News Ropomoy Jaflong

News Ropomoy Jaflong Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Ropomoy Jaflong, News & Media Website, Gowainghat.

29/08/2023
12/07/2023

অভিনব কৌশলে গোয়ানঘাটের তীর খেলার রমরমা বাণিজ্য

ভারতীয় তীর খেলা নিষিদ্ধ থাকলেও বর্তমানে পুলিশের আড়ালে নতুন কৌশলে বইয়ের মাধ্যমে নম্বার টুকেন না দিয়ে বর্তমানে মোবাইল ফোনের whatsapp এর মাধ্যমে নাম্বার দিয়ে থাকে গোয়াইনঘাট থানা বাজারের বিভিন্ন অলিগলিতে তীর খেলার মরিরা বিভিন্ন কৌশলে মোবাইলের মাধ্যমে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে থানা পুলিশের ভূমিকা নীরব এদিকে সরজমিন গিয়ে দেখা যায় তিতারাই স্ট্যান্ডে তাহির আলী হোটেলে বসে জৈনেক, ফারুক ও জাসিম বইর মালিক সেজে হাজার হাজার টাকা ক্রেতাদের কাছ থেকে লুটে নিচ্ছে তাদের বিরুদ্ধে এখনো থানা পুলিশ কোন ব্যবস্থা নেওয়া হয়নি যাহার ফলে তীর খেলার মালিক ফারুক ও জসিম গ্যাংরা ভারতীয় তীর খেলার জমজমাট ব্যবসা চালিয়ে যাচ্ছে এদিকে গোয়াইনঘাট বাজারের উত্তর পাশ হতে দক্ষিণ পাস পর্যন্ত এবং গোয়াইনঘাট ব্রিজের নিচে তীর খেলার জমজমাট বাণিজ্য চালিয়ে যাচ্ছে তীর খেলার গ্যাংরা বইর মালিকরা তীর খেলার বিরুদ্ধে গোয়াইনঘাট থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে গোয়াইনঘাটের বিভিন্ন হাট বাজারে ব্যবসা চালিয়ে যাচ্ছে এতে করে গোয়াইনঘাটে আইন শৃঙ্খলা চরম অবনতি দেখা দিয়েছে চিহ্নিত ব্যবসায়ীদের গ্রেফতার ও আইন আনুক ব্যবস্থা না নেওয়া হলে।
পরবর্তীতে আবারো জমিয়তে উলামায়ে ইসলাম আন্দোলনের ডাক দেবে শোনা যাচ্ছে।

এতো চিনি কোথায় যায় সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন বিজিবিকে কমিশন দিয়ে প্রতিদিন ভারত থেকে আসছ...
10/07/2023

এতো চিনি কোথায় যায়

সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে স্থানীয় প্রশাসন পুলিশ প্রশাসন বিজিবিকে কমিশন দিয়ে প্রতিদিন ভারত থেকে আসছে হাজার হাজার বস্তা চিনি। স্থানীয় সূত্রে জানা যায় গোয়াইনঘাট উপজেলা সীমান্ত দিয়ে অবাধে চিনি ভারত থেকে আমদানি হচ্ছে অথচ সিলেটের মুদি দোকানগুলোতে চিনির দাম দ্বিগুণ সীমান্তের লাইন ম্যান দ্বারা প্রতি বস্তা থেকে ৫ থেকে ৬০০ টাকা হারে প্রতি বস্তা থেকে ঘুষ নিয়ে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন অভিযোগীকে বিজিবি ও বিজিবি রেব কে ঘুষ দিয়ে ফায়দা লড়ছে সীমান্তের লাইনম্যান প্রতিদিন ভোরবেলা থেকে উপজেলা সড়ক দিয়ে সিলেট শহরে ও হরিপুরে ৮০০ থেকে ১০০ ভিআইপি কাপ চিনি নিয়ে যাচ্ছে অথচ পুলিশ প্রশাসন রেব বিজিবি গাড়িগুলা আটক না করে নীরবে বসে আছে। পশ্চিম জাফলং ইউনিয়ন সীমান্ত দিয়ে ও রাধানগর জাফলং বিসনাকান্দি সীমান্ত দিয়ে চুরাই পথে চিনি আমদানি বিরুদে অভিযানের কোন তৎপরতা নাই থানা পুলিশের।

