Md Helal Uddin surveyor

Md Helal Uddin surveyor I m a video creator Md helal uddin

24/02/2024

*ফতেপুর ৬ষ্ট খন্ডে পাকা করে পানি বন্ধ *

গতবছর উক্ত এলাকায় দূইটি রাস্তা মৃত্যুর সম্মুখীন হয়ে ছিল এবং তার ফলে স্কুল মাদ্রাসা মক্তবে ছাত্র ছাত্রী আসতে পারে না, এবার উক্ত রাস্তা সরকারি অনুদানে কাজ চলমান, এমতাবস্থায় এবার পানি বন্ধ করার জন্য পানির রাস্তায় পাকা দিয়ে পানি বন্ধ করার পায়তারা করা হলে , এলাকার গুনীজনরা সরজমিন তদন্ত করে জানান পাকার কারণে ফের রাস্তায় আবার ভাঙ্গন ধরে সরকারি রাস্তা ভাঙ্গার সম্ভাবনা রয়েছে,
কতৃপক্ষের নিকট এলাকাবাসীর দাবী উক্ত বিষয়টি খতিয়ে দেখতে কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।

04/02/2024
28/01/2024

উপজেেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী কতজন হবেন এমনটা জানার ইচ্ছে ছিল। কারন বিএনপি জামাত শিবিরের একদফা দাবী ছিল এ সরকারের অধীনে তারা আসবে না।

"শিক্ষার পক্ষে নাড়াই ঠোঁট-- বিচক্ষণ ব্যক্তিকে দেবো ভোট।"শ্রদ্ধাভাজন অভিভাবক ও সচেতননাগরিকবৃন্দ,আসসালামু আলাইকুম /আদাব,হ...
21/01/2024

"শিক্ষার পক্ষে নাড়াই ঠোঁট--
বিচক্ষণ ব্যক্তিকে দেবো ভোট।"

শ্রদ্ধাভাজন অভিভাবক ও সচেতন
নাগরিকবৃন্দ,
আসসালামু আলাইকুম /আদাব,

হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এতদঞ্চলের মানুষের 'বাতিঘর' হিসেবে সর্বমহলে স্বীকৃত।
আগামী ২৯ শে জানুয়ারি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। নির্বাচনে সাধারণ অভিভাবক সদস্য পদে মোট সাত (০৭) জন প্রার্থী বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আমার খালু জনাব Enayet Hussain একজন নবাগত প্রার্থী।
আমাদের বিদ্যালয়টি অতীতে যেমন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত ছিলো, তেমনি বর্তমানেও সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে তিনি এক সময়কার প্রজ্জ্বলনের একমাত্র বাতি "হারিকেন" মার্কা বেছে নিয়েছেন।
সেই ছাত্র জীবন থেকেই যিনি এলাকার মানুষকে বিকশিত করার স্বপ্নে বিভোর। তিনি বর্তমানে দেশের অন্যতম সেরা বিদ্যাপীট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহঃ রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
বিশ্ববিদ্যালয়ে একজন হরিপুরের শিক্ষার্থী না দেখে তিনি ব্যাথাতুর হন প্রতিনিয়ত। বিভিন্ন সময় তাই ছুটে আসেন বর্তমান প্রজন্মকে অনুপ্রেরণা যোগাতে। কখনো বৃক্ষরোপণ, কখনো শিক্ষা উপকরণ কিংবা আর্ত মানবতায় সাহায্যের হাত করেছেন সম্প্রসারিত। নিজে কোদাল নিয়ে নেমে পড়েন মাঠে, কখনো শিক্ষার মানোন্নয়নে শিক্ষকমণ্ডলীর সাথে গোলটেবিলে। তাঁর দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে এলাকার বাতিঘর থেকে কিভাবে একটি মেধাকে বের করে আনা যায় - সেই স্বপ্নের আলোকে সিদ্ধান্ত নেন
প্রথমে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার সার্বিক মানোন্নয়নে কাজ করতে।
কখনো শিক্ষকতা, কখনো পৃষ্টপোষকতা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন শিক্ষা।
এরই ধারাবাহিকতায় আজ তিনি আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একজন অভিভাবক সদস্য পদপ্রার্থী।

শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়ন, অভিভাবক সচেতনতা বৃদ্ধি, দরিদ্র ও অসহায় শিক্ষার্থীর কল্যাণ ও মেধা বিকাশে জ্ঞান তাপস শিক্ষক মণ্ডলীর মাধ্যমে ভালো ফলাফল নিশ্চিতকরণে যুগোপযোগী কর্মসূচী গ্রহণ, অভিভাবক সভা আয়োজনসহ সর্বোপরি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার্থীর সুষ্ঠু পরিবেশ স্থাপনে তিনি বদ্ধ পরিকর।
আপনাদের মূল্যবান ভোট দিয়ে একজন স্বপ্নদ্রষ্ঠা মানুষকে বিজয়ী করার অনুরোধ করছি। ইনশাল্লাহ তিনি তাঁর সততা ও নিষ্ঠা দ্বারা আপনাদের চাওয়া- পাওয়ার সর্বোচ্চ ও প্রানান্তকর প্রচেষ্ঠা অব্যাহত রাখবেন- এ গ্যারান্টি দিচ্ছি।
মহান পাক রাব্বুল আলামীন আমাদেরকে কামিয়াবী করুন। আমীন।

আজ ১৭ জানুয়ারি ২০২৪ ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং দিবস। ১০ বছর পুর্তি অনুষ্ঠান সম্পন্ন ।
17/01/2024

আজ ১৭ জানুয়ারি ২০২৪
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং দিবস।
১০ বছর পুর্তি অনুষ্ঠান সম্পন্ন ।

17/01/2024

১৯৭১ সালে দেশ স্বাধীন হতে বাংলাদেশের জনসংখ্যা ছিল ৭'৫ কোটি তখন সংসদীয় আসন ছিল ৩ শত।
২০২৪ সালে দেশের জনসংখ্যা প্রায় ১৮'৫ কোটি এখনো কেন সংসদীয় আসন বৃদ্ধি হয় না আসন সেই ৩ শত। আমি মনে করি বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসংখ্যা বিবেচনা করে ৬০০ আসন করা সময়ের দাবী।
আমি সিলেট ৪ আসনের নাগরিক হিসেবে দেখতে পাচ্ছি গোয়াইনঘাট জৈন্তাপুর কোম্পানিগন্জ জনসংখ্যা প্রায় ৭ লক্ষ, সাত লক্ষ জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করতে হিমসিম খেতে হচ্ছে, যাহা একজন এমপির পক্ষে উন্নয়ন করা অসম্ভব, যেখানে ২৫ টি ইউনিয়ন রহিয়াছে, আমি মনে করি এখানে দূইজন এমপির প্রয়োজন বটে।
#বাংলাদেশের_রাজনীতি
#মাননীয়_প্রধানমন্ত্রী_শেখ_হাসিনা

15/01/2024

ডামি
Dame
D- ডিভাইড
A- আওয়ামী
M- সদস্য
E- ইলেকশন

আজ বিকেল ৫ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহধর্মিণী  নিয়ে ওমরাহ তাওয়াফের উদ্দেশ্য রওনা হচ্ছেন ডাঃ আব্দূস ছ...
27/12/2023

আজ বিকেল ৫ টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সহধর্মিণী নিয়ে ওমরাহ তাওয়াফের উদ্দেশ্য রওনা হচ্ছেন ডাঃ আব্দূস ছামাদ সাহেব।
সকলের দোয়া ও সহিসালামত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করবেন।

09/12/2023
09/12/2023

অভিনন্দন ✌ অভিনন্দন ✌ গোয়াইনঘাট উপজেলার ৬ নং ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন। ভোট কাষ্ট হয়েছে মোট ৩৮৬ টি
সভাপতি পদে অভিনন্দন ✌।
(১) দেলোয়ার হোসেন চৌধুরী চেয়ার প্রতিকে প্রাপ্ত ভোট ২০০ পেয়ে নির্বাচিত হয়েছেন
(২) আহমদ আলী ছাতা প্রতিকে প্রাপ্ত ভোট ১৮০ পেয়েছেন।
সম্পাদক পদে অভিনন্দন ✌।
(১)দেলওয়ার হোসেন শিমুল মাছ প্রতিকে ভোট ২৬০ পেয়ে নির্বাচিত হয়েছেন।
(২)নাসির উদ্দীন হেলাল তালাচাবি প্রতিক নিয়ে পেয়েছেন ১৩০ ভোট।

আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট সিলেট ৪ আসনে নৌকা প্রতিকে আপনার মুল্যবান ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্...
05/12/2023

আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্মার্ট সিলেট ৪ আসনে নৌকা প্রতিকে আপনার মুল্যবান ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।

29/11/2023

সিলেট ৪
ইউনিয়ন ২৫× ৭১
ওয়ার্ড ২২৫× ৬৫
আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,কৃষক লীগ,সেচ্ছাসেবকলীগ,তাতীলীগ,
শ্রমিকলীগ, মৎস লীগ,

23/11/2023

এই নিয়ে আমাদের( Prabas K. Singha Palash ,Md Nazrul Islam Hillol Roy Dilip Nath) সহ টীম গোয়াইনঘাটের দায়িত্বকালীন বিভিন্ন সময়ের তিনটি মামলায় ফাঁসির রায়---

গোয়াইনঘাটে স্ত্রী এবং দুই সন্তানদেরকে নির্মমভাবে হত্যার দায়ে ঘাতক খুনী হিফজুর রহমানকে আজ ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত। নিহতদের পাশে নিজের শরীরে নিজেই ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে মরার মতো লাশ হয়ে পড়ে থাকে হিফজুর। প্রথমে চারজনের লাশ পড়ে থাকার খবর আসে তৎকালীন চৌকষ পুলিশ সুপার Mohammed Farid Uddin পিপিএম মহোদয়ের নিকট। তৎক্ষনাৎ স্যারসহ তড়িৎ ঘটনাস্থলে পৌঁছাই। স্যারের নেতৃত্বে ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যবেক্ষণ করতে শুরু করি। সবাই যখন ডাকাতি কিংবা জমিজমার দ্বন্দ্বের এই হিসাব মিলাতে ব্যস্থ তখন আমাদের সন্দেহের তীর চলে যায় ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন সজ্ঞাহীন স্বামী হিফজুরের দিকে। উপস্থিত শত শত মানুষের একটাই দাবী ঘাতকদের গ্রেফতার। ওসমানী হাসপাতালে দায়িত্বরত জনির ভূমিকা ছিল ঐ সময়ে খুবই গুরুত্বপূর্ণ।চিকিৎসাধীন হিফজুরের জখম পর্যালোচনা এবং পারিপার্শ্বিক আলামত দৃষ্টে অনেকটা নিশ্চিত হয়ে একজন পুলিশ সুপার হিসাবে এই হত্যাকান্ডের প্রধান সন্দেহভাজন স্বামী হিফজুরকে গ্রেফতার দেখিয়ে ঘটনাস্থলেই মিডিয়ায় ব্রিফ করে জানিয়ে দিলেন ঘাতক হিফজুর। ক্রাইম ওয়ার্ক ও লিডারশীপ কাকে বলে এবং একটি ঘটনার ডিডেক্ট তৎক্ষনাৎ কিভাবে করতে হয় তার উদাহরণ পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে ঐ সময়ের প্রতিটি কার্যক্রম। (সেদিন প্রিয় সহকর্মী জনির নেপথ্যের ভূমিকার কথা মনে হলে সত্যিই তাকে নিয়ে গর্ববোধ হয়।) তাছাড়া মামলার তদন্তকারী অফিসার ইন্স: জনাব দিলীপ নাথ, ইন্স: Omar Faruque Murol এবং তদারকারী অফিসারদের Ashish Hasan Md Mahbubul Alam দক্ষ তদন্তের ফসল এই রায়। জেলা গোয়েন্দা সংস্থার Saiful Alam Rukon ও তাহার টীম এবং তৎকালীন টীম গোয়াইনঘাটের কর্তব্যরত সকল অফিসার বিশেষ করে এস আই অনুজ, প্রলয় রায়, লিটন,অজয়, আব্দুল আহাদ, এএসআই বেলালসহ অন্যান্য অফিসার ও ফৌর্সদের অগ্রনী ভূমিকা ছিল মনে রাখার মতো।

