Md. Abir Sarkar Sajid

Md. Abir Sarkar Sajid I'm a Professional Digital Marketer..!! ❤️

স্বপ্ন!আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে ভালোই লাগে। একবার আমার এক অনুজ ঘুম থেকে বালিশের নিচে কি যেনো হন্য তন্য হয়ে খুঁজছে। আ...
05/12/2023

স্বপ্ন!
আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে ভালোই লাগে। একবার আমার এক অনুজ ঘুম থেকে বালিশের নিচে কি যেনো হন্য তন্য হয়ে খুঁজছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার! সকাল সকাল কি খোঁজা হচ্ছে? সে আমাকে বলল টাকা! আমি ভাবলাম ঘুমানোর সময় হয়তো বালিশের নিচে টাকা রেখে ঘুমিয়েছে। এখন হয়তো পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কতো টাকা। সে বললো ১০,০০,০০০ টাকা! আমি তো অবাক। এতো টাকা পেলো কোথায় সে?ধরলাম সে হয়তো আলাদিনের চেরাগ পেয়েছিলো তাই হয়তো এতো টাকা পেয়ে গিয়েছে রাতারাতি। কিন্তু তারপরও প্রশ্ন হলো এতো টাকা বালিশের নিচে রাখা যায় নাকি? আমি বলতে পারি না। হয়তো রাখা যায়। কারণ আমি আলাদিনের চেরাগ পাই নি কখনো আর এতো টাকা পেয়ে বালিশের নিচে রাখার সেই সৌভাগ্য হয়নি। যাইহোক তাকে সাহায্য করা উচিৎ। যতো যাই হোক এতো গুলো টাকা! তাই আমি তার সাথে টাকা খোঁজা শুরু করি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কখন টাকা বালিশের নিচে রেখেছিলো। সে চিন্তা করে হঠাৎ মুখে হতাশা এনে বললো, "ভাই মাফ করে দিয়েন। আমি হয়তো স্বপ্ন দেখছিলাম।"

স্বপ্ন!
এ.পি.জে আব্দুল কালাম বলেছেন, "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না।"

এমন স্বপ্ন তাহলে কিভাবে দেখতে হয়? স্বপ্ন হতে হবে S.M.A.R.T.
S= Specific (নির্দিষ্ট)
M= Measurable (পরিমাপ যোগ্য)
A= Achievable (অর্জন করার মতো)
R= Realistic (বাস্তবিক)
T= Transparent (স্বচ্ছ)

আমি বিশ্বাস করি যেই স্বপ্নটা আমার প্রয়োজনের মধ্যে পড়ে সেটাই পূরণ হয়।

দিনশেষে বলবো সবার সকল ভালো স্বপ্ন পূরণ হোক।

সফলতার মূলমন্ত্র হলো দক্ষতা। দক্ষতা গুলোকে আয়ত্ত করে নিতে হয়। কাজের পেছনে ছুটলে কাজ মিলে না। কিন্তু আপনার যদি দক্ষতা থ...
09/11/2023

সফলতার মূলমন্ত্র হলো দক্ষতা। দক্ষতা গুলোকে আয়ত্ত করে নিতে হয়।

কাজের পেছনে ছুটলে কাজ মিলে না। কিন্তু আপনার যদি দক্ষতা থাকে তাহলে কাজ আপনার পেছনে ছুটবে। তাই নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে দক্ষতা অর্জন করতে হবে। প্রযুক্তির এই যুগে প্রযুক্তি নিয়ে দক্ষতা না থাকলে আপনি অন্যদের তুলনায় পিছিয়ে পড়বেন।

নিজেকে সামনে এগিয়ে রাখতে দরকার কিছু বাড়তি দক্ষতা। আর তাই বেছে নিতে পারেন আপনার সম্ভাবনাময় ক্ষেত্র ডিজিটাল মার্কেটিং। বিজনেস কিংবা ফ্রিল্যান্সিং যেকোনো ক্ষেত্রে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং শিখে।

