ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak

ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak ꠀꠡ꠆ꠡꠣꠟꠣꠝꠥ ꠀꠟꠣꠁꠇꠥꠝ, ꠀꠙꠘꠧꠞꠣ ꠢꠈꠟ ꠛꠣꠟꠣ ꠘꠤ? ꠝꠞ ꠀꠁꠒꠤꠔ ꠢꠣꠉꠔꠝ।
(1)

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكَ "তাকাব্বালাল্লাহু মিন্না        ওয়া মিনকা"🌙★ঈদ মোবারক★🌙
10/04/2024

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكَ
"তাকাব্বালাল্লাহু মিন্না
ওয়া মিনকা"
🌙★ঈদ মোবারক★🌙

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।ভাষা হোক উন্মুক্ত।ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠞꠃ ꠡꠤꠇꠞꠤꠔꠤ ꠍꠣꠁ।❤️
21/02/2024

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
ভাষা হোক উন্মুক্ত।
ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠞꠃ ꠡꠤꠇꠞꠤꠔꠤ ꠍꠣꠁ।❤️

ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠛꠞ꠆ꠘꠝꠣꠟꠣ
06/02/2024

ꠀꠝꠞꠣꠞ ꠍꠤꠟꠐꠤ ꠛꠞ꠆ꠘꠝꠣꠟꠣ

29/01/2024

ꠍꠤꠟꠐꠤ ꠅꠈꠟꠦ ꠡꠤꠠꠣ ꠖꠦꠃ

22/12/2023
ꠇꠤꠟꠣꠈꠣꠘ ꠅꠁꠍꠦ?
10/08/2023

ꠇꠤꠟꠣꠈꠣꠘ ꠅꠁꠍꠦ?

31/07/2023

সিলটি ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও দ্বিতীয় রাস্ট্র ভাষা ঘোষনার দাবীতে আন্দোলন।

গত কালকের আন্দোলন সফলভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। যে বা যারা এসে নিজ মাতৃভাষার অধিকার আদায়ে অংশ নিয়েছিলেন তাদের জানাই অন্তরের অন্তস্তল থেকে মুবারকবাদ। মানবন্ধন ২ টায় শুরু হওয়ার কথা থাকলেও সেটি ৩ টায় শুরু হয়, তার কারনে যে বা যারা এসে ফিরে গেছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখিত। সামনের আন্দোলনের জন্য সবাইকে তৈরি থাকার আহবান জানানো যাচ্ছে। আপনারাই পারেন আপনাদের মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠা করতে। একটি পরিপূর্ণ শুদ্ধ ও স্বতন্ত্র প্রাচীন ভাষাকে অশুদ্ধ বানিয়ে রাখা মানে হচ্ছে এই কোটি মানুষের সাথে বেইমানি করা ও তাদের মানবাধিকার লঙ্ঘন করা।
উপস্থিত বক্তারা বলেছেন দ্রুত সিলেটি ভাষার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও দ্বিতীয় রাস্ট্র ভাষা ঘোষনা করতে হবে। সিলেটের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে একটি করে হলেও সিলটি ভাষায় বই দিয়ে পড়াতে হবে। সিলেট উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে, এই বিষয়েও বক্তারা কথা বলেন।

ধন্যবাদ জানাচ্ছি, জাতীয় পত্রিকা যুগান্তর ও মানব জমিন সহ সকল কে, যারা এই নিউজ টি করেছেন৷

বলতে চাই এটুকুই, শুরু হয়েছে আন্দোলন,, এখন আপনাদের সবার প্রচেষ্টায় আমাদের মাতৃভাষা তার প্রাপ্য সম্মান পাবে এটাই আমরা আশা করি।

