Md. Asif Haider

Md. Asif Haider Hi, i am a Freelancer based on Social media Marketing.

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
20/02/2024

১৯৫২ সালে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

🟢 ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার। __________________উক্ত ওয়েবিনার এর ট্রেইনার হিসেবে থাকবেন।🔸 Special Speaker :- Md Muktaruz...
15/02/2024

🟢 ডিজিটাল মার্কেটিং ওয়েবিনার।
__________________

উক্ত ওয়েবিনার এর ট্রেইনার হিসেবে থাকবেন।

🔸 Special Speaker :- Md Muktaruzzaman
Mentor, Scholar's IT Limited

🗓️ Wabiner Date: 16/02/2024
▶️ Wabiner Time: 02:30 PM
⏩ Venue: Zoom

14/02/2024
আলহামদুলিল্লাহপ্রশিক্ষণ শেষে সার্টিফিকেট হাতে পেলাম।।Scholar's IT Present Freelancer Meet-Up -2024
13/02/2024

আলহামদুলিল্লাহ
প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট হাতে পেলাম।।
Scholar's IT Present Freelancer Meet-Up -2024

জীবনটা তোমার ! তুমি তোমার ! খারাপ সময়টা তোমার ! লড়াইটা তোমার! হেরে যাওয়া টা তোমার।  প্রত্যাবর্তনটা তোমার ! ভালো সময় টাও ...
19/11/2023

জীবনটা তোমার ! তুমি তোমার ! খারাপ সময়টা তোমার ! লড়াইটা তোমার! হেরে যাওয়া টা তোমার। প্রত্যাবর্তনটা তোমার ! ভালো সময় টাও তোমার ! যাই হোক,সব খানে তুমি নিজেই থাকবা! তুমিই তোমার প্রিয়! নিজেকে সময় দাও। নিজের ক্যারিয়ার এর দিকে সময় দাও। দেখবা একদিন সবই হবে। --ইনশাল্লাহ 🖤

===মাঝপথে থেমে যেয়ো না===তুমি যদি স্বপ্নকে ছুঁতে না পারো, তাহলে তুমি তোমার রাতজাগা কষ্টগুলো হয়তো আর কোনোদিনই কারো কাছে ব...
12/11/2023

===মাঝপথে থেমে যেয়ো না===

তুমি যদি স্বপ্নকে ছুঁতে না পারো, তাহলে তুমি তোমার রাতজাগা কষ্টগুলো হয়তো আর কোনোদিনই কারো কাছে ব্যক্ত করতে পারবে না! আর কখনো তুমি ব্যক্ত করতে চাইলেও সেগুলো শোনার মতো তেমন কাউকে খুঁজে পাবে না! কারণ, ব্যর্থতার গল্প মানুষ স্বাভাবিকভাবে শুনতে অভ্যস্ত নয়। মানুষ চায় সফলতার গল্প শুনতে। মানুষ সফলদের অভিবাদন জানাতে। ব্যর্থের অভিবাদন জানানো তো দূরের কথা মানুষ তাদের খোঁজ-খবর নেয়াটাকেও উৎকট বাড়তি ঝামেলা মনে করে!

তাই স্বপ্ন ছুঁতে গিয়ে মাঝপথ থেকে কখনো ফিরে আসা যাবে না। সামনে যা কিছুই অপেক্ষা করুক না কেন, তোমাকে এগিয়ে যেতেই হবে। কারণ, সামনে এগিয়ে গেলে জয় বা পরাজয় যে কোনো একটা হতে পারে। কিন্তু পিছনে ফিরে গেলে পরাজয় সুনিশ্চিত!


© সংগৃহিত

যিনি নিজেকে বেকার বলেন তিনি যদি প্রতিদিন ২০ জনকে ইমেইল করে তার সিভি পাঠান। তাহলে সপ্তাহে মোট ১৪০টি ইমেইল পাঠানো হবে। এক ...
10/11/2023

যিনি নিজেকে বেকার বলেন তিনি যদি প্রতিদিন ২০ জনকে ইমেইল করে তার সিভি পাঠান। তাহলে সপ্তাহে মোট ১৪০টি ইমেইল পাঠানো হবে। এক মাসে হবে ৫৬০টি ইমেইল/ম্যাসেজ। যদি ১০% মানুষ পড়ে তাহলে সংখ্যা দাড়ায় ৫৬ জন। এর মধ্যে কি ৫ জন মানুষ মিটিংয়ের জন্য ডাকবে না? মাথার মধ্যে যদি থাকে ব্যবসা করবো আর প্রতিদিন যদি ৫ ঘন্টা মানুষের কাছে গিয়ে তার স্বপ্নের কথা বলে তাহলে কি একজন মানুষও পাওয়া যাবে তাকে একটা আইডিয়া দিয়ে সাহায্য করবে?