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে...
05/11/2023

একটি মার্কেটে যেখানে ৩ টা কামরাঙ্গার দাম ৩১রিয়াল যার বাংলাদেশি টাকায় মুল্য ৯০০+ টাকার মত।
অথচ কত কামরাঙ্গা গাছের নিছে পড়ে থাকে
ধরে নিতে পারেন আমাদের জিবনটাও এই কামরাঙ্গার মতই।
যদি নিজেকে গাছের নিছে পড়ে থাকা ফলের মত ভাবেন!
তাহলে আপনাকে কেউ কখনো দাম দিবেনা।
তাই নিজেদেরকে এমন জায়গায় উপস্থাপন করতে হবে। যেখানে আমাদেরকে সবাই সঠিক ভাবে মূল্যায়ন করবে।
তাই জায়গা বদলান, কোথায় আপনার মূল্য আছে সেখানে যান।

20/10/2023

রিজিক অসম্ভব সুন্দর একটা জিনিস❤️

ফজরের ঠিক ১০ মিনিট আগে Fiverr এ নক আসলো, রিপ্লাই দিলাম।
GA4 এর জন্য একটা Contact Form ট্রাকিং করাবে। কিন্তু সেটা Zoom এ গিয়ে করে দিতে হবে। আর এই দিকে ফজরের জামায়াত শুরু হতে প্রায় ৮ মিনিট এর মতো আছে।

আমি Clients সাথে মেসেজ এ কথা বলতে বলতে মসজিদের দিকে যাচ্ছি। তার কোন আর Response নাই। আমি গিয়ে সুন্নাত শেষ করে, আবার ফোনের ডাটা অন করলাম। দেখলাম সে মিটিং লিংক দিতে বলতেছে।

আমি Clients কে বললাম কাজটা করতে ১০ মিনিট এর মতো লাগবে। আমি সালাত শেষ করে মিটিং এ বসি। সে ১৫ মিনিট সময় দিলো সালাত শেষ করার জন্য।

ফরজ সালাত জামায়াতে শুরু হলো, সালাম ফিরিয়েই দেখি ২৩ মিনিট লাগছে দুই রাকাআত সালাত শেষ হতে, বুঝতেই পারিনি।

এবার Client কে নক দিলাম। Client বললো সে অন্য একজন কে দিয়ে কাজ শেষ করে নিয়েছে। জানার আগ্রহ থেকে তাকে বাজেট জিগ্যেস করলাম, বললো ৫০ ডলার দিয়েছি। সাধারণত একটু মন খারাপ হওয়ারই কথা।
কিন্তু পরেক্ষনেই মনে হলো, আরে রিজিক তো আমার হাতে না। আলহামদুলিল্লাহ বলে দোয়া শেষ করে বাড়িতে আসলাম।

ভাবলাম প্রায় ৩ মাস হলো Upwork এ বিড করি না। যেই ভাবা সেই কাজ। দেখি আমার ক্যাটাগরির দুইটা জব পোস্ট, মাত্র ৪ মিনিট আগে, এপ্লাই করলাম। ১০ মিনিটের মাথায় প্রথম টার রিপ্লাই আসলো। মাত্র ৩ টা মেসেজ এ সে আমাকে ৪০০ ডলার এর একটা প্রজেক্ট দিয়ে গেলো।

৩০ মিনিট এর মাথায় ২য় জবটার রিপ্লাই আসলো। সে জুমে কথা বলবে তাই জুম লিংক দিলো। জুমে জয়েন করে যা দেখলাম এটার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না।