বিশেষ দ্রষ্টব্য: সিলেটি/ছিলটি ভাষা একটি আলাদা স্বাধীন ও স্বতন্ত্র প্রাচীন ভাষা। সিলেটি ভাষার রয়েছে নিজস্ব অক্ষর রয়েছে গ্রামার(ব্যাকরণ) রয়েছে ইতিহাস ঐতিহ্য রয়েছে ভাষাতত্ত্ব রয়েছে নিজস্ব শব্দ ভান্ডার রয়েছে একটি পরিপূর্ণ ভাষার জন্য গুরুত্বপূর্ণ ইউনিকোড৬৩৯-৩। সিলেটি ভাষা একটি পরিপূর্ণ শুদ্ধ ভাষা।

 #ꠍꠤꠟꠐꠤ_ꠘꠣꠉꠞꠤ  #ꠍꠤꠟꠐꠣ_ꠝꠣꠔ  #ছিলটি_ভাষা
28/07/2023

#ꠍꠤꠟꠐꠤ_ꠘꠣꠉꠞꠤ #ꠍꠤꠟꠐꠣ_ꠝꠣꠔ #ছিলটি_ভাষা

27/07/2023
সম্মানিত ছিলটবাসী আপনারা চাইলে আমরার দাবি আদায় অইব আর আপনারা সাপোর্ট না দিলে আমরা বেইজ্জত অইমু। মাইর জবানর লাগি আমরার ব...
26/07/2023

সম্মানিত ছিলটবাসী আপনারা চাইলে আমরার দাবি আদায় অইব আর আপনারা সাপোর্ট না দিলে আমরা বেইজ্জত অইমু। মাইর জবানর লাগি আমরার বাঙালি ভাইয়াইন্তে জীবন দিয়া ইতিহাস গড়ছৈন আমরা কিতা মানববন্ধন করতাম পারি নায় নি!?
আউক্কা হকলে আওয়াজ উঠাই। ছিলটর ন্যায্য অধিকার আদায় করি‌।
২৭ জুলাই সিলটি ভাষাকে বাংলাদেশের ২য় রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সিলট বিভাগীয় পঞ্চয়েতের পক্ষ থেকে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সেখানে সিলটি, বাঙালি, চাটগাঁইয়া, রংপুরী, মণিপুরী, হাজং, খাসিয়া, গারো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সিলটি ভাষাকে সমর্থন করার জন্য উপস্থিত থাকবেন।
#ꠍꠤꠟꠐꠤ #ꠝꠣꠔ #সিলেট

ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠄ ꠔꠥꠠꠣ ꠝꠣꠔ। Sylhoti vasa ea tura mat
20/07/2023

ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣꠄ ꠔꠥꠠꠣ ꠝꠣꠔ।
Sylhoti vasa ea tura mat

14/07/2023

Sylhoti mate Khobar.
ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠦ ꠈꠛꠞ
#ꠍꠤꠟꠐꠤ #ꠝꠣꠔ #সিলেট #মাত #ভাষা
Sylhetview

এবলা বুঝছৈন নি কিলা ছিলট আহত আর সিটাং নিহত অইছে? ꠛꠟꠣ ꠛꠥꠎꠍꠂꠘ ꠘꠤ ꠇꠤꠟꠣ ꠍꠤꠟꠐ ꠎꠈꠝ ꠅꠁꠍꠦ ꠀꠞ ꠌꠤꠐꠣꠉꠣꠋ ꠝꠞꠍꠦ। #ꠍꠤꠟꠐꠤ  #ছিলটি  #সিলে...
12/07/2023

এবলা বুঝছৈন নি কিলা ছিলট আহত আর সিটাং নিহত অইছে?
ꠛꠟꠣ ꠛꠥꠎꠍꠂꠘ ꠘꠤ ꠇꠤꠟꠣ ꠍꠤꠟꠐ ꠎꠈꠝ ꠅꠁꠍꠦ ꠀꠞ ꠌꠤꠐꠣꠉꠣꠋ ꠝꠞꠍꠦ।
#ꠍꠤꠟꠐꠤ #ছিলটি #সিলেটি