আসলে আমরা হেরে যাই কারন নিজেরাই নিজেকে হারিয়ে দেই উদ্দ্যোগ না নেবার কারণে। আল্লাহ আমাদের ব্রেইনের মাধ্যমে প্রতিদিন ৭০০০০ হাজার চিন্তা/আইডিয়া পাঠান। আমরা সেগুলো পেয়েও কোন উদ্দ্যোগ নেই না। সমস্যা এখানেই। অন্যের কথায় অনুমান করে নিজের উদ্দ্যোগ বন্ধ করে বসে হতাশা চর্চা করি। যা আইডিয়া আসে সেটা কালকের জন্য না রেখে এখনই উদ্যোগ নিন, জীবন পাল্টাতে সময় লাগবেনা।

#প্রকৃত_ইচ্ছা_থাকলে_সবই_সম্ভব

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা।...
30/10/2023

মৃত্যুর পূর্বে একজন পিতা তার সন্তানকে কাছে ডেকে বললেন, 'এই নাও! এই ঘড়িটা আজ আমি তোমাকে দিলাম। আমাকে দিয়েছিলো তোমার দাদা। ঘড়িটা দুইশত বছর আগের। তবে, ঘড়িটা নেওয়ার আগে তোমাকে একটা কাজ করতে হবে'।

ছেলেটা বললো, 'কি কাজ?'

- 'এই ঘড়িটা নিয়ে রাস্তার পাশের ঘড়ির দোকানে যাবে। তাদের বলবে যে এই ঘড়ি তুমি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা রাস্তার পাশের একটা ঘড়ির দোকানে বিক্রি করতে নিয়ে গেলো। সে ফিরে এলে তার বাবা বললো, 'ঘড়ির দোকানদার কতো টাকা দিতে চাইলো ঘড়িটার বিনিময়ে?'

ছেলেটা বললো, 'একশো টাকা মাত্র। ঘড়িটা নাকি অনেক পুরাতন, তাই'।

বাবা বললেন, 'এবার পাশের কফি শপে যাও। তাদেরকে বলো যে তুমি এই ঘড়ি বিক্রি করতে চাও'।

ছেলেটা তা-ই করলো। ঘড়িটা নিয়ে পাশের এক কফি শপে গেলো৷ ফিরে এলে তার বাবা জানতে চাইলো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো এটা নিতেই চাইলো না। বললো, এতো পুরোনো, নোংরা ঘড়ি দিয়ে আমাদের কি হবে?'

বাবা হাসলেন। বললেন, 'এবার তুমি এই ঘড়ি নিয়ে জাদুঘরে যাও। তাদের বলো যে এই ঘড়িটা আজ থেকে দুই'শতো বছর আগের'।

ছেলেটা এবারও তা-ই করলো। সে ঘড়িটা নিয়ে জাদুঘরে গেলো। ফিরে এলে তার বাবা বললো, 'কি বললো ওরা?'

- 'ওরা তো ঘড়িটা দেখে চমকে উঠেছে প্রায়! তারা এই ঘড়ির দাম বাবদ এক লক্ষ টাকা দিতে চাইলো আমাকে'।

ছেলের কথা শুনে বাবা হাসলেন। বললেন, 'আমার সন্তান! আমি তোমাকে এটাই শিখাতে চাচ্ছিলাম যে, যারা তোমার মূল্য বুঝবে তারা ঠিকই তোমাকে জীবনে মূল্যায়ন করবে। আর যারা তোমার মূল্য বুঝবেনা, তারা কোনোদিনও তোমাকে মূল্যায়ন করবেনা। তাই, যারা তোমাকে মূল্যায়ন করবেনা তাদের দেখে হতাশ হয়ে পড়ো না। তারা তোমার মূল্য বুঝতে অক্ষম। তুমি তাদের কাছেই যাবে তারা তোমার সত্যিকার মূল্য বুঝবে'।

"কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয়... কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, স্রষ্ট...
27/10/2023

"কাউকে এতটা আঘাত দিবেন না যাতে সে প্রার্থনায় বসে আপনার কথা মনে করে কেঁদে দেয়... কারণ তখন বিচারটা মানুষের কাছে নয়, স্রষ্টার কাছে চলে যায় !!