মিটিং শেষ করে চোখের পানি আর কিছুতেই আটকিয়ে রাখতে পারতেছিলাম না।

আমরা আসলে রিজিক নিয়ে খুবই চিন্তায় থাকি। দেখেন প্রিয় ভাই আপনার জন্য যেটা বরাদ্দ করা হয়েছে সেটা আপনি পাবেনই....
আপনাকে শুধু রোলটা প্লে করতে হবে।
হতাশ হয়ে কি হবে..? আমাদের থেকে আমাদের রব ভালো জানেন কখন আমাদের জন্য কি প্রয়োজন।

দিন শেষে একটা জিনিস কি জানেন, এই যে এগুলো দেখছেন না, এগুলো কিছুই সফলতা অংশ না। এগুলো কিছুই আমাদের কাজে আসবে না। আল্লাহ থেকে আপনি যেই জিনিসকেই আপনি বেশি ভালোবাসবেন সেটা আপনার থেকে কেড়ে নিবে।

তাই কাজকে সময় দিতে গিয়ে আল্লাহ চেয়ে বেশি বড় করে দেখছেন না তো। করন এমনটা আমারও হতো। নামাজ বাদ দিয়ে পড়তে বসতাম। আজ পড়াশুনায় আমি খুব ভালো করতে পারি নাই।

যেখানে আপনার কাছে দোয়ার মতো এতো বড় মিসাইল আছে তাহলে কেনো সেটা ব্যবহার করছেন

'কাজে লেগে থাকুন, নয়তো হতাশা আপনার পেছনে লেগে থাকবে"যেকোনো কঠিন কাজকে বাস্তব করতে হলে যথেষ্ট ধৈর্য, হার না মানা ইচ্ছাশক্...
09/10/2023

'কাজে লেগে থাকুন, নয়তো হতাশা আপনার পেছনে লেগে থাকবে"

যেকোনো কঠিন কাজকে বাস্তব করতে হলে যথেষ্ট ধৈর্য, হার না মানা ইচ্ছাশক্তি নিয়ে লেগে থাকতে হয়। হতাশ হয়ে ভেঙে পড়লে কোনো অসাধ্য সাধন করা যায়না। বার বার ব্যার্থ হলেও কাজে লেগে থাকতে হয়!

ব্যার্থতাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে হবে আমি যত বার ব্যার্থ হবো, আবার এর থেকে বেশি শক্তি নিয়ে চেষ্টা করবো।

সব মানুষেরই একইরকম মেধা, অর্থ বা পৃষ্ঠপোষক থাকেনা। কিন্তু সকলের মধ্যে একটি মন্ত্র থাকে, তা হচ্ছে
"হাল না ছাড়া"

26/09/2023

"সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো সাফল্য এমনিই আসবে।

- আলবার্ট আইনস্টাইন

25/09/2023

- দুঃসময়ে যারা তোমাকে ছেড়ে যায তারাই তোমার প্রকৃত বন্ধু,কেননা তারাই তোমাকে স্বাবলম্বী হতে শিখায় এবং তুমি চিনতে শেখো মানুষ !

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।➪︎২য় জন-শুধু শিক্ষা  অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা ...
23/09/2023

➪︎১ম জন-টাকা উপার্জন করতে করতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছে না।।

➪︎২য় জন-শুধু শিক্ষা অর্জন করতে করতে পরিপূর্ণ সুন্দরটা দেখতেছে না।।

➪︎৩য় জন-শিক্ষা ও অর্থ উপার্জন দুটা একসাথে
করতেছে তাই পৃথিবীর আসল সৌন্দর্য্য উপভোগ করতেছে।।

➪︎৪র্থ জন- শিক্ষা এবং অর্থ কিছু না থাকাতে পুরো পৃথিবী তার জন্য অন্ধের মতো।
তাই আমাদের সকলের উচিত পড়াশোনার পাশাপাশি কিছু একটা করা।



20/09/2023

অতীতের সাফল্য হয়তো তোমাকে ভবিষ্যতের ব্যর্থতার দিকে নিয়ে যাবে।
কিন্তু তুমি যদি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো,
তবে দিন শেষে তুমি সফল হবেই।
সফল হওয়ার চেষ্টা করার বদলে দক্ষ হওয়ার চেষ্টা করো।
সাফল্য এমনিই আসবে।

