Daridrya Sanatani Kalyan Faundatio

Daridrya Sanatani Kalyan Faundatio মানবতার সেবায় আমরা ঐক্যবদ্ধ

13/04/2024

নমস্কার
মানবতার পক্ষে ঐক্য গড়ি, স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।

সুনামগঞ্জ জেলার তাহেরপুর থানার উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা শ্রী উত্তম চন্দ্র শীল এর ৩ বছরের শিশু সন্তান প্রিতম চন্দ্র শীল হার্ট ছিদ্র রোগে আক্রান্ত অসহায় পরিবারের পাশে সাধ্যমত মানবিক আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন।

মানবিক সহযোগিতার পরিমাণ ১১৫৭০ টাকা মাত্র।

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঝিনাইদহের আমাদের প্রিয় বোন সপ্তর্ষি বিশ্বাস এর হাতে দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ...
29/12/2023

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ঝিনাইদহের আমাদের প্রিয় বোন সপ্তর্ষি বিশ্বাস এর হাতে দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ১৪০০০ টাকা তুলে দেয়া হল। আমাদের এই মহৎ কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

তুলসী প্রণাম মন্ত্র:-   ওঁ বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ। বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।।ক্রিসম...
25/12/2023

তুলসী প্রণাম মন্ত্র:-

ওঁ বৃন্দায়ৈ তুলসী দেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ।।

ক্রিসমাস নয়
জগতের সকল সনাতন ধর্মাবলম্বীদের জন্য আজ দেবী মাতা তুলসি পুজন দিবস..

20/12/2023

মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি,

একটি মানবিক আবেদন ঃ
সকলের সহযোগিতায় বেচেঁ যেতে পারে ৮ম শ্রেণিতে পড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত সপ্তর্ষি বিশ্বাস।

ঝিনাইদহের কোটচাঁদপুরের বাসিন্দা প্রণব বিশ্বাস এবং রূপা বিশ্বাসের মেয়ে ৮ম শ্রেণী পড়ুয়া সপ্তর্ষি বিশ্বাস দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই জীবন যাপন করে যাচ্ছে, অসহায় দিনমজুর বাবা খেয়ে না খেয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় সপ্তর্ষি বিশ্বাস এর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, বর্তমানে সপ্তর্ষি বিশ্বাস এর অবস্থা অবনতি হওয়ায় অসহায় সপ্তর্ষি বিশ্বাস এর বাবা তার উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে প্রতিবেশীদের সহযোগিতায় তাদের পাসপোর্ট তৈরী করা হয়েছে।

অসহায় দিনমজুর বাবা তার সন্তান সপ্তর্ষি বিশ্বাস এর চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের মানবিক আর্থিক সহযোগিতা প্রার্থনা করেছেন। বিষয় টি দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর নজরে আসলে তাৎক্ষণিকভাবে আমরা অসহায় সপ্তর্ষি বিশ্বাস এর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তাদের কথা শুনে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়াবো।

তারই ধারাবাহিকতায় ক্যান্সার রোগে আক্রান্ত ৮ম শ্রেণিতে পড়ুয়া সপ্তর্ষি বিশ্বাস এর চিকিৎসার জন্য দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মানবিক সহযোগিতার ফান্ড গঠন করা হয়েছে সমাজে অনেক দানশীল মানবিক ব্যক্তিবর্গ রয়েছেন, সপ্তর্ষি বিশ্বাস এর পাশে এগিয়ে আসার জন্য আপনাদের সকলের কাছে দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।

মানবিক সহযোগিতা পাঠানোর জন্য দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পার্সোনাল বিকাশ নাম্বার ঃ
01787155656

দাদাশ্রী /দিদিভাই গন আপনারা আপনাদের সাধ্যমত মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ রইলো,
মনে রাখবেন দান কখনোই বিফলে যায় না 🙏

বিনীত নিবেদকঃ
দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন।

 #লেইট_পোস্টপ্রোগ্ৰামটি আমরা দুই দিন আগেই সমাপ্ত করেছি ব্যাক্তিগত ব্যাস্ততার জন্য পোস্ট করা হয় নি ।মানবতার পক্ষে ঐক্য গ...
04/12/2023

#লেইট_পোস্ট
প্রোগ্ৰামটি আমরা দুই দিন আগেই সমাপ্ত করেছি ব্যাক্তিগত ব্যাস্ততার জন্য পোস্ট করা হয় নি ।

মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি,
এই স্লোগানকে বুকে ধারণ করে দারিদ্র্য সনাতনীদের কল্যাণে কাজ করে যাচ্ছে দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন।

তারই ধারাবাহিকতায় দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে মানবিক আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে আজ আমরা
এসেছি সীতাকুণ্ডের ফকিরহাটের মরণব্যাধি মাসেল ক্যান্সারে আক্রান্ত রিম্পি রানী শীল এর বাড়িতে,

দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে লড়াই করে
জীবন যাপন করছেন রিম্পি রানী শীল দিদিভাই,
উন্নত চিকিৎসার জন্য আজ তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তার পরিবার।

আমরা দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈশ্বরের কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি।