শুভ হোক আগামীর সম্ভাব্য নৌকার সিলেট  ৪ আসনের কান্ডারী গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক আহমদ মহোদয়।
20/11/2023

শুভ হোক আগামীর সম্ভাব্য নৌকার সিলেট ৪ আসনের কান্ডারী গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান জনাব ফারুক আহমদ মহোদয়।

হাস কে আদর করে খাওয়ানোর পরেও যখন হাস ডিম না দেয় তখন হাস কে জ-বাই করে রান্না করে পরিবারের সবাই মিলে সকালের নাস্তার সাথে র...
18/11/2023

হাস কে আদর করে খাওয়ানোর পরেও যখন হাস ডিম না দেয় তখন হাস কে জ-বাই করে রান্না করে পরিবারের সবাই মিলে সকালের নাস্তার সাথে রুটি দিয়ে খেয়ে নিতে হয়।

14/11/2023

আগামী ১৫-১৯ নভেম্বর ২৩ উক্ত সময়ের মধ্যে দেশে বৃষ্টির পরিমান হতে পারেঃ
ঢাকা বিভাগঃ ৮০-১৪০ মিমি
খুলনা বিভাগেঃ ২০০-২৫০ মিমি
বরিশাল বিভাগেঃ ২০০-৩০০ মিমি
চট্টগ্রাম বিভাগেঃ ২০০-৩০০ মিমি
সিলেট বিভাগেঃ ৫০-১০০ মিমি
রাজশাহী বিভাগেঃ ৫-১০ মিমি
রংপুর বিভাগেঃ ৫-১০ মিমি
ময়মনসিংহ বিভাগেঃ২০-৫০ মিমি

এটি একটি ধারণা মাএ।এর থেকে বৃষ্টি বেশি হতে পারে বা কমও হতে পারে । আবার নাও হতে পারে বৃষ্টি। আবহাওয়া পরিবর্তনশীল।বৃষ্টি নির্ভর করতেছে সিস্টেমের ট্রাকের উপর।সিস্টেম সরাসরি দেশে আসলে বেশি বৃষ্টি। সিস্টেম কাছ দিয়ে গেলে মাঝারি বৃষ্টি আর দূর দিয়ে গেলে একবারে বৃষ্টি নাও হতে পারে।

অভিনন্দন ✌ জয়বাংলা ✌ জয়বাংলা ✌ জয়বাংলাHelal Uddin
07/11/2023

অভিনন্দন ✌ জয়বাংলা ✌ জয়বাংলা ✌ জয়বাংলা
Helal Uddin

21/10/2023

প্রিয়,
গোয়াইনঘাট বাসী
আস্ ছালামুআলাইকুম/আদাব।
গত ১৮ সালে আমরা গোয়াইনঘাট উপজেলা বাসীর ভোটে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব ফারুক আহমদ মহোদয় কে নির্বাচিত করি।
তিনি নির্বাচনের আগে বলছিলেন প্রতিবছর ১ মাসের জন্য ছুটি নিয়ে আমেরিকায় যাবেন সেই কথায় প্রতিবছর ছুটি নিয়ে আমেরিকা যাচ্ছেন।
এবছর তিনি আমেরিকা যেতে মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া কে দ্বায়িত্ব দিয়ে যান, সেই সুবাদে আফিয়া নির্বাচিত চেয়ারম্যান সাহেবদের নামবোডে নাম লিখাটা আমার জানামতে অবৈধ কাজ করায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি।

