Subrota Saha Bapi

Subrota Saha Bapi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subrota Saha Bapi, TV Channel, Gopalganj.

12/08/2022
13/07/2022
04/07/2022
27/04/2022
23/03/2022
25/02/2022
জীবন আপনাকে সব সময় অপশন দেবে - একটা পেতে গেলে আরেকটা হারাতে হবে বা ছেড়ে দিতে হবে এমন। এই এক জীবনে এক সাথে সব পাওয়া সম্ভব...
02/02/2022

জীবন আপনাকে সব সময় অপশন দেবে - একটা পেতে গেলে আরেকটা হারাতে হবে বা ছেড়ে দিতে হবে এমন।

এই এক জীবনে এক সাথে সব পাওয়া সম্ভব নয়, সে আশা করলে শুধু শুধু মানসিক যন্ত্রণা বাড়বে।

তাই যে অপশনটাই ফাইনাল করুন না কেন সেটা ভেবে চিন্তে নিজের কাছে কোনটা অধিক গুরুত্বের তার উপর ভিত্তি করে বাছাই করবেন, যাতে পরবর্তীতে আফসোস না করতে হয়।

শুভকামনা।

31/01/2022

জালাল উদ্দিন রুমির ৩০টি অমিয় পংক্তি............................................................

১. মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথম নিজেকেই পুড়তে হয়।

২. তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছো কেন!

৩. তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।

৪. আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে। কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।

৫. প্রতিটি মানুষকে একটা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে এবং সেই কাজটি তার হৃদয়ে গ্রন্থিত আছে। প্রতিটি মানুষ ভেতর থেকে ঠিক সেই কাজটি করার জন্যই তাড়না অনুভব করে।

৬. যা কিছু হারিয়েছো তার জন্য দুঃখ করো না। তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

৭. এটা তোমার আলোই, তোমার আলোই এই জগতকে আলোকিত করে।

৮. প্রদীপগুলো আলাদা, কিন্তু আলো একই।

৯. বৃক্ষের মতো হও, আর মরা পাতাগুলো ঝরে পড়তে দাও।

১০. ঘষা খেতে যদি ভয় পাও, তাহলে চকচক করবে কীভাবে?

১১. শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে ফুল ফোটে যত্নে, বজ্রপাতে নয়।

১২. গতকাল আমি বুদ্ধিমান ছিলাম, তাই পৃথিবীটাকে বদলে দিতে চেয়েছিলাম। কিন্তু আজ আমি জ্ঞানী, তাই নিজেকে বদলে ফেলতে চাই।

১৩. প্রদীপ হও, কিংবা জীবনতরী, অথবা সিঁড়ি। কারো ক্ষত পূরণে সাহায্য করো।

১৪. শোক করো না। তুমি যাই হারাও না কেনো তা অন্য কোনো রূপে ফিরে আসবে।

১৫. তুমি সাগরে এক বিন্দু পানি নও। তুমি এক বিন্দু পানিতে গোটা এক সাগর।

১৬. কেউ যখন কম্বলকে পেটাতে থাকে তখন সেটা কম্বলের বিরুদ্ধে নয়, ধুলোর বিরুদ্ধে।

১৭. প্রেম আসলে কোথাও মিলিত হয় না। সারাজীবন এটা সবকিছুতে বিরাজ করে।

১৮. অন্যের জীবনের গল্প শুনে সন্তুষ্ট হয়ো না, নিজের পথ তৈরি করো, নিজের জীবন সাজাও।

১৯. সুন্দর ও উত্তম দিন তোমার কাছে আসবেনা, বরং তোমারই এমন দিনের দিকে অগ্রসর হওয়া উচিত।

২০. তুমি এ ব্রহ্মাণ্ডে গুপ্তধনের খোঁজ করছো, কিন্তু প্রকৃত গুপ্তধনতো তুমি নিজেই।

২১. স্রষ্টার কাছে পৌঁছানোর অজস্র পথ আছে। তার মাঝে আমি প্রেমকে বেছে নিলাম।

২২. যে কখনো বাড়ি ছাড়েনি, তার কাছ থেকে যাত্রার উপদেশ নিও না।

২৩. আকাশ কেবল হৃদয় দিয়েই ছোঁয়া যায়।

২৪. সিংহকে তখনই সুদর্শন দেখায় যখন সে খাবারের খোঁজে শিকারে বেরোয়।

২৫. শুধু তৃষ্ণার্ত পানি খুঁজে না, পানিও তৃষ্ণার্তকে খোঁজে।

২৬. নতুন কিছু তৈরি করো, নতুন কিছু বলো। তাহলে পৃথিবীটাও হবে নতুন।

২৭. যে বাতাস গাছ উপড়ে ফেলে, সেই বাতাসেই ঘাসেরা দোলে। বড় হওয়ার দম্ভ কখনও করো না।

২৮. সব কিছু জেনে ফেলাই জ্ঞান নয়, জ্ঞান হলো কী কী এড়িয়ে যেতে হবে বা বর্জন করতে হবে তা জানা।

২৯. দুই ব্যক্তি কখনও সন্তুষ্ট নয়- বিশ্বকে যে ঘুরে দেখতে চায় আর যে আরও জ্ঞান আহরণ করতে চায়।