খুব করে চাইলেও তোমার চোখের পানি মুছে দেয়ার তেমন কাউকে খুঁজে পাবে না। কিন্তু, তুমি না চাইলেও তোমাকে কাঁদানোর জন্য ডানে-বা...
26/10/2023

খুব করে চাইলেও তোমার চোখের পানি মুছে দেয়ার তেমন কাউকে খুঁজে পাবে না। কিন্তু, তুমি না চাইলেও তোমাকে কাঁদানোর জন্য ডানে-বামে, সামনে-পিছনে অনেক মানুষকে দেখতে পাবে তুমি।

তুমি সফল হওয়ার জন্য খুব করে চাইলেও খুব কম মানুষের সাহায্য পাবে তুমি। কিন্তু, তোমার তোমার সফল হওয়ার প্রচেষ্টা কোনোভাবে ব্যর্থ হলে ভুলত্রুটি খোঁজার আর সমালোচনা করার অনেক মানুষকে দেখতে পাবে তুমি। আবার সফল হলে হাজার হাজার শুভাকাঙ্ক্ষী পাশে দেখতে পাবে।

তাই নিজে নিজে হাসতে শিখো; একা একা বাঁচতে শিখো।
সংগৃহীত

✅✅✅✅

02/10/2023

প্রযুক্তি যখন আপনার ঘরে ,আপনি তখন বসে আছেন কেন?
08/09/2023

প্রযুক্তি যখন আপনার ঘরে ,আপনি তখন বসে আছেন কেন?

06/07/2023

ফিরে আসুন
তামিম ইকবাল

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা...
24/06/2023

ইসলামিক পদ্ধতিতে গরু জবাইয়ের সময় গরু ব্যাথা অনুভব করে কি না এ নিয়ে একটা পরীক্ষা করা হয়েছিল। গরু জবাইয়ের সময়ে EEG পরীক্ষা করে গরুর মস্তিষ্ক এবং ECG করে গরুর হার্ট দেখা হয়।

পরীক্ষায় দেখা যায়,
*জবাইয়ের প্রথম ৩সেকেন্ডে EEG গ্রাফে কোনো পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ গরু কোনো ব্যাথা পায় না।
*পরের ৩ সেকেন্ডের EEG রেকর্ডে দেখা যায়, গরু গভীর ঘুমে আচ্ছন্ন থাকার মতো অচেতন হয়ে থাকে,শরীর হতে প্রচুর রক্ত বের হয়ে যাওয়ায় ব্রেইনে রক্ত সরবরাহ হয় না বলে এই অচেতন অবস্থা হয়।
*এই প্রথম ৬ সেকেন্ড পরে EEG গ্রাফে Zero level দেখাচ্ছিলো, তার মানে গরু কোনো ব্যাথা পাচ্ছিলো না।
*গরুর যে খিচুনি আমরা দেখি সেটা Spinal cord এর একটি Reflex Reaction, এটা মোটেও ব্যাথার জন্য হয় না।

(এই পরীক্ষাটি করেন জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয়ের
প্রফেসর শুলজ এবং ডক্টর হাজিম।)

সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আল-আমীন এমন ভাবে সব কিছু সৃষ্টি করে দিয়েছেন, যা অত্যন্ত নিখুঁত। যারা ভাবেন যে পশু জবাইয়ের মাধ্যমে মুসলমানরা পশুকে কষ্ট দিচ্ছে তারা আল্লাহ রাব্বুল আল-আমীনের এই রহমতের কথা জানতে পারলে সত্যিই অবাক হবে।

Copy from Islam Apu

https://m.facebook.com/story.php?story_fbid=650288193665889&id=100060541417333&mibextid=Nif5oz
20/06/2023

https://m.facebook.com/story.php?story_fbid=650288193665889&id=100060541417333&mibextid=Nif5oz

Digital Marketing
অনলাইন ব্যাচ
২২ জুন ২০২৩
* আসন সংখ্যা সীমিত
ক্লাস টাইম ঃ
রবি বার, মঙ্গলবার এবং বৃহস্পতি বার
রাত ০৮ঃ৩০ মিনিট

বিস্তারিত জানতে মেসেজ করুন বা কল করুন আমাদের হটলাইনে 01940696060

08/06/2023

মানুষের প্রকৃত ইচ্ছে আর সাহস থাকলে কি না সম্ভব।
আর আপনি আমি সুস্থ হয়ে হাল ছেড়ে দেই, ব্যর্থ হই ।
😔 অবহেলা করি মোটিভেশন হারিয়ে ফেলি😔

05/06/2023

লোকের কথা শুনে জীবন চলে না।
নিজের মনের কথা শুনুন।
সব সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।
ফ্রিল্যান্সিং শিখুন নিজের ক্যারিয়ার নিজে গড়ুন।

https://www.facebook.com/100060541417333/posts/634419231919452/?mibextid=Nif5oz
23/05/2023