গোয়াইনঘাট খাদ্য গুদামের এল এস ডি পলিদাশের বিরুদে অনিয়োম দুর্নীতির অভিযোগ। গোয়াইনঘাট থেকে ঃ গোয়াইনঘাট সরকারি খাদ্য গুদামে...
17/05/2023

গোয়াইনঘাট খাদ্য গুদামের এল এস ডি পলিদাশের বিরুদে অনিয়োম দুর্নীতির অভিযোগ।

গোয়াইনঘাট থেকে ঃ গোয়াইনঘাট সরকারি খাদ্য গুদামের এল এস ডি পলিদাশের বিরুদ্ধে অনিয়োম দুনীতির অভিযোগ পায়া গেছে। স্থানীয় কৃষকদের কাছ থেকে বুরু ধান সংগ্রহের কথা থাকলো ও সে ভুর রাতে পলিদাশের নিজ জেলা সুনামগঞ্জ থেকে ট্রাক বুঝায় কিত ধান ভুর রাতে গোয়াইনঘাট সরকারি খাদ্য গুদামে ধানের বস্তা আনলোডের সময় স্থানীয় পুনানগর গ্রামের কৃষরা আন্দোলন করলে এসময় ঘটনা স্থালে পৌঁছান ধান ক্রয় কমিটির অন্যতম সদস্য বাবু সুবাস চন্দ্র পাল ছানা ও গোয়াইনঘাট থানার পুলিশ সদস্যরা তিনি উপজেলা চিয়ার মেনকে ফোন করলে তিনি তাৎক্ষণ ভাবে ঘটনা স্থালে পৌঁছান এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানিয় লেঙ্গারা ইউপি চিয়ার মুজিবুর রহমান।

গোয়াইনঘাট থানা পুলিশ বুঝাই কিতো ধানের ট্রাক সিজ করে ট্রাক চালকে থানা হাজতে নিয়ে আসেন।
এবং খাদ্য গুদামের পাহারাদার মনজুর ঝাড়ুদার মোহামদ আলিকে বেপক জিজ্ঞাসা বাদ করেন।
স্থানীয় ইউপি চিয়ার মেনের জিম্মায় রেখে এবং চালকে থানায় নিয়ে আসেন।
গোয়াইনঘাট খাদ্য গুদামের এল এস ডি পলিদাশের বিরুদ্ধে একাদিক ভুসগ্রহন অনিয়ম দুনীতির অভিযোগ রয়েছে।

থাকে অপসারণের জন্য স্থানীয় কৃষকরা অভিযোগ করেন পরবতীতে গোয়াইনঘাট উপজেলা নিরবাহি কর্মকর্তা তামিলুর রহমান। পাঁচ সদস্য বিশিষ্ট ক্রিম গঠন করেন এবং তিনি মটু ফোনে জানান বিষয়টি তদন্ত করা হবে এবং দোষী সাবস্থ দের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য সিজ কৃত ধানের বস্তা খাদ্য গুদামে রয়েছে।

সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও সাবেক এম পি মরহুম দিলদার হোসেন সেলিম ও সিটি মেয়র আরিফুর হকের সঙ্গে সাংবাদিক ফয়সাল আহমদ সাগর...
09/03/2023

সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ও সাবেক এম পি মরহুম দিলদার হোসেন সেলিম ও সিটি মেয়র আরিফুর হকের সঙ্গে সাংবাদিক ফয়সাল আহমদ সাগর।
ফাইল ফটো.

