দেশের খবর

দেশের খবর সত্য সংবাদ সবার
আগে জানাতে।
আমাদের সা?

19/07/2017

ঝরের গতিতে শেয়ার করুন।।।।।।।।
সবাইকে সজাগ করার জন্য আজকে আমি এই ভিডিওটা প্রকাশ করলাম।দেখুন একদম সাভাবিক অবস্থায় এই দুর্ঘটনা ঘটল। ভালো করে দেখলে বুজতে পারবেন।আমরা যারা রাস্তাঘাট পারাপার করি খুব সাবধানে দেখেশুনে পারাপার করার জন্য বলা হল।বেশিকরে বাচ্চাদের দিকে খেয়াল করে রাস্তাঘাট পারাপার করবেন সবাই।কারন সময়ের চেয়ে জিবনের মূল্য অনেক বেশি। সবাই লাইক কমেন্ট শেয়ার করে বিষয়টা সবাইকে জানিয়ে দেয়ার জন্য অনুরত করা হল

13/06/2017

Photos from দেশের খবর's post

13/06/2017
23/02/2017

ধর্ষকের হাতেই তুলে দেয়া হল গণধর্ষণের শিকার কিশোরীকে | খবর................................
নীলফামারীর ডোমারে প্রেমিক ও তার চার বন্ধুর গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। তাকে শেষ পর্যন্ত ধর্ষক প্রেমিকের সঙ্গে বাল্যবিয়ে দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে- নীলফামারী : গণধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া গ্রামে। সে সোনারায় উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ে। তার সঙ্গে জামিরবাড়ী চাগধাপাড়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে ফরহাদ হোসেন জীবনের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জীবন সদ্য পুলিশ কনস্টেবল পদে চাকরি নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সে যোগ দিয়েছে। কিশোরীর বাবা জানান, ২৯ জানুয়ারি বেড়ানোর কথা বলে তার মেয়েকে মোটরবাইকে করে নিয়ে যায় জীবন ও তার চার বন্ধু। অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করে জীবন ও তার চার বন্ধু। পরে তাকে বাড়ির অদূরে একটি ফসলের মাঠে ফেলে রেখে যায়। অসুস্থ কিশোরী নীলফামারী হাসপাতালে বেশ কয়েকদিন চিকিৎসা নেয়। এ ঘটনায় ৬ ফেব্রুয়ারি ডোমার থানায় অভিযোগ করেন কিশোরীর বাবা। পুলিশ বিষয়টি তদন্ত করলেও মামলা নিতে রাজি হচ্ছিল না। পরে ইউপি চেয়ারম্যানসহ ক্ষমতাসীন দলের নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। কিশোরী নামে ০.৬০ একর জমি লিখে দিয়ে এবং ২৬ লাখ টাকা দেনমোহরে ধর্ষণের শিকার কিশোরীকে বিয়ে করতে রাজি হয় জীবন। মঙ্গলবার রাতে আবু মাওলানার বাড়িতে চুপিসারে এফিডেভিডের মাধ্যমে তাদের বিয়ে হয়। নতুন বউকে নিয়ে বাড়িতে যায় বরপক্ষ। ধর্ষণের বিচার না হয়ে উল্টো ধর্ষকের হাতে কিশোরীকে তুলে দেয়ায় স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বিয়ের বিষয়টি অস্বীকার করে বলেন, বিয়ে নয়, আংটি পরিয়ে রাখা হয়েছে। মেয়ের বয়স পূর্ণ হলে বিয়ে দেয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া : ধর্ষণের শিকার ছাত্রীর বাড়ি আশুগঞ্জের তালশহর ইউনিয়নের মইসাইর গ্রামে। একই গ্রামের ইসমাঈল মুন্সির বাড়িতে রোজ আরবি পড়তে যায় ছাত্রী। রোববার দুপুরে ছাত্রী ওই বাড়িতে গেলে ইসমাঈল মুন্সির ছেলে তাজুল তাকে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে খবর পেয়ে পরিবারের লোকজন শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার ছাত্রীর বাবা তাজুলের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় ধর্ষণ মামলা করেছেন। বিষয়টি ধাপাচাপা দিতে সোমবার দিনভর প্রভাবশালী ব্যক্তিদের সমঝোতা বৈঠক চলে। আশুগঞ্জ থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, ঘটনার পর থেকেই তাজুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের চেষ্টা চলছে।

