NFSC - Gopalganj Zone

NFSC - Gopalganj Zone 'নট ফর সেল ক্লাব' অনুমোদিত এই বুকজোনটি?

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪*সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ডসভ্যতার ভিত্তিমূলডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০...
27/03/2022

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*
সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল
ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....
নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!
অংশীদারিত্ব: ১৫০০ টাকা!
কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!
বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ২৯ মার্চ!

“নট ফর সেল ক্লাব” প্রকাশনা -০৪
*

সেপিয়েন্স (গ্রাফিক নভেল) ২য় খণ্ড
সভ্যতার ভিত্তিমূল

ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশন সংখ্যা: ১০০১ কপি! ক্লাবের পরিচালনা পর্ষদের পরামর্শক্রমে এই ডিরেক্টর’স ও কালেক্টর’স এডিশনের সাথে “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের একটি করে কপি ফ্রি গিফ্ট হিসাবে প্রদান করা হবে; সাথে ক্লাবের পক্ষ থেকে থাকবে....

নতুন কার্যকরী সদস্যপদ কার্ড!
অতিথি সদস্যপদ কার্ড!
কালেক্টর’স কপি সার্টিফিকেট!
বক্স প্যাকেজিং!
ক্লাব ব্যাজ!
বুকজোন ষ্টিকার!
কুরিয়ার প্যাকেট ও ফি!

অংশীদারিত্ব: ১৫০০ টাকা!

কেবলমাত্র কার্যকরী সদস্যগণ “সেপিয়েন্স (গ্রাফিক নভেল) দৃশ্যমান ইতিহাস” প্রথম খণ্ডের ২য় সংস্করণ পেপারব্যাকের অতিরিক্ত কপি ৪৫০/-টাকা (প্রতিটি) জন্মদায় মূল্যে সংগ্রহ করতে পারবেন; বই হাতে পৌছাবে এপ্রিলেই……!!!

বিঃদ্রঃ
ক্লাব প্রকাশনা-০৫ সংক্রান্ত তথ্য পাবেন ২৯ মার্চ!

খোঁজ দ্যা সার্চ! রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)[Mehrab Siddique Sabit কাজের স্যাম্পল]*NFSC বাংলার অমর গল্প “রূপ...
01/12/2021

খোঁজ দ্যা সার্চ!
রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)
[Mehrab Siddique Sabit কাজের স্যাম্পল]

*
NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি রূপবান গল্পের ২০০ পৃষ্ঠার একটি গ্রাফিক নভেল তৈরি করে দিতে সক্ষম হন, তবে NFSC আপনাকে ১ লক্ষ টাকা প্রকাশের আগেই সম্মানী দেবে এবং পরবর্তী প্রতিটি পেপারব্যাকের জন্য ১০ টাকা সম্মানী প্রদান করতে থাকবে! ক্লাব জানে কীভাবে রূপবানের লাখ কপি বন্টন সম্ভব; গল্পের গ্রাফিক নভেল রূপান্তর এবং আঁকার মান হতে হবে প্রফেশনাল স্তরের!

দায়িত্ব গ্রহণের জন্য নিচের সংযুক্ত গল্পটুকুর ৫ পৃষ্ঠার গ্রাফিক রূপান্তরকে টেষ্ট কপি হিসাবে দেখা হবে!

=====
জংলিরাজা রূপবানের দুঃখ-কষ্টের কথা শুনে বনের মধ্যে রূপবান ও রহিমের বসবাসের জন্য একটি ঘর তৈরি করে দেন। সে-ঘরেই রূপবান বসবাস করতে শুরু করে। একদিন ঘরের উঠোনে শিশু রহিমকে ঘুম পাড়িয়ে রূপবান পানি আনতে ঘাটে যায়। এসে দেখে একটি হিংস্র বাঘ রহিমের দিকে এগোচ্ছে। রূপবান ভয়ংকর ওই দৃশ্য প্রত্যক্ষ করে গান ধরে:

খেয়ো না খেয়ো না বাঘ-রে,
ও বাঘ খেয়ো না মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!
হাতে ধরি পায়ে ধরি-রে,
ও বাঘ ছেড়ে দাও মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

গান গাইতে গাইতে রূপবান তার ধর্মের বাবা জংলিরাজাকে ডাকে; রূপবানের আর্তনাদ শুনে জংলিরাজা ছুটে এসে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ জংলিরাজা ও বাঘের যুদ্ধ চলে এবং একসময় বাঘ জংলিরাজার হাতে মারা পড়ে।

=====
বিঃদ্রঃ
পুরো গল্পের রূপরেখার জন্য ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র রূপবানের সহয়তা নিতে পারেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে রূপবান ভূমিকায় অভিনয় করেন সুজাতা।

বিস্তারিত ঘোষণা আসবে জানুয়ারী ২০২২..

“নট ফর সেল ক্লাব”-এর প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!*জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO...
30/10/2021

“নট ফর সেল ক্লাব”-এর
প্রথম আন্তর্জাতিক সফলতার ঘোষণা!