ইউনানি ফার্মেসিতে অশ্লীল কর্ম কান্ডার ছবি। আগামী কাল সত্য থত্য উদকাঢন করে সংবাদ প্রকাশ করা হবে,
01/03/2023

ইউনানি ফার্মেসিতে অশ্লীল কর্ম কান্ডার ছবি। আগামী কাল সত্য থত্য উদকাঢন করে সংবাদ প্রকাশ করা হবে,

গোয়াইনঘাটে দৈনিক যায়যায়দিন’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
09/06/2022

গোয়াইনঘাটে দৈনিক যায়যায়দিন’র ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 #মাহে_রমজান_উপলক্ষে_কুটরঘাট_জামে_মসজিদে_মাইক_সেট_বিতরণ_করেছেন_সাংবাদিক   গোয়াইনঘাট উপজেলা সদরে বিকাল ৪টায় স্থানীয় ঠিকাদ...
03/04/2022

#মাহে_রমজান_উপলক্ষে_কুটরঘাট_জামে_মসজিদে_মাইক_সেট_বিতরণ_করেছেন_সাংবাদিক
গোয়াইনঘাট উপজেলা সদরে বিকাল ৪টায় স্থানীয় ঠিকাদার সুজন রহমানের আর্থিক সহযোগিতায় মাইক সেট ও বিভিন্ন মসজিদে পবিত্র কুরআন শরিফ বিতরণ করেন। এ সময় বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মেসার্স সাফি এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সুজন রহমান প্রমুখ।

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে রেলি ও আলোচনা সভা।
24/03/2022

বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে রেলি ও আলোচনা সভা।

গোয়াইনঘাট বাজারে রাতের আধারে  অভৈদ দুকান কুঠা নির্মানের অভিযোগ অটো বাইক চালক শ্রমিকরা ইস্টেন্ড দখলের প্রতিবাদে ইউনের ভাষ...
17/03/2022

গোয়াইনঘাট বাজারে রাতের আধারে অভৈদ দুকান কুঠা নির্মানের অভিযোগ অটো বাইক চালক শ্রমিকরা ইস্টেন্ড দখলের প্রতিবাদে ইউনের ভাষা গেরাও ভিক্ষুপ।
শরজমিন গোয়াইনঘাট থেকেঃ গোয়াইন ঘাট বাজারের প্রধান সরকের উপর অভৈদ ফুটপাত দুকান স্তাপনা গতকাল দুপুর ২টায় উপজেলা নির্ভাহি অফিসার তাহমিলুর রহমান ও সহকারী কমিশনার ভূমি অফিসার এবং একদল পুলিশ নিয়ে গোয়াইনঘাট বাজার সরকের দক্ষিণ পাশ হতে উত্তর পাশ পর্জন্ত ফুটপাত অভৈদ দুকান স্তাপনা উচ্চেদ করে জাওয়ার পর পর,ই পুটপাত ব্যাবশা ইরা নতুন সবজি সেটে না গিয়ে সন্দা হতেই রাতারাতি গোয়াইনঘাট বাজারস্ত দিঘির পারে সতাধিক দুকান কুঠা নির্মানকরে জেলা পরিশদে দিঘিরপার দখলের চেস্টা চালিয়ে যাচ্ছে পুটপাত ব্যাবশা ইরা এ ভিশয়ে অটো রিকশা চালক শ্রমিক রা কুব্দ্য হয়ে ভিক্ষুপ মিসিল বেরকরে উপজেলা নির্ভাহি অফিসারের ভাশ ভবন গেরাও করে পরে পুলিশ সত্রভঙ্গ করে দেয়। এ ভিশয়ে উপজেলা নির্ভাহি অফিসারের মোটুফনে জুগাজুগ করা সম্ভভ হয়নি। এক পর্জায়ে সহকারী কমিশনার ভূমির সংগে জুগাজুগ করা হলে তিনি বলেন, ভিশয়টিনিয়ে ইতিমদ্দে আইন স্রিনখলা মিটিং এ ভিয়াপক আলুচনা করা হয়েছে পুটপাত ব্যাবশা ইরা নতুন সবজি সেটে নাগেলে এবং অন্ন্য কোন স্তানে পুটপাত বুকান ঘর দখল করলে তাদের ভিরুদ্দে ভেবস্তা নেয়া হবে।

আপনাদের দোয়ায় পূণরায় সাংবাদিকতায় যোগ দিলাম, বস্তুনিষ্ঠ সংবাদ ও তত্ত্ব উদঘাটনে আপনারা সহযোগিতা করবেন।
12/03/2022

আপনাদের দোয়ায় পূণরায় সাংবাদিকতায় যোগ দিলাম, বস্তুনিষ্ঠ সংবাদ ও তত্ত্ব উদঘাটনে আপনারা সহযোগিতা করবেন।

