A.T. Saikat

A.T. Saikat হয়তো একদিন তোমাদের মাঝে নিজেকে নিয়ে ফিরবো🙂
(6)

09/04/2024

মাঝে মধ্যে আমার মাথার ভিতর কি চলছে এটা আমি প্রকাশ করতে পারি না☘️

09/04/2024

কতো কিছুই তো আমার সাথে ঘটে যায়।
তার ভিতর কিছু জিনিস প্রকাশ করতে চাই না আমি। আসলে চাই না বললে ভুল হবে আমি প্রকাশ করার ভাষা খুজে পাই না।

09/04/2024

নিজের সৌন্দর্য নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। আপনি আপনার মতোই সুন্দর, যদি কারো কাছে আপনাকে অসুন্দর লাগে, সেটা তার দৃষ্টিশক্তির সমস্যা। আপনার সৌন্দর্য বর্ণনা করার যোগ্যতা কারোর-ই হয়নি।
মনে রাখবেন, আল্লাহ তায়ালা'র সৃষ্টি কখনো-ই অসুন্দর হতে পারেন না☘️
ধন্যবাদ🌿

09/04/2024

আপনি কি জানেন।
বাংলাদেশের যে টপ ১০ জন ধনী ব্যাক্তি আছে তাদের নামে বৈধ ভাবে ব্যাংকে যে টাকা আছে। সেই টাকার যদি তারা সঠিক জাকাতের হিসাবে জাকাত দেয় তাহলে বাংলাদেশে প্রতিটা ইউনিয়নে ৮৮ কোটি টাকা করে ভাগে পাবে।
এবার আপনি ভাবেন যদি বাংলাদেশে যে ধনী ব্যাক্তিরা আছে তারা যদি চায় তাহলে ১ বছরের জাকাতের টাকা দিয়ে বাংলাদেশের সকল নিম্ন শ্রেনির মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারবে।
আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক।
আমিন।

08/04/2024

আমাদের এক সাথে তিন চারটা ঈদ কাটানো হয়েছে।
এখনো ঈদ কাটানো হয় তবে তোমার অন্য কারো সাথে আর আমার, আমার নিজের সাথে☘️

08/04/2024

আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ যদি হয় আমাকে দিয়ে আপনার সকল কাজ করিয়ে নেওয়া। তাহলে এরকম ভালোবাসা আমার দরকার নাই☘️

07/04/2024

আমার মস্তিষ্কের ভিতরে কিছু অবিশ্বাসী, প্রতরণাক এবং বেইমানদের চিত্র আকাঁ। যা আমাকে ক্রমেই ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে☘️

07/04/2024

"বহুমানুষ আশা দেখায়"
দয়া করে কারো দেখানো আশার উপর ভরশা করবেন না

07/04/2024

চিন্তা করো না সব ঠিক হয়ে জাবে।
এটা একটা চরম মিথ্যা কথা☘️

07/04/2024

ঘনঘন একটু পোস্টই তো করি, গা ঞ্জা তো আর খাই না তবুও মানুষের সমস্যা😐

07/04/2024

আজকে এক ভিক্ষুল এসে বললো ২০ টাকা দেন। বললাম আমার কাছে নাই। তারপর সে বললো কারো কাছ থেকে এনে দেন😐

06/04/2024

জানাইতো মানুষ তার প্রিয় জিনিস গুলা বার বার পেতে চায়☘️

06/04/2024

আমার ভিতরের অস্তিরতা আমি তোমাকে বলে বুঝাতে পারিনি নাকি তুমি বুঝেও বুঝতে চাওনি☘️

06/04/2024

আপনি যতোই বড় হবেন ততোই মনে হবে, ঈদের শপিং এর চেয়ে আপনার একটা বিবাহ করা জরুরি।

বাটা কোম্পানি আমার সাথে মজা নেও।কারণ ওরা বুঝে গেছে আমি পাঞ্জাবি কিনি নাই😕
05/04/2024

বাটা কোম্পানি আমার সাথে মজা নেও।
কারণ ওরা বুঝে গেছে আমি পাঞ্জাবি কিনি নাই😕

মাহে রমাদ্বান।😕
05/04/2024

মাহে রমাদ্বান।😕

05/04/2024

জীবনে বহুবার খারাপ সময় আসবে।
বহু মানুষ ঠকাবে। কাছের মানুষ গুলো সুযোগ বাদী হয়ে জাবে।এটা মেনে নিয়ে মানিয়ে নিতে হবে। আর এটাই জীবন☘️

04/04/2024

আমরা পৃথিবীতে এসেছি জন্মনিবন্ধন, পাসপোর্ট , সার্টিফিকেট, এনআইডি কার্ড ঠিক করাতে!🙂

