Beautiful world given by Allah

Beautiful world given by Allah Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Beautiful world given by Allah, Digital creator, Habiganj.

05/11/2024

শীতের ফুলের মিষ্টি সুবাস আমাদের জীবনে সুগন্ধি ও আনন্দ নিয়ে আসে...

Fahmida Jannat

17/10/2024

ঝিনুক পিঠা ,ওরফে চিরুনি পিঠা।
আলহামদুলিল্লাহ এই প্রথম বানিয়েছি, সাজটা তেমন সুন্দর হয়নি,তবে মজা হয়েছে 🥴
Fahmida Jannat
Follow to Follow
Follow To Follow
Cutie Pie Allah ﷻ

13/10/2024

اے اللہ مجھے کبھی تنہا نہ چھوڑنا
Fahmida Jannat اللہ أکبر Follow to Follow Islamic GOJOL

ভালোবাসা সুন্দর যদি তাতে বিশ্বাস, আন্তরিকতা আর পবিত্রতা মিশে থাকে
12/10/2024

ভালোবাসা সুন্দর
যদি তাতে বিশ্বাস, আন্তরিকতা আর পবিত্রতা মিশে থাকে

10/10/2024

📣দুরুদ ও ইস্তেগফার কনটেস্ট ‼️

ফাইনালি আমরা আবারো মহান আল্লাহর করুণায় দুরুদ ও ইস্তেগফার কনটেস্ট নিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ।এই কনটেস্টে অংশগ্রহণ করা ২জন পেয়ে যাবেন আমাদের পক্ষ হতে পিঠা হাদিয়া।

▪️কনটেস্টের কিছু শর্ত ও নিয়মাবলি.....

🎯প্রতিযোগিতা বা হাদিয়ার আশায় দুরুদ বা ইস্তেগফার পড়া যাবেনা।পাঠ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি কেবল উৎসাহ জোগাতে আসলাম।
🎯 ১ হাজার দুরুদ পাঠ করতে হবে।
🎯 ৫০০ ইস্তেগফার পাঠ করতে হবে।

🎯আল মুতামাদ পেইজের জন্য দুআ করতে হবে।
🎯যিনি হাদিয়ার ব্যবস্থা করেছেন তার জন্য দুআ করতে হবে।

🎯ফ্রেন্ডলিস্টের সকল মেম্বারদের আমাদের পেইজে ইনভাইট করে ‘Sent invitation’ লেখাটির স্ক্রিনশট দিবেন এবং এই পোস্টে ১৫ জনকে মেনশন করবেন।
🎯আপনার টাইমলাইনে এ পোষ্টটি শেয়ার করবেন।
🎯ডেলিভারি চার্জ আপনাদের।
🎯পেইজে সকলের ফলো থাকতে হবে।

▪️কনটেস্টের শেষ সময় আগামীকাল সূর্য ডুবার আগ পর্যন্ত।
▪️আপনি দুরুদ ও ইস্তেগফার পাঠ করে আমাদের মেসেঞ্জারে জানাবেন।হোয়াটসঅ্যাপে জানাবেন না❌

▪️১৫ জনকে মেনশন করে সে একই কমেন্টে আপনার ইনভাইট করা স্ক্রিনশটটি জমা দিবেন।

▪️মেসেজ পাঠিয়ে কেউ অধৈর্য হবেন না।সময় মতো আপনাদের মেসেজ ঠিকই দেখা হবে।

সর্বশেষ আমার জন্য দুআ করবেন।[অপশনাল]

আল্লাহ আপনাদের জন্য সহজ করুক।❝আল্লাহুমা স্বল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ❞

#পিঠার_রাজ্য

◼️প্রশ্ন:- শায়েখ, ইসলামে নারীদের কি শুধু ঘরে বসে থাকতে বলা হয়েছে?উত্তর:- চাইলে তারা উঠে দাঁড়াতেও পারে কিংবা হাটাহাটিও কর...
25/09/2024