*

জাতিসংঘের ১৫ টি স্পেশালাইজড এজেন্সির মধ্যে অন্যতম একটি এজেন্সি WIPO কর্তৃক আয়োজিত “Performance Coaching Program for Young and New Publishers for Developing Countries in Asia” প্রোগ্রামে “Not For Sale Club” অংশগ্রহনের জন্য nominated হয়েছে। উক্ত আয়োজনে “Not For Sale Club”-এর প্রতিনিধি অংশগ্রহন করার সুযোগ পাচ্ছেন। এজেন্সি থেকে নবীন বা নতুন প্রকাশক হিসাবে কি সমস্যা, কি চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হয় ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয়েছে, যাতে আমাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে কোচিং প্রোগ্রামে তাঁরা আলোকপাত করতে পারেন।

“নট ফর সেল ক্লাব” ভেবেছে এটা একটা দারূণ সুযোগ; আপনারা যারা প্রকাশনা শিল্পের সাথে জড়িত আছেন আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে আপনাদের সমস্যা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরলে সেগুলোও আমরা পাঠাতে পারবো যাতে আলোচিত হয়।

নিম্নোক্ত প্রশ্নগুলোর আলোকে আপনারা আপনাদের প্রশ্ন বা মতামত ব্যাক্ত করতে পারেনঃ

What are the actual challenges that you encounter in your daily work, for example, as related to:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. In the relationship with the stakeholders

f. Others

What are the knowledge and experiences you would like to acquire through this mentorship program:

a. In the copyright and other related legal areas

b. In the management/administration area

c. In the production area

d. In the promotion and marketing area

e. Others

Page post link:
https://www.facebook.com/100871775153659/posts/364638172110350/

25/10/2021
পারফিউম: একজন খুনীর গল্প! (পারফিউম্ড কালেক্টর এডিশন)[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]মূল: প্যট্রিক...
13/10/2021

পারফিউম: একজন খুনীর গল্প!
(পারফিউম্ড কালেক্টর এডিশন)
[বাংলাদেশের সর্বপ্রথম সুগন্ধযুক্ত বই, সাথে একটি টুইষ্ট]

মূল: প্যট্রিক সাসকিন্ড
ভাবানুবাদ: পায়েল মণ্ডল

*

ফ্রান্স। অষ্টদশ শতাব্দী। এসময় প্যারিসের মাছ বাজারে জন্মগ্রহণ করে একজন ক্ষুরধার প্রতিভাবান ব্যাক্তি। প্রতিভাবান হলেও তার নৃশংসতা পশুকেও হার মানায়। মানুষটির নাম জ্যাঁ ব্যাতিস্ত গ্রেনোয়ে। গল্পটি তাকে নিয়ে। গ্রেনোয়ের নৃশংসতা, অমানবিকতা ড্য সেডস, সেইন্ট জাস্ট, বুচেস বা বোনাপোর্টকেও হার মানায়। গ্রেনোয় হলো সেই মানুষ যে একটা ভিন্ন অস্ত্র দিয়ে মানবজাতিকে পদানত করতে চেয়েছিল। গ্রেনোয়ের এই অপচেষ্টার গল্প বলা হবে।

সে সময়ের প্যারিস আজকের প্যারিসের মত এত পরিস্কার সাজানো গোছানো ছিলো না। তখন প্যারিসের বাতাস ছিল দূর্গন্ধে ভরা। রাস্তায় যত্রতত্র পড়ে থাকতো ঘোড়ার লাদ। কোর্টইয়ার্ডে মানব বর্জ আর বাসাবাড়ির কোনাকানায় পাওয়া যেত মরা ইঁদুর। প্যারিসের বাসাবাড়ি আর কারখানার চিমনী দিয়ে বের হওয়া সালফারের ধোঁয়ায় শ্বাস নিতে কষ্ট হতো শহরবাসীর। অধিকাংশ বাড়ির রান্নাঘরের চুলোর পাশের দেয়াল চাপা পড়ে থাকতো চর্বির পুরু আস্তরে নীচে। গ্রাম থেকে আসা কিষাণ ও জেলেরা যত্রতত্র বসে যেত সব্জি ও মাছ নিয়ে, বিক্রির জন্য। কসাইরা যেখানে খুশি পশু কেটে মাংস বিক্রয় করতো আসলে সে সময়ের প্যারিস ছিল একটা বড় বস্তি। দুর্গন্ধময় বস্তি!

প্রকাশিত হবে মার্চ/এপ্রিল ২০২২!

