লাইভ টিভি হবিগঞ্জ

লাইভ টিভি হবিগঞ্জ আসসালামু আলাইকুম। স্বাগতম হবিগঞ্জের আকর্ষণীয় নিউজ দেখতে এখনি আপনি আমাদের পেইজটি ফলো করে পাশে থাকুন।

06/10/2023

হবিগঞ্জের শেষ আপডেট
টানা কয়েক ঘন্টা হবিগঞ্জ শহরে বৃষ্টি হওয়ার কারণে হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ বিস্তারিত দেখুন ভিডিওতে

06/10/2023

টানা কয়েক ঘন্টা হবিগঞ্জ শহরে বৃষ্টি হওয়ার কারণে হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ বিস্তারিত দেখুন ভিডিওতে

06/10/2023

টানা কয়েক ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াব

05/10/2023

How to YouTube family || এক ইউটিউবার বোনের সাথে দেখা

আমাদের পেজে মনিটাইজেশন চলে গিয়েছে
05/10/2023

আমাদের পেজে মনিটাইজেশন চলে গিয়েছে

05/10/2023

এরা এভাবে টাকা হাতিয়ে নেই || 15 বছর প্রতিবন্ধী জাকিরের কষ্টের জীবনযাপন

05/10/2023

টাকা পেয়ে মহাখুশি প্রতিবন্ধী ভাই || Protibondhi vai Taka Fay Mohakhushi || অসহাই মানুষের চ্যানেল

04/10/2023

টাকা নিয়ে কক্সবাজার যাওয়ার পথে কি হল

|| Happy New Year 2022 Chittagong to Cox's Bazar

প্রকৃতি পরিবার জীবন হলো একটা চলন্ত ট্রেনের মতো। যার কোনো নির্দিষ্ট স্টেশন নেই।
04/10/2023

প্রকৃতি পরিবার

জীবন হলো একটা চলন্ত ট্রেনের মতো।
যার কোনো নির্দিষ্ট স্টেশন নেই।

আহ্ সমাজ!কেও ফেলে দেয় আর কেও তা খেয়ে বাঁচে...!'🙂.
03/10/2023

আহ্ সমাজ!
কেও ফেলে দেয় আর কেও তা খেয়ে বাঁচে...!'🙂.

03/10/2023

সীতাকুণ্ড অগ্নিকান্ড স্থান || সীতাকুণ্ডে আগুন প্রথম লাইভ জেন আগুনের পাহাড় ||

03/10/2023

যমুনা সেতুর মতই হবে কালুরঘাট ব্রিজ ||

Chittagong Kalurghat Bridge || যমুনা সেতু

এন্ড কালুরঘাট

02/10/2023

মানুষরূপে জানোয়ার

|| জানোয়ার সে যে

মা বাবাকে আঘাত করে || কঠিন বাস্তব

নিয়ে কিছু কথা

02/10/2023

হেরে গেলাম আমি তবে সাহসিগতা

হারেনাই | ইউটিউবিংএর শেষ কেনা কাটা

করা/

02/10/2023

সেলিব্রেটি টিক টকার - Dj Farhan7 ||

Celebrity TikTokr || এবার খেলা হবে

02/10/2023

দিন দুপুরে চুরি, সরাসরি লাইভ | Din

Dupure Dab Churi | ছোটবেলার স্মৃতিময়

02/10/2023

ঈদ সালামি কত পেলাম, বড় ভাই বোনদের, ব এবার কোপামু

02/10/2023

এই ভিডিওটি আরো আগে দেওয়ার কথা ছিল সময়ের অভাবে দিতে পারিনি বিস্তারিত ঘূর্ণিঝড়ের প্রবলে চট্টগ্রামবাসী ভালো নেই || গ্যাস-বিদ্যুৎ না থাকায় চট্টগ্রামবাসী

নাজেহাল, & আমিও

02/10/2023

নদী পথ

হঠাৎ ঘটক কাকুর সাথে দেখা, বরিশাল ভোলা জেলা// সাথে ঘটক কাকু

02/10/2023

আপনাকে বড় বলে বড় সে নয়,

লোকে

যাকে বড় বলে বড় সেই হয় || YouTube

Live Group in the Beautiful

আমাদের দায়িত্বজ্ঞান...শহরের আরডি হল পয়েন্টে ড্রেনের‌ কাজ চলছে। ঠিকাদার ড্রেন খুড়েই দায়িত্ব শেষ করলেন! সাথে ভোগান্তি ...
01/10/2023

আমাদের দায়িত্বজ্ঞান...

