The three mistekers

The three mistekers This is not only page this is all about my feelings.

31/12/2023

যদি কখনো শুনেন আমি আর নাই,আমায় মাফ করে দিয়েন আর মন থেকে একটু দোঁয়া কইরেন,ব্যাস!🖤

31/12/2023

কোন কারন নেই অহেতুক অকারণ হয়ে আছি।

31/12/2023

সাল বদলেছে ভাগ্য না।

31/12/2023

This message for you!

Wish you better this year and you don’t know he also change himself.

22/12/2023

মায়া কাটিয়ে উঠতে পারলেই জীবন সুন্দর।

22/12/2023

ভুল থেকে মানুষ শিখে আর ভুল মানুষ একবারি করে,ভাগ্য আল্লাহর কাছে কিন্তু চেষ্টা আমাদের কাছে, চেষ্টা করলে সব কিছু সম্ভব।

22/12/2023

বর্তমান সময়ের বেশিরভাগ সম্পর্ক হচ্ছে সার্থের সম্পর্ক,সার্থ শেষ হওয়ার সাথে সাথে তারা সম্পর্ক ও শেষ করে দেয়,তাদের মধ্যে মানুষত্ব বোধ বলতে কিছু নাই তারা নিজের সার্থের জন্য সব করতে পারে।

21/12/2023

আমি বহুবার একটা মানুষের মায়া থেকে বেরিয়ে যেতে চেয়েছি,মায়া খুব ভয়ংকর সে বেরোতে দেয়না।

21/12/2023

নিজের মৃত্যুর আগপর্যন্ত এখানে মৃত্যু হয় না কোনকিছুর, শেষ হয়না কোন শুরু।

ভালোবাসা, দূরত্ব সব শেষে একা!
17/12/2023

ভালোবাসা, দূরত্ব সব শেষে একা!

17/12/2023

দূরত্ব আমাদের অনেক কিছু থেকে বঞ্চিত করে!

14/12/2023

Some time i lost my self!

11/12/2023

দূর্ঘটনা ও মৃত্যু খুব নিকটে!

10/12/2023

ইচ্ছা থাকলে সব কিছু সম্ভব!

09/12/2023

তুমি আমার চিরকালের স্বস্তির ছায়া..

তুমিই আমার হতাশার মূল!

09/12/2023

পুরো শহর ঘুমিয়ে গেলেও জেগে থাকে যে চোখ সে চোখ জানে ঘুমাতে না পারা কতো ভয়ংকর অসুখ।

06/12/2023

শীতের মাঝে বৃষ্টি বড়ই অদ্বুধ না?

আমাদের জীবনেও কিছু মানুষকে দিয়ে যা আসা না করি তাই হয়, তারা কিছু সময়ের জন্য আমাদের জীবনে এসে সব-কিছু চুর মার করে দিয়ে চলে যায়, ভিতরে ভিতরে ভেঙ্গে পড়ি আমরা,ওই সময়টা কাটিয়ে উঠতে পারলেই আপনি সফলতার মধ্যবতি স্থানে চলে যাবেন, বৃষ্টি শেষে সব কিছু শুখিয়ে যায়, তেমনি ওই সময়টা কাটিয়ে উঠতে পারলেই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন!

06/12/2023

মৃত্যু অনিভার্য সেই মৃত্যুতেও মানুষের কষ্ট হবে..

খারাপ লাগে কিন্তু আমি বিশ্বাস করি মরে যাওয়ার থেকেও অধিক কষ্টের যখন স্বপ্নরা মরে যায় আমার স্বপ্নগুলো মরে গেছে,তবে আমি হারিনি হয়তোবা আবার কোন এক সময় ঘুরে দাঁড়াব!

05/12/2023

আমার চুপ থাকা মানে, আমি যুদ্ধ করতে করতে ক্লান্ত!

লেখাঃ সংগৃহীত

05/12/2023

সারা বছরের মতো ঐদিনও খবর না দিলে খুশি থাকবো।

05/12/2023

দিন যায় মাস যায় শুধু স্মৃতিরা রয়ে যায়!

21/11/2023

কতো স্মৃতি জমে আছে,মুছে দেওয়া-কি এতো সহজ?

