AFZOL

AFZOL �লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সাঃ)�
(2)

18/02/2025

রাসুল (সাঃ) বলেছেন,
তুমি জানো, তুমি সঠিক তবুও তর্কে যেও না।

(আবূ দাউদ - ৪৮০০)

বগুড়ায় চারলেন রাস্তার মাঝে রসুন চাষ করেছেন  এক কৃষক!
17/02/2025

বগুড়ায় চারলেন রাস্তার মাঝে রসুন চাষ করেছেন এক কৃষক!

16/02/2025

ময়মনসিংহে আজহারীর মাহফিলে মুঠোফোন

হারানোর ঘটনায় থানায় ২০০ জিডি

16/02/2025

রাসূল (সাঃ) বলেছেন,,
না জেনে তোমরা কারো প্রতি খা"রাপ ধারণা রেখো না এটা সব চেয়ে বড়ো গুনাহ।

(বুখারি-৫১৪৩)

15/02/2025

তিন ধরনের লোক বেশি পেরেশানিতে থাকে!

• সাহায্যকারী

• দায়িত্বশীল

• যার অন্তর পরিচ্ছন্ন।

___হযরত আলী (রা:)

14/02/2025

দুনিয়াতে থেকে যদি
পরকালের কথা ভুলে যান, তাহলে এই জীবনের কোন মূল্য নেই ।

তু*ই বাবা নামে কলঙ্ক, বে*ডির শোকে নিষ্পাপ বাচ্চাগুলারে শেষ কইরা দিলে😭
14/02/2025

তু*ই বাবা নামে কলঙ্ক, বে*ডির শোকে নিষ্পাপ বাচ্চাগুলারে শেষ কইরা দিলে😭

14/02/2025

যখন মানুষ ভিতর থেকে মরে যায়, তখন বাহিরে থেকে আসা হাজারো আনন্দ তাকে শুধু হাসাতে পারে, কিন্তু তাকে খুশি করতে পারে না!

13/02/2025

মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত!

কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কিনা_!

13/02/2025

তুমি পুরুষের লাল চোখের কারণ জানতে এসো না!

তোমার চোখের কাজল নষ্ট হয়ে যাবে...

13/02/2025

মনে রাখবেন একটি ছবি খারাপ হলে বদলানো সহজ। কিন্তু একটি চরিত্র খারাপ হলে বদলানো কঠিন।

এটা মানুষের কাজ হতে পারে না🤭😭
13/02/2025

এটা মানুষের কাজ হতে পারে না🤭😭

খাবার দেননি ভালো কথা, মারলেন কেন?😭
12/02/2025

খাবার দেননি ভালো কথা, মারলেন কেন?😭

12/02/2025

হায়রে বিবেক😭
ভুল করছে কাফি, তার ঘরের কি দোষ ছিলো?😭

আল্লাহ মানুষ এতো নির্দয় কেমনে হয়😭  সম্ভবত এই মানুষটা অজ্ঞান পার্টির খপ্পরে  পড়ছিল,  এখনো অজ্ঞান অবস্থায় আছেন। লোকেশন: জ...
12/02/2025

আল্লাহ মানুষ এতো নির্দয় কেমনে হয়😭 সম্ভবত এই মানুষটা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ছিল, এখনো অজ্ঞান অবস্থায় আছেন। লোকেশন: জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সামনে, ওভার ব্রিজের নিচে বিশমাইল কাকলী সুইটমিট দোকানের সামনে।
-সংগৃহিত

12/02/2025

গাছের কাঁটা থেকে মাছের কাঁটা যেমন মারাত্মক! তেমনি বাইরের মানুষ থেকে আপন মানুষের হিংসা বেশি ভয়ংকর।

11/02/2025

আজ পাবনার লোকজন দেখিয়ে দিলেন তারা কতটা বড় মনের মানুষ ❤️

আজকে সকালে ঢালারচর থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পাবনার সাঁথিয়া রাজাপুর স্টেশন পার হওয়ার পরে হঠাৎ করেই বিকল হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আনতে আনতে বেলা পেরিয়ে দুপুর হয়ে যায়।

এর মাঝে ট্রেনের যারা আমরা ষ্টাফ ছিলাম তারা সহ অনেক যাত্রীই ছিলেন ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। রেললাইন থেকে কিছু দূরের পরিবারের মানুষগুলো ঐ সময়ে আজকে ঢালারচর ট্রেনের সকলের জন্য যা করলেন তা এক কথায় অবিস্মরণীয়! যার যা সামর্থ্য আছে তা দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন। কারো হাতে ছিলো ভাত-ডাল, কারো হাতে খিচুরি, কারো হাতে রুটি-সবজি, কারো হাতে পানি। কেউবা তখন আবার কিছু রান্না করে নিয়ে আসার জন্য উদগ্রীব। বৃদ্ধ এবং শিশুদের প্রতি তাদের নজর ছিল বেশি। অথচ তাদের পরিবারের আর্থিক অবস্হা দেখে মনে হয়েছে দিন এনে দিন খাওয়ার মত।

এতদিন শুধু শুনে এসেছি পাবনার মানুষ বিরাট মনের মানুষ হয়, আজ সচক্ষে পাবনার মানুষের আতিথেয়তা দেখে মুগ্ধ হলাম 🙂❤️

Address

Sylhet
Habiganj
3332

Alerts

Be the first to know and let us send you an email when AFZOL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AFZOL:

Videos

Share

Category