গোয়াইনঘাটে সবজি ও তৈলের দাম জনগণের ক্রয় ক্ষমতার উর্ধে ।।। নিজস্ব প্রতিবেতকঃ গোয়াইনঘাট উপজেলার লক্ষাধিক পরিবার তৈল ও সবজি...
05/03/2022

গোয়াইনঘাটে সবজি ও তৈলের দাম জনগণের ক্রয় ক্ষমতার উর্ধে ।।।
নিজস্ব প্রতিবেতকঃ গোয়াইনঘাট উপজেলার লক্ষাধিক পরিবার তৈল ও সবজি ক্রয় ক্ষমতার বাহিরে রয়েছে ।
কর্মহীন প্রায় ০৫ লক্ষাধিক শ্রমিক দীর্ঘ দিন থেকে মানবেতর জীবন যাপন করছেন,হাটবাজারে সাধারণ কর্মহীন ক্রেতারা চাল,তৈল,পিয়াজ,আটা,চিনি,ও সবজির দাম প্রতিদিন দাম বৃদ্ধির ফলে দিশেহারা হয়ে,খালি হাতে বাড়ি ফিরছেন ।
এদিকে উপজেলা প্রশাসন কর্তৃক ভোক্তা অধিকার আইনের মোবাইল কৌর্ট না থাকার ফলে ব্যবসায়ী সিন্ডিকেটরা প্রতি দিন নিত্য প্রয়োজনীয় পণ্য দিন দিন বৃদ্ধি হওয়াতে সাধারণ ক্রেতারা ক্রয় ক্ষমতার নাগালের বাহিরে রয়েছেন । অধিকাংশ মোদি ব্যবসায়ীরা সয়াবিন তৈল সংকট বলে দাম দ্বিগুণ নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে ।

গোয়াইনঘাট বাজারে ড্রাম্পিং পয়েন্ট  না থাকায় উপজেলা সড়কে দুপাশে আর্বজনার স্তুপ। সরজমিন থেকেঃ গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের জ...
03/03/2022

গোয়াইনঘাট বাজারে ড্রাম্পিং পয়েন্ট না থাকায় উপজেলা সড়কে দুপাশে আর্বজনার স্তুপ।

সরজমিন থেকেঃ গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের জনগুরুত্বপূর্ণ সড়ক গোয়াইনঘাট সরকারী মডেল স্কুলের পূর্ব পাশে মুক্তিযুদ্ধা মার্কেট এর পিছনে রাস্তার পাশে ও পুকেরে গোয়াইনঘাট বাজার ঝাড়ুদার নিয়মিত ভাবে প্রতিদিন বাজার পরিষ্কার করে ময়লা আর্বজনা পুকুর পাড়ে ফেলে ড্রম্পিং পয়েন্ট ব্যবহার করে আসছে।
এতে প্রশাসনের ড্রম্পিং পয়েন্ট বন্ধের কোন তৎপর নেই। এতে গোয়াইনঘাট উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ জনসাধারণের এই রাস্তা ব্যবহার করা কষ্টকর।

সড়ক ও জনপদের উদাসিনতায় সারী গোয়াইনঘাট সড়কের শেষ প্রান্ত সরকারি খাদ্য গুদাম সড়কের বেহাল দশা। কতৃপক্ষের নেই কোনো ভুমিকা। ন...
01/03/2022

সড়ক ও জনপদের উদাসিনতায় সারী গোয়াইনঘাট সড়কের শেষ প্রান্ত সরকারি খাদ্য গুদাম সড়কের বেহাল দশা। কতৃপক্ষের নেই কোনো ভুমিকা।

নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের সারী গোয়াইনঘাট সড়কের গোল চত্বর হতে ৫ থেকে ৭ শত ফুট দূরত্ব, গোয়াইনঘাট সরকারি খাদ্য গুদাম সড়কটির বেহাল দশা। নেই কোনো মেরামত ও পুননির্মাণ কাজ। সড়ক দিয়ে ভারি যানবহন ত্রাণ বাহী চাউল গোমের ট্রাক। রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হওয়াতে বর্তমানে উক্ত রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। বন্যা পরবর্তী সময়ে ত্রাণ কাজে মজুতকৃত চাউল গোম উপজেলা ১২টি ইউনিয়ন ত্রাণ সরবরাহ সংকট দেখা দিতে পারে। এ বিষয়ে উপজেলা পরিষদ মিটিংয়ে আলোচনা ও রেজুলেশন হয়েছে। এদিকে সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী জানান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ মহুদয়ের সাথে রাস্তাটি মেরামত ও পুননির্মাণের জন্য আমার সাথে আলোচনা করেছেন। এ বিষয়ে রাস্তাটি মেরামতের জন্য আমি দেখবো।
এদিকে ৫ থেকে ৭ শত ফুট রাস্তাটি মেরামত না করা হলে ত্রাণবাহী ট্রাক সরকারি খাদ্য গুদামে আসা যাওয়ার ব্যাপারে বন্ধ হওয়ার সম্ভব রয়েছে।

বষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি মরহুম ছয়ফুল আলমের আন্তজীবনীঅনুসন্ধানী  রিপোর্টঃ শাহজালালে সৃতি বিজরীত সিলেট উত্তর সিমান্তের...
10/02/2022

বষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি মরহুম ছয়ফুল আলমের আন্তজীবনী
অনুসন্ধানী রিপোর্টঃ
শাহজালালে সৃতি বিজরীত সিলেট উত্তর সিমান্তের গোয়াইনঘাট উপজেলার
জনাব মরহুম আলহাজ্ব ছয়ফুল আলম বি,এ ১৯৩২ সালে পহেলা জানুয়ারি সিলেট জেলাধীন গোয়াইনঘাট উপজেলার পূর্ণানগর গ্ৰামে এক মুসলিম পরিবারের জন্মগ্ৰহণ করেন তার পিতা নাম মরহুম হাজী নজীব আলী মাতা জয়নব বিবি উনার বাবা ছিলেন বৃটিশ শাসশন আমলের সময় ম্যাজিষ্টে বিচারপতির কাজ করতেন। তিনি ১৯৪৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি (মেট্রিক) পাস করেন এবং ১৯৪৮ সালে সিলেট মুরারীচাঁদ (এমসি) কলেজ থেকে এইচ এস সি (আইএ পাস) করেন।তিনি ১৯৪৮ সালে সিলেট মুরারীচাঁদ(এমসি) কলেজের ছাত্র পরিষদের ভিপি নির্বাচিত হন।পরে তিনি প্রথম গোয়াইনঘাটের কৃতি সন্তান হিসাবে ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে বি,এ পাস করেন।বঈবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। তিনি ১৯৬২ সালে পূ্র্ব পাকিস্তানের পাদশিক পরিষদের মুসলিম লীগের এমপি নির্বাচিত হন বঈবন্ধু শেখ মুজিবুর রহমান উনাকে অনেক স্নেহ করতেন মরহুম জননেতা মাওলানা ভাসানী উনাকে খুব স্নেহ করতেন। সিলেট০৪ আসন থেকে ১৯৬২ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন তখন ছিল গোয়াইনঘাট জৈন্তাপুর কানাইঘাট ও সিলেট সদর নিয়ে এক আসন
স্বাধীনতা যুদ্ধে তার অভদান ছিল অপরশিম তিনি যুদ্ধের সময় ঢাকায় থেকে মুক্তি যোদ্ধাদের জন্য অনেক সাহায্য ও সহযোগিতা করেছেন বঈবন্ধুর নিদের্শে উনি ঢাকায় মুক্তি যোদ্ধাদের সাহায্য সহযোগিতা করেছেন বঈবন্ধু উনাকে নিদের্শ দিয়েছিলেন যে তোমার সিলেট যাওয়ার প্রয়োজন নেই তুমি ঢাকায় থাকো আর বাংলাদেশের স্বাধীনতার জন্য কাজ করো।
তিনি ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত গোয়াইনঘাট উপজেলা ধিন ৫নং আলীরগাঁও ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি গোয়াইনঘাটের বতর্মানে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা করেন।
তিনি ১৯৮৫ সালে গোয়াইনঘাট উপজেলার প্রথম উপজেলার চেয়ারম‍্যন নির্বাচিত হন এবং ১৯৮৫ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত নিষ্টার সাথে দায়িত্ব পালন করেন।তিনি একজন সৎ ও আর্দশ নেয়প্ররায়ন ব্যত্তি ছিলেন তিনি সব সময় নেয়ায়ের পক্ষে থাকতেন অন্যায় কে তিনি কোন দিন প্রশ্রয় দিতেন না তিনি সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতেন পরিকল্পনা করতেন সব সময় গোয়াইনঘাট কে কি ভাবে সুন্দর একটি উপজেলা করা যায় এইটাই ছিল উনার পরিকল্পনা মৃত্যুর আগ পযর্ন্ত উনি এই ভাবনায় মুত্ত ছিলেন। তিনি ১৯৮৯ সালে ব্যত্তিগত ভাবে পবিত্র হজ্জ পালন করেন
তিনি এমপি ও উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় বিভিন্ন দেশ সফর করেন।লন্ডন দুবাই ইন্ডিয়া সৌদিআরব ইনদোনিশীয়া মালয়েশিয়া নেপাল পাকিস্তান।তিনি এমপি ও উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করেন
তার মধ্যে অন্যতম সারি গোয়াইনঘাট রাস্তা সালুটিকর গোয়াইনঘাট রাস্তা বঈবীর হাদারপার রাস্তা জৈন্তাপুর ফেরিঘাট রাস্তা হরিপুর হেমু রাস্তা গোয়াইনঘাট হাসপাতাল গোয়াইনঘাট টিএন্ডটি অফিস গোয়াইনঘাট রেস্টহাউজ আলীরগাঁও ইউনিয়ন অফিস গোয়াইনঘাট নতুন প্রশাসন ভবন গোয়াইনঘাট খাদ্য গুদাম। কানাইঘাটে উনি অনেক উন্নয়ন মুলক কাজ করেছেন সিলেট সদরে ও রয়েছে তার হাতে করা বিভিন্ন উন্নয়ন মুলক কাজ যা আজ ও মানুষ মনে রেখেছে সহ আরো অনেক মসজিদ মাদ্রাসা ইস্কুল মন্দির উন্নয়ন করে গেছেন তিনি রেডক্রিসেন্টে আজীবন সদস্য সিলেট মুসলিম সাহিত্য সদস্য ছিলেন তিনি ১৯৯৭ সালে ১৪ই জানুয়ারি মৃত্যু বরণ করেন।তিনি সব সময় এলাকার উন্নয়ন নিয়ে ভাবতেন কিন্তু আজ গোয়াইনঘাট অনেক এগিয়ে যাচ্ছে অতচ উনার কথা আজ কেউ মনে করেনা উনার সাথে মুত্তিযোদ্দার সরর্বাদিক নেতা বঈবীর উসমানী সাহেবের সাথে ছিল উনার ভাল সম্পর্ক এ ছাড়া আব্দুস সামাদ আজাদ হুমায়ুন রশীদ চৌধুরী এমে খান সুরজিৎ সেনগুপ্ত ফরিদ গাজী এম সাইফুর রহমান আবুল মাল আব্দুল মুহিত সহ আরো অনেক জাতীয় নেতাদের সঙ্গে ছিল উনার খুব ভাল সম্পর্ক। এক কবি বলেছিলেন যে মানুষ দেশ ও জাতির এবং গরিবের জন্য কাজ করে যায় তার কখনো মৃত্যু হয় না সে বেচে থাকে মানুষের মনে তিনি ও বেচে থাকবেন মানুষের হৃদয় জুড়ে তিনি কি ছিলেন তা শুধু গোয়াইনঘাটের মানুষ জানেনা বৃহত্তর সিলেট বাসি জানে উনি কত বড় মনের মানুষ ছিলেন তিনি আইন বিষয়ে পড়াশোনা করেছেন তিনি ছিলেন বৃহত্তর সিলেটের এক বর্ষিয়ান রাজনৈতিক ব্যত্তিত্ব ছিলেন এবং ।উনার একটা গুন ছিল গরিবের প্রতি উনার দয়য়া ছিল বেশি গরিব লোকদের ভালবাসতেন আর এলাকার উন্নয়ন নিয়ে ছিল উনার ভাবনা কি ভাবে আমার গোয়াইনঘাট উপজেলা কে সুন্দর করা যায় রাস্তা ব্রিজ কালভার্ট স্কুল কলেজ এই সব বিষয় নিয়ে ছিল উনার ভাবনা উনি মৃত্যুর আগ পর্যন্ত এই সব নিয়ে ভাবছেন আজ এই গোয়াইনঘাট উপজেলায় উনার আমলে করা কত উন্নয়ন মুলক কাজ আছে কিন্তু দুঃখের বিষয় আজ উনার কথা কেউ সরন করে না কথায় আছে গুনিজনের কথা গুনিজনরাই বুঝে আমাদের মাননীয় মন্ত্রী মহুদয়ে কাছে আবেদন জানাচ্ছি এলাকার গোয়াইনঘাট বাসির পক্ষ থেকে সারি গোয়াইনঘাট রাস্তার নাম মরহুম আলহাজ্ব মোঃ ছয়ফুল আলমের নামে নাম ক‍রন করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করছি গোয়াইনঘাট বাসির জুর দাবি জানান মরহুম ছয়ফুল আলম সাহেবের নামে সারি -গোয়াইনঘাট রাস্তা নাম করন করার জন্য মন্ত্রী মহুদয় প্রতি বিষয়টি সংসদে তুলে সাবেক মরহুম এমপি ছয়ফুল আলম সাহেবের নামে নামকরণ করবেন বলে এমনটা প্রত্যাশা গোয়াইনঘাটের সাধারণ জনগণের