সংগৃহীত

04/04/2024

জীবন যেমন-ই চলুক কাউকে বুঝতে দেওয়া জাবে না।🍀

04/04/2024

গত কাল আমার সব চেয়ে কাছে বন্ধু।
দুইজন অসহায় ব্যক্তিকে সামান্য কিছু ঈদের বাজার করে দিছে। তখন তার পাশেই ছিলাম আমি। ওর কাছে অনুমতি চাইলাম বিষয়টা ভিডিও করে পেজে দেই। অনুমতি দিলো না বললো লোক দেখানোর দরকার নাই।
বাজারে মোট ১৬০০-১৭০০টাকা খরচ হইছে তাতে তার কোনো আক্ষেপ ছিলো না।
পরক্ষণেই যখন আমাদের হামিল খাওয়াতে গেলো ২ জনের বিল হলো ১০০টাকা। আল্লাহ এই টাকা দেওয়া যেন সে ফকির হয়ে জাবে এমন একটা ব্যপার তার ভিতরে লক্ষ করলাম আমি।
তারপর বাইক চালাতে চালাতে বুঝলাম ঠিক যায়গায় টাকা খরচ করলে আসলে মজাই লাগে।

আসুন ঈদের আনন্দ আমরা সবার মাঝে ছড়িয়ে দেই❤️

03/04/2024

আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস আপনার নেই। তাহলে আপনার এই ডিগ্রি আসলে অর্থহীন।🍀

03/04/2024

২/৩ মাস ধরে দুই চার জন্য পুলাপান পড়াই। আজকে সবাই এসে বললো তাদের ঈদের শপিং শেষ সর্বনিম্ন যে বললো তার বাজেটও নাকি ৪০০০টাকা ছিলো।
কিন্তু তাদের ভিতর অধিকাংশরা আমার বেতনের এক টাকাও দেয় নাই💔

The more you give the more you receive🍀Thank you☘️
02/04/2024

The more you give the more you receive🍀
Thank you☘️

খুশে থাকলে ভূতে কিলায়🍀
02/04/2024

খুশে থাকলে ভূতে কিলায়🍀

02/04/2024

আমি নাকি মাইনষের ক্রাশ😎

01/04/2024

অনেকেই দেখতেছি পোস্ট দিচ্ছে ৫৯০০টাকা দিয়ে ড্রেস কিনে হাতে আর ১০০টাকা আছে। ১০০টাকা দিয়ে আর কি করবে! জুতা কিনবে নাকি মেকআপ? এরকম পোস্ট দিয়ে তোমরা নিজেদের অনেক COOL ভাবতেছো!
না ভাই ! তুমি ১নম্বরের ক্ষেত !! ৬হাজার টাকার ঈদ বাজেট পাইছো এটাই শুকরিয়া করো। অনেক মানুষ আছে ৬হাজার টাকা দিয়ে পুরো পরিবার কিনতেছে। কিংবা কেউ এইটুকুও পাচ্ছেনা।
মানব জীবনকে আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। আর মানুষ দিন দিন তাদের কার্যকলাপে নিজেদের পশুর থেকেও অধমের প্রমাণ দিতেছে।
বড় বড় ব্র্যান্ডের জামা না নিয়ে এই ৬হাজার টাকা থেকে ৩হাজার টাকার মধ্যে একটা ভালো জামা নেয়া যায়, ১হাজারের মধ্যে জুতা। বাকি টাকা দিয়ে একটা অসহায়ের মুখে ঈদ হাসি ফোটান। দেখবেন নিজে কেনার চেয়েও অন্যকে কিছু দেয়ার মধ্যে কতো আনন্দ🍀

01/04/2024

জীবনসঙ্গী কেমন হবে এই আলাপ পরে।
জীবনে কেউ সঙ্গী হবে কিনা এটা নিয়ে আমি কনফিউশনে ভুগছি😕

31/03/2024

পিতার পরিচয়ে বড় হওয়া গর্বের,
কিন্তু নিজের পরিচয়ে জন্মদাতা কে
সম্মানিত করা আরো বেশি গর্বের🍀

31/03/2024

সিলেটের অবস্থা ভয়াবহ আমরা সবাই সিলেট বাসির জন্য দোয়া করি🍀

31/03/2024

কারো চাকরি হচ্ছে, কারো ইউরোপের ভিসা হচ্ছে, কারো ভালো ব্যবসায় হচ্ছে, কারো প্রেম হচ্ছে, কারো বিয়ে হচ্ছে।
আর আমার, একদিন ভালো সময় আসবে
আর তখন সব হবে😕

Address

Gopalganj

Telephone

+8801602867973

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.T. Saikat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.T. Saikat:

Videos

Share



You may also like