22/04/2016
আপডেট-সম্ভ্রম বাঁচাতে চলন্ত
গাড়ি থেকে ছাত্রীর ঝাঁপ,
অপরাধীদের শাস্তির দাবিতে
উত্তাল গৌরীপুর_________
-----------------------------
একাদশ শ্রেণির ছাত্রী রোজিনা সুলতানা অভিযোগ করেন, মরে গেলে ‘সিলেটের তনু’র মতো সেই হতো লাশ’। হয়তো আজ কল্পকাহিনী ছড়িয়ে কলঙ্কের তকমা লাগিয়ে দেয়া হতো। আজ সম্ভ্রম বাঁচাতে গিয়ে হাসপাতালের বিছানার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়চ্ছে।যৌন হয়রানিকারীরা এখনও গ্রেফতার হয়নি। ময়মনসিংহের গৌরীপুরে সম্ভ্রম বাঁচাতে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পাওয়া এইচএসসি পরীক্ষার্থীর সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী শাহগঞ্জ বাজারে বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।যৌন হয়রানি থেকে বাঁচতে ও সম্ভ্রম বাঁচাতেই চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেয়এই পরীক্ষার্থী। ঘটনায় জড়িত থাকার অভিযোগে লাঠুরপয়ার গ্রামের মফিজ উদ্দিনের পুত্র মো. মোস্তফা (৩০), খালিজুরী গ্রামের আব্দুর রাশিদ মাস্টারের পুত্র রনি (২০), গাগলা গ্রামের মহি উদ্দিনের পুত্র হিরা (২০)সহ ৫জনকে আসামী করে বুধবার (২০ এপ্রিল) গৌরীপুর থানার মামলা হয়। হাসপাতালে শয্যাশায়ী এইচএসসি পরীক্ষার্থী বৃহস্পতিবার (২১ এপ্রিল) পরীক্ষায়ও অংশ নিতে পারেনি। ন্যাক্করজনক ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।বৃহস্পতিবার (২১ এপ্রিল) শাহগঞ্জ স্কুল ও কলেজ মাঠে প্রতিবাদ সমাবেশও শাহগঞ্জ বাজারে মানববন্ধন কর্মসূচীতে শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাগলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহগঞ্জ মনির উদ্দিন দাখিল মাদরাসা, লংক্ষাখোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও সহ¯্রাধিক এলাকাবাসী অংশ নেন।বিক্ষোভ-প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস শাকুর, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল্লাহ, রতন চন্দ্র সরকার, মাওলানা আব্দুল কদ্দুছ, সাইফুল ইসলাম, আজিজুল হক, নীলুফার ইয়াসমিন, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মো. হাবিব উল্লাহ, সহকারী শিক্ষক দিলবুরুবা ইয়াসমিন আরা, মমতা বেগম, আল কামাল আব্দুল ওয়াহাব, খালেদা আক্তার, শিরীন বেগম, সাহিদা আক্তার, হেলেনা আক্তার, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সহরবানু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.আ.আ ফরহাদ, বাসারুদ উল্লাহ, আলা উদ্দিন, আব্দুল কদ্দুছ,শাহিনুর ফেরদৌস, গাগলার প্রধান শিক্ষক জাহানারা বেগম, কলেজের সহপাঠী আনোয়ার হোসেন, সোহাগ মিয়া, সাদ্দাম হোসেন, নাহিদা আক্তার, নাসরিন আক্তার, বেলি আক্তার, এইচএসসি পরীক্ষার্থী শিরিন আক্তার, সালমা আক্তার প্রমুখ।