Minhaz 2.0

Minhaz 2.0 Minhaz 2.0 is the inspiring platforms of humanitarian work. Minhaz 2.0 is the inspiring platforms of humanitarian work.The owner & founder of this page is Md.

Minhaz Uddin Rubel. Minhaz 2.0 encourages everyone to do humanitarian work by standing of helpless and neglected people in the society. The main purpose is to support humanity through this slogan.

-বৃক্ষ রোপণ কর্মসূচি-তারিখ:- ১৮ জুন ২৪ ( ঈদের পরের দিন )    #শ্রীমংগল_ফ্রেন্ডস_প্রিমিয়াম_টি
15/06/2024

-বৃক্ষ রোপণ কর্মসূচি-
তারিখ:- ১৮ জুন ২৪ ( ঈদের পরের দিন )







#শ্রীমংগল_ফ্রেন্ডস_প্রিমিয়াম_টি

15/06/2024

দারুচিনি দীপ- সেন্ট মার্টিন কি আসলেই হাত ছাড়া হতে চলেছে...?

আমরা হলাম কিউট জাতি, বয়কট বলে ওদের চ্যানেলে গিয়ে আবার প্রীতম হাসানের গান শুনি- Pritom Hasan কে ও বয়কট করা দরকার..!!
13/06/2024

আমরা হলাম কিউট জাতি, বয়কট বলে ওদের চ্যানেলে গিয়ে আবার প্রীতম হাসানের গান শুনি- Pritom Hasan কে ও বয়কট করা দরকার..!!





"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস  কোকেরও হয় নাই। ব্যাচেলর পয়েন্...
10/06/2024

"আরে মিয়ারা, কোক মোটেও ঐ "জায়গা"র না" এতোটাই নোংরা যে, ঐ জায়গার নাম উচ্চারণ করার সাহস কোকেরও হয় নাই।

ব্যাচেলর পয়েন্ট এর কোন এপিসোড এমনকি পরিচালক অমির কাজ একটি ও দেখি নাই ইভেন খুব ইমোশন দিয়ে কিছুদিন পূর্বে একটা কাজ করেছিল সেটি ও নয়, অমির কাজ মানে তরুন প্রজন্মকে গালি-গালাজ শেখানো তার উপরে আবার কৌশল করতে গিয়ে পুরাই ধরা খেয়েছে এদের অভিনয় শিল্পী কয়েকজন -

প্রতি বছর ঈদ বোনাস থেকে ও AIT কাটে আর বেতন থেকে তো কাটেই, সে কাটুক ইনকাম করি AIT কাটবে সেটা ইস্যু না, অল্প ২/৪ টাকা থেকে...
09/06/2024

প্রতি বছর ঈদ বোনাস থেকে ও AIT কাটে আর বেতন থেকে তো কাটেই, সে কাটুক ইনকাম করি AIT কাটবে সেটা ইস্যু না, অল্প ২/৪ টাকা থেকে জুলুম করে AIT নেয়, আর দেশের চোর, বাটপার এবং দূর্ণীতিবাজ দের টাকায় কর কম করে দেয়া হয়েছে, আফসোস আর হাহাকার ব্যাতীত তো আর কিছুই করার নেই, আমরা যারা জুলুমের শিকার হচ্ছি, জুলুমকারী গণ হাশরের ময়দানে যেন উত্তম প্রতিদান পায় সেই প্রার্থনা আর আহাজারি করে রাখলাম মহান আল্লাহর কাছে..!

শ্রীমঙ্গলে এখন পর্যন্ত কুকুরের কামড়ে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাস্তায় চলাচলে সকলকে সতর্কতা অবলম্বন করা প্রয়ো...
07/06/2024

শ্রীমঙ্গলে এখন পর্যন্ত কুকুরের কামড়ে ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাস্তায় চলাচলে সকলকে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। বিশেষ করে স্কুলের শিশুদের খেয়াল রাখার প্রতি অনুরোধ রাখছি।
শুক্রবার- ৭ জুন- ২০২৪.......!!

01/06/2024
30/05/2024

বন্যা হলে সিলেটে মোমবাতি, শুকনা খাবার,নৌকা, গাড়ি ভাড়া ,এগুলোর দাম বৃদ্ধি করবেন না। সিলেট এর মানুষ দয়াশীল, তাহলে এই সময় দয়া না দেখালে কোনসময় দেখাবেন...?
সময়ের-সুযোগে আবার ডাকাত হবেন না!