খোঁজ দ্যা সার্চ! রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)[দ্বিতীয় দলের কাজের স্যাম্পল]*NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ...
02/10/2021

খোঁজ দ্যা সার্চ!
রূপবান: গ্রাফিক নভেল (কালেক্টর’স এডিশন)
[দ্বিতীয় দলের কাজের স্যাম্পল]
*

NFSC বাংলার অমর গল্প “রূপবান”-এর গ্রাফিক নভেল করতে চায়! আপনি যদি রূপবান গল্পের ২০০ পৃষ্ঠার একটি গ্রাফিক নভেল তৈরি করে দিতে সক্ষম হন, তবে NFSC আপনাকে ১ লক্ষ টাকা প্রকাশের আগেই সম্মানী দেবে এবং পরবর্তী প্রতিটি পেপারব্যাকের জন্য ১০ টাকা সম্মানী প্রদান করতে থাকবে! ক্লাব জানে কীভাবে রূপবানের লাখ কপি বন্টন সম্ভব; গল্পের গ্রাফিক নভেল রূপান্তর এবং আঁকার মান হতে হবে প্রফেশনাল স্তরের!

দায়িত্ব গ্রহণের জন্য নিচের সংযুক্ত গল্পটুকুর ৫ পৃষ্ঠার গ্রাফিক রূপান্তরকে টেষ্ট কপি হিসাবে দেখা হবে!

=====

জংলিরাজা রূপবানের দুঃখ-কষ্টের কথা শুনে বনের মধ্যে রূপবান ও রহিমের বসবাসের জন্য একটি ঘর তৈরি করে দেন। সে-ঘরেই রূপবান বসবাস করতে শুরু করে। একদিন ঘরের উঠোনে শিশু রহিমকে ঘুম পাড়িয়ে রূপবান পানি আনতে ঘাটে যায়। এসে দেখে একটি হিংস্র বাঘ রহিমের দিকে এগোচ্ছে। রূপবান ভয়ংকর ওই দৃশ্য প্রত্যক্ষ করে গান ধরে:

খেয়ো না খেয়ো না বাঘ-রে,
ও বাঘ খেয়ো না মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

হাতে ধরি পায়ে ধরি-রে,
ও বাঘ ছেড়ে দাও মোর পতি-রে
বনের বাঘ বাঘ-রে!

গান গাইতে গাইতে রূপবান তার ধর্মের বাবা জংলিরাজাকে ডাকে; রূপবানের আর্তনাদ শুনে জংলিরাজা ছুটে এসে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন। কিছুক্ষণ জংলিরাজা ও বাঘের যুদ্ধ চলে এবং একসময় বাঘ জংলিরাজার হাতে মারা পড়ে।

=====

বিঃদ্রঃ
পুরো গল্পের রূপরেখার জন্য ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র রূপবানের সহয়তা নিতে পারেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সালাউদ্দিন। এতে রূপবান ভূমিকায় অভিনয় করেন সুজাতা।

স্যাম্পল জমা দেবার শেষ তারিখ:
৩০ অক্টোবর, ২০২১

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন) কার্যাদি চলমান……
02/10/2021

ঈভের ডায়েরি (কালেক্টর’স এডিশন)

কার্যাদি চলমান……

গ্রাফিক নভেল পেপারব্যাক!*যারা  “সেপিয়েন্স: গ্রাফিক নভেল” পেপারব্যাক সংগ্রহ করতে চান তারা সামনের মাসের 12 অক্টোবর এর মধ্য...
28/09/2021

গ্রাফিক নভেল পেপারব্যাক!

*

যারা “সেপিয়েন্স: গ্রাফিক নভেল” পেপারব্যাক সংগ্রহ করতে চান তারা সামনের মাসের 12 অক্টোবর এর মধ্যে চাহিদা পত্র দিয়ে রাখতে পারেন।

ধন্যবাদ!

“নট ফর সেল ক্লাব” ৪র্থ কালেক্টর’স এডিশন!মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)*প্রুফ রিডিং, এডিটিং, ভাষা...
26/09/2021

“নট ফর সেল ক্লাব”
৪র্থ কালেক্টর’স এডিশন!

মক্কায় মুহাম্মদ (সঃ): কালেক্টর’স এডিশন (ম্যাপ সংস্করণ)

*
প্রুফ রিডিং, এডিটিং, ভাষা সম্পাদন চলছে; এরসাথে চলছে বাংলাদেশের বড় কয়েকটি প্রতিষ্ঠান কতৃক তথ্য যাচাই করার প্রক্রিয়া!

সবকিছু স্বাভাবিক চললে,
এই প্রকাশনাটির ম্যাপ সংস্করণ ঐতিহাসিক হবে!

'বুদ্ধ' পেপারব্যাক এডিশন  সম্পর্কে খুব শীঘ্রই ঘোষণা আসছে... বুদ্ধ প্রস্তুত, আপনি প্রস্তুত তো...?
23/09/2021

'বুদ্ধ' পেপারব্যাক এডিশন সম্পর্কে খুব শীঘ্রই ঘোষণা আসছে...

বুদ্ধ প্রস্তুত, আপনি প্রস্তুত তো...?