◼️প্রশ্ন:- শায়েখ, ইসলামে নারীদের কি শুধু ঘরে বসে থাকতে বলা হয়েছে?
উত্তর:- চাইলে তারা উঠে দাঁড়াতেও পারে কিংবা হাটাহাটিও করতে পারে, তাদের ইচ্ছা।

◼️প্রশ্ন:- শায়েখ, রোজা রেখে নক কাটলে কি রোজা ভঙ্গ হয়ে যাবে?
উত্তর:- নক কাটার পরে কি আপনি তা খেয়ে ফেলবেন?
পাবলিক:-না।
শায়েখ:- তাহলে রোজা ভঙ্গ হবে না।

◼️প্রশ্ন:- শায়েখ, আমি কি আমার স্বামীকে নাশিদ গেয়ে শুনাতে পারবো?
উত্তর:- হ্যাঁ, যদি কন্ঠ ভালো হয় তবে শুনাতে পারবেন। অন্যথায় একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমকে কষ্ট দেওয়া হারাম।

পাবলিক:-
©️

মুখে বারংবার ভালোবাসি বলার চেয়েও সঙ্গীর প্রতিটি বিষয়ে যত্নবান হওয়াটা অধিক জরুরী। এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার জীবনসঙ্...
23/09/2024

মুখে বারংবার ভালোবাসি বলার চেয়েও সঙ্গীর প্রতিটি বিষয়ে যত্নবান হওয়াটা অধিক জরুরী। এমন অনেক জিনিস আছে যেগুলো আপনার জীবনসঙ্গী নিজেরটা নিজেই করে নিতে পারতো কিন্তু আপনি সেটা করে দিলে সে ভালো অনুভব করবে।

-আপনার সঙ্গীর পোশাকটা নির্বাচন করে দিন।পরিষ্কার করে সামনে এগিয়ে দিন।নিঃসন্দেহে আলমারি থেকে নিজেই বের করে নিতে পারতো কিন্তু আপনি দিলে সে স্পেশাল ফিল করবে।

-খাবার সময় পানির গ্লাসটা এগিয়ে দিন।প্লেটটা ধুয়ে সামনে দিন।ভালো টুকরাটা তার প্লেটে উঠিয়ে দিন। মাঝেমধ্যে দুয়েক লোকমা মুখে তুলে দিন। এতে অবশ্যই নিজেদের মধ্যে মহব্বত তৈরী হবে।

-গোসলের সময় পানির বালতি ভরে রাখুন,গামছাটা এগিয়ে দিন। মাঝেমধ্যে তাকে গোসল করিয়ে দিন। বিশেষ করে স্বামীরা একটু বেশি অগোছালো এবং অপরিষ্কার হয়। স্ত্রীদের উচিত ছুটির দিনে স্বামীকে সুন্দর করে গোসল করিয়ে দেয়া। এতে স্বামী অনেক বেশি খুশি হয়!

এসব ছোটখাটো নিত্যদিনের বিষয়গুলো মনে রাখুন,যত্ন নিন। দেখবেন দুজনের মধ্যকার ভুল বুঝাবুঝি অনেকাংশে কমে গেছে ইনশাআল্লাহ্!!





Fahmida Jannat
Musahid Alom
©

প্রিয় পুরুষ, বিয়ের শুরুতে আপনার স্ত্রীর দেহটি কত সুন্দর এবং দাগহীন ছিলো তা মনে রাখবেন। আপনি তাকে ভালোবাসলে সে আপনার সন্ত...
23/09/2024

প্রিয় পুরুষ,
বিয়ের শুরুতে আপনার স্ত্রীর দেহটি কত সুন্দর এবং দাগহীন ছিলো তা মনে রাখবেন।
আপনি তাকে ভালোবাসলে সে আপনার সন্তানের মা হবার পরও সেই একই রকম সুন্দরী ভাববেন। কারণ তিনি আপনার সন্তানদের জন্ম দিয়েছেন। এরজন্য সে নিজের শরীরের ক্ষতি হবে সেটা ভাবেনি, তার সৌন্দর্য নষ্ট হবে সেটাও ভাবেনি।
সে মোটা হয়ে যাওয়ায় তার সম্পর্কে অভিযোগ করবেন না। সন্তানের প্রতি অগাধ ভালোবাসা তাকে নিজের প্রতি তুচ্ছ করে তুলেছে। তার একমাত্র চিন্তা তার সন্তান নিয়ে, আপনাকে নিয়ে। তার একমাত্র সুখ আপনারা। মনে রাখবেন, আপনার স্ত্রীর এই পেটটি একসময় মসৃণ, মেদহীন ছিলো। আপনার সন্তানদের ৯ মাস ধরে নিজের মধ্যে আলিঙ্গন করে রেখেছে। তাদেরও ভালোবাসা, যত্ন, স্নেহ প্রাপ্য।