29/05/2024

ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকার পর্যটকদের জন্য ছাউনি নির্মাণ হচ্ছে-











21/05/2024

দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর থেকে দুই পা ফেলিয়া, হবিগঞ্জ থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে মাদনার অবস্থান...!

18/05/2024

শুধু মাত্র সন্তানের জন্য বাবা-মায়ের মুখ পুড়ে, এমনটি নয়, কখনও কখনও সন্তানের ও মুখ পুড়া যায় বাবা-মায়ের জন্য

যেমনটা :- Rafsan the ChotoBhai

16/05/2024

"ইসলাম আমরা এখন মানি কেবল নিজেদের সুযোগ সুবিধা মতো"

-অনেকেই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করেন-

একটা সুন্দর হাদিস আছে এ ব্যাপারে;

– “রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কারো উত্তরাধিকার সম্পত্তি গ্রাস করে, অন্য বর্ণনামতে, যে ব্যক্তি কারো উত্তরাধিকারী সম্পত্তি নিয়ে পলায়ন করে, আল্লাহ তাকে জান্নাতের অংশ থেকে বঞ্চিত করবেন।”

15/05/2024

-নীরবতার পরিবর্তে নীরবতা , শুন্যতার পরিবর্তে শুন্যতা, মায়ার পরিবর্তে মায়া, অনুভূতির পরিবর্তে অনুভূতি, আনুগত্যর পরিবর্তে আনুগত্য, সন্মানের পরিবর্তে সন্মান- এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান খুব সহজেই সম্ভব। এতে জীবনটা অনেক অনেক শান্তিময় হবে..!!

14/05/2024

-চীনের নতুন মানচিত্রে যুক্ত হলো ভারতের অরুণাচল প্রদেশ, সাথে নেপালের মানচিত্রে যুক্ত হলো কিছু অঞ্চল..! শুধু স্ত্রীর দেশ বাংলাদেশের মানচিত্রে আসাম ত্রিপুরা যুক্ত হবে না 🥹🥹🥹

14/05/2024

-সংসারের মায়ায় পড়ে গিয়েছি, "মায়া" খুব খারাপ জিনিস ,সমস্ত কিছু ত্যাগ করে নিরুদ্দেশ হতে পারলে ভালো লাগতো -

12/05/2024

SSC রেজাল্ট কখনও ভাল ক্যারিয়ার গঠন করতে পারে না-

এই যে ৩য় শ্রেণীতে পড়ুয়া একজন কন্যা কে নির্মম ভাবে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হল, অপরাধী নিজ মুখে বর্ণনা করল, এরপর আব...
02/05/2024

এই যে ৩য় শ্রেণীতে পড়ুয়া একজন কন্যা কে নির্মম ভাবে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হল, অপরাধী নিজ মুখে বর্ণনা করল, এরপর আবার কোর্ট-কাচারী কেন..? কেন ওই পাপিষ্ঠকে পরের দিন ফাঁসিতে ঝুলানো হয় না-
অতচ ওর পক্ষে ও উকিল লড়বে, জামিন পাওয়ার চেস্টা করাবে- -আফসোস -

30/04/2024

চোখ তো কপালে উঠার মত অবস্থা-

দেশের কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং তাঁর স্ত্রী সনদ বাণিজ্যের সাথে জড়িত ছিলেন। তাঁরা নাকি এতদিন টাকা খেয়ে সনদ বাণিজ্য করে এসেছেন! দেশের শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে পৌঁছালে একটা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স্বয়ং নিজেই সনদ বাণিজ্যের সাথে জড়িত থাকতে পারে; আমার ঠিক জানা নেই! এই কাজের জন্য তাঁদের অব্যাহতি দেয়া হয়েছে আজ। অর্থাৎ টাকাই সব! কোটি কোটি টাকা ইনকাম করলেই চলছে। দেশ গোল্লায় যাক। সমাজ গোল্লায় যাক। এতে এইসব মানুষদের কিছু যায়-আসে না।

এখন জানতে পারছি এই ভদ্রলোক এবং তাঁর স্ত্রী নাকি নিজের এলাকায় খুব দয়ালু এবং দানশীল ছিলেন। সবাই নাকি তাঁদের দানবীর হিসেবে জানতো। এলাকার মানুষ এই লোককে নিয়ে গর্ব করে বলে বেড়াত- 'আমাদের এলাকার একজন কৃতিসন্তান একটা বোর্ডের চেয়ারম্যান।' তো এই হচ্ছে আমাদের দেশ। আমাদের সমাজ। এরাই কৃতিসন্তান হয়। এরাই আমাদের সমাজে বিশিষ্ট দানবীর হয়!

