ভালোবাসার সজ্ঞা নতুন করে কিছুই দেয়ার নেই। নেই ভালোবাসার কোনো প্রতিদান। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসার কোনো সীমা-পরিসীমা নেই। ভালবাসা সবার জন্যে, সবকিছুর জন্যে। আসুন আমরা সবাই মিলে আমাদের ভালোবাসার গন্ডিটাকে আরো বিসৃত করি। ভালোবাসার কথা লিখুন আপনার প্রিয় মানুষটাকে নিয়ে, প্রিয় বন্ধু কে নিয়ে, বাবা-মা কে নিয়ে, আমাদের দেশ কে নিয়ে....অথবা খুব প্রিয় কোনো জায়গা নিয়েও হতে পারে। অর্থাৎ আপনার ভ
ালোলাগা-ভালোবাসার যেকোনো কিছু নিয়েই লিখুন আমাদের এই ব্লগে।
**** আপনার নিজের লিখা কোন গল্প, কবিতা বা জানা কোন সত্যি কাহিনী পাঠাতে চাইলে পাঠাতে পারেন। গল্প ও কবিতার সাথে আপনার নাম, ঠিকানাও প্রকাশ করতে পারবেন। পাঠানোর জন্য মেইল করুন- [email protected]
অথবা - https://www.facebook.com/pages/Valobashar-Golpo-Kobita/801670246575496?
যারা গল্প পাঠাতে চান অবশ্যই বাংলায় লিখে পাঠাবেন।
লেখা পাঠানোর নিয়মঃ
(ক) লেখা কম্পিউটারে বাংলা অক্ষরে টাইপ করে পাঠাতে হবে।
(খ) লেখা পরিচ্ছন্ন হতে হবে ।
(গ) যেকোন প্রয়োজনে গল্পকারের সংগে কর্তৃপক্ষ যোগাযোগ করবেন।
(ঘ) কোন প্রকার অশালীন শব্দ ব্যবহার করা যাবে না।
(ঙ) নকল লেখা হলে তার দায়দায়িত্ব লেখককে বহন করতে হবে।
(চ) শ্রেষ্ঠত্ব নির্ধারণে বিচারক পাঠকের রায়ই চুড়ান্ত বলে বিবেচিত হবে।
যেকোনো অভিযোগ, পরামর্শের জন্যও মেইল করতে পারেন।
*** ধন্যবাদ ***