
21/10/2022
ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।
ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।
তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।
মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।
(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)
-Mahmudul Hasan