09/02/2017

►►►►বর্তমান মন্ত্রীপরিষদঃ
► প্রধান মন্ত্রী - শেখহাসিনা
► আবুল মাল আব্দুল মুহিত - অর্থমন্ত্রী
► আমির হোসেন আমু - শিল্পমন্ত্রী
► তোফায়েল আহমেদ - বানিজ্যমন্ত্রী
► বেগম মতিয়া চৌধুরী - কৃষিমন্ত্রী
► মোহাম্মদ নাছিম - স্বাস্থ্য ও পরিবার কল্যান
► সৈয়দ আশরাফুল ইসলাম - জনপ্রশাসন মন্ত্রী
► খন্দকার মোশাররফ হোসেন - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী
► রাশেদ খান মেনন - বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী
► অধ্যাক্ষ মতিউর রহমান - ধর্মমন্ত্রী
► আ.ক.ম মোজাম্মেল - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
► মোহাম্মদ ছায়েদুল হোসেন - মত্স্য ও প্রানীসম্পদ মন্ত্রী
► মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক - বস্ত্র ও পাটমন্ত্রী
► ওবাইদুল কাদের - সড়ক ও পরিবহন ও সেতুমন্ত্রী
► হাসানুল হক ইনু - তথ্যমন্ত্রী
► আনিসুল ইসলাম মাহমুদ - পানি সম্পদ মন্ত্রী
► আনোয়ার হোসেন - পরিবেশ ও বন মন্ত্রী
► নরুল ইসলাম নাহিদ - শিক্ষামন্ত্রী
► শাজাহান খান - নৌ পরিবহনমন্ত্রী
► আনিসুল হক - আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রী
► মোফাজ্জল হোসেন - দূর্যোগব্যবস্থাপনা ও ত্রানমন্ত্রী
► মো. মুজিবুল হক - রেলমুন্ত্রী
► আ হ ম মুস্তফা কামাল - পরিকল্পনা মন্ত্রী
► মোস্তাফিজুর রহমান - প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী
► আসাদুজ্জামান নুর - সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
► শামসুর রহমান শরীফ - ভূমি মন্ত্রী
► মো. কামরুল ইসলাম - খাদ্য মন্ত্রী
► আবুল হাসান মাহমুদ আলী - পররাষ্ট্র মন্ত্রী
► আসাদুজ্জামান খান - স্বরাষ্ট্রমন্ত্রী
► স্হপতি ইয়াফেস ওসমান - বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী
► শিশির আহমেদ স্বপন - ফেইসবুক মন্ত্রী

22/12/2016

ফের আইভীর বাজিমাত।
,
দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র নির্বাচিত হলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ৭৭ হাজার ৯০২ ভোটে পরাজিত করলেন তিনি।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার মধ্যেই ১৭৪টি কেন্দ্রের সবগুলোর প্রাথমিক ফলাফল পাওয়া যায়। এতে আইভী পান ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত হোসেন খান পান ৯৬ হাজার ৬৭৪ ভোট।

09/12/2016
দলীয় সরকারের অধীনে ইসি নিরপেক্ষ থাকতে পারে না [ভিডিও] | রাজনীতি | Jugantor

http://www.jugantor.com/online/politics/2016/12/09/33369/%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%80%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-[%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, নির্বাচনের নিরপেক্ষতা নির্বাচন কমিশন (ইসি) নয় নির্বাচনকালীন সরকারের ওপর নির্ভর করে। ইসির পক্ষে দলীয় সরকারের অধীনে নিরপেক্ষভাবে কাজ করা সম্ভব নয়।    শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  ...

09/12/2016
রাখাইনে যেতে সু চির প্রতি জাতিসংঘের আহবান | daily nayadiganta

http://m.dailynayadiganta.com/detail/news/177570

রাখাইন পরিস্থিতি সরেজমিনে ঘুরে দেখে আসার জন্যে মিয়ানমারের নেত্রী অং সান সূ চির প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। সেনাবাহিনীর হাতে রোহিঙ্গা মুসলিমদের নির্যাতন, হত্যা ও ধর্ষণের...

09/12/2016
দেশে ভয়াবহ দুঃসময় চলছে : খালেদা জিয়া | daily nayadiganta

http://m.dailynayadiganta.com/detail/news/177541

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশে এখন ভয়াবহ দুঃসময় বয়ে চলছে। ২০১৪ সালের ৫ জানুয়ারির একতরফা নির্বাচনের পূর্বাপর বাংলাদেশকে বধ্যভূমিতে পরিণত করা হয়েছে। আজো...

09/12/2016
আগৈলঝাড়ায় নিখোঁজ মাদরাসাছাত্রের খোঁজ মিলল ঢাকায় | daily nayadiganta

http://m.dailynayadiganta.com/detail/news/177584

বরিশাল আগৈলঝাড়া এলাকা থেকে নিখোঁজ মাদরাসাছাত্র নেয়ামতুল্লাহকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে গেন্ডারিয়ার দয়াগঞ্জ মোড়ের একটি হোটেল থেকে তাকে উদ্ধার করে গেন্ডারিয়া...