না বলতে শিখুন.......,...না হলে বিপদ এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,,  এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্...
14/09/2023

না বলতে শিখুন.......,...না হলে বিপদ

এই লোকটি একটি দোকান দিয়ে নতুন ব্যবসা শুরু করেছিল,,, এবং তার সমস্ত পরিচিতজন বন্ধু_প্রতিবেশী এবং পরিবার সেখানে কেনকাটা করতো এবং মাঝে মাঝে বাকী ও চাইতো
কয়েক বছর পরে, এই সব বাকী মিলে বড় আকার ধারন করে
কখনও কখনও আমরা হ্যাঁ বলি যখন আমাদের না বলা উচিত ছিল।
আপনি হ্যাঁ বলবেন ভাবছেন আপনি মানুষকে সাহায্য করছেন..
কিন্তু আসলে আপনি হেরে যাচ্ছেন
এবং আপনার কঠোর পরিশ্রম এবং ত্যাগ স্বীকার করছেন,
আপনার সময় খারাপ যাবে এবং বাকী টাকা চাইবেন তখন সবাই আপনার দিকে মুখ ফিরিয়ে নেয়।

সবসময় হ্যাঁ বলবেন না...

আপনার ব্যবসায় বিনিয়োগ করুন এবং সঞ্চয় করুন, স্মার্ট হন, সবকিছু হারিয়ে যেতে দেবেন না,,,,,

সত্যি বলতে আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ আপনার জন্য কিছুটা সহজ হয়ে যাবে ঠিকই ,কিন্তু যদি আপনা...
10/09/2023

সত্যি বলতে আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে ফ্রিল্যান্সিংয়ের অনেক কাজ আপনার জন্য কিছুটা সহজ হয়ে যাবে ঠিকই ,কিন্তু যদি আপনার কাছে ল্যাপটপ না থাকে তাহলে আপনি চাইলে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে পারেন। এ প্রশ্নটির উত্তর হচ্ছে হ্যাঁ ,মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব।

তবে এটার জন্য আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে , কাজে দক্ষতা অর্জন করতে হবে এবং পরিশ্রম করতে হবে 💙

হাতের মোবাইল দিয়েই ফ্রী সময়কে কাজে লাগিয়ে ক্যারিয়ারকে পরিবর্তন করুন। নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন। স্টুডেন্ট, চাকরি, ব্...
05/09/2023

হাতের মোবাইল দিয়েই ফ্রী সময়কে কাজে লাগিয়ে ক্যারিয়ারকে পরিবর্তন করুন।
নিজের ক্যারিয়ার নিজেই গড়ুন। স্টুডেন্ট, চাকরি, ব্যবসা সকল পেশার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে ডিজিটাল মার্কেটিং শুরু করুন।❤️

Leader leads by example, not by force 🤗
02/09/2023

Leader leads by example, not by force 🤗

কখনো হতাশ হবেন না আপনার চেহারা বা অবস্থান নিয়ে। যা পেয়েছে তা নিয়ে সব সময় শুকরিয়া করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার ...
31/08/2023

কখনো হতাশ হবেন না আপনার চেহারা বা অবস্থান নিয়ে। যা পেয়েছে তা নিয়ে সব সময় শুকরিয়া করবেন মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লার কাছে।