শহরের আরডি হল পয়েন্টে ড্রেনের‌ কাজ চলছে। ঠিকাদার ড্রেন খুড়েই দায়িত্ব শেষ করলেন! সাথে ভোগান্তি উপহার দিলেন পুরাণ মুন্সেফী, শ্যামলী, ঝিলপাড়, গোসাইনগর, গোসাইপুরসহ আশপাশের এলাকাবাসীকে!! অথচ সামান্য দু'টুকরো কাঠ দিলেই চলাচলে দুর্ভোগ পোহাতে হতো না!!! 🤔

01/10/2023

কুরআনের হাফেজ হতে হলে কি কি করা উচিত আপনার দেখুন বিস্তারিত ভিডিওতে

বাহুবলের মিরপুরে সংঘর্ষে ২ জন নিহত❗স্টাফ রিপোর্টারঃ বাহুবল উপজেলার মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্য...
01/10/2023

বাহুবলের মিরপুরে সংঘর্ষে ২ জন নিহত❗
স্টাফ রিপোর্টারঃ বাহুবল উপজেলার মিরপুরে ভূমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের কামারগাঁও গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের হাসান আলীর ছেলে উস্তার মিয়া (৩৭) ও চেরাগ আলীর ছেলে ইউসুফ আলী (৩৫)। এ ঘটনায় পুলিশ হাসপাতাল থেকে ৪ জনকে আটক করেছে। সংঘর্ষে উভয়পক্ষে আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেটে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিরপুর চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক কামারগাঁও গ্রামের চেরাগ আলীর সাথে ফিলিং স্টেশনের পাশের হাসিম মিয়ার একটি জমি নিয়ে তার ভাতিজা ওই গ্রামের ফারুক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে এর আগেও একাধিকবার মারামারির ঘটনা ঘটেছে। গত প্রায় ২ মাস পূর্বে সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়ার পক্ষের লোকজন গুরুতর আহত হয়। দীর্ঘ দিন চিকিৎসার পর তারা বাড়ি ফিরে যায়। এ নিয়ে তাদের মধ্যে মামলা মোকদ্দমা চলমান।

এর জের ধরে গতকাল শনিবার রাত ৯টার দিকে আবারো দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ২৫/৩০ জন লোক আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চেরাগ আলী ফিলিং স্টেশনের মালিক চেরাগ আলীর ছেলে ইউসুফ মিয়া ও ফারুক মিয়ার পক্ষের উস্তার মিয়াকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত মকসুদ আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান, বাহুবলে সংঘর্ষে আহত লোকজন ও তাদের পক্ষের লোকজনের মধ্যে হবিগঞ্জ সদর হাসপাতালে এসেও মারামারিতে জড়ানোর খবর পেয়ে সদর থানার পুলিশ হাসপাতালে যায়।

এ সময় সংঘর্ষের সাথে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করা হয়। নবীগঞ্জ-বাহুবল সার্কেলের এএসপি আবুল খয়ের শনিবার রাত ১১টা ২০ মিনিটে জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। সেখানে শুধু নারী ও শিশুরা রয়েছেন। হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খলিলুর রহমান জানান, বাহুবলে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।

এনিয়ে তাদের মধ্যে একাধিক মামলা মোকদ্দমাও রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

30/09/2023

Madrasah student missing || মাদ্রাসার ছাত্র নিখোঁজ,জঙ্গল থেকে, উদ্ধার

30/09/2023

আল্লাহর কুদরত সরাসরি দেখুন | Look at the power of God | হঠাৎ মাদ্রাসার অবুঝ

শিশুর কান্ড

30/09/2023

বাপ বেটার কান্ড দেখুন | Baap Beta

Condo | Family Blogs Video | ফ্যামিলি ব্লক ভিডিও | Viral Vlog

30/09/2023

কলঙ্কি বানাইলা রে বন্ধু | Kolonki | কলঙ্কি | কিশোর পলাশ | MK Zaman - MK Monir |

বাংলা লোক গান 2023

অভিনন্দন ও শুভেচ্ছা।কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায়  মেঘনা উপজেলা নির্বাহী অফিসার  ...
28/09/2023

অভিনন্দন ও শুভেচ্ছা।
কুমিল্লা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় মেঘনা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মহোদয় রাবেয়া আক্তারকে শুভেচ্ছা ও অভিনন্দন।