ভাবুন…*প্রয়োজনে হাজারটা গালি দিন; তারপরও নেট থেকে সংগ্রহ করে পাইরেটেড PDF-টা পড়তে শুরু করুন! নিজের বোধকে প্রশ্ন করে দেখু...
23/09/2021

ভাবুন…

*

প্রয়োজনে হাজারটা গালি দিন; তারপরও নেট থেকে সংগ্রহ করে পাইরেটেড PDF-টা পড়তে শুরু করুন! নিজের বোধকে প্রশ্ন করে দেখুন; “নট ফর সেল ক্লাব” কোন ভালোবাসা থেকে বিক্রয়ের চিন্তা না করে প্রায় ৮ লাখ টাকা খরচ করে নিজেদের সংগ্রহের জন্য বইটি নির্মাণ করেছে?

উত্তর আপনার বুদ্ধত্বের কাছে…!!!

সেপিয়েন্স: গ্রাফিক নভল (পেপারব্যাক)পাঠকের হাতে পৌঁছানোর জন্য প্রস্তুত।
22/09/2021

সেপিয়েন্স: গ্রাফিক নভল (পেপারব্যাক)

পাঠকের হাতে পৌঁছানোর জন্য প্রস্তুত।

সবাইকে আমন্ত্রণ এই বই উৎসবে যুক্ত হবার জন্য। কোন কোন জায়গায় কাল আমাদের বুদ্ধ আনবক্স হবে তার লিষ্ট নিম্নে দেয়া হলো- যারা ...
19/09/2021

সবাইকে আমন্ত্রণ এই বই উৎসবে যুক্ত হবার জন্য।
কোন কোন জায়গায় কাল আমাদের বুদ্ধ আনবক্স হবে তার লিষ্ট নিম্নে দেয়া হলো-
যারা কাছাকাছি আছেন তারা উৎসবে যুক্ত হতে পারেন-বই সবার হোক, বই উৎসব সবার হোক।
"বুদ্ধঃ গ্রাফিক গাইড" আনবক্সিং ইভেন্ট শুরুর সময়সূচীঃ ২০ সেপ্টেম্বর ২০২১
1/ বাড্ডাঃ মেরুল বাড্ডা আন্তর্জাতিক বুদ্ধ বিহার।
বিকাল ৪ টা
2/ বাসাবোঃ ধর্মরাজিক বুদ্ধ বিহার।
সকাল ৯ টা
3/ মিরপুর ১৩ঃ শাক্যমুনি বৌদ্ধ বিহার
সকাল ৯ টা
৪/ কুমিল্লাঃ কুমিল্লা শালবন বৌদ্ধ বিহার
সকাল ১১ টা
৫/ জয়পুরহাটঃ পাচবিবি
দুপুর ১২ টা
৬/ চট্টগ্রামঃ চট্টগ্রাম বৌদ্ধবিহার, নন্দনকানন।
সকাল ৬ টা
৭/ রাঙ্গামাটি: রাজবন বিহার
সকাল ৬ টা
৮/ রাজশাহী- নওগা পাহাড়পুর বৌদ্ধ বিহার
সকাল ৯ টা
৯/ কক্সবাজারঃ রাংকূট বনাশ্রম বৌদ্ধ বিহার
বিকাল ৩ টা
১০/ খাগড়াছড়িঃ ধর্মপুর আর্য বনবিহার
সকাল ৮ টা
১১/ রাঙ্গামাটি: বুদ্ধাংকুর বৌদ্ধ বিহার
সকাল ৮ টা

18/09/2021
মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!মূল: ডব্লিউ. এম. ওয়াটভাষান্তর: প্রান্ত হাসান!!!!ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্...
25/08/2021

মক্কায় মুহাম্মদ(সঃ): কালেক্টর’স এডিশন!
মূল: ডব্লিউ. এম. ওয়াট
ভাষান্তর: প্রান্ত হাসান!

!
!
!

ঘোষণা আসবে “বুদ্ধ” গ্রাফিক গাইড প্রকাশের পরেই!

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
23/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

বুদ্ধ: গ্রাফিক গাইড[মধু পূর্ণিমা’য় উন্মুক্তকরণ]*প্রচলিত আছে, বুদ্ধ তার শিষ্যদের দুটি দলের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না ...
21/08/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড
[মধু পূর্ণিমা’য় উন্মুক্তকরণ]

*

প্রচলিত আছে, বুদ্ধ তার শিষ্যদের দুটি দলের মধ্যকার বিরোধ মীমাংসা করতে না পেরে অভিমানবশত এক গভীর অরণ্যে আশ্রয় নেন। সেখানে, একটি হাতি তাঁর সেবা করেন। হাতিকে সেবা করতে দেখে বনের একটি বানরও বুদ্ধের সেবায় নিয়োজিত হয়। বানরটি বুদ্ধকে ভাদ্র মাসের পূর্ণিমা রাতে মধু পরিবেশন করে আপ্যায়ন করে।

আগামী ২০ সেপ্টেম্বর বৌদ্ধ বন্ধুদের “মধু পূর্ণিমা” উৎসব! NFSC বাংলাদেশের সকল বৌদ্ধ তীর্থক্ষেত্রে এই দিনে “বুদ্ধ: গ্রাফিক গাইড (কালেক্টর’স এডিশন)” নিয়ে হাজির হয়ে যাবে! মধু পূর্ণিমা রাতে উন্মুক্ত হবে বাংলাদেশের সর্বপ্রথম জীবনী/বিষয়ভিত্তিক গ্রাফিক গাইড ধারাবাহিকের প্রথম পর্ব “বুদ্ধ”!

