অচল ডিংগা

অচল ডিংগা .This is a page of creative talent. it helps to bring out the hidden talent from heart to paper.

01/08/2024

বিবেক
০২.০৮.২৪
(ভোর ৫:৪২)
নিষ্পাপ, বোবা মুখ
বাধা চোখ, মনে ক্ষোভ
পারিনি কিছু লিখতে।
বিবেকের খিল
খোলা মুশকিল
পারিনি কিছু শিখতে।

আলোর দিশারী অন্ধ হয়েছি
বধির হয়েছি কবেই
আলো দেখলেই ভয় পেয়ে যাই
দেখার সাহস নেই।

হাত বাধা আজ মুখেতে কুলুপ
করিনাকো হাক-ডাক
বন্দী নগরীর আলোর মিছিলে
বিবেকটুকু খোলা থাক।

18/01/2023

ইচ্ছা
১৭.০১.২৩
একদিন নিরুদ্দেশ হবে আমার যাত্রা
সব কিছু ছেড়েছুড়ে
সন্ন্যাসীর বেশ নিয়ে ঘুরে বেড়াবো
পাহাড় থেকে পাহাড়, উপত্যকা থেকে উপত্যকা।
গহীন অরণ্যের নিভৃত জঙ্গল হবে আমার চলার সাথী।
ঝরনার কলতান হবে আমার গান।
মুগ্ধতা ছড়ানো পাখির কিচির মিচির হবে
আমার অবসাদ দূরীকরণের এক অনন্য প্রয়াস।

এ জগতে বড় অসহায় লাগে আমার।
স্বার্থপরতা, গ্লানি, মোহ-মায়া, কপটতা, অব্যর্থ নাট্য অভিনয়
সবকিছু যেন এক ঘেয়ে হয়ে উঠছে।
দুর্বিষহ করে তুলছে আমার চারপাশ।
যেখানে নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম হচ্ছে।
এই জাগতিক গোলকধাঁধা থেকে একটু নিভৃতে
কিছুক্ষণের জন্য হলেও বিশুদ্ধ বাতাস নেয়া বড্ড প্রয়োজন।

আমি পালিয়ে বেড়ানো বহিমিয়ান হয়ে
এক মুঠো স্বস্তির নিঃশ্বাস নিতে চাই

23/05/2022

অনুরণন
২৩-০৫-২২

জীবনের স্রোতে বহমান আমার খরস্রোতা নদী,
নিশ্চিত একদিন থেমে যাবে।
গতি হবে মন্থর, জমা পড়বে জঞ্জাল।
কালের পরিক্রমায় সেখানে জন্মাবে গুল্ম লতা-পাতা।
একগাছি দুগাছি করে জন্ম নেয়া তরু
বেড়ে উঠবে ধীরে ধীরে।
সেই বাড়ন্ত গুল্মলতায় ক্রমবর্ধমান রীতিতে জমতে থাকবে
ময়লা, আবর্জনা নানান জঞ্জালের স্তুপ।
বদ্ধ জলে হাজিয়া, মজিয়া-পঁচিয়া ছড়াবে দুর্গন্ধ।
বিষাক্ত পানির অসহনীয় দুর্গন্ধে মুখে রুমাল চাপা দিবে ভদ্র সমাজ।
তবে এই থমকে যাওয়া ভাগাড়ে আশ্রয় খুঁজে নিবে
একদল গৃহহীন অনাথ।
বাড়ন্ত গুল্মলতার সাথে তাদেরও বসতি দৃঢ় হতে থাকবে।
শিকড় গজিয়ে যখন শিখরে উঠার স্বপ্ন ডানা মেলতে শুরু করবে
তখন একদল অগান্তুক তাদের ডানা কাটায় বদ্ধ পরিকর হবে।
আমার বুকে বহু বছর পর যৌবন আসার আমন্ত্রণে
বুভুক্ষের দল নির্লজ্জের মত ঝাপিয়ে পড়বে।
গো-গ্রাসে ভক্ষণ করবে আমার নব যৌবন।
নিশ্চিহ্ন করে দিবে আমার পুনরুদ্ধারকৃত পরিচয়।
আমি আবার তখন খরস্রোতা নদী থেকে
বস্তি হয়ে ওঠার মহা মিছিল শেষে
এক খটখটে মরুদ্যানে রুপ নিব।
যেখানে থাকবে শুধু আক্ষেপ আর খা খা করা হাহাকার।

21/05/2022

চাটুকার
২১.০৫.২২
সময় এখন বড্ড কঠিন, দিন গণনা দায়,
চাটুকার আজ রাজমুকুটে,লুটেপুটে সব খায়।

পুণ্য পূর্ণ পাপের গড়ায় প্রায়শ্চিত্তের নাই দায়,
কারিগর যখন ব্যবসায়ী সাজে, নৈতিকতা কাঠগড়ায়।

যজ্ঞের ধন জাতি গড়নে মেরুদণ্ড-ডানা নাই,
সাধুর বসনে যে বসে আসনে সেই বলে খাই খাই।

নৈতিকতা আজ কাগজের ভাজে কাজের বেলায় ফাঁকা
ইজ্জত আজ নিলামে বিকোয় চাটুকার চায় টাকা।

Address

Habiganj

Telephone

+8801670354623

Website

Alerts

Be the first to know and let us send you an email when অচল ডিংগা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category