28/09/2023

এই বোনটির বাড়ি সিলেট বিভাগের রামনগর,পাঁচমাইল
"মানবিক আবেদন"
স্বজনহারা সিলেটি বোন ইয়াসমিনের পরিবারের সন্ধানে এগিয়ে আসুন।
"আপনঠিকানা"-পর্ব-৪১৯
অতিথির নাম- "ইয়াসমীন" বয়স ৩৫/৩৬ বছর।
বাবার নাম- নুর ইসলাম।
মায়ের নাম- মনোয়ারা।
ভাইয়ের নাম- মাসুক বা রুবেল।
বোনের নাম- শিরীনা।
ফুফুর নাম - আমিনা।
বাড়ীর পাশেই বাজার ছিল। স্কুল থেকে এসে খেলা করতেছিলাম। তখন মা বলে বাজারে/দোকানে কিছু আনতে যাবার জন্য। বাজারে গিয়ে পথ হারিয়ে ঘুরতে থাকি, এভাবেই হারিয়ে যাই।- ইয়াসমীন
"সম্ভাব্য ঠিকানা"
গ্রামঃ- রামনগর, পাঁচমাইল।
সিলেট বিভাগের কোথায় রামনগর,পাঁচমাইল নামে জায়গা আছে সবাই খুঁজ করুন। আল্লাহ ভরসা।
প্রচার-০১জুলাই২৩
আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম
01711870840

সৌদি আরব ও দুবাইয়ে চুনারুঘাটের দুই প্রবাসি যুবকের মৃত্যুমধ্যপ্রাচ্যে চুনারুঘাটের ২ প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এতে তাদে...
27/09/2023

সৌদি আরব ও দুবাইয়ে চুনারুঘাটের দুই প্রবাসি যুবকের মৃত্যু
মধ্যপ্রাচ্যে চুনারুঘাটের ২ প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। এতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাদের মরদেহ দ্রæত দেশে পাঠানোর ব্যবস্থা করছেন প্রাবাসী স্বেচ্ছাসেবী সংঘটনের নেতৃবৃন্দ। ডুবাই প্রবাসী আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সেলিম মিয়া'র একমাত্র পুত্র নাইমুর রহমান শিমুল (২৩) সোমবার রাতে প্রতিদিনের মত ঘুমিয়ে পড়েন। সকালে সহকর্মীরা কাজে যাওয়ার জন্য তাকে ডাকতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ধারনা করা হচ্ছে ঘুমের মধ্যে হৃদযন্ত্র বন্ধ হয়ে সে মারা যায়। পরে স্থানীয় নিয়মানুযায়ী পুলিশ ও ডাক্তার এসে তার মরদেহ হিমাগারে রাখেন। খবর পেয়ে তার মা-বাবা ও পরিবার পরিজন কান্নায় ভেঙ্গে পড়েন এবং জ্ঞান হারান।
এদিকে, সৌদিআরব প্রবাসী একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের নুরুজ মিয়ার পুত্র আব্দুল মোতালেব (২৫) রাতে ঘুমানোর পর হৃদরোগে আক্রান্ত হলে তাকে একটি হাসপাতালে নেয়ার পর মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে পরিবার ও প্রতিবেশিদের মাঝে শোক নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই রেমিট্যান্স যোদ্ধাদের নিয়ে অনেকেই শোক প্রকাশ করেন। তাদের মরদেহ শিগগিরই দেশে পাঠানো হবে বলে সৌদিআরব ও দুবাইয়ে বসবাসরত বাংলাদেশীরা জানিয়েছেন।

27/09/2023

এই বোনটির বাড়ি সিলেট বিভাগের রামনগর,পাঁচমাইল
"মানবিক আবেদন"
স্বজনহারা সিলেটি বোন ইয়াসমিনের পরিবারের সন্ধানে এগিয়ে আসুন।
"আপনঠিকানা"-পর্ব-৪১৯
অতিথির নাম- "ইয়াসমীন" বয়স ৩৫/৩৬ বছর।
বাবার নাম- নুর ইসলাম।
মায়ের নাম- মনোয়ারা।
ভাইয়ের নাম- মাসুক বা রুবেল।
বোনের নাম- শিরীনা।
ফুফুর নাম - আমিনা।
বাড়ীর পাশেই বাজার ছিল। স্কুল থেকে এসে খেলা করতেছিলাম। তখন মা বলে বাজারে/দোকানে কিছু আনতে যাবার জন্য। বাজারে গিয়ে পথ হারিয়ে ঘুরতে থাকি, এভাবেই হারিয়ে যাই।- ইয়াসমীন
"সম্ভাব্য ঠিকানা"
গ্রামঃ- রামনগর, পাঁচমাইল।
সিলেট বিভাগের কোথায় রামনগর,পাঁচমাইল নামে জায়গা আছে সবাই খুঁজ করুন। আল্লাহ ভরসা।
প্রচার-০১জুলাই২৩
আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম
01711870840

মোহনপুর ফায়যানে মদিনা সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ)...
27/09/2023

মোহনপুর ফায়যানে মদিনা সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসার বিদায়ী ছাত্রদের দস্তারবন্দী অনুষ্ঠান ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপনে

27/09/2023

হবিগঞ্জ শহরে ল্যাব এইড ক্লিনিকে আগুন ! পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

