Harun Naogaon

Harun Naogaon যোগাযোগের ঠিকানা -
টাইম স্কোয়ার , এম পি সেলিম সাহেবের বিল্ডিং , বড় কাচা বাজার রোড নওগাঁ জেলা সদর

ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা অন্য কোন পেশায় কাজ করার মত নয়। এখানে আপনার প্রতিটি সেকেন্ড এর জন্য অর্থ দেয়া হয়। কাজ করতে ...
08/12/2023

ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করা অন্য কোন পেশায় কাজ করার মত নয়। এখানে আপনার প্রতিটি সেকেন্ড এর জন্য অর্থ দেয়া হয়। কাজ করতে চাইলেই কাজ করা যায় না। তাই মূলত প্রফেশনাল হওয়া ছাড়া এই সেক্টরে কাজ করা বা নিজেকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। তবে নূতন কেউ কোন কাজ না জানলেও সে যদি ভালোভাবে কাজ শিখে নেয় তবে সে এই সেক্টরে কাজ শুরু করতে পারে। কিন্তু কি কাজ শিখলে ভালো হবে, কোথা থেকে শিখলে ভালো হবে, কিভাবে শিখলে ভালো হবে তা নিয়ে অনেকের অনেক সংশয় থেকে যায়। তাই মূলত একদম নূতনদের জন্য একটি পরিপূর্ণ পথনির্দেশনা নিয়ে লেখা হলঃ

কোন কাজ প্রফেশনালি শিখার একদম প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলো ভালোভাবে জানা প্রয়োজন -
১। শুরুতেই প্রফেশনাল হবেন এই কথা ভাবা উচিৎ নয়।
২। শুরুতেই কোথায়/কিভাবে প্রফেশনালি শিখা যাবে তা ভাবা উচিৎ নয়।
৩। শুরুতেই অন্ধের মত প্রতিনিয়ত কাজ শেখা উচিৎ নয়।
৪। শুরুতেই প্রফেশনালি কাজ করবেন তা ভাবা উচিৎ নয়।
৫। শুরুতেই এই কাজ শিখে উপার্জন করবেন তা ভাবা উচিৎ নয়।

কি কাজ শিখবেন তা যদি বুঝতে না পারেন -
(শুরুতেই প্রফেশনাল হবেন এই কথা ভাবা উচিৎ নয়)
১। প্রথমেই কি কি কাজ করা যায় তার নাম গুলো জানুন।
২। নিজের কিছু ধারনা থাকলে ভালো, না থাকলে প্রতিটি কাজ সম্পর্কে গুগলে এবং ইউটিউবে খুজে দেখুন। গুগলে খুজুন এই কাজ কেন করা হয়। এবং ইউটিউবে খুজুন এই কাজ কিভাবে করা হয়।
৩। প্রথমেই শেখার জন্য পরিকল্পনা করবেন না। সাধারন ভাবে জানুন এবং দেখুন। নিজের কাছেই প্রশ্ন করুন আপনি যা দেখলেন তা আপনার ভালো লাগে কিনা এবং আপনি বুঝতে পারছেন কিনা ভালোভাবে।
৪। সব কাজ সবার কাছে ভালো লাগবেনা/ভালো বুঝবেন না। তাই যে কাজ গুলো ভালো লাগে এবং বুঝতে পারছেন সেই কাজ গুলোর ছোট্ট একটি লিস্ট করুন।
৫। এবার চলে আসুন মার্কেটপ্লেসে। তবে কাজ করতে নয়। আসবেন কাজের ব্যাপারে প্রফেশনাল কিছু তথ্য নিতে। যার উপর ভিত্তি করে আপনি কোন কাজটি/কাজগুলো শিখবেন তার সিদ্ধান্ত নিবেন।
৬। মার্কেটপ্লেস এ অ্যাকাউন্ট করুন। এই অবস্থায় আপনার প্রোফাইল ১০০% না করলেও চলবে।
৭। আপনি আপনার ভালো লাগার কাজের যে ছোট্ট লিস্টটি করেছেন ওই কাজ গুলো খুজুন। কাজের ধরন নির্দিষ্ট করে আপনি কাজ খুজতে পারবেন। তাই কাজ গুলো খুজুন এবং এই ধরনের কাজ কতটা পাওয়া যায়/চাহিদা আছে, কাজের মূল্য কেমন, কতজন প্রতিদ্বন্দ্বী রয়েছে তা দেখুন। একটি দুইটি নয়, বরং প্রতি ধরনের কাজের ৫০-১০০ টি জব পোস্ট দেখুন। আপনার ছোট্ট লিস্টে যে সকল কাজ গুলো রয়েছে তার সব ধরনের কাজের জব পোস্ট গুলো দেখুন।
৮। সব কিছু দেখার এবং বোঝার পর একটি অথবা আরো বেশি (যদি আপনি চান) কাজ নির্ধারণ করুন যে আপনি কোন কাজটি শিখবেন।

