Ashiqur Rahman Shikdar Officeal

Ashiqur Rahman Shikdar Officeal এটি একটি ইসলামিক পেজ যাতে বিভিন্ন ইসল?
(40)

17/12/2023
16/12/2023

মানুষ যদি মৃ'ত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃ'ত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত ।”

— হযরত মুহাম্মদ (সাঃ)🖤

14/12/2023

জাহান্নামের ফুটন্ত পানিতে পরার চেয়ে--!!🥺
🌹
ভোর বেলায় ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়া উত্তম--!!🙂😊🌺
🥰--আলহামদুলিল্লাহ,,🤲

আল্লাহ সবাইকে হেফাজত করুক।🤲
14/12/2023

আল্লাহ সবাইকে হেফাজত করুক।🤲

13/12/2023

পিঁয়াজ হোক অথবা মানুষ, বেশি দাম দেখাইলে এড়িয়ে চলুন কয়েকদিন পর এমনিতেই দূর্গন্ধ বের হবে! 🫠

13/12/2023

জীবনে অনেক বড় কিছু অর্জন করতে হলে বিনয়ী হতে হবে।

অথচ আমি একদিন দুনিয়ায় বিশালঅট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।🙂
10/12/2023

অথচ আমি একদিন দুনিয়ায় বিশাল
অট্টালিকার মাঝেই থাকতে ভালোবাসতাম।🙂

10/12/2023

🔥 ব্রেকিং নিউজ 🔥
বাংলাদেশের এই প্রথম সিলেটে তেলের খনির সন্ধান!
দিনে প্রায় ৬শ ব্যারেল তেল পাওয়ার আশা!
সূত্র: সময় টিভি ।

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামা...
10/12/2023

নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি
তার পিছ‌নে এত সুন্দর এক‌টি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগ‌বে এবং নামাজ পড়ায় ম‌নো‌যোগ ও বাড়‌বে। ঈমানও তাজা হবে।

আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!

আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!

তাহলে কি বলেছিল...?

কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!

মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-

▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু

অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।

উওরে মহান আল্লাহ বলেন:-

▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।

অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।

এতে মহানবী (সঃ) বলেন:-

▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।

অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।

মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-

▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।

অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।

এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।

10/12/2023

পাহাড় পরিমাণ কষ্ট নিয়েও হাসিমুখে,☺
-আলহামদুলিল্লাহ্ বলাটা রবের প্রতি অগাধ বিশ্বাসের নমুনা!🌸❤

আলহামদুলিল্লাহ..!🖤🥰

06/12/2023

আলহামদুলিল্লাহ ৮তারিখ শুক্রবার প্রাইমারি প্রিলি পরিক্ষা সবার কাছে দোয়া প্রার্থী

30/11/2023

চোখ বন্ধ করে শুনুন ইনশাআল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে 💓💓💓ভালো লাগলে শেয়ার প্লিজ🥰

আলহামদুলিল্লাহ
30/11/2023

আলহামদুলিল্লাহ

আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবোসূরা মুমিন --৬০আলহামদুলিল্লাহ 🌺🥰
30/11/2023

আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো
সূরা মুমিন --৬০
আলহামদুলিল্লাহ 🌺🥰

29/11/2023

যে কনো আশা পূরণ হবে" ইনশাআল্লাহ,
ইয়া জালজালালি ওয়াল ইকরাম"
বেশি বেশি করে পাঠ করতে হবে"
আমিন"

28/11/2023

- হে দয়াময় আল্লাহ! দেহটাকে সাদা কাপড়ে মোড়ানোর আগে, রুহুটাকে ঈমানে মুড়িয়ে নেওয়ার তৌফিক দান করুন "আমিন.!❤امين

28/11/2023

হঠাৎ করেই নামাজি হওয়া সহজ কিন্তু নিয়মিত নামাজি
হওয়াটা কঠিন হে আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত নামাজি বানিয়ে দিন
আমিন🤲🌸