ইতিহাসে স্বাগতম!

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত! (গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)*"নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গা...
19/08/2021

জেনেসিস: সৃষ্টি থেকে বন্যা পর্যন্ত!
(গ্রাফিক গাইড কালেক্টর’স এডিশন)

*

"নট ফর সেল ক্লাব" কতৃক প্রকাশিত ৫০ পর্বের গ্রাফিক গাইড সিরিজের দ্বিতীয় বই এটি! মূলত আব্রাহামিক ধর্মমতের প্রথম ধর্মমত ঈহুদী বাইবেলের সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত রুপরেখার সাধারণ বোধগত বর্ণনা থাকছে এখানে! এটি বাংলাদেশের ৯১ শতাংশ মুসলিম জনগণকে বুঝতে সাহায্য করবে, ঈহুদী ধর্মমতের সাথে ইসলাম ধর্মমতের মিল বা অমিল কতটুকু; এবং NFSC আশাবাদী বইটি "বুদ্ধ: গ্রাফিক গাইড" থেকেও বেশী পাঠক প্রিয়তা পাবে!

কাজ শুরু হয়েছে;
ঘোষণাও পাবেন দ্রুত!
(বিঃদ্রঃ প্রচ্ছদটি সাময়িক)

যুদ্ধ সমাগত!*“নট ফর সেল ক্লাব” গ্রাফিক নভেল সিরিজের দ্বিতীয় বই এটি! ২৫০০ বছর আগের কালজয়ী রচনা আসবে “কালেক্টর’স এডিশন” হি...
17/08/2021

যুদ্ধ সমাগত!

*

“নট ফর সেল ক্লাব” গ্রাফিক নভেল সিরিজের দ্বিতীয় বই এটি! ২৫০০ বছর আগের কালজয়ী রচনা আসবে “কালেক্টর’স এডিশন” হিসাবে! যুদ্ধ শুরুর আগে প্রকাশিত হবে আরও একটি বই: “ঈভের ডায়েরি!

কথায় বলে স্বর্গ থেকে বিতাড়িত না হলে মানব জীবন যুদ্ধহীন হতো; তাই ঈভের দিনলিপি পড়াও জরুরী!

একতার যুদ্ধে স্বাগতম!

ঈভের ডায়েরি (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)মূলঃ মার্ক টোয়েনভাষান্তরঃ ফরিদ আহমেদ "এই পৃথিবীতে আমার বয়স এখন প্রা...
11/08/2021

ঈভের ডায়েরি
(কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)

মূলঃ মার্ক টোয়েন
ভাষান্তরঃ ফরিদ আহমেদ


"এই পৃথিবীতে আমার বয়স এখন প্রায় একদিন। আমার মনে হয় আমি গতকাল এখানে এসেছি। এমন মনে হওয়াটা সঠিক হবারই কথা। কারণ, গতকালের আগে যদি কোনো দিন থেকেও থাকে, আমি সেখানে ছিলাম না; থাকলে, আমার তা অবশ্যই মনে থাকতো। অথবা এমনও হতে পারে গতকালের আগের দিনটা আসলেই ছিলো। কিন্তু, আমি সেটা খেয়াল করি নাই। যাই হোক, এখন থেকে এ ব্যাপারে আমি খুব সচেতন থাকবো। যদি গত দিনের আগের দিনের কোনো স্মৃতি আমার মনে আসে, আমি সেটার বর্ণনা নিশ্চিত টুকে রাখবো। সবচেয়ে ভালো হবে টুকে রাখার বিষয়টা এখন থেকেই শুরু করলে; এতে করে ভুলে যাবার সম্ভাবনা তেমন থাকবে না। আমার কেনো যেনো মনে হচ্ছে একদিন এই বর্ণনাগুলো ভবিষ্যতের ঐতিহাসিকদের কাছে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।" - ঈভ

১১৫ বছর পর বাংলা ভাষায় প্রকাশিত হতে যাচ্ছে, "নট ফর সেল ক্লাব" থেকে, মার্ক টোয়েনের কালজয়ী রচনা "ঈভের ডায়েরি"-এর (কালেক্টর'স এডিশন: হ্যান্ডরাইটিং সংস্করণ)! আমরা আশাবাদী প্রকাশনার জগতে এটি আরও একটি মাইলফলক হতে যাচ্ছে!

(প্রচ্ছদটি সাময়িক)

ভাষান্তর চলমান...*সৌদি যুবরাজমোহাম্মদ বিন সালমান-এর ক্ষমতা ও উত্থান কাহিনী "ব্লাড অ্যান্ড ওয়েল"আসছে NFSC থেকে!
05/08/2021

ভাষান্তর চলমান...