27/04/2024

অনলাইনে যাচাই পূর্বক সহযোগীতা করা উচিৎ- মুখোশের আড়ালে মিল্টন সমাদ্দার

2005 সালে বরিশালের উজিরপুর নিজের বাবার গায়ে হাত তুলেন, এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উনাকে এলাকা ছাড়া করেন..!বিস্তারিত.. ভ...
27/04/2024

2005 সালে বরিশালের উজিরপুর নিজের বাবার গায়ে হাত তুলেন, এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ উনাকে এলাকা ছাড়া করেন..!

বিস্তারিত.. ভিডিও আসছে..!

12/04/2024

ঈদ গাহের কঠিন অবস্থা , এটা যদি এভাবে পড়ে থাকে তবে এই অপচয়ের জন্য ইহকালে পার পেয়ে গেলেও পরকালে পার পাওয়া যাবেনা-

09/04/2024

-টম টমের শহর হবিগঞ্জ, স্বাভাবিক ভাবে চলাফেরা করা কঠিন, ৫ মিনিট এর রাস্তা ২ ঘন্টার মত বসে থাকতে হয়, বয়স্ক মানুষ ,শিশু এবং মালামাল নিয়ে অনেক কস্ট হয়, মাননীয় মেয়র মহোদয় এর দৃষ্টি কামনা করি -



07/04/2024

শরীফ উদ্দিন স্যার সড়কের বেহাল দশা দেখার কেউ নেই, অনেক কস্টের মাধ্যমে পাওয়া এই সড়ক, বর্তমান সংসদ সদস্য রুয়েল ভাইয়ের দৃষ্টি কামনা করছি ।

06/04/2024

জলসুখা গ্রামের দক্ষিণ পাড়া এবং মধ্যপাড়া মহল্লার সামর্থ্যবান ব্যাক্তিগণ তাদের পরিবারের মাধ্যমে উক্ত কাজ সম্পন্ন করার আকুল আবেদন করছি-

দারিদ্র তুমি আমাকে করেছ মহান 😥😥😥
03/04/2024

দারিদ্র তুমি আমাকে করেছ মহান 😥😥😥

31/03/2024

সিলেটে ভয়াবহ শীলা বৃষ্টি, প্রচুর গাড়ি সহ অনেক বাড়ি-ঘর লন্ড ভন্ড-

30/03/2024

" অনেকের মানুষিকতা এমন "

গরীব আত্মীয়ের পেটে ভাত আছে কিনা খোঁজ করিনা' অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটে মাটি বিক্রি করবে,কম টাকায় কিনে নেব।

এইটা সমকামিতার সিম্বল। গুগল করে নিয়েন। রংধনুর রং হয় সাতটি, আর সমকামিতার সিম্বলের রং হয় ছয়টা। এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জ...
28/03/2024

এইটা সমকামিতার সিম্বল। গুগল করে নিয়েন।

রংধনুর রং হয় সাতটি, আর সমকামিতার সিম্বলের রং হয় ছয়টা। এইবার মিলিয়ে দেখেনতো, পাঞ্জাবিতে কি রংধনুর ৭ রং, নাকি সমকামিতার ৬ রং?

আড়ং ইসলামের শত্রু😡😡😡

আল্লাহ আমাদের রক্ষা করুক, আমীন।

Asif mahtab

27/03/2024

সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুবই বাজে, পন্য নস্ট করা, চুরি করা, তাদের নিত্যদিনের ঘটনা , অভিযোগ করলে ও কোন প্রতিকার নেই

#বয়কট সুন্দরবন কুরিয়ার সার্ভিস

- আমাদের সয়ে গেছে শোক, আবার উদরে ঢালছি কোক---আমাদের আবেগ চড়ুই পাখির মত ফুরুত 🥹🥹--
28/02/2024

- আমাদের সয়ে গেছে শোক, আবার উদরে ঢালছি কোক-

--আমাদের আবেগ চড়ুই পাখির মত ফুরুত 🥹🥹--

Address

Rajnagar, (By Pass Road)Sadar Habiganj
Habiganj
3300

Telephone

+8801712866421

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minhaz 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minhaz 2.0:

Videos

Share

Category