04/11/2024
শরীয়তের বিধান হলো, পরপুরুষের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখতে হবে, সুমিষ্ট মোলায়েম স্বরে নয়। বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে মহিলাদের নিকট মাসআলা বা হাদীসের প্রয়োজনে গাইরে মাহরাম কেউ কিছু জিজ্ঞাসা করলে তারা মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়ালে থেকে কথা বলতেন, যেন কারও অন্তর ব্যাধিগ্রস্ত না হয়।