19/11/2023

জীবনের মোর ঘুরে গেছে হঠাৎ করেই,সব কিছু এলোমেলো হয়ে গেল,নিজের মধ্যে নিজেকে পাইনা এখন আর,অপূর্নতা ধসে যাওয়া ভর করেছে মগজে,বিশ্বাস স্বপ্ন ভেঙ্গে গেছে,মন মানসিকতা ক্লান্ত এখন দীর্ঘশ্বাস প্রতি সেকেন্ডের সঙ্গী এখন।

19/11/2023

তবে আপনার খুশিই খুশি!

16/11/2023

আমার গোছালো সুন্দর জীবনটাকে মানসিক অশান্তি দিয়ে পরিপূর্ণ করে দেয়ার জন্য অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি।

16/11/2023

ধসে যাওয়া মস্তিষ্ক, চোখে মুখে বের্থতার ছাপ, অগোছালো জীবন নীর্ঘুম রাত এইতো জীবন।

14/11/2023

যে দুই বছর আপনার সাথে মেসেজ আর কলে কথা বলছে সে আপনার দেওয়া মেসেজ বুঝবেনা এইটা কেমনে হয়? আর ওইটা আপনি কিনা ওভার শিওর হওয়ার মতো টেকনিক খুব ভালো জানা আছে!চালে একটু ভুল করছেন পরের বার চিন্তা কইরা মেসেজ লিখবেন।

13/11/2023

When you leave me?

09/11/2023

আর কতো কাল অপেক্ষায়?

31/08/2023

আলহামদুলিল্লাহ..
২:৫২ এ.এম
১-০৯-২০২৩

20/08/2023

খারাপ সময় পরিবারের মানুষ গুলাও পাসে থাকে না আর অন্য কেউ থাকবে ভাবা বিলাসিতা!

09/08/2023

টাকাই সুখের মূল, অনেকে বলে না টাকা ছাড়াও সুখে থাকা যায়?ভাই টাকা থাকলে সুখ এমনিতেই চলে আসে,টাকা ছাড়া আপনার কোন দাম নাই..

বঁচে থাকতে হলে টাকা কামাতে হবে!

29/07/2023

মন খারাপের কারন কারে বলমু?যার কাছে বলতে যাই তার মন খারাপের গল্প আমার শোনা লাগে!

25/05/2023

চুপ হয়ে যাও,সবার থেকে দূরে সরে যাও,টাকা কামাও,,মন চাইলে একালা বেরিয়ে যাও।

জীবন সুন্দর।

21/04/2023

প্রতিটা ছেলেরই তিব্র ইচ্ছা থাকে ঈদের নামাজ শেষ করে তার বাবাকে একবার জরিয়ে ধরবে,কিন্তু পরিস্থিতির কারনে বাবাকে জরিয়ে ধরা হয়না ইচ্ছাটা ইচ্ছাই থেকে যায়।

20/03/2023

যোগাযোগ ফুরোয়,অধিকার ফুরোয় শুধু মায়া ফুরোয় না!

17/03/2023

আপনাকে খুঁজে খুঁজে ক্লান্ত আমি, কতো যায়গায় খুঁজলাম তবুও পেলাম না, আপনিকি লুকিয়ে আছেন?নাকি আমার উপর খুব অভিমান?আপনিতো হটাৎ করেই আসতেন আবার কি আসবেন শীতের সকালের কুয়াশা হয়ে, আমি কুয়াশার মাঝেই আপনার অস্তিত্ব অনুভব করে নিব!

13/03/2023

হতাশা নিয়া আর কতো দিন বাঁচমু? আমিতো এগুলা চাইনাই, আমিতো চাইছিলাম একটু সুখী থাকতে আপনারে নিয়া, আপনিতো আমার জীবনটারে পুরা উলুট-পালুট কইরা মাঝপথে ছাইরা দিয়া গেলেন, এমনতো হওয়ার কথা ছিলো না, শেষটাতো ভালো হইলেও পারতো, এই অল্প কয়েকটা দিনের লইগা আমার জীবনে আইসা আমারে ধোকা দেওয়াকি খুব দরকার ছিলো?

13/03/2023

চেও দিলেই ডিপে জাইগা কাহিনিডা কি?🥴

Address

Goshairhat
8050

Telephone

+8801873961675

Website

Alerts

Be the first to know and let us send you an email when The three mistekers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The three mistekers:

Videos

Share

Nearby media companies



You may also like