12/07/2023

ꠍꠤꠟꠐꠞ ꠜꠣꠡꠣ ꠀꠘ꠆ꠌꠟꠤꠇ ꠜꠣꠡꠣ ꠛꠣ ꠃꠙꠜꠣꠡꠣ ꠘꠣꠄ। ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠀꠟꠣꠖꠣ ꠘꠤꠎꠞ ꠜꠣꠡꠣ।
Sylhotor vasha ancholik vasha ba upovasha nay . Sylhoti vasa alada nijor vasha

7 up খাও সাকিবের দেখা পাও।Just fun 😁
12/07/2023

7 up খাও সাকিবের দেখা পাও।
Just fun 😁

11/07/2023

রাজনীতি থেকে অবসরের ঘোষনা দিলেন
প্রধানমন্ত্রী

___বিস্তারিত কমেন্টে__
Just fun

10/07/2023

ꠛꠤꠀ ꠈꠞꠟꠦ ꠚꠥꠚꠥꠞ ꠊꠞꠦꠞ ꠛꠁꠘꠞꠦ ꠈꠞꠤꠅ। ꠔꠃ ꠛꠣꠖꠦ ꠢꠒꠤꠄ ꠛꠣꠚꠞ ꠛꠣꠒꠤꠞ ꠈꠕꠣ ꠇꠁꠀ ꠈꠥꠑꠣ ꠖꠤꠔꠦ ꠚꠣꠞꠔꠣ ꠘꠣꠄ। 😁
Biya korle fufur ghoror boinre khorio . Tou bade horie bafor barir khotha khoya kuta dite farta nay. 😁

08/07/2023

ꠀꠍ꠆ꠍꠣꠟꠣꠝꠥ ꠀꠟꠣꠁꠇꠥꠝ।
ꠀꠚꠘꠣꠞꠣ ꠢꠈꠟ ꠛꠣꠟꠣ ꠀꠍꠘ ꠘꠤ?
Assalamu alikum .
Afonara hokhol bala achon ni?

02/07/2023

I’m following everyone ✔️💯✅
FOLLOW TO FOLLOW BACK
👇👇
ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti SpeakSylhoti Speak

ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠎꠤꠘ꠆ꠖꠣꠛꠣꠖ
02/07/2023

ꠍꠤꠟꠐꠤ ꠜꠣꠡꠣ ꠎꠤꠘ꠆ꠖꠣꠛꠣꠖ

ডেস্ক রিপোর্ট : সিলটি নাগরী ভাষাকে রাষ্ট্রের দ্বিতীয় ভাষা হিসেবে ঘোষণার দাবীতে আগামী ৮ জুলাই শনিবার বিকাল ৩টায় স.....

30/06/2023

ফেসবুকে সিলেটি জাতি ও সিলেটি ভাষা নিয়ে কিছু লেখলে অনেকে, না জেনে হাসাহাসি করেন!

দেশের অন্যান্য জায়গার মানুষ সিলেট, সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে জানেন না! তাই হাসাহাসি করাটা স্বাভাবিক!

কিন্তু
দুঃখজনক হলেও সত্যি, এই প্রজন্মের বেশিরভাগ সিলেটিও, সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে জানি না!

রাজনৈতিক মতবিরোধের জন্য, আমাদের অনেকের কাছে বাংলাদেশী মানি বাঙ্গালী! বাংলা ভাষা! এর সাথে আমি এবং দেশের অনেক মানুষ একমত নয়।

আমাদের দেশে বাঙ্গালী পরে ছিলেটি'সহ আরও ২১-২২ জাতি আছে।
এদের নিজস্ব ভাষা আছে, আছে ইতিহাস ঐতিহ্য।

তবে, সবার নিজস্ব মায়ের ভাষা থাকলেও সবার রাষ্ট্রীয় ভাষা ‘বাংলা’। জাতি আলাদা হলেও সবার জাতীয়তা বাংলাদেশী।

আমাদের বর্তমান প্রজন্ম সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে না জানার কারণ অবহেলা! এইসব দিয়ে কি হবে?
জাতি ভাষা কোন কাজে আসবে?
এইসব জানা বা চর্চা সময় অপছন্দ ছাড়া কিছুই না!
বর্তমানে আমাদের লেখাপড়া, শেখা ও জানার উদ্দেশ্যে হল, লাভের জন্য/স্বার্থের জন্য!

