03/10/2024
তুচ্ছ একটি কারনে এক ব্যক্তিকে কবরে শাস্তি দেয়া হচ্ছে। সাহাবীরা কারন জিজ্ঞেস করলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সে তার কথা দিয়ে মানুষকে কষ্ট দিতো।- সহিহ ইবনে হিব্বান।
১০ বছর আগের কোন কথা আপনাকে মনে করতে বললে কি মনে করতে পারবেন? পারবেন। কেবল সেই কথাগুলো যা আপনাকে প্রচন্ড আনন্দিত করেছিল কিংবা মারাত্মক ভাবে কষ্ট দিয়েছিল। বক্তার হয়তো মনেও নেই, কিন্তু আপনার স্মরন আছে পুরোটুকুই। তার বাচনভঙ্গি, কোথায় কোন পরিবেশে বলা হয়েছিল, কী কী শব্দে গঠিত হয়েছিল সেই বাক্যটি, মনে আছে আপনার তার পুরোটাই।
কাউকে কিছু বলার আগে তাই সাবধান হন। আপনি ধারনাও করতে পারবেন না, আপনার বলা সেই একটি বাক্য কতবার শ্রোতার মুখে নি:শব্দে রিপিট হয়েছে। কতবার সে এটা নিয়ে চোখের পানি ফেলেছে। কতবার সেই বাক্যের কারনে তার রবের কাছে নালিশ গেছে।
আল্লাহর রাসুল (ﷺ) বারবার সতর্ক করেছেন- বহু মানুষের জাহান্নামে যাওয়ার কারন হবে এই জিহবা।
হাড্ডি নেই যার একটাও, কিন্তু শত হাড্ডি চুর্নবিচুর্ন করে দিতে সক্ষম।