F eelings - অনুভূতি ツ

  • Home
  • F eelings - অনুভূতি ツ

F eelings - অনুভূতি ツ please follow

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি। ঘটনাটি একটি গরিব পরিবারের...
21/10/2022

ছবিটি সৌদি আরবের একটি ফেসবুক পেইজে পেলাম। ঘটনা পড়ে চোখ ভিজে এলো তাই আপ্নাদের সাথে শেয়ার করছি।

ঘটনাটি একটি গরিব পরিবারের। পরিবারটি পিছনের বিল্ডিং এর দ্বিতীয় তলায় বাস করে। ছেলেটি প্রতিদিন ভোর চারটায় উঠে দূরের শহরে কাজে যায়। তার মা প্রতিদিন এসময় উঠে তাকে প্রস্তুত করে দেয়, খাবার বক্সে দিয়ে দেয়, শেষে নিচে নেমে এগিয়ে দেয়। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখতে ছেলেটির ভাল লাগে না। মানা করে। বলে, তুমি খাবার রেডি করে শুয়ে যেও, বসে থাকতে হবে না, নিচে নামতে হবে না। কিন্তু মা শুনেন না। একদিন বেশ রাগারাগিও করে। তারপরও মা শুনে না। রাগরাগির পর মা বলে, আমি এখন আর নামি না। তুমি চলে যেও, সমস্যা নাই।

তারপরও মা নিয়মিত ভোর চারটায় নিচে নামেন, ছেলে পিছনের দিকে তাকালে মা আড়ালে লুকিয়ে পড়েন।

মা যে প্রতিদিন নামেন, এটা মাকে প্রুভ দেখানোর জন্য পিছনের দিকে না ঘুরে এক্টা সেল্ফি তুলেন, সেল্ফিতে দেখা যায় মা আড়ালে দাড়িয়ে আছেন। মা এখানে ততক্ষণ দাড়িয়ে থাকেন যতক্ষণ ছেলেকে দেখা যায়।

(এর নাম “মা”। মায়ের ভালোবাসার রং সব দেশে একই। নিস্বার্থ ভালোবাসা, সীমাহীন ভালোবাসা। তাই মাকে কখনো কষ্ট দিবেন না।)

-Mahmudul Hasan

21/10/2022
28/09/2022

কবিতার নাম
শালা আমিতো অবাক
______ ______ _____ _____
নিশিরাতে জেগে দেখি,
গাছের ডালে কাক,
শালা আমিতো অবাক!!

চোর ঢুকেছে ঘরের
ভেতর,
দরজা ছিলো ফাঁক?
শালা আমিতো অবাক!

মোবাইল
নিলো,টিভি নিলো,
রিমোট না হয় থাক?
শালা আমিতো অবাক!!

পাচ্ছে যা তা নিচ্ছে ভরে, দুই
হাতেরই
মুঠোয়
করে,
চোরটা তো নির্বাক,
শালা আমিতো অবাক!!

সব মালামাল
বস্তা ভরে,
চোর
পালালো চুরি করে,
যাক না চলে যাক,
শালা আমিতো অবাক!!

মধ্যরাতে অন্ধকারে,
কুত্তা ডাকে জোরে জোরে,
শিয়ালরা
দেয়
হাক?
শালা আমিতো অবাক!!

ভয়ে শরীর
শিউরে ওঠে,
না জানি আজ
কি যে ঘটে?
আবার ডাকে কাক?
শালা আমিতো অবাক!

হয়নি রাতে তেমন
কিছু,
কোন ভূতই
নেয়নি পিছু,
বেঁচে গেছি যাক......
শালা আমিতো অবাক!

সকালে দেখি পুরো পাড়া, মারছে
সবাই
বেরেআমি মারছে তারা,
চোরটা নাকি পড়ছে ধরা, চোরের
মাথায়
টাক,
শালা এবারতো আমি পুরাই অবাক...!!🥴🥴🥴

27/09/2022

জীবনে সবচেয়ে বড় সান্তনা হলো
আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন।

ছেলে হিসেবে আমি খুব লজ্জিত 😓😓যে ছুরি দিয়ে সে তার জন্মদিনে কেক কাটছে..আজকের সে ছুরি দিয়ে তার গলা কাটা হয়েছে💔😓💔ধর্ষণ কর...
24/09/2022