27/11/2023

তীব্র শীতে ফজরের সালাত আদায়কারী সৌভাগ্যবান
আলহামদুলিল্লাহ

24/11/2023

মিশরে কুরআন প্রতিযোগিতায়
২৬০ হাফেজ কে পিছনে ফেলে ১ম হয়েছেন বাংলাদেশের হাফেজ
মুতাসিম বিল্লাহ মুজাহিদ!
"আলহামদুলিল্লাহ"

ফুটা বালতি হতে সাবধান! ১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)২. আপনি হিজ...
21/11/2023

ফুটা বালতি হতে সাবধান!

১. আপনি সুন্নতি দাড়ি রেখেছেন কিন্তু বেপর্দা মেয়ে দেখে দৃষ্টি নত করেন না। (ফুটা বালতি!)

২. আপনি হিজাব পড়েন কিন্তু সাথে মেকাপ আর পারফিউম দিয়ে। (ফুটা বালতি!)

৩. পাঁচ ওয়াক্ত নামাজই যথাসময়ে পড়েন আপনি কিন্তু নামাজে মোটেও মনোযোগ, খুশুখুজু নেই। (ফুটা বালতি!)

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী কিন্তু বাসায় আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি। (ফুটা বালতি!)

৫. বাসায় মেহমান আসলে যত্নের সাথে মেহমানদারী করেন, কিন্তু তারা চলে গেলে তাদের খুঁটিনাটি দোষত্রুটির গীবত করা শুরু করেন। (ফুটা বালতি!)

৬. আপনি অনেক দানসদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন। (ফুটা বালতি!)

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন। (ফুটা বালতি!)

৮. রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই কাউকে গালি দেন, উপহাস করেন, অভিশাপ দেন। (ফুটা বালতি!)

৯. আপনি মানুষের অনেক উপকার করেন, কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার নামকাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই না। (ফুটা বালতি!)

১০. আপনি ফেসবুকে দ্বীনী পোস্ট দেন, ইসলামিক লেখালেখি করেন, কিন্তু তা লাইক-ফলোয়ার বাড়ানোর জন্য, আল্লাহর জন্য না। (ফুটা বালতি!)

ফুটা বালতিতে যতই পানি ভরেন, তা কি সেখানে থাকবে??

আল্লাহ আমাদের সবাইকে উপলব্ধি করার তৌফিক দিন। আমীন

21/11/2023

" যৌবনের চেহারাটা সব মানুষ পছন্দ করে,
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ তায়ালা নিজেই পছন্দ করেন "।
সুবহানাল্লাহ

20/11/2023

ভালো খাওয়াটা গর্বের বিষয় নয় হালাল খাওয়াটাই গর্বের বিষয়!

19/11/2023

রাসূল (সাঃ) বলেছেন,
- ভালো চিন্তা ও উত্তম ধারণা
করাও ইবাদত।”🌸
[মিশকাত:৪৮২৭]

17/11/2023

হজরত উসমান (রাঃ) যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, তখন এমনভাবে কাঁদতেন যে, নিজের দাড়ি মোবারক ভিজে যেত। তাই একবার তাকে জিজ্ঞাসা করা হলো- আপনি জান্নাত ও জাহান্নাম স্মরণ করে এত কাঁদেন না, যতটুকু কাঁদেন কবর দেখে, এর কারণ কী?
তিনি বললেন, রাসুল ﷺ বলেছেন, কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাঁটি। এখানে যদি কেউ রক্ষা পেয়ে যায়, তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য সহজ হয়ে যাবে।
আর এখানে কেউ যদি রক্ষা না পায় তাহলে পরবর্তী সব ঘাঁটি তার জন্য খুব কঠিন হবে।
তিনি আরও বললেন, রাসুল ﷺ বলেছেন, মেরাজের রজনীতে আমি যত ভয়াবহ দৃশ্য দেখেছি তার মধ্যে কবরের আজাবই হচ্ছে সবচেয়ে ভয়াবহ।
হে আল্লাহ আমাদের সবাইকে কবরের কঠিন আজাব থেকে মুক্তি দিও