22/08/2016

একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস
করলো, ''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর
দেব,কিন্তু তার আগে তোমাকে একটি কাজ
করতে হবে।আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''
''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে
যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর
নিতে পারবে না''..
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু
সে ভাবলো...হয়তো সামনের
সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য
অপেক্ষা করছে।
পরে,যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক
অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল।
ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার
শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের
কাছে ফিরে এল।
টিচার তাকে বললো,''....এটাই
ভালবাসা....তুমিহয়তো জীবনে কাউকে খুঁজে
পেয়েছো,কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই
থাকো,এমন একদিন আসবে যেদিন
তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য
সবচেয়ে ভাল
মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছো।
তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায়
থাকবে না''

21/08/2016
গৌরীপুরে সোয়েটার ফ্যাক্টরী লে পুলস ডা এলেক্স লিঃ এর শ্রমিক অসন্তুষ ॥ শ্রমিকদের গুলি করার হুমক�

http://www.bhorerbarta24.com/2016/08/country/mymensingh-district/38088/

শেখ বিপ্লব : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের বড়ইকান্দা লোকনাকান্দা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশি নির্মীত সোয়েটার ফ্যাক্টরী লে পুলস ডা এলেক্স...

18/08/2016
লঞ্চে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামীসহ আটক ৩

http://www.aporadhshongbad.com/index.php?page=news&id=34212

এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মিনা বেগমের স্বামী শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাইজার গ্রামের হালিম পাটোয়ারীর ছেলে আনিস পাটোয়ারী (১৮)

09/08/2016

গৌরীপুরে ভ্রাম্যমান আদালতে ৭ জুয়ারীকে জরিমানা
_________________________

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (৯ আগস্ট) বিকেলে ৭ জুয়ারীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মর্জিনা আক্তার ভ্রাম্যমান আদালতে জরিমানা করেন। অর্থ দন্ডে দন্ডিতরা হলেন উপজেলার পাইসকা গ্রামের দুলাল (৩৫), মানুরা গ্রামের মোহাম্মদ উল্লাহ (৩২), ডেংগা গ্রামের সোহেল (২৫), সিধলা গ্রামের স্বপন (২৫), মনাটি গ্রামের হাসন আলী (৫০), শফিকুল ইসলাম (৩০), চড়পাড়া গ্রামের জসিম উদ্দিন (৪০)।উল্লেখিত ৭ জনের মাঝে ২ জনকে ২ হাজার টাকা করে, ৪ জনকে ৩ হাজার টাকা করে ও ১জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জানা গেছে সোমবার গভীর রাতে উপজেলার সিধলা ইউনিয়নের পাইসকা গ্রামে শহিদুল মিয়ার দোকানে উল্লেখিত ব্যক্তিরা জুয়া খেলছিল। এসময় গৌরীপুর থানার পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে আটক করে।

18/07/2016

ময়মনসিংহ-৩ জাতীয় সংসদ উপ নিবার্চন সুষ্ঠভাবে সম্পন্ন ॥ বিশাল ভোটের ব্যবধানে নৌকা এগিয়ে
________________________

ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে জাতীয়সংসদের উপ নির্বাচনে সোমবার (১৮ জুলাই) সুষ্ঠ পরিবেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ভোট গ্রহন চলাকালীন সময়ে গৌরীপুর উপজেলার ভোট কেন্দ্রগুলোতে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়াযায়নি। নির্বাচনের দিন ভোর থেকেই মুষলধারে বৃষ্টি থাকায় বেলা সাড়ে ১০টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি কম থাকলেও পরে আবহাওয়া ভাল হওয়ায় ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে। নির্বাচন অফিসের সূত্রে জানা গেছে উক্ত নির্বাচনে মোট ভোটেরপ্রায় ৬০ ভাগ ভোট কাষ্টিং হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে এই আসনে আ’লীগের মনোনীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহামেদ নৌকা প্রতিকে বিশাল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে। উক্ত আসনে এমপি পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তারা হলেন আওয়ামীলীগ মনোনীত ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহামেদ, জাপা’র (এরশাদ) শামছুজ্জামান জামাল, স্বতন্ত্র বিএনপি নেতা হাফেজ আজিজুল হক, ন্যাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি আব্দুল মতিন, ইসলামী ঐক্যজোটের নেতা আবু তাহের। উপজেলা নির্বাচন অফিসার একেএম মূসা জানান গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২৬ হাজার ২শ ৩৫ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা হচ্ছে ৮৭টি। সুষ্ঠভাবে নির্বাচন সম্পন্নের লক্ষে প্রতিটি ভোট কেন্দ্রে ২২ জন আইনশৃংখলা বাহিনীর সদস্য নিয়োজিত ছিল তন্মধ্যে ১২ জন ছিল অস্ত্রধারী। এছাড়াও প্রয়োজনীয় ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সমোতায়েন ছিল। উল্লেখ্য গত ০২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র মৃত্যুতে ময়মনসিংহ-৩ আসনটি শূন্য হয়।

