![✨ ডিজিটাল মার্কেটিং কেন শিখব??বর্তমান এই যুগে প্রায় ৯০% ব্যবসা এখন অনলাইন নির্ভর হয়ে উঠেছে।যেহেতু মানুষ এখন কোনো কিছু ক...](https://img3.medioq.com/468/525/114964274685254.jpg)
18/09/2022
✨ ডিজিটাল মার্কেটিং কেন শিখব??
বর্তমান এই যুগে প্রায় ৯০% ব্যবসা এখন অনলাইন নির্ভর হয়ে উঠেছে।যেহেতু মানুষ এখন কোনো কিছু কেনার আগে প্রথমে ইন্টারনেটে সার্চ করে। তাই বেশির ভাগ ব্যবসায়ীরা তাদের পণ্য বিক্রি করার জন্য অনলাইনে তাদের ব্যবসা নিয়ে আসছে।আর এই অনলাইনে নির্দিষ্ট কাস্টমারদের সাথে পণ্য পৌছাঁনোর জন্য প্রয়োজন সঠিক উপায়ে ডিজিটাল মার্কেটিং। আর এই কারনেই ডিজিটাল মার্কেটিং সেক্টরের চাহিদা এত বেশি। প্রত্যেকটি প্রফেশনাল ডিজিটাল মার্কেটারদের ইনকাম ৫০০ থেকে ৫ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। আর বর্তমানে ১ ডলার এর মূল্য ১১০ টাকা,তাহলে একজন ফ্রীল্যান্সার ঘরে বসে ডিজিটাল মার্কেটিং করে প্রতি মাসে কত টাকা ইনকাম করে তা ভাবতেই কেমন অবাক লাগে।
🌿আপনি ও ঘরে বসে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে উপার্জন করতে পারেন।