তিরমিজি শরিফ, হাদিস নং-২৩০৮

16/11/2023

বান্দা যতবার বলে আল্লাহুম্মাগফিরলি মহান আল্লাহ তায়লা ততবার বলেন মাফ করে দিলাম! সুবাহানাআল্লাহ🥰🌼

আলহামদুলিল্লাহ 💓💓
15/11/2023

আলহামদুলিল্লাহ 💓💓

14/11/2023

প্রতিদিন একজন মানুষ গড়ে ৫৫০লিটার অক্সিজেন গ্রহণ করে,
যার দাম প্রায় ৩লক্ষ টাকা!
আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন।
আলহামদুলিল্লাহ

ওমর (রা.)-কে ৪টি ঐতিহাসিক প্রশ্ন করেছিলেন এক খিৃস্টান বাদশাহইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) কে এক খৃষ্টান বাদশাহ চ...
14/11/2023

ওমর (রা.)-কে ৪টি ঐতিহাসিক প্রশ্ন করেছিলেন এক খিৃস্টান বাদশাহ

ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রা.) কে এক খৃষ্টান বাদশাহ চারটি প্রশ্ন লিখে চিঠি পাঠিয়েছিলেন এবং আসমানী কিতাবের আলোকে প্রশ্নের উত্তর চেয়েছিলেন। সেই চিঠির ৪টি প্রশ্ন পরবর্তিতে ঐতিহাসিক প্রশ্ন হিসেবে সবার কাছে সমাদৃত হয়ে আছে।

১ম প্রশ্নঃ একই মায়ের পেট হতে দু’টি বাচ্চা একই দিনে একই সময় জন্ম গ্রহন করেছে এবং একই দিনে ইন্তেকাল করেছে তবে, তাদের একজন অপরজন থেকে ১০০ বছরের বড় ছিলো। তারা দুইজন কে? কিভাবে তা হয়েছে?

২য় প্রশ্নঃ পৃথিবীর কোন্ স্থানে সূর্যের আলো শুধুমাত্র একবার পড়েছে। কেয়ামত পর্যন্ত আর কখনো সূর্যের আলো সেখানে পড়বে না?

৩য় প্রশ্নঃ সে কয়েদী কে, যার কয়েদ খানায় শ্বাস নেওয়ার অনুমতি নেই আর সে শ্বাস নেওয়া ছাড়াই জীবিত থাকে?

৪র্থ প্রশ্নঃ সেটি কোন কবর, যার বাসিন্দা জীবিত ছিল এবং কবরও জীবিত ছিল, আর সে কবর তার বাসিন্দাকে নিয়ে ঘোরাফেরা করেছে এবং কবর থেকে তার বাসিন্দাজীবিত বের হয়ে দীর্ঘকাল পৃথিবীতে জীবিত ছিল?

হযরত ওমর (রাঃ) হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) কে ডাকলেন এবং উত্তরগুলো লিখে দিতে বললেন।

১ম উত্তরঃ দুই ভাই ছিলেন হযরত ওযায়ের (আঃ) এবং ওযায়েয (আঃ) তারা একই দিনে জন্ম এবং একই দিনে ইন্তেকাল করা সত্বেও ওযায়েয (আঃ) ওযায়ের (আঃ) থেকে ১০০ বছরের বড় হওয়ার কারন হল, মানুষকে আল্লাহ তায়ালা মৃত্যুর পর আবার কিভাবে জীবিত করবেন? হযরত ওযায়ের (আঃ) তা দেখতে চেয়ে ছিলেন। ফলে, আল্লাহ তাকে ১০০ বছর যাবত মৃত্যু অবস্থায় রাখেন এরপর তাঁকে জীবিত করেন। যার কারনে দুই ভাইয়ের বয়সের মাঝে ১০০ বছর ব্যবধান হয়ে যায়।

