
Power price rises 5.3 percent
Visit main site for more stories »
Business
MK Alamgir resigns as Farmers Bank chairman
Like land grabbing, bank grabbing now on: PKSF chairman
BB wants Farmers Bank MD removed
S Alam Group under scanner: Muhith
Gold pricier as wedding season sets in
Visit main site for more stories »
Politics
BNP slams govt over Rohingya deal
People coerced into Mar 7 celebration: BNP
PM conceded people missing: BNP
Politicians behind corruption: Quader
BNP ‘sceptic’ about deal with Myanmar
Visit main site for more stories »
Science
Why it's so hard to quit
Bangladeshi named NASA Innovator of the Year
A new era in astronomy
Einstein’s waves capture Nobel Prize
New scale developed to measure wisdom
Visit main site for more stories »
Technology
US may scrap net neutrality
Uber fails to disclose data breach
iPhone X face ID "hack"
Uber South Asia policy chief quits
Uber loses UK appeal bid
Visit main site for more stories »
Health
New project to improve maternal health launched
Maternal deaths rise in Bangladesh
Child gets mother's liver in 'critical transplant'
Midnight snacks may up heart risk
When Ebola will strike?
Visit main site for more stories »
Environment
Smog continues to choke Delhi
Rare Bornean leopard spotted in Malaysia
Water to be sprayed from high in Delhi
Fossil fuel lobby makes its case
New Delhi pollution hits dangerous level
Visit main site for more stories »
Lifestyle
Flipping lids!
Cat gets British embassy job
Stolen John Lennon diaries found
Star fashion designer Azzedine Alaia dies
Dogs lower heart disease risk
Visit main site for more stories »
ENTERTAINMENT
‘Oggatonama’ wins SAARC festival award
Visit main site for more stories »
Disclaimer & Privacy Policy | About us |
Contact us | Advertisement | Subscription |
bdnews24.com Apps
Copyright © Bangladesh News 24 Hours Limited All Rights Reserved
Home Classifieds Opinion tube
Death upheld for 139 in

17/11/2017

new

13/11/2017

Alibaba Cloud: No. 1 data sharing platform, No. 1 cloud computing platform, cloud product solutions, multiline dedicated bandwidth, developers' platform, webmasters' platform

07/10/2017

পর্ব-১
এই অসহায় মানুষ গুলোর আয়ের একমাত্র অবলম্বন ধংশই কি যানজটের একমাত্র সমাধান??যাদের রক্ত ঘামের টাকায় দেশ চলে, আর কত দিন পর সেই সাধারন খেটে খাওয়া মানুষ গুলো পাবে তাদের কর্মের নিরাপত্তা ? আর কত দিন লাগবে সংবিধানের আইন ব্যাস্তবায়ন করতে?কিন্তু যারা এই সব রিক্সা ,অটোরিক্সা বেচা কেনা করছে শোরুম খুলে বসে আছে তারা ঠিকই নিশ্চন্তায় পায়ের উপর পা দিয়ে সমাজের উচ্চ বিত্তদের তালিকা ভুক্ত হচ্ছে-----ওদের কেউ কিছুই ছিরতে পারবে না কারন ওরা টাকা ওয়ালা। হায়রে স্বাধীনতা তুমি অসহায় এর আশার প্রদিপ নও, তুমি শুধুই বিত্তশালীদের সিন্দুকের গোলাম হয়ে রইলে প্রথমে এই গাড়ী তৈরীর কার খানা বিক্রয় শোরুম বন্ধ করে দেওয়া উচিৎ
------------------------------------------------------------
----------------------------
মৌলিক অধিকারের ব্যাবস্থাঃ ১৫। রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদনশক্তির ক্রমবৃদ্ধিসাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের দৃঢ় উন্নতিসাধন, যাহাতে নাগরিকদের জন্য নিম্নলিখিত বিষয়সমূহ অর্জন নিশ্চিত করা যায়:(ক) অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসহ জীবনধারণের মৌলিক উপকরণের ব্যবস্থা;
(খ) কর্মের অধিকার, অর্থাৎ কর্মের গুণ ও পরিমাণ বিবেচনা করিয়া যুক্তিসঙ্গত মজুরীর বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তার অধিকার;
(গ) যুক্তিসঙ্গত বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার; এবং
(ঘ) সামাজিক নিরাপত্তার অধিকার ,অর্থাৎ বেকারত্ব, ব্যাধি বা পঙ্গুত্বজনিত কিংবা বৈধব্য, মাতাপিতৃহীনতা বা বাধক্যজনিত কিংবা অনুরুপ অন্যান্য পরিস্থিতিতে আয়ত্তাতীত কারনে অভাবগ্রস্থতার ক্ষেত্রে সরকারী সাহায্য লাভের অধিকার।
২০৷ (১) কর্ম হইতেছে কর্মক্ষম প্রত্যেক নাগরিকের পক্ষে অধিকার, কর্তব্য ও সম্মানের বিষয়, এবং “প্রত্যেকের নিকট হইতে যোগ্যতানুসারে ও প্রত্যেককে কর্মানুযায়ী”-এই নীতির ভিত্তিতে প্রত্যেকে স্বীয় কর্মের জন্য পারিশ্রমিক লাভ করিবেন৷
(২) রাষ্ট্র এমন অবস্থাসৃষ্টির চেষ্টা করিবেন, যেখানে সাধারণ নীতি হিসাবে কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করিতে সমর্থ হইবেন না এবং যেখানে বুদ্ধিবৃত্তিমূলক ও কায়িক-সকল প্রকার শ্র্রম সৃষ্টিধর্মী প্রয়াসের ও মানবিক ব্যক্তিত্বের পূর্ণতর অভিব্যক্তিতে পরিণত হইবে৷