মনে রাখবেন আপনি যেই অবস্থানে আছেন তা অনেকের জন্য স্বপ্ন।

When you want to give up , remember why you started
30/08/2023

When you want to give up , remember why you started

28/08/2023

যেই ১৫ /২০ লাখ টাকা খরচ হবে পড়াইতে সেই টাকা আমার হাতে দিলে আমি বছর ঘুরতেই মিলিওনিয়ার হইয়া যাইতে পারতাম। ৫ বছরে কম কইরা হইলেও কয়েক কোটি টাকা থাকতো। কিন্তু "সোসাইটি" র জন্য পড়তে হবে। বাবা মার পকেট থেকে লাখ লাখ টাকা বের হবে পড়াশোনার জন্য, কিন্তু স্টার্টআপ এর জন্য ধার চাইলে থাপ্রাবে। কয়েকবার আইডিয়া শেয়ারের পর বলসে, "পড়াশোনায় মন দাও, অন্য কিছুতে মন দিও না। "

ফলস্বরূপ আমার বাপের ২০/৩০ লাখ টাকা যাবে, আমি ৫ বছর ঘাস কাটবো, বয়স ২৫/২৬ এ গিয়ে ব্যাংক ব্যালেন্স শূন্য৷ সিভি নিয়ে কোম্পানির দ্বারে দ্বারে ঘুরবো। কম টাকা বেতনের চাকরি করলে সেই বাবা মা-ই খোটা দিবে। তুলনা দিবে ওমুক তমুক এই বয়সেই বাড়ি গাড়ি করে ফেলসে।

মধ্যবিত্তের লুপ এ পড়ে গেসি।

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারতেছেন না তাদের বলব এই ফ্রী ক্লাসের মধ্য দিয়ে আপনি আপনা...
21/08/2023

যারা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন বুঝতে পারতেছেন না তাদের বলব এই ফ্রী ক্লাসের মধ্য দিয়ে আপনি আপনার ফ্রিল্যান্সিং যাত্রাটি শুরু করতে পারেন যারা ফ্রী ক্লাসটি করতে চান তারা ইনবক্স করুন ! ✨🌸

20/08/2023

আল্লাহর ওপর ভরসা করা মানুষগুলো কখনোই খালি হাতে ফিরে আসে না
'অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে'
(সূরা মুমিনুন-০১)

যখন তোমার আম্মু জিজ্ঞেস করবে, ''তোর কাছে টাকা আছে?''তখন, ''টেবিলের ওপর মানিব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও" বলতে পারলে বুঝবা...
13/08/2023

যখন তোমার আম্মু জিজ্ঞেস করবে, ''তোর কাছে টাকা আছে?''
তখন, ''টেবিলের ওপর মানিব্যাগ আছে, যা লাগে নিয়ে যাও" বলতে পারলে বুঝবা You have become a man.

এই মুরোদ যতদিন না হবে, ততদিন যতই ক্লাশি গেট-আপে পিক আপ্লোড দাও আর পশ রেস্টুরেণ্টে চেক-ইন দাও না কেন, you will still be considered as a মাকুন্দা kid.

ইচ্ছায় শক্তি ইচ্ছায় বল ।  ❤️💸বিস্তারিত কমেন্ট বক্স
08/08/2023

ইচ্ছায় শক্তি ইচ্ছায় বল । ❤️💸
বিস্তারিত কমেন্ট বক্স

ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাস...
07/08/2023

ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং সেক্টরে মেয়েদের জন্য রয়েছে সবচাইতে বড় সুবিধাজনক অবস্থা।

ফ্রিল্যান্সিং করার ফলে তাদেরকে বাসা থেকে বের হয়ে কোথায়ও গিয়ে চাকরি করতে হচ্ছে না,বা কারো দ্বারপ্রান্ত হতে হয় না এবং পর্দায় থেকেই ভালো ইনকাম করতে পারে।

এতে পড়াশোনা,সংসার,পর্দা সব একই সাথে মেইনটেইন করতে পারছে।
পাশাপাশি নিজের ইনকাম থেকে পরিবারে অবদানের যথেষ্ট সুযোগ পাচ্ছে।

#ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা। যেখানে কোনো কোম্পানির আওতায় না থেকে কোনো বসের আওতায় না থেকে নিজের স্বাধীনতা নিয়ে কাজ করা য...
06/08/2023