ব্রিটেনের সিলেটিরা তাদের ভাষার সীকৃ‌তি পেলেও বাংলাদেশ ও ভারতী সিলেটিরা এখনও এই সীকৃ‌তি আদায় করতে পারেন নাই।

প্রথমত, এইসব কথা বললেই রাজনীতি চলে আসে বা ঢুকিয়ে দেওয়া হয়।
আলাদা ভাষা? আলাদা জাতি?
তাহলে ত বাংলাদেশ না সিলেট একটা দেশ!

ভাই, একটা দেশে কয়েকটি জাতি এবং কয়েকটি ভাষার মানু‌ষের বসবাস হতে পারে না?
ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তানে কত জাতি, কত ভাষাভাষির মানু‌ষের বসবাস।

আমি ব্যক্তিগত ভাবে এইসব জানতাম না, কারণ জানার মত সেই সুযোগ ছিল না। আমাদের দেশের পাঠ্যপুস্তকে পাইনাই, দেশের পত্রপত্রিকাতেও পাই নাই। তাই জানা হয় নাই।

প্রবাসী হওয়ার পর থেকে কাজ-কর্ম, থাকা-খাওয়া, চলাফেরা বেশিরভাগই ননসিলেটিদের (বেঙ্গলীদের) সাথে। বেশিরভাগ ননসিলেটিরা দেখি সিলেটি ভাষা নিয়ে ট্রল করার চেষ্টা করেন। হাসি তামাশা করেন!

এখনও সিলেটের গ্রামাঞ্চলে কাউকে বাঙ্গালী বা বেঙ্গলি বলে সম্বোধন করলে স্বাভাবিকভাবে নাও নিতে পারেন!

প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সহজ-সরল নতুন আসা কোনো সিলেটিকে বাঙ্গালী বলে সম্বোধন করলে অস্বীকার করেন! এতেই অনেক বাংলাদেশী তালগোল পাকিয়ে ফেলেন এবং হাসি তামাশা তুচ্ছতাচ্ছিল্য করায় চেষ্টা করেন। এই চেষ্টা শুধুমাত্র বাংলাদেশের সিলেটিদের বেলায় নয়, চাটগাঁইয়াদের বেহায়ও হয়ে থাকে। তবে চাটগাঁইয়াদের থেকে সিলেটি ভাষা অনেক দিক দিয়ে এগিয়ে আছে, চাটগাঁইয়া ভাষার নিজস্ব অক্ষর নাই কিন্তু সিলেটি ভাষার নিজস্ব অক্ষর আছে।

এইসব কারণে আমার সিলেট, সিলেটি জাতি ও সিলেটি ভাষা সম্পর্কে খুঁটিনাটি জানার আগ্রহ বাড়তে থাকে।
যার চেষ্টা এখনও চলমান……………

ননসিলেটিরা, সিলেটের অনেক কিছু নিয়ে প্রসংশা করেন, কিন্তু তাদের কাছে মনে হয়, আমাদের একটাই দূর্বলতা হল ভাষা!🥴

বাস্তবে বাংলা এবং সিলেটি ভাষা দুইটাই আলাদা ভাষা।
একটার সাথে অন্যটার মিলবে না এটাই স্বাভাবিক।

এখন কিছু জানার জন্য ইন্টারনেট ও এক‌টি স্মার্টফোন যথেষ্ট!

