ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak

ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak ꠀꠡ꠆ꠡꠣꠟꠣꠝꠥ ꠀꠟꠣꠁꠇꠥꠝ, ꠀꠙꠘꠧꠞꠣ ꠢꠈꠟ ꠛꠣꠟꠣ ꠘꠤ? ꠝꠞ ꠀꠁꠒꠤꠔ ꠢꠣꠉꠔꠝ।

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكَ "তাকাব্বালাল্লাহু মিন্না        ওয়া মিনকা"🌙★ঈদ মোবারক★🌙
10/04/2024

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكَ
"তাকাব্বালাল্লাহু মিন্না
ওয়া মিনকা"
🌙★ঈদ মোবারক★🌙

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষা হোক উন্মুক্ত।ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠞꠃ ꠡꠤꠇꠞꠤꠔꠤ ꠍꠣꠁ।❤️
21/02/2024

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা হোক উন্মুক্ত।
ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠞꠃ ꠡꠤꠇꠞꠤꠔꠤ ꠍꠣꠁ।❤️

ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠛꠞ꠆ꠘꠝꠣꠟꠣ
06/02/2024

ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠛꠞ꠆ꠘꠝꠣꠟꠣ

29/01/2024

ꠍꠤꠟꠐꠤ ꠅꠈꠟꠦ ꠡꠤꠠꠣ ꠖꠦꠃ

22/12/2023
ꠇꠤꠟꠣꠈꠣꠘ ꠅꠁꠍꠦ?
10/08/2023

ꠇꠤꠟꠣꠈꠣꠘ ꠅꠁꠍꠦ?

31/07/2023

সিলটি ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও দ্বিতীয় রাস্ট্র ভাষা ঘোষনার দাবীতে আন্দোলন।

গত কালকের আন্দোলন সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। যে বা যারা এসে নিজ মাতৃভাষার অধিকার আদায়ে অংশ নিয়েছিলেন তাদের জানাই অন্তরের অন্তস্তল থেকে মুবারকবাদ। মানবন্ধন ২ টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি ৩ টায় শুরু হয়, তার কারনে যে বা যারা এসে ফিরে গেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত। সামনের আন্দোলনের জন্য সবাইকে তৈরি থাকার আহবান জানানো যাচ্ছে। আপনারাই পারেন আপনাদের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে। একটি পরিপূর্ণ শুদ্ধ ও স্বতন্ত্র প্রাচীন ভাষাকে অশুদ্ধ বানিয়ে রাখা মানে হচ্ছে এই কোটি মানুষের সাথে বেইমানি করা ও তাদের মানবাধিকার লঙ্ঘন করা।
উপস্থিত বক্তারা বলেছেন দ্রুত সিলেটি ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও দ্বিতীয় রাস্ট্র ভাষা ঘোষনা করতে হবে। সিলেটের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে একটি করে হলেও সিলটি ভাষায় বই দিয়ে পড়াতে হবে। সিলেট উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, এই বিষয়েও বক্তারা কথা বলেন।

ধন্যবাদ জানাচ্ছি, জাতীয় পত্রিকা যুগান্তর ও মানব জমিন সহ সকল কে, যারা এই নিউজ টি করেছেন৷

বলতে চাই এটুকুই, শুরু হয়েছে আন্দোলন,, এখন আপনাদের সবার প্রচেষ্টায় আমাদের মাতৃভাষা তার প্রাপ্য সম্মান পাবে এটাই আমরা আশা করি।

বিশেষ দ্রষ্টব্য: সিলেটি/ছিলটি ভাষা একটি আলাদা স্বাধীন ও স্বতন্ত্র প্রাচীন ভাষা। সিলেটি ভাষার রয়েছে নিজস্ব অক্ষর রয়েছে গ্রামার(ব্যাকরণ) রয়েছে ইতিহাস ঐতিহ্য রয়েছে ভাষাতত্ত্ব রয়েছে নিজস্ব শব্দ ভান্ডার রয়েছে একটি পরিপূর্ণ ভাষার জন্য গুরুত্বপূর্ণ ইউনিকোড৬৩৯-৩। সিলেটি ভাষা একটি পরিপূর্ণ শুদ্ধ ভাষা।

 #ꠍꠤꠟꠐꠤ_ꠘꠣꠉꠞꠤ  #ꠍꠤꠟꠐꠣ_ꠝꠣꠔ  #ছিলটি_ভাষা
28/07/2023

#ꠍꠤꠟꠐꠤ_ꠘꠣꠉꠞꠤ #ꠍꠤꠟꠐꠣ_ꠝꠣꠔ #ছিলটি_ভাষা

27/07/2023

Address

Gowainghat, Sylhet
Gowainghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak:

Share