ফ্রিল্যান্সিং হলো মুক্ত পেশা।
যেখানে কোনো কোম্পানির আওতায় না থেকে কোনো বসের আওতায় না থেকে নিজের স্বাধীনতা নিয়ে কাজ করা যায়।
নিজের সময়ের স্বাধীনতা থাকে, ইনকামের স্বাধীনতা থাকে।

💻ফ্রিল্যান্সিং Ranking পৃথিবীর অষ্টম অবস্থানে আছে বাংলাদেশ। 🇧🇩

বর্তমানে ৩০০ মিলিয়ন ডলার $$ আয় করে দেশের Freelancer রা..
সেটা ২০২৫ সালের মধ্যে ১০০০ মিলিয়ন ডলার $$ হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাড়াতে চায় আয়ের উৎস বেকার নয়। আমি নয় বলছে সরকার।

একটা সঠিক সিদ্ধান্তই পারে আমার আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে।

𝗟𝗲𝘁'𝘀 𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 👨🏻‍💼📌 ডিজিটাল মার্কেটিং কি? 🤔---- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম...
03/08/2023

𝗟𝗲𝘁'𝘀 𝗜𝗻𝘁𝗿𝗼𝗱𝘂𝗰𝗲 𝘄𝗶𝘁𝗵 𝗗𝗶𝗴𝗶𝘁𝗮𝗹 𝗠𝗮𝗿𝗸𝗲𝘁𝗶𝗻𝗴 👨🏻‍💼

📌 ডিজিটাল মার্কেটিং কি? 🤔
---- ডিজিটাল মার্কেটিং হল ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য বা ব্র্যান্ডের প্রচারকে বোঝায় 🖤

📌 ডিজিটাল মার্কেটিং এর সেক্টর কি কি? 🤔
----অনেক সেক্টর আছে তন্মধ্যে SEO, SMM, Email Marketing, YouTube Marketing, Instagram Marketing অন্যতম।

📌 SEO
----Google এ মার্কেটিং করতে অবশ্যই প্রথম পৃষ্ঠায় আসতে হবে। আসার মাধ্যমই হল SEO বা Search Engine Optimization. SEO করে গুগল থেকেও অনেক টাকা আয় করা। যায়। ২ ধরনের SEO আছে। On Page SEO Off page SEO. 😊

📌 SMM
------Social media এর মাধ্যমে মার্কেটিং করাকেই SMM বা Social Media Marketing বলে। ফেসবুক, ইন্সটাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট ইত্যাদির মাধ্যমে আয় করা যায় 😃

📌 Video Marketing 🎥
-----Target Audience এর কাছে প্রোডাক্ট বিক্রি করা যায় বিভিন্ন পন্থা অবলম্বন করে যেমন ডেসক্রিপশন এ দোকান বা জায়গার ঠিকানা দেওয়া ✌️

📌 Email Marketing
------Re target করে মার্কেটিং করা যায়। যেমনঃ ফুডপান্ডাতে লগইন করতে ই-মেইল লাগে। দিলে সব আপডেট এবং যত অফার থাকবে দিয়ে দিবে ই-মেইল এ। এতে অনেকেই অর্ডার করে 📧

📌 Lead Generation 👨‍💼
-------Data Collection. কেউ যদি বলে আমি শুধু ডাক্তারদের ই-মেইল চাই, তাহলে তা সংরক্ষণ করে দেওয়াই Lead generation. 🤝

📌 Content Marketing 📮
-------Agent হয়ে মার্কেটিং করে দেওয়াই Content Marketing. যেমন আমার ফোন এর দোকান নেই কিন্তু চাইলে আমি ফোন এর রিভিউ দিয়েও আয় করতে পারি। 😄

