17/12/2024
টেনে টুনে কখনো সম্পর্ক টেকে না ।সম্পর্কে টান থাকতে হয়। ভালোবাসার মানুষটিকে জীবনের ফার্স্ট প্রায়োরিটি বানাতে হয়।একে অপরের প্রতি বিশ্বাস আর ভরসা রাখতে হয়।একে অপরকে সময় দিতে হবে সন্মান করতে হবে সর্বোপরি একে অপরকে বুঝতে হবে।ভালোবাসায় দুজনকেই একে অপরের জন্য সমান ভাবে স্যাক্রিফাইস করতে হবে। 😊
পরিশেষে যাই হোক, এমন চিন্তা করতে হবে দুনিয়া পাল্টে গেলেও আমাদের সম্পর্কে কোনো আচ লাগতে দেব না।
ভালোবাসলে ভালোবাসার মতো ভালোবাসতে শিখ। সম্পর্কে হাজার বাঁধা আসবে, একে অপরের পাশে থেকে সেই বাঁধা অতিক্রম করতে হয়!