কাজ শিখতে গিয়ে যেভাবে পরিকল্পনা করবেন -
(শুরুতেই কোথায়/কিভাবে প্রফেশনালি শিখা যাবে তা ভাবা উচিৎ নয়)
১। প্রথমেই কোথা থেকে কাজ শিখলে ভালো হবে তা নিয়ে চিন্তিত হবেন না। ঘোরাঘুরি শুরু করবেন না। মূলত প্রাথমিক শিক্ষাগুলো আপনি যে কোন জায়গা থেকে নিতে পারেন। গুগলে খুজুন। যে কোন একটি সাইট থেকে প্রাথমিক শিক্ষা নিন।
২। সাইটে কতটা ভালো তথ্য দেয়া আছে তা নিয়ে সংশয়ে থাকার প্রয়োজন নেই।
৩। প্রথম দিন-ই অনেক উৎসাহ নিয়ে কাজ শিখতে নেমে পড়বেন না।
৪। সর্বপ্রথম আপনি যে কাজটি করতে যাচ্ছেন, কাজের পুরো কোর্সটি সম্পর্কে জানুন। যেখানেই কাজ শিখুন না কেন পুরো কোর্স এর একটি সিলেবাস দেয়া থাকে।
৫। আবারো বলছি প্রথমদিন-ই অনেক উৎসাহ নিয়ে কাজ শিখতে নেমে পড়বেন না।
৬। সিলেবাস এবং কাজের পুরো বিষয়গুলো সাইট থেকে একটু ঘেঁটে দেখুন যে কোন টপিকটি কত বড়, ইত্যাদি। ভিডিও হলে টেনে টেনে দেখুন প্রয়োজনে, আর শুধু লেখা হলে পাতা লাফ দিয়ে লাফ দিয়ে দেখুন। আমি দেখতে বলেছি। শিখতে বলিনি।
৭। আপনি মোটামুটি একটি ধারনা পেয়েছেন যে কাজটি শিখতে গেলে আপনার সিলেবাস এ কি কি আছে এবং সিলেবাসের কোন বিষয়গুলো কেমন বড় অথবা ছোট। এবার এই চিন্তা গুলো থেকেই পুরো সিলেবাসটিকে ভাগ করে নিন/ টপিক সিলেবাস অনুযায়ী অনুসরন করুন এবং একটি পরিকল্পনা করে নিন প্রতিটি ভাগের সময় এর ব্যাপারে। তবে সময় নির্ধারণ এর ক্ষেত্রে কিভাবে কাজ শেখা উচিৎ তা জেনে নেয়া ভালো।

কিভাবে কাজ শিখবেন?
(শুরুতেই অন্ধের মত প্রতিনিয়ত কাজ শেখা উচিৎ নয়)
১। আপনার পরিকল্পনা অনুযায়ী একটি একটি ভাগ করে শুরু করুন। সর্ব প্রথম আপনি ওই ভাগের/টপিকের পুরো ভিডিওটি দেখুন মন দিয়ে/পুরো লেখাটি পড়ুন মন দিয়ে। সাধারনত আমরা যেভাবে মুভি দেখি/গল্প পড়ি। এর মধ্যে আপনি অনেক ধারনা পেয়ে যাবে এই ভাগের ব্যাপারে।
২। যেহেতু একবার দেখেছেন/পড়ছেন তাই আপনার মাঝে মোটামুটি একটি ধারনা রয়েছে। মূলত কাজ শেখার অধ্যায়টি আপনি নিজের অজান্তেই শেষ করেছেন। এবার আবার এই ভাগ/টপিক টি প্রথম থেকে শুরু করুন। দেখুন/পড়ুন এবং পাশাপাশি নিজে নিজে করতে চেষ্টা করুন।
৩। আপনি কোর্সটির মোটামুটি ১০% অথবা ২৫% অথবা ৫০% শিখে ফেলেছেন পাশাপাশি নিজে নিজে চর্চা করেছেন। এখন মোটামুটি ভাল একটি ধারনা আছে। এবার টপিক অনুযায়ী আলাদা আলাদা ভাবে চর্চা করে কাজ শিখলেও এই ১০% অথবা ২৫% অথবা ৫০% এর সব কিছু দিয়ে কিছু একটি করার চেষ্টা করুন। আমি বলছিনা পুরোপুরি একটি কাজ করতে। শুধুমাত্র যা শিখেছেন তা দিয়ে গোছান একটি কাজ যতটুকু করা যায়। এ জন্য ভালো একটি উদাহরন হচ্ছে - ৪ কি.মি রাস্তার মধ্যে ১ কি.মি যেতে পারলে অতটুকুই যান। শুধু নিজেকে তুলে ধরুন যে আপনি যতটুকু শিখেছেন তা আলাদা আলাদা টপিক অনুযায়ী কাজ জানলেও, চাইলে আপনি তার সবকিছু মিলিয়েও কাজ করতে পারেন।
৪। এভাবে একটি নির্দিষ্ট ভাগ পর পর আগের সব কিছু মিলিয়ে মিলিয়ে কিছু একটি করার চেষ্টা করুন।
৫। পুরো সিলেবাসটি সম্পূর্ণ হলে এবার পুরো একটি কাজ করার চেষ্টা করুন।