07/07/2016

_______________________
জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড,শেয়ার, লাইক কিংবা কমেন্ট করলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের উপমহাপরিদর্শক (গণমাধ্যম) এ কে এম শহিদুর রহমান।বাংলাদেশে আরও সন্ত্রাসী হামলা চালানোর হুমকি দিয়ে তিনজন বাংলাদেশি একটি ভিডিও বার্তা ছেড়েছেন বলে দাবি করেছে জঙ্গিগোষ্ঠীর ইন্টারনেটভিত্তিক তৎপরতা নজরদারি করা যুক্তরাষ্ট্রভিত্তিক সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।বাংলাদেশ পুলিশ এ ভিডিওর সত্যতা নিয়ে আনুষ্ঠানিক কিছু না বললেও এটি শেয়ার না করতে বলেছে। পুলিশ বলেছে, এটি যে বা যারা ছড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ভিডিওটির বিষয়ে জানতে চাইলে এ কে এম শহিদুর রহমান বলেন, যেকোনো জঙ্গি তৎপরতার সমর্থনে যেকোনো ধরনের কনটেন্ট আপলোড, শেয়ার করা এমনকি তাতে লাইক দেওয়া এবং তার সমর্থনে কমেন্ট করাও আইসিটি অ্যাক্ট অনুযায়ী অপরাধ। যারা এগুলো করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, ভিডিওটি তাদের নজরে এসেছে। তবে ওই তিন যুবকের পরিচয় সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেনি।উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সাইট একটি টুইটে কথিত বাংলাদেশি আইএস যোদ্ধার ভিডিও বার্তার কথা জানায়। সাইটের দাবি অনুযায়ী,ওই তিন বাংলাদেশি সিরিয়ার রাকায় জঙ্গি সংগঠন আইএসের যোদ্ধা। টুইটে তাঁদের তিনজনের ছবি দেওয়া হয়েছে। তিনজনের মধ্যে একজনের মুখ কাপড়ে ঢাকা। অন্য দুজনের চেহারা স্পষ্ট দেখা যায়। এদের একজনকে আবু ঈসা আল বাঙালি ও আরেকজনকে আবু খালিদআল বাঙালি নামে পরিচয় দেওয়া হয়েছে। তৃতীয় জনের নাম উল্লেখ করা হয়নি।

07/07/2016

ইন্নালিল্লাহশোলাকিয়া মাঠের কাছে বিস্ফোরণে পুলিশসহ নিহতের সংখ্যা বেড়ে ৪

06/07/2016

এই মাত্র পাওয়া :কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

05/07/2016

দেশের খবর's cover photo

05/07/2016

Timeline Photos

18/06/2016



→ ফটো ভেরিফাই ঠিক করি (২ মিনিটে)
→ আইডি সিংগেল নাম করি (২ মিনিটে)
→ নাম ছাড়া ফেসবুক আইডি (২ মিনিটে)
→ Temporary locked আইডি (২ দিনে)
→ গ্রুপ মেম্বার সেল করা হয়.
→< 01671-411-965 ⓐ
→ একসাথে সকল Group এ পোস্ট করা.
→ আইডিতে Security দেওয়া.
→ ফেসবুক আইডি পেজ করা হয়.
→ ফোনের প্যাটেন এবং পাসওয়ার্ড খোলা.
→ অটো লাইক অটো কমেন্ট.
→< 01671-411-965 ⓐ
→ Auto Friend Request নেওয়া.
→ Auto Follower নেওয়া.
→ ম্যাজিক CALL সার্ভিস এবং Resseler Id.
→ কালার পোস্ট কালার কমেন্ট করা.
→ Facebook আইডি কাড বানানো.
→< 01671-411-965 ⓐ
→ Name Verify Id খোলা শেখাই.
→ আইডি ফটো ভেরিফাই হবে না.
→ ফ্রি Domain নেওয়া শেখানো হয়.
→ আইডির পাসওয়ার্ড মনে নেই-খুলতে.
→ ফেসবুকে ৬০ দিনের আগে নাম পরিবত্তন.
→< 01671-411-965 ⓐ
→ ফেসবুকের ফ্রেন্ডলিস্ট লুকানো শেখাই.
→ Android ফোনে মেগাবাইট ট্রান্সফার.
→ আইডি/গ্রুপ/পেজ এর লিংক দেওয়া.
→ কাস্টমার কেয়ারে ফ্রি কল করা.
→ আইডি গ্রুপ পেজ বিক্রয় করা হয়.
@ ফেসবুকের সকল সমস্যার সমাধান করা হয় @
→< 01671-411-965 (shapon)
ভাল থাকুন সুস্থ থাকুন
আমাদের সাথেই থাকুন---