📌 𝙈𝙖𝙧𝙠𝙚𝙩𝙥𝙡𝙖𝙘𝙚 𝙁𝙚𝙚𝙙𝙗𝙖𝙘𝙠 🧐

-----অনেকেই মনে করে আমি কোর্স করে সব শিখে কি কাজ পাবো সব এসাইনমেন্ট করেও??
অবশ্যই পাবেন😃
- কারন আপনি কোনো কাজ পেলে তাদেরও আয় হয় 😯
কারন মার্কেটপ্লেস এর কাজ হল ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সেতুবন্ধন করা। আপনি ৬ মাস/১ বছর কাজ না পেলে আপনি আর মার্কেটপ্লেস এ কাজ করবেন না। এতে আপনি চলে গেলে মার্কেটপ্লেস এরই ক্ষতি 😉
কারন নতুন যারা তারা আয় করলে একটা কমিশন মার্কেটপ্লেসকে দিতে হবে!!

জানার শেষ নেই... জেনে মেনে কাজে লেগে থাকার নামই সফলতা। ফ্রিল্যান্সিং করি, বেকার মুক্ত সমাজ গড়ি 💕

 #ফ্রিল্যান্সার - যেখানে Government বলতেছে চাকরি নয় ফ্রিল্যান্সিং করুন ফ্রিল্যান্সিং করে ঘরে বসে নিজের ক্যারিয়ার গড়ে তুল...
30/07/2023

#ফ্রিল্যান্সার
- যেখানে Government বলতেছে চাকরি নয় ফ্রিল্যান্সিং করুন ফ্রিল্যান্সিং করে ঘরে বসে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন তাহলে আমরা কেনো এই সুযোগ হাত ছাড়া করব বা করতেছি? ফ্রিল্যান্সিং করে ঘরে বসেই নিজের ক্যারিয়ার গড়তেছে শত শত ফ্রিল্যান্সার। আজ এখন এই মূহুর্তে আপনি সিদ্ধান্ত নিন নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন সাথে করে নিজে স্বাবলম্বী হোন। 🖤💪


‼️যে কোনো লোগো/বিজনেস কার্ড/রেস্টুরেন্টে ভিসিটিং কার্ড/ডিজাইন করুন কম দামে!!!আপনারা  ইন্সট্রাকশন অনুযায়ী লোগো অথবা যেকোন...
27/07/2023

‼️যে কোনো লোগো/বিজনেস কার্ড/রেস্টুরেন্টে ভিসিটিং কার্ড/ডিজাইন করুন কম দামে!!!
আপনারা ইন্সট্রাকশন অনুযায়ী লোগো অথবা যেকোনো ধরনের ডিজাইন ক্রিয়েট করে দেওয়া হবে!

[ কারো লাগলে পেজে নক দিবেন ধন্যবাদ ]

19/07/2023

‘যদি তুমি Focus দাও Problem এর উপর, তাহলে আরও তোমার Problem আসবে। কিন্তু যদি Focus রাখো Possibility এর উপর, তবে জীবনে তোমার অনেক Opportunity আসবে। 👍

WE ARE NOT SAME BROTHER  💗💪
18/07/2023

WE ARE NOT SAME BROTHER 💗💪

ক্যারিয়ার এর এক নতুন অধ্যায় শুরু! 💗💪Md. Abir Sarkar Sajid
16/07/2023

ক্যারিয়ার এর এক নতুন অধ্যায় শুরু! 💗💪

Md. Abir Sarkar Sajid

10/07/2023

দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও তাই হবে, মনে রেখো তোমার সময়টা খারাপ তোমার জীবনটা নয়। শুধু অপেক্ষা কর সময় সবকিছু ফিরিয়ে দিবে।💪🏼💓

~ নেলসন মেন্ডেলা 🤍🌸

Address

Habirbari
2240

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abir Sarkar Sajid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Abir Sarkar Sajid:

Videos

Share


Other Digital creator in Habirbari

Show All

You may also like