"মানবিক আবেদন"স্বজনহারা সিলেটি বোন ইয়াসমিনের পরিবারের সন্ধানে এগিয়ে আসুন।📵📵"আপনঠিকানা"-পর্ব-৪১৯📵📵📵 অতিথির নাম- "ইয়াসমীন"...
26/09/2023

"মানবিক আবেদন"
স্বজনহারা সিলেটি বোন ইয়াসমিনের পরিবারের সন্ধানে এগিয়ে আসুন।
📵📵"আপনঠিকানা"-পর্ব-৪১৯📵📵
📵 অতিথির নাম- "ইয়াসমীন" বয়স ৩৫/৩৬ বছর।
📵 বাবার নাম- নুর ইসলাম।
📵 মায়ের নাম- মনোয়ারা।
📵 ভাইয়ের নাম- মাসুক বা রুবেল।
📵 বোনের নাম- শিরীনা।
📵 ফুফুর নাম - আমিনা।
📵 বাড়ীর পাশেই বাজার ছিল। স্কুল থেকে এসে খেলা করতেছিলাম। তখন মা বলে বাজারে/দোকানে কিছু আনতে যাবার জন্য। বাজারে গিয়ে পথ হারিয়ে ঘুরতে থাকি, এভাবেই হারিয়ে যাই।- ইয়াসমীন
📵📵 "সম্ভাব্য ঠিকানা"📵📵
📵 গ্রামঃ- রামনগর, পাঁচমাইল।
📵 সিলেট বিভাগের কোথায় রামনগর,পাঁচমাইল নামে জায়গা আছে সবাই খুঁজ করুন। আল্লাহ ভরসা।
📵📵 প্রচার-০১জুলাই২৩📵📵
01711870840

ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে হবিগঞ্জের এক তরুন নিহত হয়েছেন।তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নে...
26/09/2023

ইতালির রোম শহরে সড়ক দুর্ঘটনায় জুনায়েদ মিয়া (২৫) নামে হবিগঞ্জের এক তরুন নিহত হয়েছেন।

তিনি হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের মির্জাপুর গ্রামের মো. কবু মিয়ার ছেলে। তার মরদেহ দেশে আনার চেষ্টা করছে পরিবার।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রিচি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবদাল উদ্দিন খান।

তিনি জানান, গত রোববার (২৪ সেপ্টেম্বর) পাসপোর্ট সংগ্রহের জন্য বাসা থেকে বের হয়ে বাংলাদেশ দূতাবাসে যাচ্ছিলেন জুনায়েদ। পথে গাড়িচাপায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ইউপি সদস্য আরও জানান, ওই যুবক জীবিকার তাগিদে প্রায় তিন বছর আগে কয়েকটি দেশ হয়ে ইতালি গিয়েছিলেন। তার পরিবারের ১০ লাখ টাকা খরচ হয়। তারা জুনায়েদের মরদেহটি দেশে আনার জন্য ইতালিতে যোগাযোগ শুরু করেছেন।

26/09/2023

এক প্রবাসী ভাইয়ের উপহার পেয়ে তিনি আবারো আমাদের সামনে আসেন আলহামদুলিল্লাহ

আল হামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ মহান রব্বুল আলামীন এর ঘর বাইতুল্লাহ ও রাসূল সা. এর রওজা জিয়ারতের( পবিত্র...
25/09/2023

আল হামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ আল হামদুলিল্লাহ
মহান রব্বুল আলামীন এর ঘর বাইতুল্লাহ ও রাসূল সা. এর রওজা জিয়ারতের( পবিত্র উমরাহ হজ্ব আদায়ের)উদ্দেশ্যে
আজ সন্ধ্যা ৬ টার ফ্লাইটে দেশ ছেড়ে পবিত্র ভূমি আরবের উদ্দেশ্যে রওনা হবেন 'আলোর পথে জনকল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি জনাব Mohammad Shofiullah প্রিও বড় ভাই
ইনশাআল্লাহ ।
আল্লাহ রব্বুল আলামীন তাহার এই হজ্ব কে কবুল করুন
এবং সুস্থ ভাবে আবারও দেশের মাটিতে ফিরে এসে জনগণের জন্য নিবেদিত প্রান হয়ে কাজ করার তৌফিক দান করুক। আমিন❤️❤️

24/09/2023

টানা কয়েক গন্ডা হবিগঞ্জ শহরে বৃষ্টি হওয়ার কারণে হবিগঞ্জের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ বিস্তারিত দেখুন ভিডিও

Address

Habiganj Road
Habiganj
3302

Alerts

Be the first to know and let us send you an email when লাইভ টিভি হবিগঞ্জ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Habiganj media companies

Show All

You may also like