16/06/2016

গৌরীপুরে নৌকার টিকেট পেলেন মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন
_____________________
জাতীয় সংসদ উপ-নির্বাচন ময়মনসিংহের গৌরীপুর আসনে নৌকার টিকেট পেলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন আহমেদ।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস জানান, বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপ-নির্বাচনে গৌরীপুর আসনে নৌকার প্রতীকের জন্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদকে মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২১জন নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুরের এমপি সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুতে আসনটি শূন্য হয় ২ মে। ১৮ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপ-নির্বাচন। ইসির তফসিল অনুযায়ী এনির্বাচনে আগ্রহী প্রার্থীরা ২০জুন পর্যন্ত রিটার্র্নি ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন দাখিল, ২২জুন বাছাই, ২৯জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। ৩০জুন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ও ১৮ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৩ গৌরীপুর। পুরুষ ভোটার ১লক্ষ ১২হাজার ৮৭৩জন ও মহিলা ভোটার ১লক্ষ১১হাজার ১৬৩জন। মোট ভোটার সংখ্যা ২লক্ষ ২৪হাজার ৩৬জন। উপজেলা নির্বাচন অফিস থেকে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নাজিম উদ্দিন আহম্মেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম.এ মামুন, উপজেলাবিএনপি (একাংশের) যুগ্ম আহ্বায়ক হাফেজ আজিজুল হক, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পাটি (ন্যাপ) ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন মাস্টার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। #

14/05/2016


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল যাদের ‘খারাপ’ হয়েছে বা আশানুরূপ হয়নি তারা পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবে। আর এ জন্য নিয়ম হচ্ছে-
মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১২ থেকে ১৮ মে পর্যন্ত এ আবেদন করা যাবে। আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয়
কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর) দেয়া হবে। আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ২৫০ টাকা ফি কাটা হবে। একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

08/05/2016

....--''আমার মা
মাগো তুমি কেমন আছো
জানতে ইচ্ছেকরে
তোমার কথা মনে হলেই
অশ্রু চোখে ঝরে।
আদর দিয়ে সোহাগ দিয়ে
নিতে আমায় কোলে
সেই স্মৃতিতো আজো মাগো
যাইনি আমি ভুলে।
আদর স্নেহ মমতা তোমার
আছে হৃদয় জুড়ে।
আজ তোমার কথা অনেক
বেশি মনে পড়ছে মাগো ॥
তাই এই মা দিবসে
তোমাকে জানাই আমার
অন্তরের অন্তরস্থল থেকে
গভীর শ্রদ্ধা॥
"HAPPY MA DAY"