জয়বাংলা ✌
02/10/2023

জয়বাংলা ✌

28/09/2023

জরুরী বিজ্ঞপ্তি,
এতদ্ধারা ফতেপুর ইউনিয়নের সকল ভাতা ভোগীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১ লা অক্টোবর রবিবার সকাল ১০ ঘটিকায় বয়স্ক, প্রতিবন্ধী, ও বিধবা ভাতাভোগী সকল বই নিয়ে ফতেপুর ইউনিয়ন কমপ্লেক্সে উপস্থিত থাকার আহবান করা হয়েছে। এতে আপনার বই যাচাই বাছাই করা হবে।
স্ব শরীরে উপস্থিত হওয়ার আহবান করা হল।

রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা               বঙ্গবন্ধুর❤️ কন্যা তুমি বাংলাদেশের🇧🇩 নেতা                              -...
27/09/2023

রাখি তোমায় মন-গহীনে হৃদয় আছে যেথা
বঙ্গবন্ধুর❤️ কন্যা তুমি বাংলাদেশের🇧🇩 নেতা
-----
শুভ জন্মদিন
বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
-----
২৮ সেপ্টেম্বর ২০২৩ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। তিনি ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর সেই দিন ছিল রবিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও চারবারের প্রধানমন্ত্রী.....

26/09/2023

ছাত্রীকে প্রাইভেট পড়ানো শেষে চলে আসার সময় বললাম, "তোমার সাথে আমার কিছু কথা ছিল, কিছু দিন ধরেই বলতে চাচ্ছি। কিন্তু কিভাবে যে বলি !"

ছাত্রী বললো, "কি বলবেন, বলেন,
কোন সমস্যা নেই"

আমি বললাম, "না থাক, আরেক দিন বলবো ।"

এরপর থেকে ছাত্রী প্রতিদিন পড়ানো শেষ হলে চলে আসার সময় জিজ্ঞেস করতো, "স্যার
আপনি না আমাকে কি যেনো বলতে
চেয়েছিলেন, আজকে বলেন!"

আমি এখনও উত্তর দেই, "আরেকদিন বলবো ।"

পঞ্চম দিনের মাথায় ছাত্রী জানালো, "স্যার, কালকে দুপুর বেলা পড়তে পারবনা, আমরা বেড়াতে যাব । ওখান থেকে সন্ধার সময় আসবো । সন্ধ্যার পরে পড়বো ।"

আমি বললাম, "আচ্ছা আমি সন্ধ্যার দিকেই আসবো ।"

পরদিন সন্ধ্যার সময় ওদের বাসায় গেলাম, গিয়ে তো আমি অবাক ! বাসা পুরো খালি, বাসায় ছাত্রী ছাড়া কেউ নেই ! আরও অবাক হয়ে লক্ষ্য
করলাম ,যে ছাত্রী সারা বছর সেলোয়ার কামিজ পরে, সে আজকে সুন্দর করে সেজে গুজে শাড়ি পরেছে ! একেবারে কড়া সাজ দিয়েছে ! এমনিতেই
তো মেয়েটা অনেক সুন্দর, সাজার
কারনে আজকে আরও বেশী সুন্দর
লাগছে ।

আমি জিজ্ঞেস করলাম, "তোমার পরিবারের লোকজন কই ?? তাদের কে দেখছি না কেনো?

লাজুক হেসে ছাত্রী জবাব দিলো, "সন্ধ্যার দিকে বাড়ির সবাই মিলে মামাতো বোনের জন্মদিনে গেছে !
সবার আসতে আসতে রাত ১১ টা বেজে যাবে। আমি বলেছি আমার শরীর খারাপ লাগছে, আমি যেতে পারবো না, মিথ্যে বলে তাদেরকে পাঠিয়ে দিয়েছি !"

আমি বললাম, "আর আমাকে মিথ্যে
বলেছ যে দুপুরে তোমরা বেড়াতে যাবে ! এত মিথ্যে কথা শিখে গেছো ?!"

আমার কথা শুনে ছাত্রী খিল খিল
করে হাঁসতে লাগলো । বললো, "আপনার জন্যই তো এমন করলাম।
আপনি অনেক দিন ধরেই আমাকে কী যেনো একটা বলতে চাইছেন! অথচ লজ্জায় বলতে পারছেন না! আজকে বাসায় কেউ নেই, আজকে বলেন স্যার । কি বলতে চান ???"

