30/06/2023
ফেসবুকে সিলেটি জাতি ও সিলেটি ভাষা নিয়ে কিছু লেখলে অনেকে, না জেনে হাসাহাসি করেন!
দেশের অন্যান্য জায়গার মানুষ সিলেট, সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে জানেন না! তাই হাসাহাসি করাটা স্বাভাবিক!
কিন্তু
দুঃখজনক হলেও সত্যি, এই প্রজন্মের বেশিরভাগ সিলেটিও, সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে জানি না!
রাজনৈতিক মতবিরোধের জন্য, আমাদের অনেকের কাছে বাংলাদেশী মানি বাঙ্গালী! বাংলা ভাষা! এর সাথে আমি এবং দেশের অনেক মানুষ একমত নয়।
আমাদের দেশে বাঙ্গালী পরে ছিলেটি'সহ আরও ২১-২২ জাতি আছে।
এদের নিজস্ব ভাষা আছে, আছে ইতিহাস ঐতিহ্য।
তবে, সবার নিজস্ব মায়ের ভাষা থাকলেও সবার রাষ্ট্রীয় ভাষা ‘বাংলা’। জাতি আলাদা হলেও সবার জাতীয়তা বাংলাদেশী।
আমাদের বর্তমান প্রজন্ম সিলেটি জাতি এবং সিলেটি ভাষা সম্পর্কে না জানার কারণ অবহেলা! এইসব দিয়ে কি হবে?
জাতি ভাষা কোন কাজে আসবে?
এইসব জানা বা চর্চা সময় অপছন্দ ছাড়া কিছুই না!
বর্তমানে আমাদের লেখাপড়া, শেখা ও জানার উদ্দেশ্যে হল, লাভের জন্য/স্বার্থের জন্য!
ব্রিটেনের সিলেটিরা তাদের ভাষার সীকৃতি পেলেও বাংলাদেশ ও ভারতী সিলেটিরা এখনও এই সীকৃতি আদায় করতে পারেন নাই।
প্রথমত, এইসব কথা বললেই রাজনীতি চলে আসে বা ঢুকিয়ে দেওয়া হয়।
আলাদা ভাষা? আলাদা জাতি?
তাহলে ত বাংলাদেশ না সিলেট একটা দেশ!
ভাই, একটা দেশে কয়েকটি জাতি এবং কয়েকটি ভাষার মানুষের বসবাস হতে পারে না?
ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তানে কত জাতি, কত ভাষাভাষির মানুষের বসবাস।
আমি ব্যক্তিগত ভাবে এইসব জানতাম না, কারণ জানার মত সেই সুযোগ ছিল না। আমাদের দেশের পাঠ্যপুস্তকে পাইনাই, দেশের পত্রপত্রিকাতেও পাই নাই। তাই জানা হয় নাই।
প্রবাসী হওয়ার পর থেকে কাজ-কর্ম, থাকা-খাওয়া, চলাফেরা বেশিরভাগই ননসিলেটিদের (বেঙ্গলীদের) সাথে। বেশিরভাগ ননসিলেটিরা দেখি সিলেটি ভাষা নিয়ে ট্রল করার চেষ্টা করেন। হাসি তামাশা করেন!
এখনও সিলেটের গ্রামাঞ্চলে কাউকে বাঙ্গালী বা বেঙ্গলি বলে সম্বোধন করলে স্বাভাবিকভাবে নাও নিতে পারেন!
প্রবাসে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে সহজ-সরল নতুন আসা কোনো সিলেটিকে বাঙ্গালী বলে সম্বোধন করলে অস্বীকার করেন! এতেই অনেক বাংলাদেশী তালগোল পাকিয়ে ফেলেন এবং হাসি তামাশা তুচ্ছতাচ্ছিল্য করায় চেষ্টা করেন। এই চেষ্টা শুধুমাত্র বাংলাদেশের সিলেটিদের বেলায় নয়, চাটগাঁইয়াদের বেহায়ও হয়ে থাকে। তবে চাটগাঁইয়াদের থেকে সিলেটি ভাষা অনেক দিক দিয়ে এগিয়ে আছে, চাটগাঁইয়া ভাষার নিজস্ব অক্ষর নাই কিন্তু সিলেটি ভাষার নিজস্ব অক্ষর আছে।
এইসব কারণে আমার সিলেট, সিলেটি জাতি ও সিলেটি ভাষা সম্পর্কে খুঁটিনাটি জানার আগ্রহ বাড়তে থাকে।
যার চেষ্টা এখনও চলমান……………
ননসিলেটিরা, সিলেটের অনেক কিছু নিয়ে প্রসংশা করেন, কিন্তু তাদের কাছে মনে হয়, আমাদের একটাই দূর্বলতা হল ভাষা!🥴
বাস্তবে বাংলা এবং সিলেটি ভাষা দুইটাই আলাদা ভাষা।
একটার সাথে অন্যটার মিলবে না এটাই স্বাভাবিক।
এখন কিছু জানার জন্য ইন্টারনেট ও একটি স্মার্টফোন যথেষ্ট!