https://www.facebook.com/100060541417333/posts/634419231919452/?mibextid=Nif5oz

স্কাইপ একটি অনলাইন ফ্রি “সফটওয়্যার বা প্রোগ্রাম” যার মাধ্যমে এর ব্যবহারকারী নিজের স্কাইপ আইডি থেকে অন্য যেকোনো স্কাইপ ইউজারের সাথে ফ্রি কল, ভিডিও কল,মেসেজ পাঠানো সহ চ্যাটিং করতে পাড়বে তাও আবার সব সময়ের জন্য সম্পূর্ণ ফ্রী। এর কোন লিমিট নেই আপনি যত খুশী তত কথা বলতে পারবেন সম্পূর্ণ ফ্রী। স্কাইপ মোবাইল ও কম্পিউটার দুইটাতেই চলে। যেমন আপনি মোবাইল দিয়ে যে কোন কম্পিউটার বা মোবাইলের স্কাইপে কল দিতে পারবেন,আবার কম্পিউটার দিয়েও যে কোন মোবাইল বা কম্পিউটারের স্কাইপে কল দিতে পারবেন তবে স্কাইপ ব্যবহার করার জন্য আপনার কম্পিউটার ও মোবাইলে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।

Skype একাউন্ট খুলতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

1. প্রথমে Skype ওয়েবসাইটে যান অথবা Skype অ্যাপটি ডাউনলোড করুন।
2. "সাইন ইন" বা "অ্যাকাউন্ট তৈরি করুন" বাটনে ক্লিক করুন।
3. আপনার Microsoft অ্যাকাউন্ট তথ্য ব্যবহার করে সাইন ইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
4. নিবন্ধন ফরমে আপনার নাম, ইমেল ঠিকানা এবং পাসওয়ার্ড প্রদান করুন।
5. সিকিউরিটি এবং নিজস্ব প্রশ্নগুলির সাথে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত করতে একটি সুরক্ষা প্রশ্ন নির্বাচন করুন।
6. একবার সব তথ্য প্রদান করলে, "পরবর্তী" বা "সম্পর্কিত করুন" বাটনে ক্লিক করুন।
7. পরবর্তীতে, আপনি প্রোফাইল ছবি যোগ করতে পারেন এবং আপনার প্রোফাইলের তথ্য সম্পাদনা করতে পারেন।
8. একবার সম্পাদিত হলে, "পরবর্তী" বাটনে ক্লিক করুন।
9. আপনি স্কাইপে ব্যবহার করতে প্রস্তুত! আপনি বন্ধুদের খুজতে পারেন, মেসেজ পাঠাতে পারেন, ভিডিও কল করতে পারেন এবং আরও অনেক কিছু করতে পারেন।

স্কাইপ একাউন্ট খুলার পরে, আপনি এটিকে সম্পূর্ণ ব্যবহার করতে পারেন ও অনলাইনে যোগাযোগ ও ভিডিও কল করতে পারেন।

ফ্রিল্যান্সিং এ স্কাইপি সফটওয়্যার দিয়ে বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেস থেকে কাজ করার জন্য 'স্কলার্স আইটি' দিচ্ছে ৭০% ছাড়ে বিশেষ স্কলারশিপের ব্যাবস্থা।
কিভাবে ফ্রিল্যান্সিং শিখবেন, কোন কোর্সটি করবেন জানতে এখনই রেজিস্ট্রেশন করুন আমাদের নতুন ব্যাচে।
রেজিস্ট্রেশন করতে আমাদের গুগোল ফর্মটি পুরন করুন।
গুগোল ফর্ম লিঙ্কঃ https://forms.gle/SiXqydSjt3QZLGR77
বিস্তারিত জানতে পেইজ-এ ইনবক্স করুন।
কোর্স সম্পর্কিত আরও তথ্য জানতে দয়া করে আপনার ফোন নাম্বার দিন, আমাদের একজন প্রতিনিধি শ্রীঘ্রই আপনাকে কল করবে ।
হটলাইন- ০১৯৪০৬৯৬০৬০

ওরে বাটপার😄😄😄আড়ুল/টিকটিকিহালায় কামডা কি করল😡😡
23/05/2023

ওরে বাটপার😄😄😄
আড়ুল/টিকটিকি
হালায় কামডা কি করল😡😡

আল্লাহ পাক চাহে তো ,আপনাদের হাত ধরে একটা নতুন জীবন শুরু করতে চাই।এগিয়ে যেতে চাই সাফল্যের স্বর্ণ শিখরে ইনশাল্লাহ।
22/05/2023

আল্লাহ পাক চাহে তো ,আপনাদের হাত ধরে একটা নতুন জীবন শুরু করতে চাই।
এগিয়ে যেতে চাই সাফল্যের স্বর্ণ শিখরে ইনশাল্লাহ।

শুভ জন্মদিন বন্ধু 🌹🌹🌹রাজপথ কাঁপানো ছাত্রনেতা। রানা আহমেদসাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।
18/05/2023

শুভ জন্মদিন বন্ধু 🌹🌹🌹
রাজপথ কাঁপানো ছাত্রনেতা।
রানা আহমেদ
সাধারণ সম্পাদক ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

Address

Gouripur
2200

Alerts

Be the first to know and let us send you an email when Md. Asif Haider posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Gouripur

Show All