.বাংলাদেশের বীর সৈনিক যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
06/10/2017

.
বাংলাদেশের বীর সৈনিক যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

বাংলাদেশের বীর সৈনিক যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
06/10/2017

বাংলাদেশের বীর সৈনিক যাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।

নেশা যখন পেশা হয়ে যায় সমাজের কক্ষপথ তখন অন্ধকার গহবর হতে বাধ্য! এই মাদক ব্যাবসায়ীর স্বীকারোক্তি মতে-সে ছিল সেনাবাহিনীর স...
06/10/2017

নেশা যখন পেশা হয়ে যায় সমাজের কক্ষপথ তখন অন্ধকার গহবর হতে বাধ্য! এই মাদক ব্যাবসায়ীর স্বীকারোক্তি মতে-সে ছিল সেনাবাহিনীর সদস্য, সেখান থেকে চাকুরীচ্যুত হয়ে অংশগ্রহন করেন স্থানীয় ইউ.পি নির্বাচনে এবং নির্বাচিত হন ইউ.পি সদস্য হিসাবে! কিন্তু কক্ষপথ যেখানে বিচ্যুত সমাজ সেখানে বিচ্ছিন্ন। তাইতো সাবেক এই ইউ.পি সদস্য জনগণের প্রতিনিধি হয়েও ভিতরে ভিতরে হয়ে উঠেছিলেন অবক্ষয় আর বিষবাস্পের কারবারি!! বন্ধুগণ, আর কত অবচেতন? এবার জাগার পালা! মানুষ কি জাগে নাই অন্ধকার তাড়ানিয়া সূর্যের মত? জীবন কি জাগে নাই মরণের আবরণ ভেঙে? বায়ান্নয়, একাত্তরে? চলুন জাগি মাদকের বিরুদ্ধে। মাদকমুক্ত নওগাঁ, মাদক মুক্ত দেশ গঠনে জেলা পুলিশ নওগাঁ দৃঢ় প্রতিজ্ঞ! সুনির্দিষ্ট তথ্য দিন, দেশ গঠনে অংশ নিন।

নওগাঁ শহরের সরসাহাটি মরেথেকে  15 পিচ সহ  এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মোগলবার সকালে...
03/10/2017

নওগাঁ শহরের সরসাহাটি মরেথেকে 15 পিচ সহ এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ মোগলবার সকালে নওগাঁ সদর মডেল থানার অফিসার )মোঃ তোরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম, সু অভিযান চালিয়ে তাকে আটক করে করে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় আইনে এlllllllllllll মামলা দায়ের হয়েছে।

নওগাঁ শহরের চকরামপুর মহল্লা থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ সুলতান মোল্লা নামের এক যুবককে গ্রেফতার...
03/10/2017

নওগাঁ শহরের চকরামপুর মহল্লা থেকে একটি বিদেশী পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগাজিনসহ সুলতান মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার সকালে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোরিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম, সুলতান মোল্লার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং এ সময় তার দেহ তল্লাশী করে আমেরিকার তৈরী একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করে। এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার ও’সি মোঃ তোরিকুল ইসলাম শনিবার বৈকালে প্রতিমা বিসর্জনের সময় ছোট যমুনা নদীর লিটন ব্রীজে
03/10/2017

নওগাঁ সদর মডেল থানার ও’সি মোঃ তোরিকুল ইসলাম শনিবার বৈকালে প্রতিমা বিসর্জনের সময় ছোট যমুনা নদীর লিটন ব্রীজে

01/10/2017
25/09/2017

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ২৫/৯/২০১৭ খ্রিঃ দুপুরে বদলগাছী থানার জগৎ নগর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল ছাওার @লেব ছাওার(৫৫), পিতা- মৃত আকালু সরদার, সাং- জগৎ নগর, থানা-বদলগাছী, জেলা নওগাঁকে ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। তাহার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামী কাল তাকে আদালতে পাঠানো হবে।তাহার বিরুদ্ধে বদলগাছী থানায় ২টি এবং জয়পুরহাট সদর থানায় ১টি মাদকের মামলা আছে।

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ২৫/৯/২০১৭ খ্রিঃ দুপুরে বদলগাছী থানার জগৎ নগর থেকে কুখ্যাত মাদক ব্...
25/09/2017

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে আজ ২৫/৯/২০১৭ খ্রিঃ দুপুরে বদলগাছী থানার জগৎ নগর থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল ছাওার @লেব ছাওার(৫৫), পিতা- মৃত আকালু সরদার, সাং- জগৎ নগর, থানা-বদলগাছী, জেলা নওগাঁকে ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে। তাহার বিরুদ্ধে বদলগাছী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামী কাল তাকে আদালতে পাঠানো হবে।তাহার বিরুদ্ধে বদলগাছী থানায় ২টি এবং জয়পুরহাট সদর থানায় ১টি মাদকের মামলা আছে।

Address


Telephone

01719432140

Website

Alerts

Be the first to know and let us send you an email when naogaon.bd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to naogaon.bd.com:

  • Want your business to be the top-listed Media Company?

Share