সব কিছু লেখা বা কপি করে দেওয়া সম্ভব নয়, জানার স্বার্থে, সিলেট ও সিলেটি ভাষা সম্পর্কে কিছু লিংক শেয়ার করতেছি সবার উদ্দেশ্যে।
★সিলেট, সিলেটি জাতি, ভাষা নিয়ে বিস্তারিত।
https://wikigbn.icu/wiki/Sylheti_language
★ব্রিটেনের স্কুলগুলোতে বাংলা, আরবি, উর্দু, হিন্দি মত সিলেটি ভাষাও শেখার সুযোগ আছে।
https://www.banglatribune.com/national/218007/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%83%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF
★সিলেটি ভাষার কিবোর্ড।
অনেকগুলো আছে, সহজ সফটওয়্যারের লিংক দিলাম। https://play.google.com/store/apps/details?id=com.company.nagrikeyboard
★বাংলা, ইংরেজি, আরবির মত সিলেটি ভাষা শিখার সফটওয়্যার।
https://play.google.com/store/apps/details?id=com.visionprototype.sylhetinagri
বঙ্গ, পাঞ্জাব, কাশ্মীরের মত সিলেটও ১৯৪৭ সালে ভাগ হয়েছিল। অবিভক্ত ভারতবর্ষ ভাগ করার জন্য একমাত্র সিলেটেই গণভোট হয়। তবে ব্রিটিশরা ভোটের ফলাফল কার্যকর করে নাই। না হলে সিলেটের সব অংশ বাংলাদেশের হত।
★সিলেট ভাগের গণভোট।
(ইউটিউব) https://youtu.be/Q0LoOvnyf2s
http://www.bbc.com/bengali/news-40963034 )
★গণভোটের ফলাফল।
https://bn.m.wikipedia.org/wiki/সিলেট_গণভোট
★সম্পুর্ন সিলেটি ভাষায় খবরের পোর্টাল।
“শুরমা ফারর খবর”
https://surmafarorkhobor.com/
উল্লেখ: এখনও সিলেটি ভাষার লেখা অনেকের মোবাইলে সাপোর্ট না করতেও পারে! একসময় আমার/আমাদের মোবাইলে বাংলাই সাপোর্ট করতো না।
অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারেন! সিলেট জাতি ও সিলেটি ভাষা, ভাষা না উপভাষা এইসব নিয়ে ইতিহাসবিদেরা একমত নয়। তবে সিলেটি ভাষাকে বিশেষভাবে উল্লেখ করেছেন।
বাস্তবতা হল সিলেটিরা বাঙ্গালী যেমন নয়, তেমনি সিলেটিরা অসমী (আসামী) নয়।
সিলেটিরা স্বতন্ত্র জাতি এবং স্বতন্ত্র ভাষার অধিকারী।😊
সিলেটিরা, ছিলটিই।
আমি বাঙ্গালীতে নয়, বাংলাদেশীতে গর্বিত।
আমি গর্বিত বাংলাদেশী সিলেটি। 🇧🇩💞✌
✍লেখা: এম এ তাহির খান। ⬅(বাংলা)
✍ꠟꠦꠈꠣ: ꠄꠝ ꠄ ꠔꠣꠢꠤꠞ ꠈꠣꠘ | ⬅(নাগরি হরফে)
#ভাষা #জাতি #জাতীয়তা
#সিলেটি #চাটগাঁইয়া #বাংলাদেশ #বাংলাদেশী
এই পোস্ট ছিলেটি ভাষায় পড়তে কিল্কি করুন। https://m.facebook.com/story.php?story_fbid=577813232898057&id=307616106584439
কপি, শেয়ার করে সিলেট, সিলেটি ভাষা সম্পর্কে অন্যকে জানাতে সাহায্য করুন।
#ছিলটি #ꠍꠤꠟꠐꠤ
This website is for sale! wikigbn.icu is your first and best source for all of the information you’re looking for. From general topics to more of what you would expect to find here, wikigbn.icu has it all. We hope you find what you are searching for!