22/04/2016

সিগারেটের ছ্যাঁকা দেয়া স্বামীকে
ছাড়িয়ে নিতে মমতার আকুতি
_____________________
যন্ত্রণায় ছটফট করছে মমতা বেগম (২৩)। যৌতুকের কারণে স্বামীর সিগারেটেরদগ্ধ স্থানে ঘাঁ আর নির্যাতনের আঘাতের চিহ্নগুলো কালচে রঙ ধারণ করেছে। বন্দিদশা থেকে মুক্তি পাওয়া বোনকে নিয়ে থানায় উপস্থিত হন ভাই আবদুর রাজ্জাক।নির্যাতনের বর্ণনা দিয়ে স্বামী মোশারফ হোসেনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন মমতা।কিন্তু তার অভিযোগের ভিত্তিতে যখন সাদা পোশাকে পুলিশ অভিযানে যায় তখন ঘটে ভিন্ন নাটকীয়তা।অভিযুক্ত স্বামীকে পুলিশধরে নিয়ে আসার পথে অভিযোগকারী মমতা-ই বাঁধসাধেন। স্বামীকে ছিনিয়ে নিতে পুলিশের সঙ্গে রীতিমতো টানা-হেঁচড়া শুরু করেন তিনি।স্বামীকে পুলিশ ধরে আনার মুহুর্তেই ভুলে যান শরীরের সেই ক্ষত চিহ্নের যন্ত্রণা। বরং উল্টো তার স্বামীকে কেনো ধরে নিচ্ছে? পুলিশের নিকট সেইপ্রশ্ন ছুড়ে দেন মমতা।প্রতিবেশীরাও তার পক্ষ নিয়ে সাদা পোশাকের পুলিশের নিকট থেকে মোশারফকে ছাড়িয়ে নিতে চেষ্টা চালায়।তবে শেষ পর্যন্ত মোশারফ হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ।থানা হেফাজতে নিয়ে আসার পরও স্বামীকে ছাড়িয়ে নিতে রাতভর অনুনয়-বিনয় চলে মমতার।দুটি সন্তান আছে-তাই সব কষ্টের কবর দিয়েই স্বামীর সংসারে থাকছে চায় মমতা। একেই বলে 'মায়ের মমতা'।স্বামী তার স্ত্রীর নামের মর্যাদা না রাখলেও,স্ত্রী নিজ নামের মর্যাদা রাখলেন। ‘হায়-রে স্বামীর সংসার’, আহা সন্তানের জন্য কী মায়া!এদিকে রাতভর চেষ্টার পরেও স্বামীর সংসারে থাকার নিশ্চয়তা পায়নি মমতা। অবশেষে তার দেয়া অভিযোগটি বৃহস্পতিবার মামলা হিসাবে গণ্য করা হয়।গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান।তিনি বলেন, মোশারফকে বৃহস্পতিবার গ্রেফতার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।প্রসঙ্গত, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুললতিফের পুত্র মোশারফ হোসেনের সঙ্গে প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয় পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা মমতা বেগমের।দাম্পত্য জীবনে দুই বছর দুই মাস বয়সের মায়েশা ও ১০ মাস বয়সের রাইশা নামে দুটি কন্যা সন্তান রয়েছে তাদের।গৃহবধূ মমতা বেগম বলেন, যৌতুকের টাকার জন্যই হাত,পা, পিঠে সিগারেটের ছ্যাঁকা পুড়ে দিয়েছে। তার ভাই আব্দুর রাজ্জাক তালাবদ্ধ ঘর থেকে বুধবার উদ্ধার করে।

22/04/2016

গৌরীপুরে গাভীসহ গরু চুরির অভিযোগ ২জনকে গ্রেফতার
-----------------------------
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বৈরাটি গ্রামে বুধবার (২০এপ্রিল) একটি গাভীও গরু চুরির অভিযোগে ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের কুল্লাজয়পুর গ্রামে আলা উদ্দিনের পুত্র মকবুল হোসেন (২৫) ও তারুন্দিয়া ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নুর হোসেনের পুত্র মোবারক হোসেন (২০) কে গ্রেফতার করেছে গৌরীপুর থানার এসআই বদিয়ার রহমান।ঈশ্বরগঞ্জ থানার এসআই বশিরুল আলম আলম জানান, ঈশ্বরগঞ্জের কেবপুর গ্রামের মৃত জমির উদ্দিনের পুত্র আব্দুর রহমানের গোয়াল থেকে মঙ্গলবার রাতে গরু গাভীটি চুরি হয়। গাভীটি মালিকের জিম্মায় ও গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে। #

