07/02/2022
গোয়াইনঘাট হাসপাতাল নিজেই রোগী হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টারঃসিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী হয়ে পড়েছে।সাধারন রোগীরা স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উসমানী মেডিকেলে রেফার করে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে দুই দিনও অফিসে কর্মরত থাকেন না।এতে সাধারন রোগীরা স্বাস্থ্য সেবা নিতে হাসপাতালে গেলে তাদেরকে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়,এতে সাধারন রোগীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন।সর্জমিন হাসপাতালে গিয়ে দেখা যায় যে কর্তব্যরত সেবীকারা রোগিদেরকে চিকিৎসা দিয়ে থাকেন,হাসপাতালের ওয়ার্ডে নানা অনিয়ম দেখা যায়।ওয়ার্ডে রোগীর শিটগুলোতে অপরিচন্ন বিছানাচাদর ২ দিন থেকে ১ সপ্তাহ থাকে,প্রতিদিন শিটের বিছনাচাদর ধুয়ে পরিষ্কার করার কথা থাকলেও ধোপার কাজ বিছানাচাদর পরিস্কার হয়নি এবং ধোপার ঠিকাদারের নাম পর্যন্ত সেবীকারা জানেন না।হাসপাতালের স্টর রুমে বিভিন্ন ধরনের ঔষধজাতীয় পণ্য থাকার কথা থাকলেও নেই বলে রোগীরা ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করেন।কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সরোওয়ার চেম্বারে বসেই দুপুর ১২ ঘটিকার দিকে ঔষধ কোম্পানীর রিপেজেন্টিবদের সঙ্গে ঔষধের বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপহার সামগ্রী গ্রহন করেন এবং সাধারন রোগীরা চিকিৎসা নিতে ব্যহত হচ্ছে,হাসপাতালের নানান অনিয়ম ও সমস্যা একাদিক রয়েছে এবং রোগীদের খাবারে বিভিন্ন আইটেম নিম্নমানের রয়েছে,হাসপাতাল পরিষ্কার ও ধোপার কাজও নিয়মিত হচ্ছেনা বলে জানা যায়,প্রতি বছর ধোপার কাজ টেন্ডার না দিয়েই কর্তব্যরত চিকিৎসকরা টাকা উত্তোলন করছেন বলে জানা যায়,হাসপাতালের মানউন্নয়নে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এব্যপারে ভূমিকা নিবেন বলে এমনটা প্রত্যাশা,হাসপাতালের নির্ধারিত সময়ে রিপেজেন্টিব প্রবেশ না করা হলে সাধারন রোগীরা স্বাস্থ্য সেবা নিতে অনেকটা উন্নয়নের সম্ভাবনা রয়েছে হাসাপাতাল গেটে ঔষধ কোম্পানীর রিপেজেন্টিবরা রোগীদের ডাক্তারের স্লিপের ছবি তুলতে ব্যস্থ ঔষধ কোঃ রিপেজেন্টবরা,হাসপাতাল গেটের সামনের দুপাশে রয়েছে অনেক ফুটপাতের দোকানপাট,এতে অনেক সময় জানযটের সৃষ্টি হয়।