*

সৌদি যুবরাজ
মোহাম্মদ বিন সালমান-এর
ক্ষমতা ও উত্থান কাহিনী
"ব্লাড অ্যান্ড ওয়েল"
আসছে NFSC থেকে!

ভাষান্তর চলমান...*সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান-এর ক্ষমতা ও উত্থান কাহিনী "ব্লাড অ্যান্ড ওয়েল"আসছে NFSC থেকে!বিঃদ্রঃ“ব...
02/08/2021

ভাষান্তর চলমান...
*
সৌদি বাদশাহ
মোহাম্মদ বিন সালমান-এর
ক্ষমতা ও উত্থান কাহিনী
"ব্লাড অ্যান্ড ওয়েল"
আসছে NFSC থেকে!
বিঃদ্রঃ
“বুদ্ধ: গ্রাফিক গাইড” সদস্যদের কাছে পৌছানোর পর থেকে NFSC-এর আর কোনো প্রিপ্রেইড প্রজেক্ট থাকবে না; সেইসাথে ক্লাব প্রতি মাসে ৩/৪ টি বই ধারাবাহিকভাবে সংগ্রহ করতে থাকবে! সদস্যরাও বই সংগ্রহের বাধ্যবাধকতা থেকে শর্তসাপেক্ষে মুক্ত থাকতে পারবেন!
ক্লাব সকল সদস্যদের সার্বিক বিকাশে বহুবিধ পদক্ষেপ নিতে শুরু করেছে, যা সবার জন্যই বই সংগ্রহের বিষয়টি আকর্ষণীয় করে তুলবে!
একতার যুদ্ধে স্বাগতম!

বুদ্ধ: গ্রাফিক গাইডমতামত দিন: লেখার রং এবং ধরণ কি পরিবর্তন করতে হবে?*“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের ক...
31/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড

মতামত দিন:
লেখার রং এবং ধরণ কি পরিবর্তন করতে হবে?

*

“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে!

রাজপুত্র সিদ্ধার্থ এবার বুদ্ধ হয়েছেন; তিনি ক্রমশ নিজেকে তৈরি করে নিচ্ছেন আপনার গৃহে পদধূলি দেবার জন্য; দ্বার উন্মুক্ত রেখেছেন কি?

অবশেষে
“নট ফর সেল ক্লাব”-এর সম্মিলিত সদস্যগণ তৈরি করছেন নতুন ইতিহাস; বুদ্ধের ইতিহাস……

সহযাত্রায় স্বাগতম!

বুদ্ধ: গ্রাফিক গাইড*“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ...
29/07/2021

বুদ্ধ: গ্রাফিক গাইড

*

“বুদ্ধ” হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম গ্রাফিক গাইডের কালেক্টর’স এডিশন; নিশ্চিত এটি ইতিহাসের অংশ হতে যাচ্ছে!

রাজপুত্র সিদ্ধার্থ এবার বুদ্ধ হয়েছেন; তিনি ক্রমশ নিজেকে তৈরি করে নিচ্ছেন আপনার গৃহে পদধুলি দেবার জন্য; দ্বার উন্মুক্ত রেখেছেন কি?

অবশেষে
“নট ফর সেল ক্লাব”-এর সম্মিলিত সদস্যগণ তৈরি করছেন নতুন ইতিহাস; বুদ্ধের ইতিহাস……

সহযাত্রায় স্বাগতম!

দ্য অ্যালকেমিস্ট: স্বপ্নের পেছনে ছুটে চলাদ্য অ্যালকেমিস্ট (The Alchemist) বইটা পড়েছেন? না পড়লে পড়ে ফেলুন। একজন মানুষের জ...
24/07/2021

দ্য অ্যালকেমিস্ট: স্বপ্নের পেছনে ছুটে চলা

দ্য অ্যালকেমিস্ট (The Alchemist) বইটা পড়েছেন? না পড়লে পড়ে ফেলুন। একজন মানুষের জীবনের লক্ষ্য ঠিক করার জন্য যতগুলো ভালো বই পড়া প্রয়োজন- ‘দ্য অ্যালকেমিস্ট’ তার মধ্যে অন্যতম। একদম বাড়িয়ে বলছি না। সময় করে পড়ে ফেলুন। এরপর বুঝবেন, একজন লেখক কতটা গভীরভাবে মানুষের জীবনবোধকে তুলে আনতে পারে। কতটা সহজ ভাষায় পাঠকের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়- তুমি ঠিক কি কারণে কখনোই সফল হতে পার না।

খুব আফসোস হচ্ছে, বইটা যদি ছাত্রজীবনে পড়ার সুযোগ পেতাম। বিশেষ করে যখন স্কুলে পড়ি বা আরও পরে বিশ্ববিদ্যালয়ে- তখন এমন একটা বই হয়তো দৃষ্টিভঙ্গিটাকে বদলে দিত। আরও অনেক বিষয়ে সুন্দর সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করত। যা হবার তাতো হয়েই গেছে। এটাকে বরং বইয়ের ‘ইংলিশম্যানের’ মতো করে বলি, ‘তাও ভালো যে এটা এখন পড়তে পেরেছি। এমনওতো হতে পারত যে এটা আরো দশ বা পনের বছর পরে পড়ার সুযোগ পেতাম। অথবা কখনোই পেতাম না। এটা কি বিরাট ব্যাপার না?’