22/04/2016

গৌরীপুরে গৃহবধুর শরীরে
সিগারেটের ছ্যাঁকা..........
__________________
‘টাকা দে, টাকা দে’ নইলে মেরে ফেলব। আজ ছিলো আমার সেই মৃত্যুর দিন। এভাবেই নির্মম নির্যাতনের বর্ণনা করছিলো ২ সন্তানের জননী গৃহবধূ মমতা বেগম (২৩)। হাত, পা, পিঠে সিগারেটের ছ্যাঁকায় পুড়ে সৃষ্ট ক্ষত দগ্ধ দাগ গুলো দেখিয়ে হাউমাউ করে কাঁন্নায় ভেঙ্গে পড়েন।শরীরের গোপনাংশের রয়েছে পশুত্বের কলহের ঘাঁ। মঙ্গলবার রাত থেকে চলে আসা নির্যাতন বুধবার (২০ এপ্রিল) সকাল পর্যন্তও চলছে থাকে। স্বামী মোশারফ হোসেনের একটিই দাবি ‘টাকা দে, টাকা দে’। এক পর্যায়ে এই গৃহবধূকে তালাবদ্ধ করে আটকে রাখা হয়।ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র মোশারফ হোসেনের সাথে প্রায় ৩বছর ৬মাস পূর্বে বিয়ে হয় পূর্বধলা উপজেলার সরিষতলা গ্রামের মৃত আব্দুল খালেকের কন্যা মমতা বেগমের। দাম্পত্য জীবনে দুই বছর ২মাস বয়সের মায়েশা ও ১০মাস বয়সের রাইশা নামে দু’টি কন্যা সন্তান রয়েছে।তালাবদ্ধ ঘর থেকে অনুরোধ কল পাঠায় বড় ভাই আব্দুর রাজ্জাকের নিকট। নির্যাতনের কাহিনী শোনে ছুটে আসেন তিনি। বুধবার (২০ এপ্রিল) সকালে তালাবদ্ধ ঘরে বন্ধিশালা থেকে বোনকে উদ্ধার করেন। মমতাহীন মানুষের ক্ষতচিহ্ন সাড়াতে মমতা বেগম এখন গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন।আব্দুর রাজ্জাক জানান, তার ভগ্নিপতি মাদকাসক্ত। ইতোমধ্যে দুই লক্ষ ৫০হাজার টাকা দিয়েছি। বোনটাকা দেয়ার কথা মোবাইল কয়েকবার জানিয়েছে। টাকা সংগ্রহেরও চেষ্টা করছিলাম। এভাবে বন্ধিশালায় বোনকে আটকিয়ে নির্যাতন করবে তা কখনও ভাবেনি।গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ মোর্শেদুল হাসান খান বলেন, মামলা নেয়া হয়েছে, আসামীদের গ্রেফতারের চেষ্টাও চলছে।

22/04/2016

আপডেট-সম্ভ্রম বাঁচাতে চলন্ত
গাড়ি থেকে ছাত্রীর ঝাঁপ,
অপরাধীদের শাস্তির দাবিতে
উত্তাল গৌরীপুর_________
-----------------------------
একাদশ শ্রেণির ছাত্রী রোজিনা সুলতানা অভিযোগ করেন, মরে গেলে ‘সিলেটের তনু’র মতো সেই হতো লাশ’। হয়তো আজ কল্পকাহিনী ছড়িয়ে কলঙ্কের তকমা লাগিয়ে দেয়া হতো। আজ সম্ভ্রম বাঁচাতে গিয়ে হাসপাতালের বিছানার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়চ্ছে।যৌন হয়রানিকারীরা এখনও গ্রেফতার হয়নি। ময়মনসিংহের গৌরীপুরে সম্ভ্রম বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পাওয়া এইচএসসি পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী শাহগঞ্জ বাজারে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।যৌন হয়রানি থেকে বাঁচতে ও সম্ভ্রম বাঁচাতেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়এই পরীক্ষার্থী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাঠুরপয়ার গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মো. মোস্তফা (৩০), খালিজুরী গ্রামের আব্দুর রাশিদ মাস্টারের পুত্র রনি (২০), গাগলা গ্রামের মহি উদ্দিনের পুত্র হিরা (২০)সহ ৫জনকে আসামী করে বুধবার (২০ এপ্রিল) গৌরীপুর থানার মামলা হয়। হাসপাতালে শয্যাশায়ী এইচএসসি পরীক্ষার্থী বৃহস্পতিবার (২১ এপ্রিল) পরীক্ষায়ও অংশ নিতে পারেনি। ন্যাক্করজনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) শাহগঞ্জ স্কুল ও কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশও শাহগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচীতে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাগলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদরাসা, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও সহ¯্রাধিক এলাকাবাসী অংশ নেন।বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শাকুর, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, রতন চন্দ্র সরকার, মাওলানা আব্দুল কদ্দুছ, সাইফুল ইসলাম, আজিজুল হক, নীলুফার ইয়াসমিন, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. হাবিব উল্লাহ, সহকারী শিক্ষক দিলবুরুবা ইয়াসমিন আরা, মমতা বেগম, আল কামাল আব্দুল ওয়াহাব, খালেদা আক্তার, শিরীন বেগম, সাহিদা আক্তার, হেলেনা আক্তার, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সহরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.আ.আ ফরহাদ, বাসারুদ উল্লাহ, আলা উদ্দিন, আব্দুল কদ্দুছ,শাহিনুর ফেরদৌস, গাগলার প্রধান শিক্ষক জাহানারা বেগম, কলেজের সহপাঠী আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, সাদ্দাম হোসেন, নাহিদা আক্তার, নাসরিন আক্তার, বেলি আক্তার, এইচএসসি পরীক্ষার্থী শিরিন আক্তার, সালমা আক্তার প্রমুখ।