জয় হোক মানবতার 🙏

নমস্কার সবাইকে 🙏 মানবতার পক্ষে ঐক্য গড়ি, স্বজাতির কল্যাণে এগিয়ে আসি। আপনারা সবাই অবগত আছে যে মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্...
05/10/2023

নমস্কার সবাইকে 🙏
মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।

আপনারা সবাই অবগত আছে যে মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্ৰামের স্বর্গীয় লনি চন্দ্র শীল, লনি চন্দ্র শীল এর স্ত্রী এবং ৭ বছরের কম বয়সী দুই সন্তান, লনি চন্দ্র ছিলেন একজন দিন মজুর..উনিই ছিলেন স্ত্রী সন্তান সহ ৪ জনের পরিবারের একমাত্র রোজগার।

উনার নিজেস্ব কোন জায়গা সম্পদ বা কৃষি জমি কিছুই নেই শুধু মাত্র পনে ৫ শতক ভিটার উপর, বাঁশের খুঁটি দিয়ে দাড় করা টিনের একটি দুচালা ঘড় রয়েছে। এই বাড়িতেই তিনি থাকতেন পরিবার নিয়ে।

লনি চন্দ্র যখন সুস্থ ছিলেন তখন প্রতিদিন যে টাকা ইনকাম করতেন তা দিয়ে স্ত্রী সন্তান নিয়ে কোন রকম ডাল ভাত খেয়ে জীবন যাপন করতেন।

হঠাৎ যখন লনি চন্দ্র ক্যান্সারে আক্রান্ত হন তখন পরিবারের আসার প্রদীপ একেবারে নিভে যায় কিছু দিন উনি বিছানায় ছিলেন তারপর মারা যান 😭এতে করে তার স্ত্রী দুই সন্তান নিয়ে একেবারে অসহায় হয়ে পড়েন। লনি চন্দ্রের বাড়ির পাশে তার তেমন কোন আত্মীয় স্বজন নেই সবাই ভারতে চলে গেছেন অনেক আগেই। বর্তমানে অভিভাবকহীন তার পরিবারটি খুব অসহায় অবস্থায় জীবন যাপন করছেন।

নিউজ টি আমাদের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আমরা দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম লনি চন্দ্র শীল এর বাড়িতে চাই, এবং তাদের সাথে কথা বলি জানতে চাই তাদের বর্তমান পরিস্থতির কথা, অসহায়ত্বের কথা বলতে গিয়ে লনি চন্দ্র শীলের স্ত্রী কান্নায় ভেঙ্গে পরেন,

আমরা তাদের অসহায়ত্বের কথা শুনে সকলের সিদ্ধান্ত মোতাবেক দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুটি ভরকি ছাগল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে থাকি।

তারই ধারাবাহিকতা আজ ০৫/১০/২০২৩ ইং তারিখ রোজ বৃহস্পতিবার এই অসহায় পরিবারের মাঝে দুটি বরকি ছাগল বিতরণ করা হয়েছে।

জয় হোক মানবতার,
জয় হোক দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর সকল মানবিক সদস্যবৃন্দদের।

নমস্কার সকল সনাতনী দাদা/দিদিভাইগন,মানবতার পক্ষে ঐক্য গড়ি, স্বজাতির কল্যাণে এগিয়ে আসি। একটি_মানবিক_সাহায্যেরআবেদন___হবিগঞ...
06/08/2023

নমস্কার সকল সনাতনী দাদা/দিদিভাইগন,
মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।
একটি_মানবিক_সাহায্যের
আবেদন___

হবিগঞ্জ জেলা আজমিরগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের কৃতিশ চন্দ্র দাসের একমাত্র ছেলে কলেজ পড়ুয়া স্বাধীন চন্দ্র দাস(২০) দীর্ঘদিন যাবৎ শারীরিক গঠনের অবনতি দেখা দেয়। দিন দিন তার এই শারীরিক গঠন অবনতি দেখে তার মা-বাবা দুশ্চিন্তায় পড়ে যায়, এবং একপ্রকার বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিয়ে সিলেট ওসমানী হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। কিন্তু তার কি সমস্যা হয়েছে কোন হাসপাতাল ও চিসিৎসক ভালোভাবে নির্ণয় করতে পারছে না!

শেষমেষ কোন উপায় না পেয়ে ঢাকার একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর তার হার্টের বাল্বে একটি ক্রুটি ধরা পড়ে এবং চিকিৎসক তাকে দ্রুত অপারেশন করার পরামর্শ দেন। এবং চিকিৎসক এর কাছ থেকে জানা যায়, তার চিকিৎসা করাতে কমপক্ষে ৬/৭ লাখ টাকার প্রয়োজন।কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস কিছুদিন পূর্বে তার বাবা হার্ট অ্যাটাকে মারা যান। এর পর থেকে আরো নেমে আসে পরিবারের উপর কালো ছায়া।

আর এদিকে মা ছেলেকে এইদিক ওদিক নিয়ে প্রাই নিঃস্বর পথে,যেটুকু জমি জামা ছিল সেটুকুও ছেলের মুখের দিকে তাকিয়ে বিক্রি করে দিয়েছে।বর্তমানে একবারে নিঃস্ব বলেই চলে।তারপর আবার স্বামীর হারানো শোক

স্বাধীন চন্দ্র দাস খুব মেধাবী একজন ছাত্র , সুনামগঞ্জ জেলা শাল্লা উপজেলার সরকারি কলেজ থেকে SSC ও HSC তে( A+) বৃত্তি পেয়েছিল।অনার্সে ভর্তি হওয়ার কথা ছিল,কিন্তু ভাগ্যিস পরিহাসে আর ভর্তি হতে পারলো না!

