Abdul Kayum

Abdul Kayum সাংবাদিক আব্দুল-কাইয়ূম দৈনিক ক্রাইম তালাশ

26/02/2023

News & media website

28/01/2023
“সত্য প্রকাশে সর্বদা”মানব চাহিদা আপনাদের পাশে...?
16/10/2022

“সত্য প্রকাশে সর্বদা”
মানব চাহিদা আপনাদের পাশে...?

আজ ০১ অক্টোবর বাবার মৃত্যু তারিখ:- স্মৃতি চারণ করতে গিয়ে সাংবাদিক আব্দুল-কাইয়ূম জানান আমার বাবা ইনাতগন্জ উচ্চ বিদ....

৫৭ জেলা পরিষদে ভোট চলবে আগামীকাল সকাল ৯টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত         নবীগন্জ প্রতিনিধি আব্দুল-কাইয়ূম:-আগামীকাল ...
16/10/2022

৫৭ জেলা পরিষদে ভোট চলবে আগামীকাল সকাল ৯টা থেকে টানা দুপুর ২টা পর্যন্ত


নবীগন্জ প্রতিনিধি আব্দুল-কাইয়ূম:-আগামীকাল সোমবার (১৭ অক্টোবর) জেলা পরিষদে ভোট। দেশের ৫৭টি জেলা পরিষদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে টানা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রতি উপজেলা সদরে স্থাপিত ভোটকেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে প্রতিটি কেন্দ্রের ভোটগ্রহণ মনিটরিং করার জন্য প্রতি ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভি ও ইভিএম মেশিন যথাযথভাবে সচল রাখার স্বার্থে এবং ভোটাররা যাতে সুষ্ঠুভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারেন, সেজন্য ভোটকেন্দ্র সংশ্লিষ্ট উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ নির্বাচনে ৫৭টি জেলার প্রতিদ্বন্দ্বির সংখ্যা— চেয়ারম্যান পদে প্রার্থী ৯২ জন, সদস্য পদে এক হাজার ৪৮৫ জন ও সংরক্ষিত পদে ৬০৩ জন।

৫৭টি জেলায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ৪৪৮টি, সংরক্ষিত ওয়ার্ড ১৬৬টি। ভোটকেন্দ্র ৪৬২টি ও ভোটকক্ষ ৯২৫টি। মোট ভোটার ৬০ হাজার ৮৬৬ জন।

ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ জন সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইসি। প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি করে স্ট্রাইকিং ফোর্স ও র‌্যাবের একটি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন থাকবে। এছাড়া বৃহত্তর ১৯টি জেলায় দুই প্লাটুন ও অন্যান্য জেলায় এক প্লাটুন বিজিবি রিজার্ভ ফোর্স হিসেবে মোতায়েন থাকবে। এছাড়া পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন৷

নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারেন, অথবা ভোটকক্ষে ভোটদান বিশেষ করে গোপন কক্ষে ভোট প্রদানের ছবি তুলতে না পারেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে।

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হয় গত ২৩ আগস্ট। পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১টি জেলা পরিষদ নির্বাচনের লক্ষে এ তফসিল ঘোষণা করা হয়।

Copy/দৈনিক ক্রাইম তালাশ

🔛 ঢাকা থেকে প্রকাশিত 🔛পাঠকের প্রিয় পত্রিকা দৈনিক ক্রাইম তালাশ এ 👁‍🗨 চোখ রাখুন সত্য প্রকাশে আমরা প্রতিদিন আপনাদের পাশে......
16/10/2022

🔛 ঢাকা থেকে প্রকাশিত 🔛

পাঠকের প্রিয় পত্রিকা দৈনিক ক্রাইম তালাশ এ 👁‍🗨 চোখ রাখুন সত্য প্রকাশে আমরা প্রতিদিন আপনাদের পাশে...🖌

Address

Inathgonj
Habiganj
3374

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kayum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdul Kayum:

Share