৩০. যদি তুমি চাঁদের প্রত্যাশা কর, তবে রাত থেকে লুকিয়োনা। যদি তুমি একটি গোলাপ আশা কর, তবে তার কাঁটা থেকে পালিয়োনা, যদি তুমি প্রেমের প্রত্যাশা করো, তবে আপন সত্তা থেকে হারিওনা।

*
স্ট্যাটাস ঋণ : সুবর্ণা গোস্বামী

30/01/2022
30/01/2022
30/01/2022

ভালোলাগা এক আবৃত্তি

সতর্ক হই
03/12/2021

সতর্ক হই

শুভ সন্ধ্যা
23/11/2021

শুভ সন্ধ্যা

কান মে  বিড়ি মুখ মে পান জিতে যাও রে পাকিস্তান! এগুলো রক্ত ও বীর্যের দোষ, আর কিছু না
23/11/2021

কান মে বিড়ি মুখ মে পান জিতে যাও রে পাকিস্তান! এগুলো রক্ত ও বীর্যের দোষ, আর কিছু না

18/11/2021
যে জীবন দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে তার হয় নাকো দেখা....
13/10/2021

যে জীবন দোয়েলের ফড়িংয়ের মানুষের সাথে তার হয় নাকো দেখা....

23/06/2021
19/06/2021
13/06/2021
ফিরোজা বেগম; নজরুল সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভার...
09/09/2020

ফিরোজা বেগম; নজরুল সঙ্গীতের প্রবাদপ্রতিম শিল্পী। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাঁকে বাংলা সঙ্গীতের প্রতীকীরূপ হিসেবে বিবেচনা করা হয়। অাজ ৯ সেপ্টেম্বর তাঁর মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানাই।

ফিরোজা বেগমের জন্ম ১৯২৬ সালের ২৮ জুলাই। গোপালগঞ্জ জেলার রাতইল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা। শৈশবেই তার সঙ্গীতের প্রতি অনুরাগ জন্মে। ১৯৫৪ সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন।

১৯৫৫ সালে সুরকার, গায়ক ও গীতিকার কমল দাশগুপ্তের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৬৭ সালে ঢাকায় ফিরে আসেন। ১৯৭৪ সালের ২০ জুলাই কমল দাশগুপ্ত মৃত্যুবরণ করেন। এ দম্পতির তিন সন্তান। তারা হলেন: তাহসিন, হামীন ও শাফীন। হামিন ও শাফিন - উভয়েই রকব্যান্ড দল মাইলসের সদস্য।

ত্রিশের দশক। ব্রিটিশ ভারত। চারিদিকে আন্দোলনের আগুন ধিকিধিকি জ্বলছে। বিক্ষিপ্তভাবে কোথাও তা দাবানলে রূপ নিলেও ইংরেজ সাম্রাজ্যের পতনের অশনি সংকেত তখনও বাজেনি। ফরিদপুরের এক সম্ভ্রান্ত জমিদার পরিবার। সেই বাড়িতে স্থানীয় ব্রিটিশ অফিসার কিংবা রাজনৈতিক নেতাদের নিত্য আনাগোনা। গল্পগুজব, শলাপরামর্শে পার হয় অখণ্ড সময়। ভেতর থেকে ঘন্টায় ঘন্টায় আসে চা-জলখাবার। অভিজাত ওই পরিবারে এমন দৃশ্যই তো স্বাভাবিক।

পরিবার প্রধান খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল বৃটিশ সরকারের কৌঁসুলি। তিনিই প্রথম মুসলমান সরকারি কৌঁসুলি। খান বাহাদুর সাহেবের স্ত্রী সুগৃহিণী বেগম কওকাবুন্নেসা। এই দম্পতির তিন ছেলে, চার মেয়ে। এদের তৃতীয় কন্যা ফিরোজা। তখন কী কেউ ভেবেছিলো এ মেয়ে একদিন সঙ্গীতাকাশে জাজ্বল্যমান চন্দ্রিমা হয়ে বিরাজমান থাকবে? শ্রাবণে জন্ম বলে আদর করে কেউ কেউ শ্রাবণী বলে। ফর্সা টুকটুকে বলে কেউবা ডাকে আনার। কারো কাছে সে আসমানী। আর কাজের লোকেদের কাছে প্রিয় ‘সেজবু’।

বড্ড রঙ্গিন
02/09/2020

বড্ড রঙ্গিন

বৃষ্টির পানি চুইয়ে চালতা ঝুলছে গাছে
02/09/2020

বৃষ্টির পানি চুইয়ে চালতা ঝুলছে গাছে

পুরানো দিন বড্ড রঙ্গিন
02/09/2020

পুরানো দিন বড্ড রঙ্গিন

বাংলা ৮৭২ সালে ফরিদপুরের তালমায় ‘মা’ প্রতিষ্ঠা পান
30/08/2020

বাংলা ৮৭২ সালে ফরিদপুরের তালমায় ‘মা’ প্রতিষ্ঠা পান

Prothoma
30/08/2020

Prothoma

অফুরন্ত বিকেল
30/08/2020

অফুরন্ত বিকেল

ইনডোর গেম
30/08/2020

ইনডোর গেম

Address

Gopalganj
8100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subrota Saha Bapi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category



You may also like