আমি বললাম, "আসলে তোমাকে কথাটা কিভাবে যে বলি ! আমার
লজ্জা করছে । কিছু মনে করবে না
তো ?"

ছাত্রী বললো, "আপনার যা খুশি বলতে পারেন। আমার কোনো সমস্যা নেই, আমি কিছুই মনে করবো না । আপনার মনের কথাটা শোনার জন্যই তো আজকে সন্ধ্যার
দিকে আসতে বলেছি !"

আমি বললাম,"আসলে কথাটা হচ্ছে …
না থাক তুমি যদি ভুল কিছু মনে করো !"

ছাত্রী বললো , "প্লীজ স্যার বলেন, আমি কিছুই মনে করবো না ।"

বলেই গভীর দৃষ্টিতে আমার চোখের
দিকে তাকিয়ে রইলো !

আমি বললাম, "মানে কথাটা হচ্ছে
ইদানিং হাতটা খুব টানা টানি যাচ্ছে। তোমাদের এখানে প্রায় তিন মাসের বেতন আটকে আছে। টাকা টা দিলে ডেইলি ফুড শপ থেকে সামুদ্রিক ও হাওরের মাছ, দেশি মুরগি, সেফ ব্রয়লার, ঘানী ভাঙা সরিষার তেল, ঘি, মসলা কিনে খেতাম আরকি।

বিঃদ্রঃ পোস্ট টি সংগৃহীত ও পরিমার্জিত

14/09/2023

জেনে রাখা দরকার।
বাংলাদেশের প্রশাসনিক বিভাজন -ঃ
শাসন ব্যবস্থা ঃ এককেন্দ্রিক।
সরকার পদ্ধতি ঃ সংসদীয় গনতন্ত্র।
রাষ্ট্র প্রধান ঃ রাষ্টপতি।
সরকার প্রধান ঃ প্রধানমন্ত্রী।
রাজধানী ঃ ঢাকা।
বিভাগ ঃ ৮টি।
জেলা ঃ ৬৪টি।
সিটিকর্পোরেশন ঃ ১২টি।
পৌরসভা ঃ ৩৩০টি।
উপজেলা ঃ ৪৯৫টি।
থানা ঃ ৬৫৭টি।
ইউনিয়ন ঃ ৪৫৭১টি।

13/09/2023

আজ সকাল ১১ ঘটিকায় অনুষ্টিত হতে যাচ্ছে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক

"জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩"

এ উপলক্ষে গনভবনের সভায় যোগদান করবেন দেশের নির্বাচিত সকল জেলা, উপজেলা, পৌর,ও ইউনিয়ন চেয়ারম্যান গন।
এতে দেশের সকল পরিষদের চেয়ারম্যান সাহেবদের সাথে বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জয়বাংলা ✌ জয়বাংলা ✌ অভিনন্দন।

10/09/2023

তত্বাবধায়ক সরকার গঠনের জন্য ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন আসুন সকল দল থেকে প্রতিনীধি নিয়ে নির্বাচনী সরকার গঠন করার আহবান জানান।
এতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বলছিলেন এটা মানি না তিনি বললেন আগামীকাল কাল থেকে অবরোধ হরতাল চলবে চলবেই, তখন হরতালের নামে আগুন সন্ত্রাসী হামলা করে সেই সময় হরতাল নামক জীব আবির্ভূত হয়ে আগুনে পুড়ে মৃত্যু বরণ করায় আজ দশ বছর হল হরতাল নামক সন্ত্রাস আর বাংলাদেশের কোন শহরে জন্ম নিতে না পারায় বাংলাদেশ আজ বিশ্বের অন্যতম মধ্যআয়ের দেশে রুপান্তর হয়ে এবার স্মার্ট দেশে রুপান্তর করার পরিকল্পিত পথে এগিয়ে আসছে ব'লে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার স্মার্ট দেশে যেতে দলমত ফেলে দিয়ে আসুন নৌকায় ভোট দিন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে আপনি আপনার মুল্যবান ভোট নৌকায় দিয়ে ৫ ম বারের প্রধান মন্ত্রী হতে সহায়তা প্রদান করার আহবান জানাই।
জয়বাংলা ✌

