ঈমানের পর সবচেয়ে দামী হলো নামাজ!
বায়তুল্লাহর ঘরে দাঁড়িয়ে!
মাল স্বয়ং খারাপ জিনিস নয়
অপর এক হাদীসে আছে, এই মাল সবুজ শ্যামল ও মিষ্টি জিনিস, যে ব্যক্তি ইহাকে ন্যায়ভাবে হাসিল করে, তাহার জন্য ইহাতে বরকত দেওয়া হয় । অন্য হাদীসে আছে, দুনিয়া কতই না উত্তম ঘর ঐ ব্যক্তির জন্য, যে উহাকে আখেরাতের পাথেয় বানায় এবং আল্লাহ তায়ালাকে (উহার মাধ্যমে) রাজী করিয়া লয়। আর কতই না মন্দ ঐ ব্যাক্তির জন্য , যাহাকে এই দুনিয়া আখেরাত হইতে ফিরাইয়া দেয় এবং আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনে অক্ষমতা সৃষ্টি করিয়া দেয় । (কানয) মোটকথা, অনেক রেওয়াতে এই বিষয় বর্ণিত হইয়াছে যে, সম্পদ প্রকৃতপক্ষে খারাপ জিনিস নয়; বরং ভাল জিনিস ও কাজের জিনিস- দ্বীনি ও দুনিয়বী অনেক ফায়দা উহার সহিত জড়িত রহিয়াছে । এইজন্যই অনেক হাদীসে রুজি কামাই করিবার ও মাল হাসিল করিবার প্রতি উৎওসাহ প্রদান করা হইয়াছে । কিন্তু ইহাতে যেহেতু একটি বিষাক্ত উপাদান রহিয়াছে এবং মানুষের অন্তর সাধারণতঃ রোগ
~~ দ্বীন ব্যাতিত জীবন মূল্যহীন••••
আল্লাহ বলেন -আজ তোমরা চুপ থাক আমি কথা বলব।আজ আমি তোমাদের মুখের উপর তালা লাগিয়ে দেব।আজ তোমার হাত কথা বলবে।নখ কথা বলবে।এক একটি লোম কথা বলবে।এক একটি আঙ্গুল কথা বলবে।এক একটি হাড় কথা বলবে।এক একটি জোড়া কথা বলবে। বলবে - কি কি করছিলে শুক্রবার দিন।কী কী করেছিলে শনিবার দিন।কী কী করেছিলে রবিবার দিন।কী কী করেছিলে রাতে ও দিনে।কী কী করেছিলে বাজারে, ঘরে, দোকানে,প্রকাশ্যে। সেদিন মুখ বন্ধ থাকবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে।এই করেছি,ঐ করেছি।সব বলে দিবে। আল্লাহর কসম! আমাদের এই দেহ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে।এই দেহ কেয়ামতের দিন সবার আগে আমাদের সঙ্গে গাদ্দারী করবে। আল্লাহ জবানের তালা খুলে দিবেন। তারপর কেউ হবে হতভাগা,কেউ হবে ভাগ্যবান।যারা হবে হতভাগা তাঁরা যাবে জাহান্নামে,ভাগ্যবান যাবে জান্নাতে।স্পষ্ট হয়ে যাবে কে সফল আর কে ব
হযরত মাওলানা তারেক জামিল সাহেবের বয়ান। উত্তম আখলাক পরিবারের শান্তির কারন। নিশ্চয়ই শুনলে ভালো লাগবে।
বায়তুল্লাহর ঘরে তাওয়াফ।
ঘোড়ায় চড়ে কিছুটা বিনোদন!
শয়তান মানুষের প্রকাশ্য দুশমন’- এটি মহান আল্লাহ তাআলার ঘোষণা। আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা-উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে।
কাকে খায়?😍
#afacebookreelscontest #nofilter #job #norway #NOW #A #Afar #viral #video #view #viralreels #vw #xray
V-On Virat Kohli Nasima Akter Nisha
❤️ গাভী!😍 #nofilter #norway #NOW #job #A #Afar #afacebookreelscontest Leo Messi Porshi Warfaze W. Rhiannon
হায়রে জীব # #NOW № #@ #norway #nofilter № @№