মানুষ কেন সফল হয়? অথবা মানুষ কেন তার গন্তব্যে পৌঁছুতে পারে না? উহু। এটা ফুটপাতে ‘আপনিও সফল হবেন’, ‘সাফল্য লাভের একশ উপায়’, ‘সহজে কোটিপতি হবার কৌশল’– এ টাইপের কিছু না। কারণ, পাওলো কোয়েলহো দেখিয়েছেন যে, ‘সাফল্যের কোন শর্টকার্ট নাই।’ শর্টকার্টে লাভবান হওয়া যায় চুরি করে, ডাকাতি করে, জুয়া খেলে। যাবেন সে পথে? যাবেন না।

উপন্যাসের নায়ক এক কিশোর। স্পেনের আন্দালুসিয়ায় তার বাস। একটু বড় হবার পর সে চাইল ভ্রমণে বের হবে। তার বাবা বলল, ঘুরে বেড়ানোর জন্য মেষপালক হওয়াই বুদ্ধিমানের কাজ। কিছু ভেড়া কিনে সে হয়ে গেল মেষপালক। তার ভেড়ার পাল নিয়ে সে ঘুরে বেড়াতে লাগল এখান থেকে সেখানে। ভেড়ার সাথে থাকতে থাকতে একসময় সে তাদের ভাষা বুঝতে পারে- তাদের চাহিদা, অভাব, অভিযোগ সে উপলদ্ধি করে। বিনিময়ে সে পায় ধৈর্য্যের শিক্ষা। তার সময় কাটে কিছুদিন আগেই পরিচয় হওয়া ব্যবসায়ীর কন্যাকে নতুন কি গল্প শোনাবে তার চিন্তার আর স্বপ্নিল চোখে সমুদ্রের অপর পাড়ের মূর দেশের দিকে চেয়ে। স্পেনের উপকূল থেকে জাহাজে মাত্র দু’ঘন্টার পথ। অথচ তার মতো আর কোন মেষপালকই ওখানে যাবার ইচ্ছা করেনি।

হঠাৎ করে একদিন সে স্বপ্ন দেখে গুপ্তধনের। এরপর থেকে তার ছুটে চলা সেই গুপ্তধনের রহস্যের সন্ধানে। সমুদ্র পাড়ি দিয়ে কিশোর যায় অচেনা মূর দেশে। স্পেনে আরব মুসলমানদের মূর নামেই ডাকা হয়। এক সময়কার স্পেন বিজয়ী মুসলমানরা এসেছিল সমুদ্র পাড়ি দিয়ে আরব দেশ হতে। সেখান থেকে সমুদ্রের উপর দিয়ে যে বাতাস আসে তাকে তারা বলে ল্যাভানটার। সে আরেক গল্প।

সদ্য আরবে এসে এক ঠগবাজের কাছে অভিযানের জন্য জমানো সব সম্পদ খুইয়ে ফেলে। এরপর সে কাজ নেয় এক ক্রিস্টালের দোকানের কর্মচারী হিসেবে। পরিশ্রমী, ধৈর্য্যশীল এই কিশোর সেখানেও তার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা দিয়ে চমক লাগিয়ে দেয়। কিন্তু সে ভোলেনা তার স্বপ্বের কথা। সমৃদ্ধির জীবন ছেড়ে সে জীবনের ঝুঁকি নিয়ে পাড়ি দেয় দুর্গম সাহারা মরুভূমি। পৌঁছে এক মরুদ্যানে। প্রকৃতির ইশারায় শান্ত, নিরাপদ মরুদ্যানকে বাঁচিয়ে দেয় ভয়ানক শত্রুর আক্রমন থেকে। পরিচয় হয় ফাতেমা নামের বেদুঈন কন্যার সাথে। সে তাকে বলে বেদুঈন মেয়েরা তাদের স্বামীর জন্য অনন্তকাল অপেক্ষা করে থাকে। সুতরাং, সে যেনো পিছুটান ভুলে গুপ্তধনের সন্ধানে বের হয়।

কিশোর এগিয়ে যায়। পথে পথে আক্রান্ত হয়। এরপরও সে থামেনি। প্রকৃতির ইশারা থেকে ঠিক করে নেয় যাত্রাপথ। তবুও স্বপ্নের পেছনে ছুটে চলা এই কিশোর কখনো বিচ্যুত হয়নি তার বিশ্বাস থেকে। সে জানত তার গুপ্তধনের সন্ধান সে পাবেই। এসকল বাধা-বিপত্তি তাকে সাহস জুগিয়েছে। মরুভূমির নির্জনতা, বাতাসের মুখরতা আর ভেড়ার পালের অপরিসীম ধৈর্য্য তাকে শিখিয়েছে মহাবিশ্বের ভাষা। সে ভাষায় সে কথা বলেছে আকাশের সাথে, সূর্যের সাথে। নিজেকে পরিণত করেছে প্রচন্ড ঝড় সাইমুমে। এসকল কাজে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে রহস্যময় আলকেমিস্ট।

