01/08/2024
বিবেক
০২.০৮.২৪
(ভোর ৫:৪২)
নিষ্পাপ, বোবা মুখ
বাধা চোখ, মনে ক্ষোভ
পারিনি কিছু লিখতে।
বিবেকের খিল
খোলা মুশকিল
পারিনি কিছু শিখতে।
আলোর দিশারী অন্ধ হয়েছি
বধির হয়েছি কবেই
আলো দেখলেই ভয় পেয়ে যাই
দেখার সাহস নেই।
হাত বাধা আজ মুখেতে কুলুপ
করিনাকো হাক-ডাক
বন্দী নগরীর আলোর মিছিলে
বিবেকটুকু খোলা থাক।