13/04/2016

শুভ নববর্ষ ১৪২৩

16/03/2016


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক দিন আগে নিখোঁজ তিন ভাই-বোনের লাশ পাওয়া গেছে স্থানীয় একটি নদীতে



।নাসিরনগর থানার ওসি আবুল কাদির জানান, বুধবার দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়ার বেমালিয়া নদী থেকে ওই তিন শিশুর লাশ উদ্ধার করা হয়।এরা হলো- ওই এলাকার শওকত আলীর মেয়ে সুলতানা (৪) এবং দুই ছেলে রাজা (৬) ও বাদশা (৭)।পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, “মঙ্গলবার দুপুরে তিন ভাই-বোন বাড়িরপাশে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকালে স্থানীয় একটি পুকুর পাড়ে তাদের জুতা পাওয়া যায়।”বুধবার নদীতে তাদের লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান ওসি।চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহাদ জানান, ওই তিন শিশুর বাবা সিলেটে ও মা লেবাননে থাকেন। তারা রতনপুরের পূর্বপাড়ায় বোনের বাড়িতে থাকত।সাঁতার না জানায় বাড়ির পাশের নদীতে তারা ডুবে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

16/03/2016


বরিশালে প্রায় মাস আগে চলন্ত বাসে দুই বোনকে ধর্ষণের অভিযোগে পাঁচ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।


বুধবার তাদের বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক রফিকুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন।।এর আগে মঙ্গলবার রাতে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ছয়জনকে আসামি করে বরিশাল বিমানবন্দর থানায় মামলা করেন ধর্ষণের শিকার এক তরুণীর স্বামী।আসামিরা হলেন পরিবহন শ্রমিক নাছির, দেবাশীষ, রনি মৃধা, তারেক, সুজন সূত্রধর ও মিজান।এদের মধ্যে মিজান পলাতক রয়েছেন।বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম জানান, গত ২৩ জানুয়ারি রাতে মামলার বাদী স্ত্রী, শ্যালিকা ও এক বন্ধুকে নিয়ে কুয়াকাটা থেকে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে আসেন।“রাত ১টার দিকে বানারীপাড়া যাওয়ার উদ্দেশে সেবা পরিবহনের একটি বাসে ওঠেন তারা। বাসটি চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যে মামলার বাদী ও তার বন্ধুকে মারধরের পর বেঁধে ফেলে আসামিরা চলন্ত বাসের মধ্যেই দুই বোনকে ধর্ষণ করে।”পরে তাদের গড়িয়ারপাড় এলাকায় বাস থেকে নামিয়ে দেওয়া হয়।পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, “মামলার পর বুধবার পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করা হলে তারা অভিযোগ স্বীকার করায় বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”

16/03/2016


বরিশালে এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মো. আবু তাহের আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর পুরান কয়লাঘাট এলাকার মৃত রতন চৌকিদারের ছেলে শাহিন ওরফে হারুন চৌকিদার (২৫) ও হাসেম আলী হাওলাদারের ছেলে রাশেদ হাওলাদার ওরফে হোসেন আলী (২৩)।দুজনই নগরীর বাজাররোড হক মিষ্টান্নভান্ডারের কর্মচারী ছিলেন।একসঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজারটাকা জরিমানা; অনাদায়ে আরও পাঁচ বছরকারাদণ্ড দিয়েছে আদালত।এছাড়া আরেকটি ধারায় দুজনকে ১৪ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা; অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।মামলার নথির বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, নগরীর আলীর গলি এলাকার হারুন অর রশিদের মেয়ে মমতাজ মাধ্যমিক বালিকাবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সোনিয়াকে (১৫) বিভিন্ন সময় উত্ত্যক্ত করত আসামিরা। এ ঘটনায় হারুন আসামিদের পরিবারের কাছে অভিযোগ করেন।“এতে ক্ষিপ্ত হয়ে ২০১১ সালের ১০ অগাস্ট কৌশলে সোনিয়াকে বাসার বাইরেডেকে আনে এবং ধরে শাহিনের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। এ সময় সোনিয়াডাক চিৎকার করলে খাটের সঙ্গে মাথায় আঘাত করে তাকে হত্যার পর লাশ বাসার পাশের ড্রেনে ফেলে দেয়।”পর দিন সকালে শাহিনের বাসার সামনের ড্রেন থেকে সোনিয়া লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই কোতোয়ালি মডেল থানায় দুইজনকে আসামি করে মামলা করেন সোনিয়ার বাবা। একই বছরের ১৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়পুলিশ।

Address

Gouripur

Website

Alerts

Be the first to know and let us send you an email when দেশের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Media/News Companies in Gouripur

Show All