জনস্বাস্থে উদাসীনতায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সারফেস ওয়াটার টিটমেন্ট প্লান কাজের অনিয়ম দুর্নীতির অভিযোগনিজস্ব প্রতিবেদকগো...
09/02/2022

জনস্বাস্থে উদাসীনতায় কোটি টাকা ব্যয়ে নির্মিত সারফেস ওয়াটার টিটমেন্ট প্লান কাজের অনিয়ম দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

গোয়াইনঘাট উপজেলা সদরস্ত পুর্ণানগর বাইপাস সড়কের পাশে নবনির্মিত সারফেস ওয়াটার টিটমেন্ট প্লান কাজ শেষ না হতে না হতেই টিটমন্ট প্ল্যানের পানির টেকংকি লিকেজের মাধ্যমে পানি বের হতে তাকে। পরবর্তীতে তড়িৎ গতিতে রং এর কাজ শেষ করা হলে আবারো পানি লিকেজ দেখা দেয় এতে ৫০টি টেপের ৫০০টি গ্রাহক পরিবার অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে স্বানীয় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কিবরিয়া হেলাল কাজ বন্ধ করে দেন। জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলকে বলেন সারফেস ওয়াটার টিটমেন্ট প্লানের রিজার্ভ পানির টেনংকি পুনরায় নির্মানের জন্য ব্যবস্থা গ্রহনের জন্য বলেন।

গোয়াইনঘাট হাসপাতাল নিজেই রোগী হয়ে পড়েছে।স্টাফ রিপোর্টারঃসিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী হয়ে পড়েছ...
07/02/2022