সব কিছু লেখা বা কপি করে দেওয়া সম্ভব নয়, জানার স্বার্থে, সিলেট ও সিলেটি ভাষা সম্পর্কে কিছু লিংক শেয়ার করতেছি সবার উদ্দেশ্যে।

★সিলেট, সিলেটি জাতি, ভাষা নিয়ে বিস্তারিত।
https://wikigbn.icu/wiki/Sylheti_language

★ব্রিটেনের স্কুলগুলোতে বাংলা, আরবি, উর্দু, হিন্দি মত সিলেটি ভাষাও শেখার সুযোগ আছে।
https://www.banglatribune.com/national/218007/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%83%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF

★সিলেটি ভাষার কিবোর্ড।
অনেকগুলো আছে, সহজ সফটওয়্যারের লিংক দিলাম। https://play.google.com/store/apps/details?id=com.company.nagrikeyboard

★বাংলা, ইংরেজি, আরবির মত সিলেটি ভাষা শিখার সফটওয়্যার।
https://play.google.com/store/apps/details?id=com.visionprototype.sylhetinagri

বঙ্গ, পাঞ্জাব, কাশ্মীরের মত সিলেটও ১৯৪৭ সালে ভাগ হয়েছিল। অবিভক্ত ভারতবর্ষ ভাগ করার জন্য একমাত্র সিলেটেই গণভোট হয়। তবে ব্রিটিশরা ভোটের ফলাফল কার্যকর করে নাই। না হলে সিলেটের সব অংশ বাংলাদেশের হত।

★সিলেট ভাগের গণভোট।

(ইউটিউব) https://youtu.be/Q0LoOvnyf2s

http://www.bbc.com/bengali/news-40963034 )

★গণভোটের ফলাফল।
https://bn.m.wikipedia.org/wiki/সিলেট_গণভোট

★সম্পুর্ন সিলেটি ভাষায় খবরের পোর্টাল।
“শুরমা ফারর খবর”
https://surmafarorkhobor.com/

উল্লেখ: এখনও সিলেটি ভাষার লেখা অনেকের মোবাইলে সাপোর্ট না করতেও পারে! একসময় আমার/আমাদের মোবাইলে বাংলাই সাপোর্ট করতো না।

অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারেন! সিলেট জাতি ও সিলেটি ভাষা, ভাষা না উপভাষা এইসব নিয়ে ইতিহাসবিদেরা একমত নয়। তবে সিলেটি ভাষাকে বিশেষভাবে উল্লেখ করেছেন।

বাস্তবতা হল সিলেটিরা বাঙ্গালী যেমন নয়, তেমনি সিলেটিরা অসমী (আসামী) নয়।

সিলেটিরা স্বতন্ত্র জাতি এবং স্বতন্ত্র ভাষার অধিকারী।😊

সিলেটিরা, ছিলটিই।

আমি বাঙ্গালীতে নয়, বাংলাদেশীতে গর্বিত।

আমি গর্বিত বাংলাদেশী সিলেটি। 🇧🇩💞✌

✍লেখা: এম এ তাহির খান। ⬅(বাংলা)

✍ꠟꠦꠈꠣ: ꠄꠝ ꠄ ꠔꠣꠢꠤꠞ ꠈꠣꠘ | ⬅(নাগরি হরফে)

#ভাষা #জাতি #জাতীয়তা
#সিলেটি #চাটগাঁইয়া #বাংলাদেশ #বাংলাদেশী

এই পোস্ট ছিলেটি ভাষায় পড়তে কিল্কি করুন। https://m.facebook.com/story.php?story_fbid=577813232898057&id=307616106584439

কপি, শেয়ার করে সিলেট, সিলেটি ভাষা সম্পর্কে অন্যকে জানাতে সাহায্য করুন।
#ছিলটি #ꠍꠤꠟꠐꠤ

This website is for sale! wikigbn.icu is your first and best source for all of the information you’re looking for. From general topics to more of what you would expect to find here, wikigbn.icu has it all. We hope you find what you are searching for!

