05/12/2023
স্বপ্ন!
আমরা সবাই দেখি। স্বপ্ন দেখতে ভালোই লাগে। একবার আমার এক অনুজ ঘুম থেকে বালিশের নিচে কি যেনো হন্য তন্য হয়ে খুঁজছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার! সকাল সকাল কি খোঁজা হচ্ছে? সে আমাকে বলল টাকা! আমি ভাবলাম ঘুমানোর সময় হয়তো বালিশের নিচে টাকা রেখে ঘুমিয়েছে। এখন হয়তো পাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম কতো টাকা। সে বললো ১০,০০,০০০ টাকা! আমি তো অবাক। এতো টাকা পেলো কোথায় সে?ধরলাম সে হয়তো আলাদিনের চেরাগ পেয়েছিলো তাই হয়তো এতো টাকা পেয়ে গিয়েছে রাতারাতি। কিন্তু তারপরও প্রশ্ন হলো এতো টাকা বালিশের নিচে রাখা যায় নাকি? আমি বলতে পারি না। হয়তো রাখা যায়। কারণ আমি আলাদিনের চেরাগ পাই নি কখনো আর এতো টাকা পেয়ে বালিশের নিচে রাখার সেই সৌভাগ্য হয়নি। যাইহোক তাকে সাহায্য করা উচিৎ। যতো যাই হোক এতো গুলো টাকা! তাই আমি তার সাথে টাকা খোঁজা শুরু করি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে কখন টাকা বালিশের নিচে রেখেছিলো। সে চিন্তা করে হঠাৎ মুখে হতাশা এনে বললো, "ভাই মাফ করে দিয়েন। আমি হয়তো স্বপ্ন দেখছিলাম।"
স্বপ্ন!
এ.পি.জে আব্দুল কালাম বলেছেন, "স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে দেখো। স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেয় না।"
এমন স্বপ্ন তাহলে কিভাবে দেখতে হয়? স্বপ্ন হতে হবে S.M.A.R.T.
S= Specific (নির্দিষ্ট)
M= Measurable (পরিমাপ যোগ্য)
A= Achievable (অর্জন করার মতো)
R= Realistic (বাস্তবিক)
T= Transparent (স্বচ্ছ)
আমি বিশ্বাস করি যেই স্বপ্নটা আমার প্রয়োজনের মধ্যে পড়ে সেটাই পূরণ হয়।
দিনশেষে বলবো সবার সকল ভালো স্বপ্ন পূরণ হোক।