গোয়াইনঘাট হাসপাতাল নিজেই রোগী হয়ে পড়েছে।
স্টাফ রিপোর্টারঃসিলেটের গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই রোগী হয়ে পড়েছে।সাধারন রোগীরা স্বাস্থ্য সেবার জন্য হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উসমানী মেডিকেলে রেফার করে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সপ্তাহে দুই দিনও অফিসে কর্মরত থাকেন না।এতে সাধারন রোগীরা স্বাস্থ্য সেবা নিতে হাসপাতালে গেলে তাদেরকে সিলেট উসমানী মেডিকেল হাসপাতালে রেফার করা হয়,এতে সাধারন রোগীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েন।সর্জমিন হাসপাতালে গিয়ে দেখা যায় যে কর্তব্যরত সেবীকারা রোগিদেরকে চিকিৎসা দিয়ে থাকেন,হাসপাতালের ওয়ার্ডে নানা অনিয়ম দেখা যায়।ওয়ার্ডে রোগীর শিটগুলোতে অপরিচন্ন বিছানাচাদর ২ দিন থেকে ১ সপ্তাহ থাকে,প্রতিদিন শিটের বিছনাচাদর ধুয়ে পরিষ্কার করার কথা থাকলেও ধোপার কাজ বিছানাচাদর পরিস্কার হয়নি এবং ধোপার ঠিকাদারের নাম পর্যন্ত সেবীকারা জানেন না।হাসপাতালের স্টর রুমে বিভিন্ন ধরনের ঔষধজাতীয় পণ্য থাকার কথা থাকলেও নেই বলে রোগীরা ফার্মেসী থেকে ঔষধ ক্রয় করেন।কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সরোওয়ার চেম্বারে বসেই দুপুর ১২ ঘটিকার দিকে ঔষধ কোম্পানীর রিপেজেন্টিবদের সঙ্গে ঔষধের বিষয় নিয়ে আলোচনা করেন এবং উপহার সামগ্রী গ্রহন করেন এবং সাধারন রোগীরা চিকিৎসা নিতে ব্যহত হচ্ছে,হাসপাতালের নানান অনিয়ম ও সমস্যা একাদিক রয়েছে এবং রোগীদের খাবারে বিভিন্ন আইটেম নিম্নমানের রয়েছে,হাসপাতাল পরিষ্কার ও ধোপার কাজও নিয়মিত হচ্ছেনা বলে জানা যায়,প্রতি বছর ধোপার কাজ টেন্ডার না দিয়েই কর্তব্যরত চিকিৎসকরা টাকা উত্তোলন করছেন বলে জানা যায়,হাসপাতালের মানউন্নয়নে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা এব্যপারে ভূমিকা নিবেন বলে এমনটা প্রত্যাশা,হাসপাতালের নির্ধারিত সময়ে রিপেজেন্টিব প্রবেশ না করা হলে সাধারন রোগীরা স্বাস্থ্য সেবা নিতে অনেকটা উন্নয়নের সম্ভাবনা রয়েছে হাসাপাতাল গেটে ঔষধ কোম্পানীর রিপেজেন্টিবরা রোগীদের ডাক্তারের স্লিপের ছবি তুলতে ব্যস্থ ঔষধ কোঃ রিপেজেন্টবরা,হাসপাতাল গেটের সামনের দুপাশে রয়েছে অনেক ফুটপাতের দোকানপাট,এতে অনেক সময় জানযটের সৃষ্টি হয়।

06/02/2022

কেছিনো জুয়া খেলা কেও হার মানায় ভারতীও জুয়া তির খেলা।

গোয়াইনঘাট থেকেঃ ফয়সল আহমেদ।

গোয়াইন ঘাট সবজি বাজার নামক স্থানে জমজমাট তীর খেলার বানিজ্য হচ্চে এক টাকায়৭০ টাকা লাভের লটারি ড্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারিত হচ্চে শত শত গ্রাহক গোয়াইন ঘাট থানার উত্তর পাশে সবজি সেটে চায়ের হোটেলে বসে মহরিরা কাগজের টুকনের মাধ্যমে নাম্বার লিখে গ্রাহকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।এতে প্রতারিত হচ্ছে সাধারণ গ্রাহক।সরজমিন অনুসন্ধান নিয়ে জানা যায় গোয়াইন ঘাট সদরস্ত বাজার সবজি সেট ও রাধানগর বাজার চা ষ্টলে,গুরুকচি বাজার ও আহারকান্দি বাজার,জাফলং,মামার দোকান,বল্লাঘাট সহ সীমান্তের বেশ কয়েকটি হাটবাজারে তীর খেলার টুকনের মাধ্যমে হাজারের বেশি গ্রাহকদের কাছ থেকে প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোটি টাকা হাতিয়ে নিচ্ছে জুয়া খেলার টুকন বইয়ের মাধ্যমে মহরি ও মালিকরা।
এ বিষয়ে পুলিশের ভূমিকা নিরব রয়েছে।

Address

Gowainghat

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Ropomoy Jaflong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share