কাজ শেখার পর যা করনীয়
(শুরুতেই প্রফেশনালি কাজ করবেন তা ভাবা উচিৎ নয়)
১। কাজ শেখা শেষে যে ক্লায়েন্ট এর কাজ করতে হবে এমন চিন্তা করবেন না। এখনো অনেক পথ বাকি।
২। আবারো বলছি পুরো সিলেবাসটি সম্পূর্ণ হলে এবার পুরো একটি কাজ করার চেষ্টা করুন। মনে রাখবেন আপনি পুরো সিলেবাস শেষ করেছেন কিন্তু পুরো কাজটি শিখেননি।
৩। আপনি নিজে থেকে কিছু করতে পারেন বা এই ধরনের কাজ করে এমন ব্যক্তিকে অনুরোধ করুন যে আপনাকে কিছু একটা করতে বলা জন্য। তবে প্রফেশনালি কোন কাজ নয়।
৪। আপনি টেস্ট হিসেবে কিছু করুন। এবং দেখুন কোথায় কোথায় আপনার ঘাটতি রয়েছে। ওইগুলো গুগল, ইউটিউব এ খুজে দেখুন।

কাজ শুরু করার পূর্বে এবং শুরু করার মুহূর্তে যা করনীয়
(শুরুতেই এই কাজ শিখে উপার্জন করবেন তা ভাবা উচিৎ নয়)
১। শুরুতেই আপনি মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট করেছিলেন। ওই অ্যাকাউন্টটির প্রোফাইল ১০০% না করে থাকলে তা করে ফেলুন।
২। এবার আপনার কাজ সম্পর্কিত জব পোস্ট গুলো দেখতে থাকুন। শুরুতে দেখবেন আপনার এই কাজের মধ্যে অনেক কিছুই আছে আপনার অজানা। জব পোস্ট গুলো দেখে দেখে বের করুন আপনার আরো কি কি জানা প্রয়োজন। ওগুলো গুগলে, ইউটিউবে খুজুন। করার চেষ্টা করুন।
৩। জব পোস্ট দেখার মাঝে দেখুন এমন কোন জব আছে কিনা যার সম্পূর্ণ কাজটি আপনি আসলেই করতে পারবেন। যদি এমন হয় তবে আপনি এপ্লাই করুন। চেষ্টা করুন কাজটি পাওয়ার।
৪। শুরুর দিকে অনেকটা সময় ধরে আপনার স্কিল বাড়াতে হবে ভালো কাজে এপ্লাই করার মত নিজের অবস্থান তৈরি করতে এবং কাজ করতে।