সবকিছু ফুরিয়ে বর্তমানে তার চিকিৎসা প্রাই বন্ধের পথে এবং বিয়ের উপযুক্ত দুই বোন ও মা কে নিয়ে কোন রকম দিন কাটাছে তার!সে বাঁচতে চায়, নতুন করে প্রাণ পেতে চায় এবং পরিবারকে একসাথে নিয়ে সুন্দর ভাবে চলতে চায়!

তাই এই ভাইটিকে বাঁচাতে সকলেই সাধ্য অনুযায়ী নিজ নিজ স্থান থেকে এগিয়ে আসুন বাড়িয়ে দিন আপনার মানবিক সাহায্যের হাতটি, কারণ আপনাদের একটু আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে হয়তো বাঁচতে পারে ভাইটির জীবন!

বিঃদ্রঃ-এই ছোট ভাইটি আমার বাড়ির পাশের বাড়ির তাই কেউ যদি তার সাথে বা তার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে কল করুন।

তথ্যের জন্য যোগাযোগঃ-
তপন সরকার
০১৯৩৪৬১৪৮৮২,

দাদাশ্রীগন দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা আমাদের সাধ্য মতো চেস্টা করব .. সবাই এগিয়ে আসুন।

মানবতার পক্ষে ঐক্য গড়ি,স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউ‌ন্ডেশন এটা কোন সংগঠন নয় শুধুমাত্র অসহায় দ...
19/06/2023

মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।

দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউ‌ন্ডেশন এটা কোন সংগঠন নয় শুধুমাত্র অসহায় দারিদ্র্য সনাতনীদের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক একটি ফাউন্ডেশন, আমাদের এই মহৎ কাজের সাথে দেশ-দেশের বাহির থেকে আপনারা অংশগ্রহণ করতে চান তাহলে উক্ত নাম্বারে যোগাযোগ করুন।

দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে প্রভু জগন্নাথদেব,সুভদ্রা ও বলরামের শুভ রথযাত্রার ...
18/06/2023

দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী সকলকে প্রভু জগন্নাথদেব,সুভদ্রা ও বলরামের শুভ রথযাত্রার গৌরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏

নমস্কার সকল সনাতনী দাদা/দিদি ভাইগন।মানবতার পক্ষে ঐক্য গড়ি, স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।আপনারা সবাই অবগত আছেন যে এমবিবিএস ...
05/06/2023

নমস্কার সকল সনাতনী দাদা/দিদি ভাইগন।
মানবতার পক্ষে ঐক্য গড়ি,
স্বজাতির কল্যাণে এগিয়ে আসি।

আপনারা সবাই অবগত আছেন যে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ন হয়েও অর্থাভাব বাঁধা হয়ে দাঁড়িয়েছে মেডিকেলে পড়ুয়া পিরোজপুরে নেছারাবাদ উপজেলার হতদরিদ্র বিভাষ মন্ডল মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে সে এবছর এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ৩৪৮৮ তম মেধাক্রমে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। বিভাষ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা ঝালকাঠি গ্রামের হতদরিদ্র বিমল মন্ডল ও আরতী মন্ডলের একমাত্র ছেলে।

দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমরা বিভাষ মন্ডলের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি বিভাষ মন্ডল পটুয়াখালী সরকারি মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছে, এখন বিভাষ মন্ডলের মেডিকেলে পড়ার জন্য একটি কঙ্কাল ও বই এবং হোস্টেলে ওঠা খুবই জরুরী হয়ে পড়েছে আর এইসব এর জন্য প্রায় ৭০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন, কিন্তু আমাদের পক্ষে তো এত টাকার যোগান দেওয়া সম্ভব নয়, তাই আমি মনে করি আমরা দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমাদের সাধ্যমত চেষ্টা করতে পারি।

তাই দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে বিভাষ মন্ডলের মেডিকেল পড়ার জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে, আপনারা আপনাদের সকলের সাধ্য মতো বিভাষ মন্ডলের পাশে এগিয়ে আসুন এবং একজন সনাতনী হিসেবে তার সুন্দর উজ্জ্বল ভবিষ্যত গড়ার লক্ষ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন।

তথ্য যোগাযোগের জন্য
01787155656

অনুদান পাঠানোর জন্য
দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর অস্থায়ী পার্সোনাল বিকাশ নাম্বারঃ 01723473032

আপনাদের সকলের সাধ্য মতো সহযোগিতা কামনা করছি।

Address

Habiganj

Alerts

Be the first to know and let us send you an email when Daridrya Sanatani Kalyan Faundatio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share