অ্যালকেমিস্ট হলো এক রহস্যময় ব্যক্তি যে লোহাকে স্বর্ণে রূপান্তর করতে পারে। যে জানে মহাবিশ্বের ভাষা। ইংলিশম্যান তার সন্ধানে বছরের পর বছর ঘুরে ফেরে। লোকে বলে তার বয়স নাকি দু’শো বছর। কিশোর নায়কের লক্ষ্যের প্রতি দৃঢ় মনোবল, প্রতিজ্ঞা অ্যালকেমিস্টকে মুগ্ধ করে। কিশোরকে পথ দেখিয়ে সে পৌঁছে দেয় পিরামিডের কাছে।

দীর্ঘ উত্থান আর পতনের পর কিশোর ঠিকই তার গুপ্তধন খুঁজে পায়। তার লক্ষ্যে সে ঠিকই পৌঁছে। কিন্তু এ পরিশ্রম আর কষ্ট কিন্তু তাকে গুপ্তধনের চাইতেও অনেক অনেক বড় জিনিস উপহার দেয়। তা হলো জীবনের গুঢ় রহস্য- মহাবিশ্বের ভাষা বোঝার ক্ষমতা। যে ভাষায় স্রষ্টা আর সৃষ্টির সম্পর্ক প্রতিষ্ঠিত। যে ভাষা বুঝলে সৃষ্টি বুঝে যায় তার স্রষ্টার উদ্দেশ্য।

বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় অংশ হলো ‘মুখবন্ধ।’ আমার মনে হয় বইটির যে ত্রিশ লক্ষ কপি পৃথিবীজুড়ে বিক্রি হয়েছে তার মূল কারণ এই মুখবন্ধ। মানুষের ব্যর্থ হবার জন্য লেখক চারটি কারণ এখানে উল্লেখ করেছেন। পড়ে দেখুন, মনে হবে এগুলো বুঝি আপনার জীবনের সাথেও মিলে যায়।

যদি সম্ভব হয়, বইটির ইংরেজি ভার্সনটা পড়বেন। বাংলায় বেশ কয়েকটি অনুবাদ হয়েছে কিন্তু কোনটাই ইংরেজির মতো হয়নি। আসলে একেক ভাষার আবেদন একেক রকম। ইংলিশ টেক্সট খুবই সাবলিল। এমনকি ইংরেজিতে যে পটু না তার জন্যও পড়তে মোটেই কষ্ট হয় না। অনলাইনে পিডিএফ কপি সহজলভ্য। তবে হার্ড কপি বই পড়ার মজা তো আর পিডিএফ এ পাওয়া যায় না।

শুভ কামনা রইলো। আশা করছি একটি সুন্দর বইয়ের পেছনে ব্যয় করার মতো কিছুটা সময় আপনি অবশ্যই বের করে নিতে পারবেন।

লিখেছেন: আহমেদ ইসমাঈল হোসেন

বুদ্ধ বলেছেন:প্রত্যেক মানুষের অধিকার আছে,তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার!বাংলাদেশে প্রথম প্রকাশিত হতে যাচ্ছে ৫০ জ...
23/07/2021

বুদ্ধ বলেছেন:
প্রত্যেক মানুষের অধিকার আছে,
তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার!

বাংলাদেশে প্রথম প্রকাশিত হতে যাচ্ছে ৫০ জন মানুষ/বিষয় নিয়ে ৫০ টি ধারাবাহিক রঙ্গীন কালেক্টর’স এডিশনের গ্রাফিক গাইড; যার প্রথম খণ্ড নিয়ে “বুদ্ধ” আসছেন!

বই ছাপা শুরু হবে লকডাউন পার হলেই……!!!

[কালেক্টর'স এডিশন]দ্য প্রফেট: গ্রাফিক নভেল (বাংলা)মূল: কাহলিল জীবরান গদ্যানুবাদ: নিষিক্তসাথে থাকবে মূল ইংরেজী সংস্করণের ...
17/07/2021

[কালেক্টর'স এডিশন]

দ্য প্রফেট: গ্রাফিক নভেল (বাংলা)
মূল: কাহলিল জীবরান
গদ্যানুবাদ: নিষিক্ত

সাথে থাকবে মূল ইংরেজী সংস্করণের বুকলেট পেপারব্যাক! "কালেক্টর'স এডিশন" প্রকাশিত হবে মাত্র ১০০১ কপি।

Address

Gopalganj

Alerts

Be the first to know and let us send you an email when NFSC - Gopalganj Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share


Other Book & Magazine Distributors in Gopalganj

Show All