Hoxlore Jumma Mubarakꠢꠈꠟꠦ ꠎꠥꠝ꠆ꠝꠣ ꠝꠥꠛꠣꠞꠇ।
30/06/2023

Hoxlore Jumma Mubarak
ꠢꠈꠟꠦ ꠎꠥꠝ꠆ꠝꠣ ꠝꠥꠛꠣꠞꠇ।

30/06/2023

ꠢꠣꠍꠣ ꠈꠁꠢꠦꠘ ꠖꠣꠖꠣ। ꠗꠁꠘ꠆ꠘꠛꠣꠖ ꠀꠚꠘꠣꠞꠦ

ღ꧁💛 ꠢꠣꠞꠣ ꠖꠦꠡꠃ ꠍꠟꠦꠞ ꠁꠖꠞ ꠃꠔꠡꠛꠞ। ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠀꠘꠘ꠆ꠖ, ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠈꠥꠡꠤ। ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠀꠎꠣꠞ ꠈꠢꠐꠞ ꠝꠣꠎꠦꠃ ꠔꠥꠞꠣ ꠀꠡꠤ। ꠁꠖ ꠝꠥꠛꠣꠞꠇ। 💛꧂ღꠢꠈꠟꠦ ꠁꠖ ꠝꠥꠛꠣꠞ...
26/06/2023

ღ꧁💛 ꠢꠣꠞꠣ ꠖꠦꠡꠃ ꠍꠟꠦꠞ ꠁꠖꠞ ꠃꠔꠡꠛꠞ। ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠀꠘꠘ꠆ꠖ, ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠈꠥꠡꠤ। ꠁꠖ ꠝꠣꠘꠦ ꠀꠎꠣꠞ ꠈꠢꠐꠞ ꠝꠣꠎꠦꠃ ꠔꠥꠞꠣ ꠀꠡꠤ। ꠁꠖ ꠝꠥꠛꠣꠞꠇ। 💛꧂ღ
ꠢꠈꠟꠦ ꠁꠖ ꠝꠥꠛꠣꠞꠇ

ꠍꠤꠟꠐ ꠘꠣꠉꠞꠤ ꠌꠔ꠆ꠔꠞꠦ ꠀꠚꠝꠣꠘ ꠈꠞꠣ ꠅꠞ। ꠢꠎꠣꠉ ꠅꠃꠇ꠆ꠇꠣ ꠍꠤꠟꠐꠤ ꠎꠣꠔꠤ। ছিলট নাগরি চত্বররে অপমান করা অর। হজাগ অউককা ছিলটি জাতি।
25/06/2023

ꠍꠤꠟꠐ ꠘꠣꠉꠞꠤ ꠌꠔ꠆ꠔꠞꠦ ꠀꠚꠝꠣꠘ ꠈꠞꠣ ꠅꠞ। ꠢꠎꠣꠉ ꠅꠃꠇ꠆ꠇꠣ ꠍꠤꠟꠐꠤ ꠎꠣꠔꠤ।
ছিলট নাগরি চত্বররে অপমান করা অর। হজাগ অউককা ছিলটি জাতি।

ছিলটি নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ আলহামদুলিল্লাহ, 147 নমবর কমিটি বনল।আফনারা হখলর দুআএ নাগরি বর্ণে ছিলটি ভাষা স...
24/06/2023

ছিলটি নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ
আলহামদুলিল্লাহ,
147 নমবর কমিটি বনল।

আফনারা হখলর দুআএ নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ মনরতল গোয়াইনঘাট শাখা গাউ কমিটি গঠন হইছে। কমিটির নাম আর ছবি আফনারার সামনে পেশ কররাম।

ছিলটি নাগরি বর্ণে ছিলটি ভাষা স্বীকৃতি পরিষদ মনরতল গোয়াইনঘাট শাখা গাউ কমিটি
১/ মাওলানা জাহেদ আহমদ (উপদেষ্টা)
২/ মাওলানা সুলতান আহমদ (সভাপতি)
৩/ মোঃ হাদী হাসান (সহ সভাপতি)
৪/ জাকারিয়া হোসেন (সাধারণ সম্পাদক)
৫/ রেজুয়ান আহমদ ফাহিম (সহ সাধারণ সম্পাদক)
সদস্য বৃন্দ
৬/ ফাহাদ আহমদ
৭/ সালমান আহমদ রাজু
৮/ আবুল হোসেন -১
৯/ আবুল হোসেন -২
১০/ সালমান আহমদ
১১/ আমির আহমদ
১২/ আব্দুর রশীদ
১৩/ মাজেদ আহমদ
১৪/ জাকারিয়া আহমদ
১৫/ মাছুম আহমদ
১৬/ সাইফ আহমদ
১৭/ ফাহিম আহমদ
১৮/ জুবের আহমদ
১৯/ রিফাত আহমদ
২০/ আব্দুল হামিদ রাফি
২১/ ফারহান আহমদ
২২/ সাব্বির আহমদ
২৩/ মেহেদি হাসান জিহাদ
২৪/ আব্দুল হাকিম
২৫/ জাহিদ আহমদ
২৬/ আব্দুস ছামাদ রাব্বি
২৭/ পাবেল আহমদ
২৮/ সাইদুর রহমান (সমন্বয়ক)

ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉꠞꠤ ꠛꠞ꠆ꠘ ꠖꠤꠀ ꠀꠇ꠆ꠇꠞ ꠛꠣꠘꠣꠘꠤছিলটি নাগরি বর্ণ দিয়ে শব্দ গঠন।ꠇ - ꠛ  ꠚꠞꠎꠞꠘ꠆ꠔ  #ꠍꠤꠟꠐꠤ  #ꠝꠣꠔ
22/06/2023

ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉꠞꠤ ꠛꠞ꠆ꠘ ꠖꠤꠀ ꠀꠇ꠆ꠇꠞ ꠛꠣꠘꠣꠘꠤ
ছিলটি নাগরি বর্ণ দিয়ে শব্দ গঠন।
ꠇ - ꠛ ꠚꠞꠎꠞꠘ꠆ꠔ
#ꠍꠤꠟꠐꠤ #ꠝꠣꠔ

21/06/2023

I'm coming to see you.
Syloti Translation:-
১. আমি তুমারে দেখার লাগি আইরাম।
২. আমি আপনারে দেখার লাগি আইরাম।
৩. আমি তরে দেখার লাগি আইরাম।
৪. আমি তুমারে দেখার লাগি আইয়ার।
৫. আমি আপনারে দেখার লাগি আইয়ার।
৬. আমি তরে দেখার লাগি আইয়ার।
৭. আমি তুমারে দেখার লাগি আইতরাম।
৮. আমি আপনারে দেখার লাগি আইতরাম।
৯. আমি তরে দেখার লাগি আইতরাম।
১০. মুই তুমারে দেখার লাগি আইরাম।
১১. মুই আপনারে দেখার লাগি আইরাম।
১২. মুই তরে দেখার লাগি আইরাম।
১৩. মুই তুমারে দেখার লাগি আইয়ার।
১৪. মুই আপনারে দেখার লাগি আইয়ার।
১৫. মুই তরে দেখার লাগি আইয়ার।
১৬. মুই তুমারে দেখার লাগি আইতরাম।
১৭. মুই আপনারে দেখার লাগি আইতরাম।
১৮. মুই তরে দেখার লাগি আইতরাম।
এক মাত ১৮ কিচিমে মাতা যায় আর আয়রাম+আ'রাম যোগ করলে ৩৬ কিচিমে অইব। ছিলটি এক শব্দ/লফ্জর ১০/১২ টা করি সমার্থক শব্দ থাকে।
Where: কই, কুআই, খানো, কিয়ানো, কুনানো, কুনখানো ইত্যাদি।
Here: ইবায়, ইবায়দি, ইখানদি, এমনেদি ইত্যাদি।
Front: সামনে, হমকে, আগে ইত্যাদি।
Back: পিছে, খরে, আপরকে ইত্যাদি।
এর বাদে যারা বাংলার লাখান শুদ্ধ ছিলটি আর অশুদ্ধ ছিলটির থিওরি তুকায় তারার ছিলটি মাত সম্পর্কে জ্ঞান নাই।
#ꠍꠤꠟꠐꠤ #ছিলটি #নাগরি

Address

Gowainghat, Sylhet
Gowainghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ꠍꠤꠟꠐꠤ ꠝꠣꠔ - Sylhoti Speak:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Gowainghat

Show All