এখানে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তা শুধুমাত্র কিভাবে শুন্য থেকে কাজ সম্পর্কিত ক্ষেত্রে নিজেকে প্রফেশনাল করে তুলবেন। এছাড়াও যে বিষয়গুলো আলোচনা করা হয়নি কিন্তু তা অতীব গুরুত্ব বহন করে তার মধ্যে -
১। আপনার ইংলিশে মোটামুটি দক্ষতা থাকা প্রয়োজন।
২। গুগল এবং ইউটিউবে খুজে দেখে শিখার মত ধৈর্য থাকা প্রয়োজন।
৩। কাজ খোঁজা শুরু করার মুহূর্ত থেকে আপনার প্রোফাইলটি প্রফেশনালি সাজানো প্রয়োজন।
৪। কাজ খোঁজা শুরু করার মুহূর্ত থেকে আপনার কভার লেটারটি প্রফেশনালি লেখা প্রয়োজন।
৫। কাজ খোঁজা শুরু করার মুহূর্ত থেকে ক্লায়েন্টকে বোঝা প্রয়োজন।
৬। এবং কাজ খোঁজা শুরু করার পূর্ব বা পর থেকে কাজ নিজেকে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করতে পরবর্তী সময়ের জন্য ভালো একটি পরিকল্পনা থাকা প্রয়োজন।
এবং উপরে বার বার বলার পর ও সর্বশেষ একটি কথা আবারো বলছি। গুগল (সার্চ ইঞ্জিন) এবং ইউটিউব কে ব্যবহার করুন প্রতিনিয়ত। আপনার সকল প্রশ্নের উত্তর এখানেই রয়েছে।এখানে মূলত কাজ সম্পর্কে নিজেকে প্রফেশনাল হিসেবে গড়ে তোলার কথা আলোচনা করা হয়েছে।

# লিখাটি অনলাইন থেকে কালেক্ট করা আমি নিজে লিখি নাই, লিখাটির সাথে আমি একমত তাই শেয়ার করলাম।

02/12/2023

ফ্রীল্যান্সিং এর কোন কাজটা আপনার জন্য ভালো হবে বুঝবেন কিভাবে ?

নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন, কেনো বেশির ভাগ মানুষ  ফ্রীল্যান্সিং এর শুরুতেই ফেইল করে।মাত্র ৭ মিনিটের একটা  ভিডিও...
28/11/2023

নিচের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন, কেনো বেশির ভাগ মানুষ ফ্রীল্যান্সিং এর শুরুতেই ফেইল করে।মাত্র ৭ মিনিটের একটা ভিডিও দিয়েছিলাম, তাদের ধৈর্য হয় নাই দেখার। তাহলে পরবর্তীতে ফ্রীল্যান্সিং বিষয়ে নিজেকে আপডেট রাখতে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখবেন কিভাবে? শিক্ষক তো আপনাকে সারাক্ষন হেল্প করবে না। নিজেই অনলাইন সোর্স থেকে শিখতে হবে। আর আপনি ৭ মিনিটের একটা ভিডিও দেখতে পারেন না৷ তাহলে ভাই হবে না। রাগ করেন আর যাই করেন এটাই সত্য। এই ভাবে চললে লাখ টাকা কম্পিউটার কিনে বা লাখ টাকার কোর্স করেও লাভ হবে না। টাকা খরচ করার আগে নিজেকে জানুন, আরো সহজ ভাবে বোঝার জন্য আরো ভিডিও দিবো আসতে আসতে। তাও বুঝে শুনে ফ্রীল্যান্সিং এ আসুন। তাহলে টাকা ও সময় দুটোই বেচে যাবে।

26/11/2023

ভিডিও দিয়েছিলাম, ফ্রীল্যান্সিং এর শুরুতে ভুল নিয়ে, সবাই ইনবক্সে বলতেছে, কোর্স ফী কতো? কত দিন লাগবে শিখতে? কতো দিনে ইনকাম হবে? বুঝেন অবস্থা,তার মানে ধৈর্য নিয়ে কেউই ভিডিও দেখে নাই !

25/11/2023

নওগাঁ সদরে ২১ মাস ব্যাবসার বয়স আমার। এই টুকু সময়ে এতো কম্পিটিশনের মাঝে এতো দূর আসতে পেরেছি তার একটা কারন " ফেসবুক মার্কেটিং "

24/11/2023
23/11/2023

সবার দেখা দেখি ফ্রীল্যান্সিংয়ে ঝাপ দিচ্ছেন ? ধৈর্য থাকলে ভিডীওটি দেখুন , ৫০-৬০ শতাংশ ফেইল করছেন , ফ্রীল্যান্সিং নিয়ে ভুল ধারনা জন্ম নিচ্ছে । একটু বুঝে শুনে ধাপ দিলে আপনার সময় ও টাকা দুটোই বেচে যাবে , সফলতা ও আসবে

স্ক্রিনশট গুলো পড়ুন, প্রডাক্ট সেলের পাশাপাশি দু'চারটা কথা বললে কাষ্টোমার রিলেশন বিল্ড হয় 🙂
15/09/2023

স্ক্রিনশট গুলো পড়ুন, প্রডাক্ট সেলের পাশাপাশি দু'চারটা কথা বললে কাষ্টোমার রিলেশন বিল্ড হয় 🙂