05/09/2023

প্রিয় সুশীল ভাইয়েরা ,

একটি পত্রিকা মারফত জানিতে পারিলাম আমাদের দেশের বিশিষ্ট নোবেল গ্রহীতা আমেরিকাতে গিয়ে ২০ কোটি টাকা দিয়ে এসেছেন । হিলারি ম্যাডামের ফাউন্ডেশনকে হয়তো খুশি করার জন্য দিয়েছেন ।

আশা করি ইউনুস সাহেবের এই মহৎ(!) কর্মে আমেরিকাতেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল হইবে । একবার নোবেল এনেছেন(!), এইবার বিশাল অনুদান দিয়েছেন । ইহাতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে । আমেরিকা আর আমাদের দেশকে গরীব ভাববেনা । কারণ , গরীব মানুষের রক্ত চুষে সুদের টাকা নিয়ে ওনাদের চ্যারিটি করার সহায়তা করা হয়েছে ।

প্রিয় ভাইয়েরা, এতো এতো সুদের টাকার কাছে হয়তো ২০ কোটি টাকা কিছুই না । তাই অবলীলায় দেশের টাকা বিদেশে দিয়ে এসেছেন ।

কিন্তু আপনারা কি ওনাকে একবার জিজ্ঞেস করিবেন , দেশের গরিব মানুষগুলোকে কোনোদিন ২০ টি টাকা উনি সুদ ছাড়া দিয়েছেন কিনা ?

আমেরিকার লোকজনরে চ্যারিটি করার জন্য ২০ কোটি টাকা দেন , দেশের বন্যার্তদের জন্য ২০ টি টাকার শুকনো রুটি কিনে দিয়েছেন কিনা ?

শুনলাম বার্সিলোনা ক্লাবে গিয়ে নাকি অনুদান দিয়ে আসেন , দেশের শিশুদের খেলা ধুলার উন্নয়নে উনি কোনো ভূমিকা রেখেছেন কিনা ?

খুব ভালো কথা উনি অলিম্পিকে গিয়ে বাত্তি জ্বালান , উনারে কি একবার জিজ্ঞেস করেছেন, উনি কোনোদিন কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন কিনা ।

আমরা কিছু বললেই বলবেন মানি লোকের সম্মান নিয়ে টানাটানি করি, তাই দায়িত্ব আপনাদের উপর ছেড়ে দিলাম ।

আজকে যদি কোনো রাজনীতিবিদ কোনো বিদেশের চ্যারিটি সংগঠনকে ২০ কোটির জায়গায় এক কোটি টাকাও দিতো তাহলেতো কথা বলতে জাতির ঘুম হারাম করে ফেলতেন । আর নোবেল লোরিয়েটের ২০ কোটি টাকা দেখে এখন উল্টো দিব্বি ঘুমাচ্ছেন । আর নয়তো লজ্জায় মাথা লুকিয়েছেন ।

পরিশেষে আপনাদের কাছে সমাচার এই যে, এনজিও , এম্বাসি আর বিদেশী কোম্পানির দালালি বাদ দিয়ে দেশের দালালি করুন , জাতি আপনাদেরকে অনেকদিন মনে রাখিবে ।

আল্লাহ আপনাদের মঙ্গল করুন । আমীন..

হিংসুক কিছু স্কলারসিপ মেধাবী আছে,থাকে যদি কলিজি পাক করে বেশি করে তৈলাক্ত করে খাওয়ানো হয়, যাওয়ার পথে সেই বলবে সবকিছু ভাল ...
05/09/2023

হিংসুক কিছু স্কলারসিপ মেধাবী আছে,থাকে যদি কলিজি পাক করে বেশি করে তৈলাক্ত করে খাওয়ানো হয়,
যাওয়ার পথে সেই বলবে সবকিছু ভাল হয়েছে তবে লবণে বেশ তিত্তা / কম হয়েছে।

Address

Gowainghat
3800

Telephone

+8801714727840

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Helal Uddin surveyor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Helal Uddin surveyor:

Videos

Share


Other Media/News Companies in Gowainghat

Show All