 #শিরক_থেকে_বাঁচার_দুআ اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا ...
23/09/2024

#শিরক_থেকে_বাঁচার_দুআ

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

📑আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা আন উশরিকা বিকা ওয়া ‘আনা- আ‘লামু ওয়া আস্তাগফিরুকা লিমা- লা- আ‘লামু

📜হে আল্লাহ্‌, আমি জ্ঞাতসারে আপনার সাথে শির্ক করা থেকে আপনার নিকট আশ্রয় চাই এবং অজ্ঞতাসারে (শির্ক) হয়ে গেলে তার জন্য ক্ষমা চাই।

📖 আদাবুল মুফরাদঃ ৭১৬, সনদ সহীহ।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,                      জেনে রেখো,শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে।তা...
21/09/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জেনে রেখো,
শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে।
তা যখন ঠিক হয়ে যায়, গোটা শরীরই তখন ঠিক হয়ে যায়। আর তা যখন খারাপ হয়ে যায়, গোটা শরীর ওই তখন খারাপ হয়ে যায়। জেনে রাখো, সে গোশতের টুকরাটি হল ক্বলব (অন্তর)

সহীহ বুখারী ৫২
قال رسول الله صلى الله عليه وسلم :
أعرف ذلك
هناك قطعة من اللحم في الجسم.
فإذا ثبت صلح الجسد كله. وعندما يسوء الأمر،

صحيح البخاري
فهميدة جنات

20/09/2024

হে আল্লাহ ,
ওই অন্তর গুলোকে শান্তি দাও
যেই অন্তরের খবর তুমি ছাড়া
কেউ জানে না
يا إلهي
امنح السلام لتلك القلوب
القلب الذي بدونك
لا أحد يعرف

فهميدة جنات

18/09/2024

আমাদের বাড়ির সি সি ফুটেজ থেকে ধারন কৃত বৃষ্টির ভিডিও

বৃষ্টি হলে বেশি বেশি এই দোয়া পড়া
اللَّهُمَّ صَيِّباً نَافِعاً.

আরবি উচ্চারণ: 'আল্লা-হুম্মা সায়্যিবান নাফি'আন

বাংলা অর্থ: 'হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।' (বুখারি, হাদিস: ১০৩২; নাসায়ি, হাদিস: ১৫২৩)

فهميدة جنات

17/09/2024

হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে
হালাল টাকায় সীমিত খাবারই ভালো
আর সেই খাবারের মজাটাই থাকে আলাদা
আলহামদুলিল্লাহ
من مائدة مملوءة طعاما بالمال الحرام
الطعام المحدود بالمال الحلال جيد
ومتعة هذا الطعام مختلفة
الحمد لله

Than a table full of food with haram money
Limited food with halal money is good
And the fun of that food is different
Alhamdulillah

فهميدة جنات

17/09/2024

জীবন খুবই ছোট
শুরতে আজান,
শেষ এ নামাজ
الحياة قصيرة جداً
الاذان بداية,
الصلاة الأخيرة
Life is too short
Azan to begin with,
The last prayer

فهميدة جنات

16/09/2024

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ

আমাদের গাছের ঘাসফুল বা রেইন লিলি
মাশাআল্লাহ,বারাকাল্লাহ

Our tree flowers or rain lily
Masha Allah, Barakallah

زهور شجرتنا أو زنبق المطر
ماشاء الله، بارك الله

فهميدة جنات

Address

Habiganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beautiful world given by Allah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share