01/09/2023

আপনি যখন কোনো কাজ করবেন, কিছু বসে থেকে খাওয়া বা Bad Manners এর লোক হুদাই নানান কথা আপনার ফেসবুক কমেন্টে এসে বলবে৷ গায়ে মাখা যাবে না এসব, আপনি যদি ঠিক থাকেন, আপনি এগিয়ে যান।

কাষ্টোমার কল - রাত ১২ টা ২৮ এ কল, আমরা কবে একটু প্রফেশনাল হবো ?
31/08/2023

কাষ্টোমার কল - রাত ১২ টা ২৮ এ কল, আমরা কবে একটু প্রফেশনাল হবো ?

31/08/2023

বেকারত্ব কারন - লজ্জা ! আমরা বেকার থাকবো কিন্তু ছোট খাটো কাজ করবো না ,এটাই আমাদের সমস্যা !

বিলিয়ন ডলার হিসাবে দেখানো হয়েছে , ঠীক এই ভাবেই প্রতি বছর ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পরিমান বাড়ছে
27/08/2023

বিলিয়ন ডলার হিসাবে দেখানো হয়েছে , ঠীক এই ভাবেই প্রতি বছর ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার পরিমান বাড়ছে

এই কাজ গুলোর উপর আস্থা রাখবেন না। স্থায়ী ভাবে একটি কাজের উপর দক্ষাতা অর্জন করুন।
21/08/2023

এই কাজ গুলোর উপর আস্থা রাখবেন না। স্থায়ী ভাবে একটি কাজের উপর দক্ষাতা অর্জন করুন।

যেই প্রফেশনেই থাকুন না কেনো, যদি সখ থাকে ভিডিও বানাতেই পারেন। এতো করে আপনার সখও পুরন হবে, আবার আপনার প্রফেশন ও এগিয়ে যাব...
16/08/2023

যেই প্রফেশনেই থাকুন না কেনো, যদি সখ থাকে ভিডিও বানাতেই পারেন। এতো করে আপনার সখও পুরন হবে, আবার আপনার প্রফেশন ও এগিয়ে যাবে।

সন্তানের একটু খোজ খবর রাখার চেষ্টা করি
27/07/2023

সন্তানের একটু খোজ খবর রাখার চেষ্টা করি

Adsense এর ইনকাম এই জন্যই পুরোপুরি হালাল কিনা আমার সন্দেহ, যেখানে এমন ছবি ব্যাবহার হয়
21/07/2023

Adsense এর ইনকাম এই জন্যই পুরোপুরি হালাল কিনা আমার সন্দেহ, যেখানে এমন ছবি ব্যাবহার হয়

ভাগ্যিস চাকরি করি নাই - আমি একটা সার্ভিস সেল করি, গতোকাল একজন সেই সার্ভিস নিয়ে জানতে চেয়েছেন কিন্তু তার কথা ধরনটা আমার প...
21/07/2023

ভাগ্যিস চাকরি করি নাই -
আমি একটা সার্ভিস সেল করি, গতোকাল একজন সেই সার্ভিস নিয়ে জানতে চেয়েছেন কিন্তু তার কথা ধরনটা আমার পছন্দ হয় নি, সরাসরি বলে দিয়েছি এই সার্ভিস আপাতত সেল করছি না। চাকরিতে আমি পারতাম ? এই হজম ক্ষমতা আমার নাই, তার মানে চাকরি করার যোগ্যতাও আমার নাই। কোনো কাষ্টোমার আমার দোকানে আসলে কথার ধরন পছন্দ না হলে আমি ভদ্র ভাবে বলে দেই যে প্রডাক্টের একটু ঝামেলা আছে, নিয়েন না, কারন আমি জানি এই কাষ্টোমার আমাকে পরে হুদাই ঝালাবে। মনে মনে ঠিক করেই নেই, সেল করবো না। চাকরি করি না, আমি সাহেব মানুষ না, তাই বলে কি ভালো ব্যাবহার আশা করতে পারি না?

Address

Naogaon
Hat Naogaon

Opening Hours

Monday 11:00 - 20:00
Tuesday 11:00 - 20:00
Wednesday 11:00 - 20:00
Thursday 11:00 - 20:00
Saturday 11:00 - 20:00
Sunday 11:00 - 20:00

Telephone

+8801956922060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Harun Naogaon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun Naogaon:

Videos

Share


Other Social Media Agencies in Hat Naogaon

Show All