ছেলে হিসেবে আমি খুব লজ্জিত 😓😓
যে ছুরি দিয়ে সে তার জন্মদিনে কেক কাটছে..
আজকের সে ছুরি দিয়ে তার গলা কাটা হয়েছে💔😓💔
ধর্ষণ করছোস কিন্তু মারা'র কি প্রয়োজন ছিল?
মেয়েটা'কে তার জীবন ভিক্ষা দিতি,😓
মাত্র অষ্টম শ্রেণিতে পড়ে..
মুখের ভাষা হারিয়ে ফেলছি😥কেমনে পারছে এরকম করতে একটু ও বুঝি দয়া মায়া হয় নাই 🥺
আল্লাহ মেয়েটা কে জান্নাতবাসি করুক ..


ঘটনাঃ নোয়াখালী মাইজদী লক্ষীনারায়নপুর
নামঃ তাসমিয়া হোসেন অদিতি
নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অষ্টম শ্রেণীর ছাত্রী

এই শহর তোমার জন্য নিরাপদ নাহ বোন🙂 ওই পারে ভালো থেকো🙂❤️ বোন তোমরা সাবধানে থেকো🙂 ছেলে হিসেবে আমরা সত্যি লজ্জিত🙏☹️

Today's Best Photo🌿💙🌿beautiful❤️
24/09/2022

Today's Best Photo🌿💙🌿

beautiful❤️









Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful          
23/09/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚.... beautiful








Today best photo
23/09/2022

Today best photo







Today's the best Photo 🌿❤💚💚💚💚💚💚💚💚💚💚.......Beautiful
23/09/2022

Today's the best Photo 🌿❤
💚💚💚💚💚💚💚💚💚💚.......Beautiful










Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
23/09/2022

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️







Today's the best Photo 🌿🥰💚💚💚💚💚💚💚💚💚💚• beautiful  
23/09/2022

Today's the best Photo 🌿🥰
💚💚💚💚💚💚💚💚💚💚
• beautiful






Today's Best Photo 
23/09/2022

Today's Best Photo



22/09/2022

আমার সাদা মনে একটা কালা প্রশ্ন🙄🙄🙄

বোবাদের বিয়ের সময় কবুল বলে দেয় কিডা 🤔🤔🤔

21/09/2022

- কথার জবাব দিতে শক্তির প্রয়োজন পড়ে না😪

- শক্তির প্রয়োজন পড়ে চুপ থাকতে! 💔🥀

21/09/2022

- যা গরম পড়ছে ! 🥵

- ফ্রিজে পানির বোতল রাখলেও..
- ফ্রিজ খুলে দেখি বোতলটাও ঘেমে গেছে !😌

21/09/2022

লাইব্রেরিতে পড়তে গিয়ে একটা মেয়েকে বললাম.. 🤦‍♀️"আমি কি আপনার পাশের চেয়ারে বসতে পারি?🥰🤔🥰

মেয়েটা চিৎকার করে উঠল এবং বলল..👀-আমার সাথে রাত কাটাতে চাও?🤥😳🥺

-'এত্ত বড় সাহস!?😲😲😲

লাইব্রেরির সবাই আমার দিকে কটমট চোখে তাকালো..🙀😾🙀

আমি সাংঘাতিক লজ্জা পেলাম!🙊🙊🙊

ঘন্টা খানেক পর🙉

মেয়েটা আমার কানে কানে এসে বলল...💘

'আমি সাইকোলজির স্টুডেন্ট।🧐🧐🧐

কীভাবে মানুষকে লজ্জা দিতে হয়, -'সেটা খুব ভালো করে জানি?😱🤒😱

আমি চিৎকার করে উঠে বললাম..🤓🤓🤓

-'এক রাতের জন্য ১০ হাজার টাকা চাও!? -'এটা অনেক বেশি।😎😎😎

লাইব্রেরির সব মানুষ বিষ্মিত চোখে মেয়েটার দিকে তাকাল। •🤣🤣🤣

মেয়েটা লজ্জায় অজ্ঞান হয়ে গেল!😋😋😋

আমি তার কানে কানে গিয়ে বললাম... -'আমি আইনের ছাত্র!🥱🥱🥱👀🥱🥱🥱

কীভাবে বিনা অপরাধে দোষি বানাতে হয়, -'সেটা আমি খুব ভালো করে জানি।😎🤓😎

Address


Telephone

+8801312602415

Website

Alerts

Be the first to know and let us send you an email when F eelings - অনুভূতি ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share