২য় উত্তরঃ হযর মুসা (আঃ) এর মু’জিযার কারনে বাহরে কুলযুম তথা লোহিত সাগরের উপর রাস্তা হয়ে যায় আর সেখানে সূর্যের আলো পৃথিবীর ইতিহাসে একবার পড়েছে এবং কেয়ামত পর্যন্ত আর পড়বে না।

৩য় উত্তরঃ যে কয়েদী শ্বাস নেওয়া ছাড়া জীবিত থাকে, সে কয়েদী হল মায়ের পেটের বাচ্চা, যে নিজ মায়ের পেটে কয়েদ (বন্দী) থাকে।

৪র্থ উত্তরঃ যে কবরের বাসিন্দা জীবিত এবং কবরও জীবিত ছিলো, সে কবরের বাসিন্দা হলেন, হযরত ইউনুস (আঃ) আর কবর হল, ইউনুস (আঃ) যে মাছের পেটে ছিলেন- সে মাছ। আর মাছটি, ইউনুস (আঃ) কে নিয়ে ঘোরাফেরা করেছে। মাছের পেট থেকে বের হয়ে আসার পর, ইউনুস (আঃ) অনেক দিন জীবিত ছিলেন। এরপর ইন্তেকাল করেন। সোবহানাল্লাহ

13/11/2023

নেতার ছেলে বিদেশে লেখাপড়া করে, আর তুমি ২ টাকার জন্য নেতার হয়ে লড়াই কর! ১০ বছর পর নেতার ছেলে নেতা, আর তোমার জীবন ভোঁতা!

13/11/2023

আল্লাহর ৯৯ টি নামের মধ্যে যারা পারেন একটা করে নাম বলে যান..! ৷ আর রাহমান

12/11/2023

যেই নবীকে সপ্নে দেখলে জাহান্নামের,
আগুন হারাম হয়ে যায়।।
আমরা সেই নবীর উম্মত একবার বলি!!
-আলহামদুলিল্লাহ্🌸

11/11/2023

পৃথিবীর ইতিহাসে কেউ কারো জন্য এত কাঁ'দে'নি"
হযরত মুহাম্মদ (সা.) তার উম্মতের জন্য যতটা কেঁ'দে'ছে'ন
আমিন

আল আকসা আমাদের ছিল,  আমাদের থাকবে ইনশাআল্লাহ।
10/11/2023

আল আকসা আমাদের ছিল, আমাদের থাকবে ইনশাআল্লাহ।

09/11/2023

কুরআনের ৪ টি মোটিভেশনাল শব্দ খুবই উপকারী ছোট্ট হলেও ব্যাপক অর্থবোধক!!! ♥

"লা তাহযান"
অর্থঃঅতীত নিয়ে কখনো হতাশ হবেন না।

"লা তাখাফ"
অর্থঃভবিষ্যত নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যাস্ত করে দিতে হবে আল্লাহর কাছে।

" লা তাগদাব"
অর্থঃজীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে। রাগ করবেন না।

" লা তাসখাত"
অর্থঃআল্লাহর কোন ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না।

~সুবহানআল্লাহ❤

06/11/2023

ব্রে'কিং নিউজ📢
জাতিসংঘের ১৩৮টি দেশ 🇵🇸ফিলিস্তিনকে🇵🇸 স্বাধীন রাষ্ট্র বলে স্বীকৃতি দিয়েছে।
সকলেই বলি
🤲আলহামদুলিল্লাহ🤲

cope post

Address

Habiganj Sadar

Telephone

+8801772827445

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashiqur Rahman Shikdar Officeal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashiqur Rahman Shikdar Officeal:

Videos

Share

Category